![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুড়িগুড়ি বৃষ্টিতে ছাদে দৌড়ে যাওয়া তরুনী আজ ভাবছেন কিভাবে কাল থেকে ঠিক সময়ে অফিসে থাকবেন...ভিজতে ভিজতে বাড়ি ফেরার সময় চার লাইনের কবিতার ফেরিওয়ালা ছেলেটা আজ ভাবছেন, ' আরেকটু ভাল পোস্টের একটা চাকরি পাওয়া যেত যদি...' মধ্যবয়সী মানুষটি যিনি ভাবছিলেন এবার বড় মেয়ে আর স্ত্রীকে নিয়ে একদিন রেস্তরাঁয় যাবেন, তিনি এখন ভাবছেন ব্যাবসাটা খারাপ যাচ্ছে এখন থাক...
যান্ত্রিকতার স্রোতে হারাতে চাইনি কোনদিন, ধীরে ধীরে উপলব্ধি করছি যান্ত্রিকতা আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে...আকাশ দেখে আমি আর উদাস হই না, রেললাইন আমাকে টানে না, মাঝরাতে আর চোখ ভেজে না...আমার কখনোই শুন্য লাগে না...
©somewhere in net ltd.