নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবগুরে, বিদ্রোহী। ভালোবাসি অবহেলিত, শ্রমজীবী মানুষকে

বিদ্রোহী চাষী

ভবগুরে, বিদ্রোহী। ভালোবাসি অবহেলিত, শ্রমজীবী মানুষকে

বিদ্রোহী চাষী › বিস্তারিত পোস্টঃ

ধোঁকাবাজ

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

সপ্তাহখানেক আগে এক বিকালে আমি আর আমার বন্ধু হাতিরঝিল গেলাম।গল্প করতে করতে হাতিরঝিল রাস্তা দিয়ে হাঁটছি দুই বন্ধু মিলে।হঠাৎ এক বৃদ্ধ লোক তার ছেলের বউ ও নাতি মিলে এসে আমার সামনে কান্না করে বলল তারা সকাল থেকে কিছু খেতে পারেনি।ছেলের খোঁজে বরিশাল থেকে সকালের লঞ্চে আসছে।কিন্তু ছেলের যে নাম্বার ছিল সেটি বন্ধ।আমার মোবাইল থেকে ঐ নাম্বারে ট্রাই করলাম,বন্ধ বলতেছে।আমারও খুব খারাপ লাগছে,আমি তাদেরকে দুইশত টাকা দিলাম আর বললাম হোটেলে গিয়ে কিছু খেয়ে নিতে।তারা খুব খুশি হয়ে চলে গেল।আমার পাশের বন্ধুটি বলল এরা যে মিথ্যা কথা বলে তোর কাছ থেকে টাকা নিল তাতে তার কোন সন্দেহ নেই।আমি বললাম গরিব মানুষ,বাদ দেয়।
কিন্তু আজ দুপুরে আমি শ্যামলী থেকে হেঁটে হেঁটে কলেজ গেট যাচ্ছি,হঠাৎ আবার তাদের সাথে দেখা হয়ে হয়ে গেল,তবে তারা আজকে আমাকে চিনতে পারেনি,না চিনতে পারাটাই স্বাভাবিক।আজ তারা সম্পন্ন ভিন্ন একটা গল্প বলল;আমি যখন তাদের হাতিরঝিল এর ঘটনাটা গল্প আকারে বলতে লাগলাম তখন তারা কিছু না বলে সোজা হাঁটা শুরু করল।আর আমার বুঝতে বাকি রইল না তাদেরকে,মিথ্যা গল্প বলে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নেওয়া হলো তাদের পেশা।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: ভোট ছাড়াই যদি সরকার হতে পারে তো ওদের আর কতটুকুই বা অপরাধ?

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১১

বিদ্রোহী চাষী বলেছেন: তা অবশ্যই ঠিক বলেছেন আপনি কিন্তু তারপরও এটা অন্যায়।মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



ছোট পেশা, নিজেদের ডাক্তার, মান্ত্রী বা শেখ হাসিনার বাড়ীর লোক তো বলেনি!

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩০

বিদ্রোহী চাষী বলেছেন: আপনি ভালোই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.