নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবগুরে, বিদ্রোহী। ভালোবাসি অবহেলিত, শ্রমজীবী মানুষকে

বিদ্রোহী চাষী

ভবগুরে, বিদ্রোহী। ভালোবাসি অবহেলিত, শ্রমজীবী মানুষকে

বিদ্রোহী চাষী › বিস্তারিত পোস্টঃ

বউকে ভয়

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০১

একদেশে ছিল এক রাজা,রাজা
মশাই বউকে খুব ভয় পেতেন।
একদিন রাজা ঘোসনা দিলেন
আগামীকাল গোটা রাজ্যের বিবাহিত
সকল পুরুষ আমার বাড়ীর সামনে
উপস্থিত থাকবেন। সর্ত হলঃ যারা
বউকে
ভয় পায় তারা লাল পাশে আর যারা
বউকে
ভয় পায়না তারা সবুজ পাশে।
:
:
শুরু হল কার্যক্রম, মানুষের ঢল, কিন্তু
সব মানুষ লাল পাশে হাজির হচ্ছে।
রাজা চিন্তায় পরে গেল, আমারে রাজ্যে
কি একজনও পুরুষ নেই, যে বউকে ভয়
পায়না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর
গড়িয়ে
বিকেল। রাজা মশাই হতাশ,,,,
হঠাৎ,, বল্টুর আগমন, এসেই সে সবুজ
পাশে দাড়াল। গোটা এলাকা আনন্দে
মেতে উঠল, সবাই বল্টুরে নিয়ে উল্লাস
করতে করতে রাজ দরবারে উপস্থিত।
রাজাঃ আমি অত্যান্ত খুশি যে আপনার
মত একজন বীরপুরুষ আমার রাজ্যে
আছে। আপনার পুরুস্কার, যা চাইবেন
তা পাইবেন।
:
;
বল্টুঃ আমার পুরস্কার চাইনে,আমাকে
তারাতারি লোকালয় হতে দুরে নিয়ে
চলেন।
:
:
রাজাঃ কেন,, লোকালয়ে কি আপনার
কোন সমস্যা হচ্ছে,,,????
:
:
বল্টুঃ না হুজুর,, তবে বাড়ী থেকে
আসার সময়, আমার বউ বলেছে
বেশী লোক জনের মাঝে থাকবেনা।
::::: রাজা বেহুশ :::::

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

রুদ্র জাহেদ বলেছেন: :) :) :) ;)

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৬

বিদ্রোহী চাষী বলেছেন: X( ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.