নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ তানিম

লিখতে ভালবাসি।

মাহফুজ তানিম › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ পঙতি

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

একটু আগে অন্ধকার গলিতে নিজের সাথে দেখা

কেমন যেন বিষণ্ণ চাউনি।

নাকি তীব্র জোছনা সবাইকেই বিষণ্ণ করে জানিনা

গলির ল্যাম্পপোস্টও আজ বিষণ্ণ; বিষণ্ণতার রঙ ধূসর…..

তীব্র আঁধারে ছুটেছিলাম

ক্লান্তির কাছে হার মানল আমার পচন ধরা শরীর।

অর্থহীন চলার পথের চেনা প্রতিচ্ছবি,তবু আমি অবাক হইনি; নিয়তির কাছে হার মেনেছি বহুবার …

সকালের হলদে আলয় পথ চলতে গিয়ে আমি পারিনি

গোধূলি বেলার রাঙা সূর্যকে দেওয়া কথা আমি রাখতে পারিনি।

আমি হোঁচট খেয়েছি,আমি মুখ থুবরে পড়েছি,

আমার নখ থেতলে গিয়েছে,

আমার শরীর বেয়ে নেমেছে ফিনকি ফিনকি রক্ত; রক্তের স্বাদ নোনা……

আকাশ দেখেছি বহুবার, আকাশের মত বিশাল হয়ে ওঠা হয়নি।

তবে আকাশের মত করে কাঁদতে শিখেছি; কান্নার জলে রঙ নেই……

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.