![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেল লাইনে বসে আড্ডা দিচ্ছিলাম..পাশে দিয়ে যাওয়া রিকশায় একটা মেয়ে ছিল..কয়েকটা ছেলে মেয়েটাকে একটা বাজে মন্তব্য করল.. অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা প্রতিবাদ করল..বিস্ময়য়ের মাত্রা আরও বাড়ল যখন দেখলাম মেয়েটা রিকশা থামিয়ে এগিয়ে আসলো..তিনটে বখাটে ছেলের সাথে মেয়েটা কথায় পারছিলনা..খুব লজ্জা বোধ করলাম যখন দেখলাম কেউ মেয়েটার জন্য এগিয়ে আসেনি..আমার উচিত ছিল মেয়েটার সমর্থনে এগিয়ে আসা, কিন্তু যদি কোন ঝামেলায় জড়িয়ে পড়ি তাই এগিয়ে যাইনি,মেরুদণ্ড নেই বলেই হয়তো..
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
এম আর ইকবাল বলেছেন:
এটাই বাস্তবতা ।
আমারে তরুণেরা দলবাজী করে,
দলের জন্য জীবন বাজী রাখে,
কিন্তু সামাজিক কাজে নেই ।