![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
স্বপ্নগুলো তুমি খুন করেছিলে, আর আমি করেছিলাম ব্যাবচ্ছেদ... তারপর এক দূর শহরে দুজনে মিলে গোর খুঁড়লাম, মাটি চাপা দিলাম...তারপর কংক্রিট দিয়ে চিরতরে স্তব্ধ করে দিয়েছি স্বপ্নগুলোর বোবা কান্না...
অশরীরী স্বপ্নেরা আজও আমার শহরে ঘুরে বেড়ায়...আমাকে তাড়া করে; আমি রাত ভর পালিয়ে বেড়াই... শেষ রাতে অবসন্ন শরীরে নেমে আসে রাজ্যের ক্লান্তি; ঘুম...
তুমি চার দেয়ালে বিষন্নতা আড়াল কর, আর কেউ কেউ হাসির আড়ালে নিবিড় যত্নে পোষে বিষন্নতা...
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
মাহফুজ তানিম বলেছেন: এইত বেশ আছি। ধন্যবাদ বন্ধু।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: বাহ!
ভালো থাকবেন