![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত রবিবার দীর্ঘদিন পর বই কিনতে দোকানে গিয়েছিলাম। গিয়ে সেই মান্দাত্তার আমলের বিক্রয়ের পদ্ধতিটার সাথে আবার পরিচিত হয়ে আসলাম। একটা বইয়ে মুল্য লিখা থাকে ৪৮০/৫২০/৩৮০ টাকা। প্রকৃত পক্ষে এইটা কোন মূল্যই না, এইটা শুধুমাত্র ক্রেতাকে বিভ্রান্ত করার একটা পদ্ধতি। এই মূল্যের উপর বিক্রেতা নিজের ইচ্ছে মতো একটা পার্সেন্টিজ ধরে সেটা বাদ দিয়ে দেন। সেটা হতে পারে ২০/২৫/৩০/৩৫/৪০/৪৫, তবে একজন অনিয়মিত ক্রেতাকে এক্ষেত্রে বিক্রেতার সিদ্ধান্তকেই মেনে নিতে .হয়। কেননা কোন বইতে কত পার্সেন্টিজ দিবে সেটা বিক্রেতার মতিগতি আর প্রকাশনীর গোপনীয় দামের উপর নির্ভরশীল। আমার সামনেই আমি দেখালাম একজন খুচরা বই বিক্রেতা একই দোকান থেকে বই নিয়েছেন ৪৫% কমিশনে, আর আমাকে দেয়া হল ৩০% কমিশন। তাহলে এই কমিশন নামের এই চোরা পদ্ধতিটা কাকে ফাসানোর জন্যে? সঠিক মুল্য দিলে ক্ষতিটা কি? কেন পাঠকরা গিয়ে একজন বিক্রেতার কাছে অন্ধের মতো বই কিনবেন? কমিশন নামের এই ধান্দাবাজিটা কি কোনদিনই বন্ধ হবে না?
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯
বিদ্রোহী বীর বলেছেন: ধন্যবাদ....
২| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৬
এন ইউ এমিল বলেছেন: এইটা দোকানদারের ধান্দা,
পুরা দেশটাই ধান্ধাবাজির উপরে চলছে
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬
বিদ্রোহী বীর বলেছেন: আসলেই.... একবার চিন্তা করে দেখছেন। বই এর মতো একটা জিনিসের মধ্যেও চোরামি...
৩| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫
ঢাকাবাসী বলেছেন: পুরা দেশটা একটা মহা দুর্ণীতিবাজ দেশ, কিছু করবার নেই।
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮
বিদ্রোহী বীর বলেছেন: ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা...
রক্ত দিয়ে পেলাম ভাইরে এমন স্বাধীনতা...
আসলেই, কিচ্ছু করার নাই....
৪| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৩
বেকার সব ০০৭ বলেছেন: মনে হয় না এই ধান্দাবাজিটা কোনদিনই বন্ধ হবে
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯
বিদ্রোহী বীর বলেছেন: সেটাই তো মনে হচ্ছে...
৫| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
জিকো বলেছেন: খুচরা বই এর দোকানদার কি তার বাবার টাকায় দোকান চালাবে। দোকান থেকে যে ৩ টাকা দামের শ্যাম্পু কিনেন সেটা কি দোকানদার প্রস্তুতকারীর কাছ থেকে ৩ টাকায় কিনে আপনাকে বিনা লাভে দিবে?
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২১
বিদ্রোহী বীর বলেছেন: ভাইয়ের মনে হয় গায়ে লাইগা গ্যাছে... চ্যাতনের কিচ্ছু নাই... কি বলতে চাইছি আগে সেইটা বুইঝেন...
৬| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনি লিখেছেন -
কোন বইতে কত পার্সেন্টিজ দিবে সেটা বিক্রেতার মতিগতি আর প্রকাশনীর গোপনীয় দামের উপর নির্ভরশীল।
------------------------------------------------------
বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাই দাম ঠিক হবে। বিক্রেতা যে দামে কিনবে, সেই দামে তো আপনি কিনতে পারেন না। এটাই তো ব্যবসা।
বড় বইয়ের মার্কেট থেকে বই কিনলে ঠকবার সম্ভাবন কম। কারণ ওখানে প্রতিযোগিতা থাকে।
ধন্যবাদ।
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯
বিদ্রোহী বীর বলেছেন: আপনি বোধহয় আমার কথা টা বুঝতে পারেন নি। আমরা সাধারনত দেখি একটা খুচরা সাবান কিনতে গেলে সেখানে একটা এম.আর.পি. থাকে.. দোকানদারের ক্রয় মুল্য তার থেকে কিছুটা কম থাকে... তবে সেটা অস্বাভাবিক নয়... কিন্তু বই কিনতে গেলে দেখা যায়, সব বই একসাথে কিনলেও দেখা যায় গডে একটা পার্সেন্টিজ দিয়ে দেয় সব বই এর ক্রয় মুল্য কি তাহলে একই? একটা নিউজ প্রিন্ট এর লোকাল বই আর একটা ব্র্যান্ডের বই একই কমিশন?
৭| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭
পরের তরে বলেছেন: জিকো ভাই আপনি মনে হয় লেখকের প্রশ্নটা বুঝতে পারেন নি। আপনি শ্যাম্পুর কথা বলেছেন.. খেয়াল করে দেখবেন ২ টাকার শ্যম্পুর গায়ে ২ টাকা লেখা থাকে আর ক্রেতা ও ২ টাকা দিয়েই কিনে। কিন্তু বইয়ের বেলায় ২৩০ টাকা মুল্য লেখা থাকে অথচ ক্রেতাকে পার্সেন্টেজ বাদ দিয়ে কিনতে হয় ১৮০ কিংবা কাছাকাছি মুল্যে। আমাদের প্রশ্ন হচ্ছে এই মুল্যটা কেন পার্সেন্টেজ আকারে দেওয়া। ডাইরেকট ১৮০ টাকা বইয়ের মধ্যে লেখা থাকত আর আমরা তা দিয়েই বইটা কিনতাম তাহলে হয়ত কেউ ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ এর ধান্দাবাজি করতে পারত না। তাই না। আপনি আর একটি কথা বলেছেন দোকানদার কি তাদের বাবার টাকায় দোকান চালাবে?? দোকানদাররা যখন প্রকাশনী থেকে বই কিনবে তখন বইয়ের গায়ের মুল্য ১৮০ টাকা লিখা থাকলে তখন প্রকাশনী নিশ্চয় একজন বিক্রেতার কাছে পাইকারী মুল্য অর্থাৎ ১২০ বা এইরকম কাছাকাছি একটা মুল্য নিবে তাই নায় কি?? তাহলে দোকানদারের লসটা কোথায়??
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪
বিদ্রোহী বীর বলেছেন: ধন্যবাদ আপনাকে, বুঝিয়ে দেওয়ার জন্যে... জিকো ভাই যেমনে বাপ - দাদারে নিয়া শুরু কইরা দিছিলেন, আল্লাহ জানেন কোথায় গিয়া দাডাইতেন...
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩০
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!