![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরা মাসের বাজেট দিয়া একবেলা ইলিশ মাছ খাইয়া এক্কেরে উল্ডাই ফালাইছি। একদিন নাক চাইপা ধইরা পানি ভাত খাই বাঙালি জাতিরে উদ্ধার করছি। এরপর বিকালে গিয়া কয়েকটা বাংলা হিন্দি গানের লগে কয়ডা কুদানি নৃত্য দিয়া পহেলা বৈশাখ রে দিলাম উদযাপন কইরা। এমন একটা ভাব যেন ইলিশ মাছ আর চাশনি দিয়া ভাত না খাইলে পহেলা বৈশাখ থেমে থাকবে। সারা বছর জুরে বাঙালির অস্তিত্বই খুজে পাওয়া যায় না এক দিনের জন্য এমন আচরন দেখলে উষ্ঠাইতে উষ্ঠাইতে মুঞ্চায়। আজকের দিনে এমন একটা ফ্যামিলিরে দেখলাম যারা সবাই সকালে গোসল করে একলগে ইল্লিশ মাচ দিয়া ভাত খাওনের লাই প্রস্তুতি নিতাছে। মনে হয় পাক-পবিত্র না হইয়া ইল্লিশ মাছ খাওন যাইব না। এইদিনটা আইলেই ফেসবুকের পাতায় পহেলা বৈশাখের শুভেচ্ছার থেকে ইলিশের ছবিই বেশী দেখা যায়। তাই মাঝে মাঝে এই দিনকে নববর্ষ মনে না হয়ে 'জাতীয় ইলিশ দিবস' মনে হয়।
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১
বিদ্রোহী বীর বলেছেন: আসলে এই রকম অনেক শব্দই সময়ের প্রয়োজনে আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে, তাই এই সকল শব্দগুলিকে আমরা হঠাত্ করেই পরিবর্তন করতে পারব না... হঠাত করেই আমরা চেয়ারকে কেদারা বলতে পারব না... একটু কষ্টই হবে মনে হয়... তবে কোনদিন যদি এটা হয় অবশ্যই ভাল হবে...
২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫
মিছবাহ পাটওয়ারী বলেছেন: ফুলে ভরা বসন্ত, স্নিগ্ধ শরৎ, আহা বর্ষা, সবজি ভরা শীতকাল; কোনোটাকেই ডাকার নাম নেই, ডাকো কেবল বৈশাখকে! তালু ফাটা গরম, ঘেমে কেদো কেদো, ছাতিফাটা তৃষ্ণা, রোগবালাই আর গরমে অতিষ্ঠ হয়ে যাওয়া বৈশাখ। তার পরও আসুন আসুন! কোলে এসে বসুন হে বৈশাখ! আপনি না আসলে তো মুমূর্ষুরা সুস্থ হতে পারবে না! (অথচ সুস্থদেরই মরার দশা!)। কী তাজ্জব।
Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
নাসীমুল বারী বলেছেন: শুভ নববর্ষ ১৪২১।
আমরা যে 'পোস্ট' শব্দটি ব্যবহার করি, এই 'পোস্ট' এই ইংরেজি শব্দটা আমরা বাংলা প্রতিশব্দায়ন করতে পারি ' সংযুক্তি' শব্দ দিয়ে। এতে রক্তের বিনিময়ে রক্ষা করা বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা জানানোটা আরেকটু হৃষ্টপুষ্ট হবে না?
এ সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করছি।
আমার ব্লগে আমন্ত্রণ।