![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকে খুব বেশি মানুষকে ফলো করি না। কয়েকজন সেলিব্রেটিকে ফলো করি। আরিফ আর হোসেইন তাদের মধ্যে প্রধানতম। আমি একজন সাধারন ব্লগার। তার মত ফেইসবুক সেলিব্রেটির কাছে কিছুই নই। তার উপলদ্ধি করার ক্ষমতা ও বিভিন্ন বিষয় উপস্থাপনে তার দক্ষতা এবং তার লেখার প্রতি আমার সম্মান রয়েছে। তবু তার ব্যাপারে দুটো কথা বলার ছিল।
তিনি আইডিয়া চুরি করেন শুনেছিলাম। কেন জানি বিশ্বাস করতাম না। কিন্ত গতকাল উনি ট্রাফিক আইন অমান্য করার প্রতিকার হিসেবে যে আইডিয়া দিয়েছেন তা উনার নিজের নয়। ব্যাপারটা উনাকে দৃষ্টি আকর্ষণ করা মাত্রই উনি আমাকে ব্লক করেছেন। এছাড়া উনি স্ট্যাটাসে ভুল তথ্য দিয়ে মানূষকে বিভ্রান্ত করছেন। যারা তাকে এসব ব্যাপার ধরিয়ে দিচ্ছেন তাদের সবাইকে তিনি ব্লক করে দিচ্ছেন।
অবশ্য খ্যাতি রক্ষা করতে তো এটা ছাড়া আর কোন উপায় নেই।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৪৫
ফ্রিঞ্জ বলেছেন: লোকটা লাইকখোর। তার লেখাগুলা লাইক কামানোর জন্য।