![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্যাস ব্যবহার করলেও ৪০০ টাকা দিতে হয়, না করলেও। তাই আমাদের মধ্যে কিছু কিছু মানুষ খুজে পাওয়া যায়, যারা ০.০২ টাকার একটা দিয়াশলাইয়ের কাঠি বাচানোর জন্যে অলসতা করে গ্যাসের চুলা বন্ধ করার প্রয়োজন মনে করেন না। আর কিছু আছেন যারা রাতে কাপড় কেচে তাড়াতাড়ি শুকানোর জন্যে গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে শুকাতে দেন। হয়তো আমরা ভাবি এইটুকু কাজ করলে আমরা উপকৃত হয়ে গেছি, আমাদের অনেক লাভ হয়ে গেছে। আসলে কি তাই? বর্তমান অবস্থা চিন্তা করুন, বিদ্যুতের লোডশেডিং এর মতো গ্যাসেরও লোডশেডিং আরম্ভ হয়ে গেছে। আমাদের এসব অভ্যাস ছাড়তে না পাড়লে অচিরেই লাকড়ির চুলায় রান্না করতে হবে। আমি জিনিসটার প্রয়োজনীয়তা বুঝি। কেননা আমাদের সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করতে হয় ১৭০০/- টাকার গ্যাস ২০/২২ দিন ব্যবহার করা যায় তাও অনেক হিসেব করে ব্যবহার করলে। শুধু সরকারের ঘাড়ে সব দোষ চাপিয়ে আমরা বেচে যেতে চাই। আমরাতো জানি সরকার তাদের দ্বায়িত্ব সঠিকভাবে পালন করছে না, তাই বলে আমরা কেন আমাদের দ্বায়িত্বে অবহেলা করব? দেশটা কি আমাদের না? নাকি শুধু রাজনীতিবিদদের? আমরা একটু সচেতন হলে আমরাও দেশের জন্য আমাদের কর্তব্যটা পালন করতে পারি, তাই আসুন অন্তত নিজের থেকেই নিজেরা সচেতন হই।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
বিদ্রোহী বীর বলেছেন: উন্নত দেশ গুলিতে এইভাবে পাইপ লাইনে গ্যাস দেওয়ার কোন নজির নেই.. সিলিন্ডার এ গ্যাস দিয়ে, দুই'শ - তিন'শ টাকার মধ্যে সিলিন্ডারের দাম নির্ধারন করে দিলে সমগ্র দেশের মানুষ গ্যাস সুবিধা পাবে। এমন কি গ্যাসের অপচয় ও কমে যাবে....
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ভোরের সূর্য বলেছেন: আপনার সাথে সহমত। আপনি গ্যাসের কথা বললেন কিন্তু সমাজের সব অংশেই একই অবস্থা। আমরা সাধারণ মানুষ সচেতন না এবং আমরা সবাই খুব বেশি স্বার্থপর। আমরা যদি নিজেরাই অল্প অল্প করে বদলাতে শুরু করি তাহলে দেখবেন অনেক কিছু সুন্দর হয়ে গেছে।
আমরা খুব বড় বড় কথা বলি এবং বাগারম্বর করি কন্তু দেখবেন যে কোন স্বার্থের বেলায় আমরা মুখ ঘুরিয়ে নেব।তখনই আমাদের আসল চেহারা বের হয়ে আসবে।
সত্যি কথা হচ্ছে গ্রামে মানুষ যারা খেটে খায় যেমন কৃষক,দিনমজুর তাদের বেশিরভাগই কিন্তু ভাল। হ্যা তাদের মধ্যে কিছু খারাপ লোকও আছে কিন্তু সেটার পরিমাণ অনেক কম।
আর আমরা যারা শিক্ষিত বলে দাবি করি বা শহরে থাকি তাদের বেশিরভাগের মধ্যেই স্বার্থপরতা কাজ করে এবং ভাল লোকের সংখ্যা খুবই কম।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
বিদ্রোহী বীর বলেছেন: আপনাকে ধন্যবাদ... আসলেই, আমরা সবাই যদি একটু একটু করে বদলাতে শুরু করি তবে একদিন এই পুরো সমাজটাকেই বদলে দেয়া সম্ভব...
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
নাহিদ তামিম বলেছেন: বিদ্রোহী বীর@ উন্নত দেশ বলতে আপনি কোন দেশ বোঝাতে চেয়েছেন আমি জানি না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি Australia তে ৫ বছর ছিলাম সব বাসাতেই লাইন গ্যাস ইউস করছি। আমরা ব্যাবহার কম করতাম কারন বিল দিতে হত ইউস এর উপর।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
বিদ্রোহী বীর বলেছেন: হ্যাঁ বিল এর সিষ্টেমটাকে আমি এডিয়ে যাই নি... আমার সিলিন্ডার এর কথা বলেছি এই জন্যে যে- তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ গ্যাস সুবিধা পেত। এখনো দেশের গ্রাম অঞ্চলের বেশীরভাগ মানুষই গ্যাস সুবিধা বঞ্চিত। সিলিন্ডার কে সহজলভ্য করে দিলে সকল মানুষই যার যার চাহিদা অনুযায়ী গ্যাস ব্যবহার করতে পারতো বলে আমার বিশ্বাস...
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নাহিদ তামিম বলেছেন: নিয়ম না থাকলে কেউ তা মানে না, সেটা যে দেশেই হোক। বাংলাদেশের মানুষ যখন বিদেশে যাই সব নিয়মই মেনে চলে। পরিষ্কার যায়গা কেউ নোংরা করে না, নোংরা দেখলেই মানুষ ময়লা ফেলে। ফুট-ওভার ব্রিজ আছে কিন্তু মানুষ রাস্তা ব্যাবহার করে পারা পরের জন্য।
সরকার যে নতুন গ্যাস লাইন দিল একটু কষ্ট করে নতুন লাইন গুলাতে অন্তত মিটার দিতে পারত।