নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েদশী

ফিরিংগিদের কামলা

িটউব লাইট

অলস, িপসলা

িটউব লাইট › বিস্তারিত পোস্টঃ

টেলিসংলাপে নৈশভোজ

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০

টেলিসংলাপে নৈশভোজের আমন্ত্রন প্রদান ও গ্রহনের বাহ্যিক প্রচেষ্টা নিয়ে যা চলছে তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেতা কি জাতিকে বোকা বানানোর চেষ্টায় নিয়োজত নন? প্রধানমন্ত্রীর নেতৃত্বধীন সরকার সংবিধানের ১৫তম সংশোধনী পাশ করার সময় কি বিরোধীদল ও দেশের সবগুলো নৃতাত্ত্বিক জাতিসত্ত্বার জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিলেন? এই মুহুর্তে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের প্রতি দেশের, দুয়েকজন দলকানা ব্যক্তি ছাড়া, সকল মানুষের সর্বাধিক সমর্থন, যা- প্রকারান্তরে গণদাবীর পর্যায়ে অবস্থান করছে। দেশের প্রধানমন্ত্রীর সে কথা আজানা কি? তিনি বা তার চারপাশের মানুষগুলো কি জনগণের নাড়ির ওঠানামা সম্পর্কে অজ্ঞ? সমস্যার সমাধানে সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার উদ্দেশ্যে সংবিধানের ১৬তম সংশোধনীর বিল আনতে সরকার বদ্ধপরিকর - এমন বার্তা এখনও পর্যন্ত কোথায় দৃশ্যমান নয়। শুধু শুধু মানুষের প্রতি রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা বাড়িয়ে দেওয়ার মত দায়সারা কর্মকান্ডে কার লাভ? দেশের আতঙ্কিত পরিশ্রমী মানুষগুলোর তো অন্ততঃ কোন লাভ নেই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.