নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথকতা

মাহী ম

ধন্যবাদ

মাহী ম › বিস্তারিত পোস্টঃ

কেন ?

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

একটি সাধারণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই আজ l বিষয়টি যদিও খুবই সরল সহজ, আমাদের সবার জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ - আর তা হচ্ছে "কেন" l



আমরা সবাই শুধু ছুটেই চলি সারা জীবন l সাফল্য, টাকা, সম্পদ, ক্যারিয়ার ইত্যাদির পিছনে আমাদের নিত্য ছুটে চলা l কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি কেন আমরা এদের পিছনে দৌড়াই, কেন আমরা ধন-সম্পদ, টাকা আর গ্ল্যামারাস ক্যারিয়ার চাই ? আমরা কি নিজের সুখের জন্য অথবা নিজের একান্ত ইচ্ছায় এগুলো চাই নাকি সবাইকে দেখাবো বলে এগুলো চাই l আর চাই যখন, তখন কতটুকু চাই ?



আর এই সব কিছু জানতে হলে নিজেকে করতে হবে সেই অমোঘ আর মূল প্রশ্নটি - সত্যিকার অর্থে আমি আসলে কি চাই ? এই প্রশ্নটি কি সাধারণত আমরা নিজেকে করি ? নিজের প্রতি যদি সৎ থাকেন, তাহলে উত্তর হবে - না করিনা l বেশিরভাগ মানুষই এই চিন্তাটা করে না, একটু থেমে ভাবেনা, কেন, কিসের জন্য এতকিছু l কিসের জন্য এই প্রতিযোগিতা আর অন্ধ অনুকরণ সাফল্যের পিছনে l



নিজের প্রকৃত ইচ্ছা ও লক্ষ্য না জেনে ছুটে না চলে যদি একটু থামা যায় আর ভাবা হয় কেন আমি এসব কিছু করছি, তাহলে কিন্তু দেখা যাবে নিজের আসল সত্তা উন্মোচিত হয়েছে l বেশিরভাগ ক্ষেত্রেই তখন দেখা যাবে এতদিন যেগুলোর পিছনে দৌড়েছেন আপনার লক্ষ্য তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন, যা আপনি নিজেই জানতেন না l জীবন তখন অনেক অর্থবহ হবে l আর আপনি যদি সত্যি বুঝতে পারেন কি আপনার চাওয়া এবং সেই লক্ষ্যে নিজেকে চালিত করতে পারেন, তাহলে তো কথাই নেই l তখনি খুঁজে পাবেন আপনার প্রকৃত সুখ l সক্রেটিস এজন্যই বোধ হয় বলেছেন - know thyself.



আমি অনেকদিন ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছি - জীবনে আমাদের কি করা উচিত ? একটু বিস্তারিত বললে - কিভাবে আমাদের জীবন-যাপন করা উচিত যাতে এই ক্ষুদ্র মানব-জীবন ভালোভাবে কাজে লাগানো যায় ? অনেকদিন এটা নিয়ে ভেবে, অবশেষে আমার সীমিত জ্ঞানে যা বুঝতে পেরেছি তার সার-সংক্ষেপ হলো -



প্রথমত, নিজের প্রকৃত ইচ্ছা ও লক্ষ্য কি তা আগে জানা এবং বোঝা উচিত আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করা উচিত l অর্থাৎ নিজের যা করতে ভালো লাগে তাই করা উচিত l দ্বিতীয়ত, কোনো সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত হওয়া দরকার l কারণ এটা সত্যি যে সৃষ্টিশীল কিছু না করতে পারলে জীবনের কোনো সার্থকতা নাই l সৃষ্টিশীল কাজ সম্ভব না হলে মানব কল্যাণমূলক কোনো কাজে অন্তত জড়িত হওয়া উচিত l তৃতীয়ত, কখনো অভিযোগ করা যাবেনা, বরং আমাদের উচিত সবসময় উন্নতি করা l মনে রাখতে হবে জীবনে যা ঘটে তার জন্য আমরা নিজেরাই দায়ী, আমরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রক l



আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমাদের সবাইকে ছেড়ে চিরতরে চলে গিয়েছে না ফেরার দেশে প্রায় দুবছর হলো l ও চলে যাওয়ার পর একটা জিনিস বুঝতে কষ্ট হয়নি, তা হলো আমাদের মানবজীবন অতি ক্ষুদ্র l কিন্তু অপরদিকে এটা অসীম সম্ভাবনাময় যদি ঠিকভাবে চালিত করা যায় l অতএব চলুন আমরা সবাই হিংসা-বিদ্বেষ ভুলে ভালবাসা আর আনন্দে জীবন কাটাই l এই ক্ষুদ্র জীবনটাকে প্রতিযোগিতা, ঘৃনা, হানা-হানি মুক্ত করি এবং অযথা ছুটে চলা থামিয়ে নিজের প্রকৃত লক্ষ্য খুঁজে বের করি l সবাইকে ভালবাসি, অভিযোগ বন্ধ করি আর জীবনটা অর্থবহ করার চেষ্টা নিরন্তর চালিয়ে যাই l

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭

আমিনুর রহমান বলেছেন:




এই ক্ষুদ্র জীবনটাকে প্রতিযোগিতা, ঘৃনা, হানা-হানি মুক্ত করি এবং অযথা ছুটে চলা থামিয়ে নিজের প্রকৃত লক্ষ্য খুঁজে বের করি। সবাইকে ভালবাসি, অভিযোগ বন্ধ করি আর জীবনটা অর্থবহ করার চেষ্টা নিরন্তর চালিয়ে যাই।



চমৎকার লিখেছেন +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.