![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের কোন লেখা লেখকের অনুমতি ব্যতিরেকে হুবহু অথবা আংশিক পরিবর্তন করে প্রকাশ করা নিষেধ। প্রয়োজনে যোগাযোগ করুন : [email protected]
আজ এই রোদেলা দিনে
সাধ্যমত ভিজব।
আষাঢ়ের বৃষ্টিতে আজ
আমি গা শুকাবো।
কিন্তু আমি তোমাতে যাবনা
শতবার ডাকলেও যাব না।
চাপ কলে মুখ দিয়ে আজ
আমার তৃষ্ণা মেটাই।
কেননা গ্লাস নেই আমার,
তবুও তৃষ্ণা মিটছে।
হইতবা একদিন তাও থাকবেনা,
তবুও তৃষ্ণা মিটবে।
সর্বস্ব হারিয়ে আমি একা,
তবুও তোমাতে যাবনা।
হৃদয়ে বার বার তোমার ছবি আকে,
তবুও আমি তোমাতে যাব না।
তাতে তুমি সুখি হবে কিনা?
তুমইত নারী-
©somewhere in net ltd.