![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নবীন ফটোগ্রাফার ও শিক্ষানবীশ সিনেমা মেকার। ফটোগ্রাফি শিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি থেকে। এখন পাঠশালায় সিনেমা ডিপার্টমেন্টে পড়াশুনা করছি। দুটো বিয়ে ফটোগ্রাফি কাভার করেছি। কিভাবে আরো কিছু বিয়ের কাজ মাঝে মধ্যে পেতে পারি? বিক্রয় ডট কম ও এখানেই ডট কমে বিজ্ঞাপন দিচ্ছি সারা পাচ্ছি না। কাজ-টাজ পেতে কি কি উপায় অবলম্বন করতে পারি?
২| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৩
মাহফুজ তানিম বলেছেন: এসব আমার মাথায় আসেনি। আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৭
কবি হাইড্রা বলেছেন: apni cinema banaite chaile amk call korben! 01516162598
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪
ক্ষতিগ্রস্থ বলেছেন: ১) শুরুতে কিছু ভাল কাজ করলে তাদের রেফারেন্সে আরও কিছু কাজ পেতে পারেন।
২) বিভিন্ন ভিডিও করার দোকানে কাজ চাইতে পারেন। তাতে প্রথমে হয়ত তাদের পার্সেন্টেজ কেটে আপনার ভাল আয় থাকবে না, তবে যোগাযোগটা হবে।
৩) বিয়ের কার্ড বিক্রি/ছাপানোর দোকান এবং কমিউনিটি সেন্টারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, কাজ যোগার করে দিতে পারলে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদের দেবেন শর্তে কাজ পেতে পারেন।
৪) ঐসব এলাকায় কাগজে প্রিন্ট করে কিছু এড লাগিয়ে আসতে পারেন।
৫) ফেসবুক, গুগল+, টুইটারে কিছু প্রমো ক্লিপসহ পোস্ট দিয়ে বন্ধুদের শেয়ার করার জন্য অনপরোধ করতে পারেন।
৬) একটা পেশাগত ফেসবুক পেজ এবং ফ্রি ওয়েবসাইট করতে পারেন।
৭) আপনি এখানে.কম, বিক্রিয়.কম ইত্যাদি সাইটে বিজ্ঞাপন অব্যাহত রাখুন।
৮) কিছু নেমকার্ড বানিয়ে সবসময় সাথে রাখুন, বিভিন্ন জায়গায় বিলাতে শুরু করুন।
পরিশেষে, ধৈর্য ধরে লেগে থাকুন।