নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ তানিম

লিখতে ভালবাসি।

মাহফুজ তানিম › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্ব

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

মাঝে মাঝে বিষণ্ণ রাতে ঘুম ভেঙ্গে যায়। অকারনেই কিংবা তুচ্ছ কারণে বুকের ভেতর হাহাকার করে ওঠে।

ছোটবেলায় একবার সাতাশ টাকা হারিয়ে ব্যাকুল হয়ে কেঁদেছিলাম। সেই স্মৃতিটাও নাড়া দিয়ে যায় কখনো। ছোট বোনটার ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব বাবার অসহায় মুখটা ভেসে ওঠে খানিকটা।

নীতু বলত “আমরা সবাই হারিয়ে যাচ্ছি”।কি অদ্ভুত। কথাটা মনে পড়েই কেমন যেন কান্না পেয়ে যাচ্ছে। যদিও কতবার বলেছি ‘অল্পতেই কাঁদতে হয়না!’ তারপর কেটে গেছে কৈশোর। বাস্তবতার কাছে হার মেনে আজ আমি অতীত থেকে অনেক দূরে। পাঁচ বছর আগে ওকে শেষ দেখেছিলাম বাসের জানলার পাশে। সেই দৃশটাও কেন যেন আবার চোখের সামনে ভেসে ওঠে।

নীতু কাল আমি চলে যাচ্ছি।সেই শহর পেছনে ফেলে যেখানে তোমার আমার অজস্র স্মৃতি। অন্য কোন শহরের অন্য কোন গলিতে দেখা হয়ে যাবে আবার,অথবা হবেনা।

ভুলে যাওয়া অতীত ফিরে আসে, ফিরে আসে হারিয়ে যাওয়া ভালবাসা । বুকের ভেতরের কষ্ট কুন্ডুলি পাকিয়ে গলায় উঠে আসে,খুব কান্না পায়। প্রথম ভালবাসা ভুলতে নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.