![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন সকালে স্টারবাকস্ থেকে কফিটা নিয়ে রোদে এসে বসা মাত্র একটা কাক এসে পায়ের কাছে বসে। এমনিই। বসে তাকিয়ে থাকে। একদিন আমার এগ স্যান্ডউইচ থেকে একটু ব্রেড দেয়ার পর সেটা একরকম নিয়ম হয়ে গেল। আমার স্যান্ডউইচের ক্ষিধে না থাকলেও স্যান্ডউইচ নিই। আমি খাই কফি, আর আমার কাক খায় স্যান্ডউইচ। রোজা শুরু হবার পর থেকে সকালে নো কফি, নো স্যান্ডউইচ, নো স্টারবাকস্। তো আজকে বাসার জন্য কিছু দরকারী জিনিস কিনে স্টারবাকস্ থেকে বের হতেই কাকটা উড়ে এসে আমাদের বসার জায়গা সেই সাইডওয়াকের পাশে এসে বসল। এন্ড ডিড আই রিড হিজ আইজ সেয়িং হি মিসড্ মি? মে বি, মে বি নট।
আচ্ছা ওদের তো এখানে খাবারের অনেক কষ্ট। কাকেরা কি চিন্তা করে? ওরাও কি উন্নত জীবন মানে ভালো খাদ্যের আশায় মানুষের মতো এক জায়গা ছেড়ে দুরের কোন দেশে পাড়ি জমায়? বা ওদের কাছে কোন খবর আছে যে অনেক দুরের এক দেশে রাস্তাঘাটে, পথে-প্রান্তরে ওদের জন্য কি বিপুল পরিমাণে খাদ্য সম্পদ অপেক্ষা করছে
জুলাই ৯, ২০১৫
সিয়াটল, ওয়াশিংটন
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩
কালীদাস বলেছেন: স্টারবাকস ওভাররেটেড মনে হয় আমার।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
তাশফিয়া নওরিন বলেছেন: Hoyto asea aber nao takta pareaaaa