নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশাচ্ছন্ন রাত

নির্ঝরের স্বপ্নভঙ্গ

কালো কুয়াশা

জীবন সংক্ষিপ্ত। তাই প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণে রাখুন আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহন করুন।

কালো কুয়াশা › বিস্তারিত পোস্টঃ

মহীনের ঘোড়াগুলির দ্বিতীয় অ্যালবামঃ

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০২



মহীনের ঘোড়াগুলির দ্বিতীয় অ্যালবাম হল "অজানা উড়ন্ত বস্তু বা আ-উ-ব"। এটি ২১ আগস্ট ১৯৭৮ সালে মুক্তি পায়। অ্যালবামের মূল কভার প্রচ্ছদে লেখা ছিল,

"সাংসারিক আলাপ, খাতির, আপনার ডাংগুলি লাঞ্ছিত ছেলেবেলা,
ড্রেনমগ্ন শব যার পিঠে সতেজ উদ্ভিদের মতো ফুটে রয়েছে অমোঘ
একটি ছুরি ও আকাশচারী কেরানীকুলের গানসহ আমরা আপনার
সাথে নিবিড় হবো ও অন-ত একাকীত্ব থেকে আপনাকে উদ্ধার করে
আনবো । ফলত আমরা নিজেরা, বেয়াল্লিশ ফুট উঁচু ঝুলবারান্দা
থেকে নীচে কেৎরে পড়ে যাবো, চুরমার হয়ে যাবো এবং ঐ-ক্ষনাৎ
ভায়োলিন, বাঁশি, গীটার ও গুবগুবির ভাঙ্গা টুকরোগুলো কুড়িয়ে
নিতে নিতে আপনার হাত কেঁপে উঠবে, হাঁটু দুমড়ে যাবে"


এতে দুটি গান অন্তর্ভূক্ত করা হয়েছিল এবং এটি হিন্দুস্থান রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছিল। লিরিক্সগুলো দেয়া হলঃ



১। শিরোনামঃ অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
কথাঃ রঞ্জন ঘোষাল
সুরঃ প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা)
কন্ঠঃ প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা), রঞ্জন ঘোষাল ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
অ্যারেঞ্জমেন্টঃ গৌতম চট্টোপাধ্যায় ও আব্রাহাম মজুমদার
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব



আধো-আলো-আঁধারের কোন এক নগরের
মেস ঘরে থাকি চারজন
ট্রাম লরি টেম্পোরা শব্দের আলপনা
দিয়ে ঘিরে রাখে সারাখ'ন
রাত কিবা কিবা দিন ঘেমো ঘরে আলোহীন
ভৌতিক কেরাণীরা রই
আবছায়ে নড়িচড়ি থুতনিতে রুখু দাড়ি
এই কোলাহলে নিরজন

অজানা ইথার শরীর শুধুই দেওয়াল জুড়ে
কাটে সারাদিন সময়ের কঠিন করাত
নিশাচর ইঁদুরেরা ছিঁড়ে চলে দিনভরা রোদহীন ছায়ার বনাত
তবু সব শনিবারে তারা সব আসে ফিরে
ছাতে উঠে যায় চারজন
টিভির অ্যান্টেনা যেন বা মাছের কাঁটা
বেড়ালের তরে আয়োজন

শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার

শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার

জেনো সব কেরানীরা
এইভাবে ঘোরে তারা
পড়ে থাকে যতো অফিসার



২। শিরোনামঃ সুধীজন শোনো
কথাঃ রঞ্জন ঘোষাল
সুরঃ গৌতম চট্টোপাধ্যায়
কন্ঠঃ তাপস দাস (বাপি), রঞ্জন ঘোষাল ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
লিড গীটারঃ গৌতম চট্টোপাধ্যায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব



শুধু আজ নয় প্রতিদিন
সাত পাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে ঘুম ভাঙে আমার
তোমরা কেমন আছো?
তোমরা কি আমলকি গাছের ছায়ায় মোষের বিষন্ন ডাক শুনে
আনমনা হও আগেকার মতো?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শুধু আজ নয় প্রতিরাত
তোমাদের পরকাল ভেবে
তোমাদের কথা ভেবে ঘুমহীন রাত জাগি
নগরবাসীরা শোনো
তোমাদের অন্যায়ে আমাদের অবহেলা মিশে কোন নরক মাতায়
তা জানো কি?
শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শুধু শেষ নয় শুরুতেই
বড়শির আঁকশিতে বিঁধে, আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে
নিচে শত হাততালি মেরে
উল্লাসে ফেটে গেছ কতোবার
ঝুলন্ত মানুষের ব্যথাছবি রাঙা চোখে চেয়ে
তা মানো কি?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন


------------------------------------------------------------------------------

মহীনের ঘোড়াগুলির প্রথম অ্যালবামঃ "সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক"

মহীনের ঘোড়াগুলির তৃতীয় অ্যালবামঃ "দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি"
------------------------------------------------------------------------------

এ ধরনের আরো তথ্য পেতে আমাদের সাথে যুক্ত হনঃ Bangla Song Lyics FB Page
আরো লিরিক্স পেতে ঘুরে আসুনঃ Bangla Song Lyics

মন্তব্য ৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো পোস্ট।

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

কালো কুয়াশা বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: শোনো সুধীজনকে নকল কৈরাই জেমস ঐ হিন্দি গানটা গায়া হিট হৈসিল, নামটা জানি কী... মনে পড়তাসে না।

৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: স্যরি ভুল কৈসি। ঐটা হৈব "পৃথিবীটা নাকি ছোট হতে হতে"।

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

কালো কুয়াশা বলেছেন: হুম। প্রীতম-এর করা। আর উনি বেশিরভাগ ক্ষেত্রেই এই কাজ করেন :P ...বলা হয়ে থাকে উনি নাকি এই কাজটি খুব ভালোভাবে করেন =p~

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

১৯৭১স্বাধীনতা বলেছেন: ভাল

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯

কালো কুয়াশা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.