![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে ভর্তির সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্যাডার মাস্তানদের সুযোগ দিলে দেশের পরিস্থিতিতো এমন হবেই। যদি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র সত্যিকারের মেধাবীদের সুযোগ দেয়া হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে খুন-ধর্ষনের মতো ঘটনা ঘটার প্রশ্নই উঠে না। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার চেয়ে বেশী গুরুত্ব পায় রাজনৈতিক প্রভাব, ক্ষমতার লোভ। তাই এখানকার শিক্ষার্থীরা মেধাবী হওয়ার চেয়ে ক্যাডার হচ্ছে বেশী। আর তাই তারা ভাল মেধাবী হওয়ার চেয়ে ভাল ক্যাডার হতেই বেশী পছন্দ করে। একজন সত্যিকারের মেধাবী ছেলে এখনো গুরুর রক্ত দেখলেই ভয় পাবে, আর বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষের রক্ত দিয়ে হোলি খেলা হয়। কর্মজীবনের ক্ষেত্রেও তাই, একটা ক্যাডার কর্মজীবনে এসেও তার সেই সেই স্বভাব ছাড়তে পারবে না, আশেপাশের সহকর্মীদের সাথে ভাল আচরন করতে পারবে না, কাউকে ভাল সেবা দিতে পারবে না। একজন মাস্তান যদি কখনো ভাল ডাক্তারও হয়, দেখা যাবে সে কর্মক্ষেত্রেও মানুষকে মারধর করছে, রোগীকে ধর্ষন করবে। একজন মাস্তান যদি শিক্ষক হয়, দেখা যাবে সে নকলে সহযোগীতা করছে, প্রশ্ন ফাস করছে, তার ছাত্রীদের সাথে অনৈতিক কাজ করবে। তাই ডাক্তার, শিক্ষকদের এমন ঘটনা পত্র-পত্রিকায় দেখে অবাক হওয়ার কিছু নেই। এভাবেই তারা গড়ে উঠেছে। তাই রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে যারা অমেধাবী/মাস্তান/সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি/ চাকুরী দিচ্ছেন, তারা মনে রাখবেন দেশের মেরুদন্ডে আপনি আর একটা পেরেক ঠুকিয়ে দিয়েছেন। যদি এমন হতো আপনি যাকে ভর্তি করে দিচ্ছেন সে একদিন সত্যিকারের মেধাবী হয়ে দেশের উপকার করবে, তবে মেনে নেয়া যেত। কিন্তু ফলাফল আপনারা নিজেরাই দেখছেন। সত্যিই যদি আপনারা দেশের ভাল করতে চান, তবে শিক্ষাঙ্গন/কর্মক্ষেত্র থেকে রাজনীতি বা দলীয় কার্যক্রম সড়িয়ে নিন। দেখবেন দেশে আর কখনো কোন ডাক্তার/শিক্ষক দিয়ে কেউ ধর্ষিত হবে না। এসব সম্মানের পেশাকে যারা অসম্মানিত করছে, সেই মানুষ গুলোর বীজই দূষিত ছিল, কিন্ত আপনারাই সেই দূষিত বীজ থেকে ফলন আশা করেছিলেন। একটা কথা মনে রাখবেন - ভাল বীজে, ভাল ফসল। তাই সব শেষে বলব- রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, শিক্ষা আর পেশাকে তাদের নিজস্ব লাইনে চলতে দিন।
©somewhere in net ltd.