নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

মিছে মায়াundefined

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩

এখনো দেখি চেষ্টা করলে দুচার লাইন কাব্য বের হয় মস্তিষ্ক থেকে।

মিছে মায়ায় জড়ায়েছো,
কেঁদে কেঁদে বুক ভাসায়েছো,
অপেক্ষার প্রহর কাটেনি,
আশার প্রদীপ জ্বলেনি?
তবুও কেনো হাল ছাড়োনা,
কেনো মিথ্যে করেও "ঘৃণা করি" বলতে পারনা?
কেন রাগ অভিমান ভুলে অহেতুক জড়াও আরো মিছে মায়ায়?
কেন কষ্টের তীব্রতা হাসিমুখে সয়ে
অযথাই ভাস নিরাসায়?
বিক্ষুব্ধ হয়ে কেন পারনা,
চিৎকার করে বলতে " না ভালোবাসিনা"?
প্রতীক্ষার যাতনা সইতে সইতে কেন ধৈর্যহারা হয়ে ক্ষান্ত দাওনা?
আষ্টেপৃষ্ঠে কিসের টানে ভালোবাসার যাতনা মেখে অপেক্ষায় প্রহর গুনো?
মুমূর্ষু রোগীর মত মৃত্যু নাকি জীবনী ফিরে পবার এত দ্বিধা কেন তোমার?
স্বপ্ন দেখতেও কেন ভয় পাও নতুন কোনো জগতে নতুন করে শুরু করার?
এত অবহেলা কেন সইতে হবে, হৃদয়ে কি প্রশ্ন জাগেনা?
অনুভূতিরা ক্লান্ত হয়ে চলে যাবে, তবু কেন ভয় পাওনা?
আবেগের কারুকার্যে প্রতারিত হচ্ছো কেন বুঝতে চাওনা?
ভাবলেশহীন জীবন, তুমি আর কতকাল বইবে অযথা?
কেন উপলব্দি করনা বাস্তবতার কাছে তোমার শত আস্ফাল বৃথা,
একবার না হয় বেরিয়ে এসো, আবেগের বন্দিশালা টপকে,
দেখে যাও জীবনের গোলকধাঁধায় কতশত আছে আটকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

রিফাত হোসেন বলেছেন: দেখে যাও জীবনের গোলকধাঁধায় কতশত আছে আটকে।

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.