নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ জুয়েল-এর ব্লগ

মাহফুজ জুয়েল

মাহফুজ জুয়েল

আমি পৃথিবীর সন্তান, পুরো পৃথিবী আমার বাড়ি জল-স্থল-আকাশ প্রকৃতির সঙ্গে বাঁধা আমার নাড়ি ধর্মে নয়, কর্মে চাই পরিচয়, মানুষই চিরপ্রার্থিতজন মানুষ যেনো মানুষ হয়--তাই চায় তাই গায় এই মন। পেশা : মাল্টিমিডিয়া জার্নালিস্ট, কবি, ছবি-শিকারি

মাহফুজ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ভূপেন হাজারিকার গানের কবিতা : সহস্র জনে মোরে প্রশ্ন করে

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬

সহস্র জনে মোরে প্রশ্ন করে

মোর প্রেয়সির নাম

মালবিকা না লিপিকা

না মল্লিকা?



ওদের পানে চেয়ে

একটু হেসে বলি

নয় গো মালবিকা;

লিপিকা বা হৈমন্তী

বা দীপিকা;



সহস্র জনে মোরে প্রশ্ন করে—



আমার এ প্রেম

হায় গো কেন

হলো ফল্গুরেখা?



চোখে কেন তারে

যায় না দেখা?



একটু হেসে আমি

বলি গো তাঁকে

জানো তো মেঘের বুকে

লুকিয়ে থাকে কেন

বিজলী শিখা?!



বেদের মন্ত্রে যে নয় গো নয়

হৃদয় মন্ত্রে তাঁরে পেয়েছি;

একইপাত্রে যে জীবনমদিরা

পান করে যেতে চেয়েছি!



সহস্র জনে মোরে প্রশ্ন করে

সহস্র জনে মোরে প্রশ্ন করে

যখন একলা থাকি

সে কী প্রেরণা আনে

মোর ব্যথার গানে;

নাম কী তাঁর মধুচন্দ্রিকা?



একটু হেসে আমি বলি গো তাঁকে

তাঁর কোনো নাম নেই

দিতে পারো

নাম তাঁর

অনামিকা!



সহস্র জনে মোরে প্রশ্ন করে







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.