নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........।

মাহীন jm

যদি কোন স্বপ্ন দেখ তাহলে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা কর

মাহীন jm › বিস্তারিত পোস্টঃ

Adobe Activation চিরতরে বন্ধ করি hosts ফাইল এর সাহায্যে

০৫ ই মার্চ, ২০১২ রাত ১০:০৭

অনেক দরকারী কাজ করার সময় Adobe activation window টা ঝামেলা করে । আসুন Adobe Activation চিরতরে বন্ধ করি hosts ফাইল এর সাহায্যে। এর জন্য যে যে কাজ গুলো আপনাকে করতে হবে তা লক্ষ্য করুন।



১। প্রথমে My Computer খুলুন।







২। এরপর windows ফোল্ডারটি ওপেন করুন।







৩। এরপর system32 ফোল্ডারটি খুলুন ।







৪। এরপর drivers ফোল্ডারটি খুলুন ।







৫। এরপর etc নামক ফোল্ডারটি খুলুন।







৬। এরপর আসুন আসল কাজ শুরু করি। এখন hosts নামক ফাইলের উপর right click করুন। তারপর Properties এ ক্লিক করুন।







৭। এখন Security tab এ ক্লিক করুন এবং Advanced button এ ক্লিক করুন।





৮। এরপর Owner tab select করার পর Edit এ ক্লিক করুন।





৯। তারপর আপনার কম্পিউটারের username select করুন। এরপর Ok প্রেস করুন।





১০। তারপর আবার Ok প্রেস করুন।





১১। এখন Security tab হতে username select করুন। আর তারপর Edit এ ক্লিক করুন।







১২। এরপর আবার username select করে full control এ টিক দিন । এরপর Ok প্রেস করুন ।





১৩। এখন আসুন hosts ফাইলটি এডিট করি নোটপ্যাডের সাহায্যে ।





১৪। select করুন নোটপ্যাড । আর এরপর Ok প্রেস করুন।







১৫। এখন নিচের code গুলি সরাসরি কপি করুন এবং hosts ফাইল এ পেস্ট করুন ।



127.0.0.1 activate.adobe.com

127.0.0.1 practivate.adobe.com

127.0.0.1 ereg.adobe.com

127.0.0.1 activate.wip3.adobe.com

127.0.0.1 wip3.adobe.com

127.0.0.1 3dns-3.adobe.com

127.0.0.1 3dns-2.adobe.com

127.0.0.1 adobe-dns.adobe.com

127.0.0.1 adobe-dns-2.adobe.com

127.0.0.1 adobe-dns-3.adobe.com

127.0.0.1 ereg.wip3.adobe.com

127.0.0.1 activate-sea.adobe.com

127.0.0.1 wwis-dubc1-vip60.adobe.com

127.0.0.1 activate-sjc0.adobe.com



১৬। এরপর ফাইলটি সেভ করুন ।







১৭। এরপর Adobe এর যে কোন ইনস্টলেশন ফাইল ওপেন করুন । যেমন - Photoshop cs5, Dreamweaver cs5, Illustrator cs5 ইত্যাদি ।



১৮। এরপর যেকোন valid activation code দিয়ে registration সম্পন্ন করুন ।







এরপর যদি কেউ Adobe এর crack এর জন্য কাঁদছেন তাহলে খবর আছে ।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১২ রাত ১২:১৯

আমাদের ইয়াহু বলেছেন: ধন্যবাদ, প্রিয়তে রাখলাম। তবে
১৮। এরপর যেকোন valid activation code দিয়ে registration সম্পন্ন করুন।
কথাটা বুঝলাম না। এই কোড কোথায় পাব?

০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৬

মাহীন jm বলেছেন: Adobe এর keygen ফাইলটি ওপেন করে যে code টি পাবেন । সেই code টি দিয়ে registration করুন।

২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নীল বরফ বলেছেন: windows 8 এ কি করবো? CS6 সেটআপ দিয়েছি। নোটপ্যাডে এডিট করার পর সেভ করতে পারছিনা।সেভ করার সময় বলে u dont have permission to save in this location. contact administrator to obtain permission!!!.

মাথা পুরাই নস্ট! হেল্প করেন ভাই!প্লীজ!

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

মাহীন jm বলেছেন: ছবিগুলো বড় করে দেখুন। বুঝতে পারবেন

৩| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: রেখে দিলাম প্রিয়তে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.