নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যাংক

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

ইসলামী ব্যাংক আসলেই একটা মাদার্চুদী ব্যাংক। আজকে সকালে ইসলামী ব্যাংক পরশুরাম ফেনী শাখায় একটা ব্যালেন্স জানার ব্যাপারে কল দিয়েছিলাম, কিন্তু ব্যাংকের সেকেন্ড অফিসার একটা কুত্তার বাচ্চার মতো ব্যবহার করল। ওই শাখায় এখান আমাদের প্রায় পাঁচ লাখ টাকা ব্যালেন্স রয়েছে। আমাদের একটা যৌথ হিসাব আছে, আমার ফোনেই ওই এক্যাউন্টের ব্যালেন্স দেখা যেত। কিন্তু ওই শুয়ার আমারে মানুষ ই মনে করে নাই। সে ফোন নিয়েই আমাকে বলে যৌথ এক্যাউন্টে এস এম এস পারমিসন দিছে কে? হলে কথা শুনে মনে হয় আমি নিজেই বানায় নিছি, এখন খুব বড় একটা অপরাধ করে ফেলছি। কুত্তার বাচ্চা আমারে বলে আপনি এসে এস এম এস পারমিসন রিমোভ করে যান। অথচ এই এস এম এস পারমিসন এক্যাউন্ট হোল্ডার সকলের লিখিত অনুমোদনের মাধ্যমে নেয়া হয়েছে। ডিসেম্বরে ইন্টারেস্ট দেওয়াতে লাস্ট কয়েকটা ট্রানজেকশন দেখা প্রয়োজন ছিল, কিন্ত আমি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করায় ফুল স্টেটমেন্ট দেখতে পারছিনা বিধায় ফোন করেছিলাম। সালে খুবি বাজে ব্যবহার করল....

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মেহেদীডেভিড বলেছেন: তাদের ব্যবহারের জন্য আমি ১০ বছরের সেভিংস একাউন্ড ৮ বছর চলার পর তাদের ব্যবহারে সাথে সাথে ভেংগে ফেলেছিলাম।
আসলে মানুষ ইসলামি ব্যাংকে বলে জামাতি ইসলাম ব্যাংক এই জন্য ! তাদের ব্যবহার এত খারাপ কেন হয় বুঝি না ? তাদের কথা গুলো হয় সব সময় স্বার্থবাদী টাইপের । তাদের পরিনতি একদিন খারাপ হবেই এই.........?

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

হেডস্যার বলেছেন:
মান্দার পু্তের ছাইড়া দিছেন ক্যান? ;)
ফোনেই তো ওর ১৪ গুষ্ঠি উদ্ধার করতে পারতেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

বিদ্রোহী বীর বলেছেন: আসল সমস্যা হচ্ছে এরা বেশীর ভাগ সময় প্রবাসীদের বৌদের সাথে বকর বকর করে কাটায়, তাই সবাইকে ওই রকম অসহায় ভাবে... জায়গা মতো ধরা খাইব যখন বুঝব কত ধানে কত চাল... যখন পোলাপাইনে ধইরা থাবরাই কানের পট্টি ফাটাই দিব তখন বুঝব...

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

রিনকু১৯৭৭ বলেছেন: তাদের ব্যবহারের জন্য আমাদের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ওপর কোর্টে কেস করিছি। এখনও কেসটা চলছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

বিদ্রোহী বীর বলেছেন: এর আগেও ওই ব্রাঞ্চের ম্যানেজার উল্টাপল্টা টাইপের কথা বলছিল... শালারা আমাদের টাকা দিয়ে লাভ করে বেতন /চার পাঁচটা বোনাস নেয় তারপরও ভাব মারায়...

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

ইউরো-বাংলা বলেছেন: অনলাইনে চেক করুন।

তাহলে কোন ব্যাংক কে ভালো বলবেন ?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

বিদ্রোহী বীর বলেছেন: অনলাইনে কি চেক করা লাগবে? অনলাইনে কি আর ওই শয়তান গুলারে দেখা যাপে?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

হেডস্যার বলেছেন:
@ইউরো বাংলা, যেই ব্যাঙ্করেই ভালো বলি, ইসলামী ব্যাঙ্করে ভালো বলতে পার্তেছি না।
শুওরের বাচ্চারা ইসলাম নিয়া ভালোই ব্যবসা চালাইতেছে।
আমার নিজের ও একাউন্ট ছিলো। ব্যাঙ্কের এক কর্মকুত্তারে বালু দিয়া খাড়ার উপ্রে ****ন্দাইয়া একাউন্ট ক্লোজ কইরা দিয়া আসছি। B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

বিদ্রোহী বীর বলেছেন: সুদ রে মুনাফা বইলাই দেশটারে শেষ কইরা দিল...

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

অগ্নি সারথি বলেছেন: আপনেরে কইয়া গেল আর আপনে শুইনা গেলেন??? X( X( X( X( X(
আমি হইলে তো ..ইদা ছাইড়া দিতাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

বিদ্রোহী বীর বলেছেন: বিবেকের কাছে গিয়া কিঞ্চির ধরা খাইয়া গেছি, নাইলে আমগো গাইল হুনলে এখনো মুর্দা-পির খারাইয়া যায়...

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

নতুন বলেছেন: সে ফোন নিয়েই আমাকে বলে যৌথ এক্যাউন্টে এস এম এস পারমিসন দিছে কে? হলে কথা শুনে মনে হয় আমি নিজেই বানায় নিছি, এখন খুব বড় একটা অপরাধ করে ফেলছি। কুত্তার বাচ্চা আমারে বলে আপনি এসে এস এম এস পারমিসন রিমোভ করে যান।

ওরে জাগায় ব্রেক করাইলেন না কেন?

ওনারে কাস্টামার কেয়ার শেখানো উচিত ছিলো আপনার.... উনি ভুইলা গেছে কার টাকায় তাদের বেতন হয়??

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

বিদ্রোহী বীর বলেছেন: প্রথমে বলছিল- আমি আপনার এসএমএস পারমিশন রিমুভ করে দিচ্ছি... মনে হয় হেতের আব্বার দিনের ব্যাংক, চাইল আর হইয়া গেল....

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: টেকা আপ্নের, গুনে রাখার দায়িত্ব ওদের, আর জিগাইলে খারাপ ব্যবহার করবো? এখন চুত্রা পাতা ডইলা হাতে লাগাইলে তো ভাই হাত রাঙ্গা হইবো না, চুলকাইবো! ইসলামী ব্যাঙ্কে লেনদেন করবেন, এরকম ফাঁপরবাজী খাইবেন না, এইটা তো হইতে পারে না! তয় ভাই যদি এলাকায় স্থানীয় হন, ওর ব্রাঞ্চে গিয়া কানের উপ্রে একটা দিয়া দিবেন, বাকিটা আল্লাহ ভরসা, মাইরের উপর এসব কেসে ওষুধ নাই! X( X( X( X(

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

বিদ্রোহী বীর বলেছেন: ভাইরে দু:খের কথা কি কইতাম, ওই এলাকায় ইসলামী ব্যাংক ছাডা আর কোন প্রাইভেট ব্যাংক এখনো পৌঁছায় নাই...

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: বুঝলাম না...ফোন কারার দরকার হয় কেন..

ইসলামী ব্যাংকের অনলাইনে তো ২৪ ঘন্টাই বেলেস্স দেখা য়ায়...

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী বীর বলেছেন: ভাইয়ের যদি গায়ে লাগে আমি দু:খিত... আপনাকে যা জানাতে চাই- আমি যতদুর জানি অনলাইনে কোন একাউন্টের তথ্য জানতে হলে, ওই একাউন্টের ইন্টারনেট ব্যাংকিং এর পারমিশন থাকতে হয়। আর সেই সেবা পেতে হলে প্রথমে ব্যাংকের নির্দিষ্ট আবেদন ফরমে অনুমতি নিয়ে নিতে হয়। যেহেতু এইটা একটা যৌথ একাউন্ট তাই ইন্টারনেট ব্যাংকিং এর পারমিশন নেয়াটা নিরাপদ নয়। আর এসএমএস এর মাধ্যমে তিনটির বেশী ট্রানজেকশন দেখা যায় না.. তাই কষ্ট করে ফোন করেছিলাম। এরপরও যদি অফিসিয়াল কোন নিরাপত্তার কারনে তিনি না দেওয়া যায়, সেইটা বুঝিয়ে বলার ও বাংলা ভাষায় অনেক শব্দ আছে... কিন্তু বাসায় বৌয়ের প্যাদানীর ঝাল পেশা জগতে ঝারা ঠিক না...

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

রাজীব বলেছেন: ফোনে তো বুঝা সম্ভব না যে একাউন্টটি আসলেই আপনার কি না?? এখন যদি অন্য কেউ ব্যাংকে ফোন করে আপনার একাউন্ট ইনফরমেশন জেনে আপনাকে ব্লাক মেইল করতে চায় তখন কাকে দোষ দিবেন???

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

বিদ্রোহী বীর বলেছেন: একটা গাঞ্জা মার্কা কথা কইলেন। যেই ফোনে এসএমএস এর পারমিশন দেয়া আছে সেই ফোন এ ব্যালেন্স কইলে দুনিয়া উল্টাই যাইব না? তাছাডা সেই মানুষ টা আমি কিনা সেইটা যাচাইয়ের অনেক পদ্ধতি আছে। আর আমাকে কিন্তু তিনি সিকিউরিটির জন্য ব্যালেন্স বলতে পারবেন না সেইটা একবারও বলেন নি। যদি কোন সমস্যার কারনে একান্তই দেয়া না যায়, সেইটা বলারও একটা সুন্দর ভাষা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.