![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!
তারপর আমি তাকে লিখতে বসলাম। ভাবলাম তাকে বলি আমি শেষবারের মত লিখছি। কিন্তু না। আমার ভাগের অংশটুকু সে কেড়ে নেবেনা। কেউ নেয়না। আমি পাবো। একেকবার আমার তাকে মধুবন মনে হয়। মনে হয় খুব যখন সন্ধ্যা! গায়ের পশম দেখার মত আলো থাকেনা। রোগে ধুঁকতে ধুঁকতে রোগা একটা হাত সামনে বাড়িয়ে আশ্রয় খোঁজে। আপন কিছু শুনতে চায়। তখন কেউ বলুক দেখা হবে। তখন যেন এর থেকে প্রিয় আর কিছু নেই।
ধরা যাক আমি প্রথম পক্ষ নই,দ্বিতীয় পক্ষ নই। অথবা তৃতীয় পক্ষ হতে পারি। ধরা যাক একটা দুটো বেড়াল রোজ মানুষের মত কাঁদে। কুসি কুসি হাত পা নিয়ে গরম চেতনায় বুক খোঁজে। ধরা যাক কেউ বলল তোমার সাথে অনেক কথা আছে আমার! শৈশবে কেউ বলেনা কেমন আছো তুমি?-কতদিন তোমাকে দেখিনা। একারনেই আমাদের যৌবনের অপেক্ষা! আমি তাকে লিখতে বসেছি। হাত পা ছড়িয়ে ঘরের পথ করে দিতে সরে গেছি। সে গেছে বরফ ভেঙে ভেঙে কুঠার কিনতে। বনে যাবে। কাঠ কাটবে। আগুন জ্বালাবে। বড় তাপ প্রয়োজন তার। আমি বড় তাপে সেদ্ধ হতে হতে তাকে লিখি।
ভাবি বলব এবারই শেষ চিঠি লিখছি তোমাকে। সে জানে পুনশ্চ এক চিঠি পাবে। প্রয়োজন ফুরিয়ে গেলেও চিঠি থেকে সুগন্ধ বেরুবে। সাধারন খাম গুলোর ডাকটিকিক বড় সাধারন হয় ওঠাতে গেলে ছিঁড়ে খুঁড়ে যায়। আমি বেছে বেছে মানুষ আনি। তারপর তার নাক চোখ মুখ কে ডাকটিকিট করে পাঠিয়ে দিই চিঠিটা। অনেক দূরে যে নেই এখন। নদীয়া আঁতকে ওঠে। এ কেমন চিঠি!
আরেকটু বেশি আমার নয় বলে এ আক্ষেপ তাকে বিরক্ত করে। সে কঠিন গলায় বলে দেয় উত্তরের ব্যালকুনিতে সবুজ গাছ লাগিয়ে রেখেছি। দয়া করে সময় মত পানি দিও। জলের উপর বেশিক্ষন কি ওড়া যায়! তার কাঠিন্যকে ভালবেসে কারন দিতে থাকি। এই যে অনন্তকাল পেরুবে তাকে ছাড়া সে সময় টা যেন কষ্ট কম হয় আমার।
এসব ঝড় খুব টের পাওয়া যায়। সে সব বোঝে। তার ঠোঁটের কোনে হাঁসি। সে বলে ঐখানে তুমি থাকো। ঐ সাদা বাড়িটার দোতলায় রাত হলেও বাতি জ্বলে। যদি তাকে খুঁজি এক আবল তাবল চিঠির প্রাপক ভেবে, সে হারাতে থাকে। হাত নেড়ে বলতে থাকে পাহাড় পেরিয়ে এসো। দেখা হবে।
প্রাপকেরা চিঠি পায়! আর সময় গুলো হয়ে যায় ডাকঘর। চিঠি পড়ে থাকে। পিওনের খামখেয়ালি! অসহ্য! একটা নতুন চিঠি আমি পুরোনো বছর কে দিয়েছি। আর বছর শেষে গুনতে যাই, ফেরতি চিঠিতে ডাকবাক্স আমার উপচে গেছে!
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৩
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩১
মামুন হতভাগা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা,মাহীপু
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৫
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৩
কি নাম দিব বলেছেন: শুভ নববর্ষ আপু
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৫
মাহী ফ্লোরা বলেছেন: আপু শুভ নববর্ষ
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৪
আমি তানভীর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা মাহীপু
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: শুভেচ্ছা ভাইয়া।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৩
কাজী রিদয় বলেছেন: এ আবার কেমন চিঠি। কার কাছে লেখা...আপনার চিঠি পড়ে আমিও যে নদীয়ার মতোন আৎকে উঠছি। আর সহজ ভাষায় লিখলে ভালো হতো না..
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৩
মাহী ফ্লোরা বলেছেন: প্রিয় মানুষটাকে লেখা চিঠি ! প্রিয় সময়টাকে! সময় আর মানুষ গুলো কেমন যেন এক হয়ে গেল।
অনেক ধন্যবাদ!
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৮
রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা রইল সাথে শুভ নববর্ষ।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৫
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৯
ভিয়েনাস বলেছেন: প্রাপকেরা চিঠি পায়! আর সময় গুলো হয়ে যায় ডাকঘর। চিঠি পড়ে থাকে........আবার শুরু হয় নতুন বছর ,
শুভ নববর্ষ
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৮
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভিয়েনাস!
ভাল থাকুন।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৯
ত্রাতুল বলেছেন: বেশ সুন্দর একটা লেখা। শুভ নববর্ষ।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৮
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৪র্থ ভাললাগা!! শুভেচ্ছা আপি
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৯
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরের শুভেচ্ছা রইল।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৮
স্বদেশ হাসনাইন বলেছেন: চিঠির ফর্মে লেখা ভাল লাগে। এমনিতেই মাহীর লেখাগুলো বড় আপন মনে হয়।
ভাল থাকবেন কবি
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:২১
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন অনেক!
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৪
ভারসাম্য বলেছেন: ধরা যাক আমি প্রথম পক্ষ নই,দ্বিতীয় পক্ষ নই। অথবা তৃতীয় পক্ষ হতে পারি।
- প্রথম পক্ষে না। দ্বিতীয় পক্ষে অনেকেই আছে। তৃতীয় পক্ষেও নয়।
সে জানে পুনশ্চ এক চিঠি পাবে। প্রয়োজন ফুরিয়ে গেলেও চিঠি থেকে সুগন্ধ বেরুবে।
- চিঠির কাগজটার সুগন্ধটাই প্রয়োজন। প্রয়োজনের কথা পড়বার প্রয়োজন কি?
সে কঠিন গলায় বলে দেয় উত্তরের ব্যালকুনিতে সবুজ গাছ লাগিয়ে রেখেছি। দয়া করে সময় মত পানি দিও। জলের উপর বেশিক্ষন কি ওড়া যায়!
- গাছটা সবুজ হলেও ওটা একটা প্লাষ্টিকের গাছ ছিল। শুধু পাখিদের বোকা বানাবার জন্য। জল দিয়ে কি আর প্লাষ্টিকের গাছ জ্যান্ত বানানো যায়?
প্রাপকের নাম ছাড়া একটা চিঠি পড়ে পেলাম। প্রেরক খানিকটা চেনা। ভাবলাম চিঠিটা আমাকেও লেখা হতে পারে। পড়েও মনে হল আমাকেই লেখা। মন পড়ে থাকলে সবই তো মিলিয়ে নেয়া যায় তাই না?
মেলাতে খারাপ লাগে না। ভালই বা কতদিন লাগে? তাই আমার চিঠিগুলোও আর পোষ্ট করা হয়না।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: কি যে হয়! এত মনোযোগী পাঠে কুন্ঠিত হই। ভাল লাগার মত কিছু সত্যিই ছিলতো? প্রিয় মানুষটার ভাল লাগে। তাকে লিখেছি বলে!
কত না বলা থেকে যায় প্রতিদিন। আর না পাওয়াদের হিসেব কষতে গেলে ছটফট করে ভেতর! কি যে হয়! আরেকটা বছর চলে গেল।
নতুন বছরের শুভেচ্ছা রইল।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৮
ঘুমন্ত আমি বলেছেন: দুহাজার বারো সালে পৃথিবী ধ্বংস ।সুতরাং শেষ বারের মতো নিউইয়ার এর শুভেচ্ছা
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫০
মাহী ফ্লোরা বলেছেন: নাআআআআআআআআআআ
এত তাড়াতাড়ি মরতে চাইনা
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫০
নুপুরের রিনিঝিনি বলেছেন: দারুন চিঠি আপু
শুভ নববর্ষ
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫২
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৬
সায়েম মুন বলেছেন: ডাকটিকিক বড় সাধারন হয় ওঠাতে গেলে ছিঁড়ে খুঁড়ে যায়।
ফেরতি চিঠিতে ডাকবাক্স আমার উপচে গেছে!
---টাইপো গুলা দেখে নিয়েন। আর বেতনটা পাঠায় দিয়েন। বিনিময়ে কোন চিঠি পাঠানোর দরকার নেই। তাহলে না খেয়ে থাকতে হবে। অবশ্য খামের ভিতর চকচকে কিছু নোট থাকলে ভিন্ন কথা। সেক্ষেত্রে চিঠিই পাঠাতে পারেন। চিঠির উপর টানা অক্ষরে হ্যাপী নিউ ইয়ার লেখা চাইই চাই। খোলা চিঠিতে হ্যাপী নিউ ইয়ার জানালাম।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২২
মাহী ফ্লোরা বলেছেন: এত্ত গুলা টাইপো!
একটা বন্ধ চিঠিও পাঠাই দেন!
নতুন বছরের শুভেচ্ছা রইল। পরিবারশুদ্ধ ভালো থাকুন।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৫
~মাইনাচ~ বলেছেন: শুভ নববর্ষ
আপনার লেখ পড়া হয়নি তেমন একটা। সময় করে পড়তে হবে।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩১
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০০
আর.এইচ.সুমন বলেছেন: Bubu Ami khub sorry Tomar Birthday te wish korte parini ..
Bubu plz raag koro na .... Jnaoy to Tomar vai ta akhon sob vule jay ! khali Chobi tule beray
!!
Letter ta valo legese !! Aro likhba ! kosto Anondo sob mishiea !!
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৫
মাহী ফ্লোরা বলেছেন: হা হা ঠিক আছে ভাইয়া।
নতুন বছরের শুভেচ্ছা রইল। ভাল কাটুক প্রতিদিন। ছবিময় কাটুক।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৫০
মাহমুদা সোনিয়া বলেছেন: darun laglo!! happy new year
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৬
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৭
সিদ্দিক আহমেদ বলেছেন: আপুনি আপনার লেখার প্রেমে পড়ে গেলাম । আপনার সবগুলা লেখা সময় নিয়ে পড়ে ফেলবো
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: বাকি লেখা পড়ার পর এই প্রেম অক্ষত থাকলেই হয়!
১৯| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ নববর্ষ!
শুভ হোক আগামী।
অনাবিল আনন্দ শুরু হোক এই সকাল থেকে।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আগামীর শুভেচ্ছা। ভাল থাকুন প্রতিদিন!
২০| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:২৯
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: চিঠি ভালো লাগছিলো। কেন জানি এই চিঠিটা পড়বার সময় মাথায় দু'টা লাইন ঘুরঘুর করছিলো, এখনো করছে যন্ত্রনার মতই।
কেউ আসো, এসে বল, "ভালোবাসি..."
কেউ আসো, এসে বল, "কেমন আছো তুমি?"
এরপর আর কিছুনা। শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪১
মাহী ফ্লোরা বলেছেন: এরপরও আরো কিছু আছে। যখন আসবে লাইনগুলো। পংক্তি গুলো! যন্ত্রনা কমে যাবে জানি। কমে যাক যন্ত্রনা। ভাল থঅকা হোক প্রতিদিন।
কেউ আসো, এসে বল, "ভালোবাসি..."
কেউ আসো, এসে বল, "কেমন আছো তুমি?"
অনেক সুন্দর।
২১| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:৩১
গাধা মানব বলেছেন: শুভ নববর্ষ আপু। চিঠি ভালো লাগল।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪২
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা।
২২| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:৫৭
রিয়েল ডেমোন বলেছেন: চিঠি পৌছে যাক ঠিকানায়। পৌছে যাক ভালোবাসায়
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
২৩| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ২:৩৮
জসিম বলেছেন:
ভাল্লাগলো কবি!
শুভকামনা রইলো ।
হ্যাপি নিউইয়ার
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।
২৪| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ২:৫৯
রবিন মিলফোর্ড বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা মাহীপু।
আনন্দে কাটুক সারা বছর ।
ভাল থাকুন অনেক ।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা সবসময়।
২৫| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৩:১৩
কাউন্সেলর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা নিন।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫২
মাহী ফ্লোরা বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা রইল।
২৬| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৩:১৭
টুকিঝা বলেছেন: প্রাপকেরা চিঠি পায়! আর সময় গুলো হয়ে যায় ডাকঘর। চিঠি পড়ে থাকে। পিওনের খামখেয়ালি! অসহ্য! একটা নতুন চিঠি আমি পুরোনো বছর কে দিয়েছি। আর বছর শেষে গুনতে যাই, ফেরতি চিঠিতে ডাকবাক্স আমার উপচে গেছে!
নতুন বছরের শুভেচ্ছা আপি।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৩
মাহী ফ্লোরা বলেছেন: অনেক শুভকামনা আপিটার জন্য।
২৭| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৩:২৬
মুনসী১৬১২ বলেছেন: আলোর ভেলায়
সুখের মেলা
ওই নতুন ডাকে
শুভ নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল। ভাল থাকা হোক প্রতিদিন।
২৮| ০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১০:১২
অদৃশ্য বলেছেন:
লিখাটি ভালো লাগলো....
নতুন বছরের শুভেচ্ছা ও সাথে অনেক অনেক শুভকামনা..
ভালো থাকুন....
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ অদৃশ্য।
নতুন বছরের শুভেচ্ছা।
২৯| ০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৭
রিমঝিম বর্ষা বলেছেন:
শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৬
মাহী ফ্লোরা বলেছেন: হাসো বলছি!
৩০| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১১
মহাবিশ্ব বলেছেন:
"অতল তোমার সন্ধান পেয়ে চিনতে পারিনি বলে, হৃদি ভেসে গেছে অলকানন্দা জলে..."
অলকানন্দার শব্দজল থেকে উঠে আসে যেন নতুন বছরের সবুজ চিঠি, অক্ষরগুলো সকালের রোদ্দুর দিয়ে লেখা। আর খাম খুললেই মেঘের সুবাস... ঝরে পড়ে ভালোবাসার রেণু।
নতুন বছরের শুভেচ্ছা মাহী। অনন্ত কাব্যময়তায় উদ্ভাসিত হোক আগামী মুহূর্তগুলি।
০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছর রোদ্দুর তাই চুলে
গুঁজিয়া দিয়াছে অলকানন্দা তুলে!
দারুন একটা ফুলের নাম বলেছেন। মাথায় ঘুরছে। অনেক কৃতজ্ঞতা মহাবিশ্ব।এমন দারুন মন্তব্যের জন্য।
নতুন বছরের শুভেচ্ছা।
৩১| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৭
সিদ্দিক আহমেদ বলেছেন: থেকে যাবে আশা করি
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪২
মাহী ফ্লোরা বলেছেন: হুম
৩২| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩১
আহমেদ রাকিব বলেছেন: ধরা যাক কেউ বলল তোমার সাথে অনেক কথা আছে আমার! শৈশবে কেউ বলেনা কেমন আছো তুমি?-কতদিন তোমাকে দেখিনা। একারনেই আমাদের যৌবনের অপেক্ষা! আমি তাকে লিখতে বসেছি।
---------------------------------------------------------
বাহ, চমৎকার গদ্য। বেশ ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগা লাইন দুটো কপি করলাম কমেন্টে।
বিঃদ্রঃ একটা যায়গায় মনে হয় ডাকটিকেট বানানটা ভুল আছে। ঠিক করে নিয়েন।
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: বানান ভুলের কথা আর বইলেন না।
৩৩| ০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৭
বহুব্রীহি বলেছেন: এক টুকরো মন্তব্য চতুরে ফেলে আসা হল
শুভ নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
৩৪| ০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮
সাইফুলহাসানসিপাত বলেছেন: ভাবুক ফ্লোরাপু !!!
HAPPY NEW YEAR আপুনি ।
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৬
সকাল রয় বলেছেন:
তুমি রবে নিরবে হৃদয়ে মম
চিঠি বড় আপন
শুভেচ্ছা নতুন বছরের
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা! ভাল থাকা হোক।
৩৬| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৯:২২
শিপু ভাই বলেছেন:
অনেক অনেক শুভকামনা মাহিপু!!!!
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩১
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ শিপুভাই।
নতুন বছরের শুভেচ্ছা রইল।
৩৭| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১০:০৯
কবির চৌধুরী বলেছেন: উপরের সবার শুভ কামনা যেন সত্যি হয়!
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০০
মাহী ফ্লোরা বলেছেন: আপনার ইচ্ছে যেন পূরন হয়! :!>
৩৮| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১০:১৬
শিশিরের শব্দ বলেছেন: Chomotkar chithi apu..
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০১
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ আপু।
শুভকামনা রইল।
৩৯| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১০:২৫
হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো, সুন্দর অনুভূতিমালা।
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০২
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।
৪০| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০
ইসরা০০৭ বলেছেন: শুভ নববর্ষ আপু
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৩
মাহী ফ্লোরা বলেছেন: শুভ হোক প্রতিদিন আপু।
৪১| ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৮
ফয়সাল রকি বলেছেন: একাধিকবার পড়লাম, আর যা বুঝলাম, তাহলো- আমার এন্টেনাটা পুরোনো হয়ে যাচ্ছে... ভাল লাগল।
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫
মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা
৪২| ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১২:০১
মেমনন বলেছেন: বুঝলাম চিঠি আমাকে লেখা না, তাই বোঝার চেষ্টা করলাম না, শুধু পড়ে গেলাম।
হ্যাপ্পি নিউ ইয়ার।
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৮
মাহী ফ্লোরা বলেছেন: বুঝলে আপনার ভাল লাগতো মেমনন!
নতুন বছরের শুভেচ্ছা।
৪৩| ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৩
পাগলমন২০১১ বলেছেন: শুভ নববর্ষ মাফ্লো
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৯
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
৪৪| ০২ রা জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৭
ফারিয়া বলেছেন: চিঠি পড়ে মন খারাপ হল
আপুকে শুভ নববর্ষ, সুন্দর হোক নতুন বছর!
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১০
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু।
৪৫| ০২ রা জানুয়ারি, ২০১২ ভোর ৬:২৬
শোশমিতা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু। নতুন বছর হোক সুন্দর ও আনন্দময়!
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৫
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছর আনন্দময় হোক আপুর।
৪৬| ০২ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩১
রিমঝিম বর্ষা বলেছেন:
তুই হাসতে বলিস??
জীবন থেকে আরো একটা বছর চলে গেল! বুড়ি হওয়ার দিকে আরো একটা বছর এগিয়ে গেলাম! তারপরেও তুই আমাকে হাসতে বলিস!!!!
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
মাহী ফ্লোরা বলেছেন: তাইতো তাইতো! আমার কথা তো ভাবি নাই। ও আপু তুমি কই? আসো দুজন মিলে কাঁদি
৪৭| ০২ রা জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৮
অদৃশ্য বলেছেন:
নতুন বছরের জন্য কবিতা তৈরী আছে নিশ্চয়..... অপেক্ষায় থাকছি আপনার কবিতার জন্য....
শুভকামনা....
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২০
মাহী ফ্লোরা বলেছেন: কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিওনা.........
আমার মাথায় ফু দিয়ে দেন। যেন কিছু লিখতে পারি!
৪৮| ০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৩
বিলাতী পোলা বলেছেন: happy new year Apu
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া
৪৯| ০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১:২১
মেমনন বলেছেন: ভাল তো এম্নিতেই লেগেছে।
বোঝার চেষ্টা করে না বুঝলে তারপর?
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৭
মাহী ফ্লোরা বলেছেন: তারপর আর কি! তারপরও ভাল লাগত
৫০| ০২ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮
আবু সালেহ বলেছেন: প্রাপকেরা চিঠি পায়! আর সময় গুলো হয়ে যায় ডাকঘর। চিঠি পড়ে থাকে। পিওনের খামখেয়ালি! অসহ্য! একটা নতুন চিঠি আমি পুরোনো বছর কে দিয়েছি। আর বছর শেষে গুনতে যাই, ফেরতি চিঠিতে ডাকবাক্স আমার উপচে গেছে!.......................
লেখার মাঝে হ্রদয় ছোঁয়া কিছু আছে...+++
নতুন বছরের শুভকামনা....ভালোয় থাকুন.....
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৫
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা।
৫১| ০২ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৪
পাহাড়ের কান্না বলেছেন: চিঠি এত কঠিন কইরা লেখলে মাইন্সে বুঝবো কেমতে??
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৭
মাহী ফ্লোরা বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা
৫২| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১২:৪২
দূর্যোধন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা,মাহী ফ্লোরা
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩২
মাহী ফ্লোরা বলেছেন: শুভকামনা রইল
৫৩| ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৬
রিমঝিম বর্ষা বলেছেন:
পাহাড়ের কান্না বলেছেন: চিঠি এত কঠিন কইরা লেখলে মাইন্সে বুঝবো কেমতে?? /
যার কাছে লেখা সে বুঝলেই হোল। বুঝছো??
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: হি হি আপু তোমার কি ধারনা যারে লিখছি সে খুব বুঝছে!
৫৪| ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯
আহাদিল বলেছেন: খুব সুন্দর একটা লেখা!
ভালো থাকুন মাহী!
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু
৫৫| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৬
শায়মা বলেছেন: শেষচিঠি আমি একই মানুষকে বার বার লিখেছি।
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫১
মাহী ফ্লোরা বলেছেন: হা হা তাইতো হওয়ার কথা আপু।
৫৬| ০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৫
আরমিন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৬
মাহী ফ্লোরা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৫৭| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:১২
শশী হিমু বলেছেন: কেন যেন লেখাটা বুঝিনাই
০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:২৭
মাহী ফ্লোরা বলেছেন: তাতে মন খারাপের কি আছে!
৫৮| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৩
শশী হিমু বলেছেন: মাথা চু্কানোর ইমু!
০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:০২
মাহী ফ্লোরা বলেছেন: হা হা! নতুন বছর ভাল কাটুক ভাইয়ার।
৫৯| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩১
শশী হিমু বলেছেন: তোমারও ভালো কাটুক!!
পোস্ট দিসি একটা
০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৩
মাহী ফ্লোরা বলেছেন: দেখতেছি ভাইয়া।
৬০| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: প্রাপকেরা চিঠি পায়! আর সময় গুলো হয়ে যায় ডাকঘর। চিঠি পড়ে থাকে। পিওনের খামখেয়ালি! অসহ্য!
কী সুন্দর!!!
০৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:২১
মাহী ফ্লোরা বলেছেন: একসাথে এত লেখা পড়েছিস যে! কেমন আছিস আপু?
৬১| ০৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩২
চতুষ্কোণ বলেছেন: কী চমৎকার লেখাটা! অসহ্য সুন্দর!
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪০
মাহী ফ্লোরা বলেছেন: এত সুন্দর মন্তব্যের উত্তর দিব কি করে!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩০
খেয়া ঘাট বলেছেন: ওয়াও।
বিদায় ২০১১ইং, স্বাগতম ২০১২ ইংরেজি নব বর্ষ । নতুন বছরের নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।