![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের কোন লেখা লেখকের অনুমতি ব্যতিরেকে হুবহু অথবা আংশিক পরিবর্তন করে প্রকাশ করা নিষেধ। প্রয়োজনে যোগাযোগ করুন : [email protected]
জন্ম – মৃত্যু, প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলা
হারানো ফিরে পাওয়া, অন্য অনুভুতি।
প্রতিটি বৎসর হারানো, নতুন উদ্দীপনা
একাকী পথ চলার নতুন প্রেরনা
দিঢ় প্রতিজ্ঞা, সঙ্কল্প এগিয়ে যাবার।
পুরনো- নতুন দ্বিধা ভুলে গিয়ে –
সংমিশ্রণ, হিসেব – নিকেশ অবিসংবাদিত।
অন্যের পরহিংসায় জ্বলে ওঠা
নিজের প্রাপ্তি নিয়ে সংশয়-
শূন্যতা, সুবিশাল মহাকাশ
প্রতিটি লগ্ন নতুন করে পাবার
সব ভুলে মহাকালের দিকে এগিয়ে-
প্রচণ্ড ভাবাবেগে কষ্ট পাওয়া
সবই প্রাপ্তি- হারানো, মহাকাল-ইহকাল।
সৃষ্টি চাই ছোট জীবন সীমায়-
এগিয়ে যাওয়ার প্রত্যয় চাই
প্রতিবছর হারিয়ে নতুন করে।
জন্ম – মৃত্যু রহস্য, উপলব্ধি করা।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
সব্য বাংলােদশী বলেছেন: কবিতা টি আমার এক বন্ধুর জন্মদিনে লিখেছিলাম।