নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

বেনামি কবিতা

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪২

হৃদয়ের ক্ষতে কতজনের নিশ্বাস ভারী হয়ে উঠছে হরদম,

অবিশ্বাসের চোখরাঙানিতে বিশ্বাস হয়ে পড়ছে নড়বড়ে,

ভালোবাসাগুলো অসহায় আত্মসমর্পণে মত্ত দিকে দিকে,

প্রতিশ্রুতিরা ক্রমাগত আঘাতে আঘাতে লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা,

স্বপ্নেরা দু:স্বপ্নের হুংকারে মিয়ম্রান হয়ে ছাড়ে স্বপ্নচারীর আস্তানা,

আশাগুলো হতাসার ক্রুদ্ধদৃষ্টি উপেক্ষা করতে পারছেনা যেনো কিছুতেই,

শান্তনার বাণীগুলোও কেন শুনাচ্ছে নিষ্ঠুর সব রসিকতা, ক্রুর হাসির মতো,

নির্মম অত্যাচারে আর ক্রমাগত পিছুটানে আজ দিশেহারা জীবনের রাস্তায় ছুটে চলা অসংখ্য পথিক,

জীবনের এগলি ওগলিতে মৃত্যুর কাছে মাথা নত করে পড়ে আছে কত তাজা প্রাণ।

ব্যর্থতার হুঙ্কার আর চাবুকের আঘাতে যেনো কিছুতেই বুক ভরে নিশ্বাস নিতে পারেনা বিন্দুবিন্দু সফলতা,

অষ্টাদশী প্রেমিকা প্রলোভনে সব হারিয়ে পাড়ি জমায় উদ্দেশ্যহীনতায়,

টগবগে উদ্যমী যুবক প্রতিযোগিতার বাজারে যুদ্ধ করতে গিয়ে ক্লান্ত হয়ে ছিটকে পড়ে প্রতিদিন,

অসহায়ত্বের শিকলে নিজেকে জড়িয়ে স্থবির হয়ে বসে থাকাই যেনো আজ জীবন,

অশ্রুগুলোকে পরম সমাদরে গড়িয়ে পড়তে দেয়াই যেনো প্রশান্তি,

এ কোন পথে চলেছে মহাকালের কাফেলা,
কোন বিসাদের চাদরে আজ ঢাকা জীবনের উচ্ছলতা?

তবে কি সমাপ্তির ক্রন্দনে বাতাস ভারী হবে শিগগির,

মহাকালের কাফেলা কি থেমে যাবে তৃষ্ণার্ত বুকে?

তবে কি পূরণ হবেনা আর কোনদিন রাশিরাশি স্বপ্নের,
উল্লাসে কি আর ফেটে পড়বেনা তারুণ্যের দল?
তবে কি ক্ষনস্থায়ীত্বের জয়ের সুর্য উঠবে আকাশে?


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৯

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কথামালায় সাজানো কবিতা। ভাল লাগল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৬

মাহফুজ বলেছেন: কবিতা বুঝি স্বার্থকতা পায় এমন মন্তব্যে, ধন্যবাদ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫১

মাহফুজ বলেছেন: My pleasure :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.