![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।
ক্রমাগত সুখের সন্ধানে,
খানিকটা প্রশান্তির অন্বেষণে,
সারিসারি অট্টালিকায়,
উঁচু উঁচু দালানে,
সাঁইসাঁই করে ছুটে চলা গাড়ির ভেতরে থাকা মানুষেরা,
তোমরা কি সুখের দেখা পেয়েছো?
বিলাসবহুল শহরের কাছেই, অলিতে গলিতে,
ঝুপড়ী কিংবা বস্তিতে,
রেললাইনের পাশে বা প্লাটফর্মে,
অসংখ্য গৃহহীন মানুষের দল;
সুখে আছো কি তোমরা?
না, না, না, না,
গগনবিদারী চিৎকারে প্রকম্পিত আকাশ বাতাস।
সুখের বড় আকাল,
এক মুঠো সুখের সবাই কাঙ্গাল,
তবে কোথায় সুখ,
কোথায় নির্মল হাসিতে ভরা মুখ,
কোথায় স্বস্তির নিশ্বাস,
কোথায় সুখী জীবনের সামান্য আশ্বাস?
দামী দামী পোশাকে,
কৃত্রিমতার মোড়কে,
সুখে থাকার অভিনয়,
পদে, পদে সবার মাঝে
কি এক অস্থিরতা আর
চোখেমুখে অজানা ভয়,
অনিশ্চিত জীবনের ক্ষণেক্ষণে,
প্রত্যাশা শুধু একটাই আসবে সুখ,
হবে খুব শীঘ্র দু:খের পরাজয়।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬
মাহফুজ বলেছেন: কঠিন প্রশ্ন। বর্তমান পৃথিবীতে হয়তো সুখের অসুখ হয়ে গেছে।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: সুখ এই আছে, এই নেই।
সুন্দর।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
মাহফুজ বলেছেন: অস্থায়ী, ক্ষণস্থায়ী....
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
মাহফুজ বলেছেন: কৃতজ্ঞতা।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
ডা:জাফর বলেছেন: SO NICE PLEASE CLICK THE LINK NEWSINSIDE24.COM
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২
মাহফুজ বলেছেন: click
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪
হংস বলাকা বলেছেন: অতিব চমকপ্রমদ ।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
মাহফুজ বলেছেন: অতিব ধন্য হলুম।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪
কানিজ রিনা বলেছেন: এত সুন্দর কবিতা আর হয়না।
এত সুখ তবুও কেন সুখ অনুভব
হয়না। অনেক অনেক ভাল কবিতা
অশেষ ধন্যবাদ।
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মাহফুজ বলেছেন: মন্তব্যটা আরো সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০
জনৈক অচম ভুত বলেছেন: কেউই সুখী নয় কেন? তাহলে কি সুখ বলতে কিছু নেই?