![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়
গত ১৩ জুন ২০১২, এই পৃথিবী ছেড়ে চলে গেলেন গজল সম্রাট মেহেদী হাসান। মেহেদী হাসান ১৯২৭ সালের ১৮ জুলাই ভারতের রাজস্থানের লুনা নামক গ্রামে এক সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা উস্তাদ আজিম খান এবং চাচা উস্তাদ ইসমাইল খানের কাছ থেকে তার সংগীতের হাতেখড়ি। ১৯৪৭ সালে দেশ বিভাজনে শিল্পী পরিবার পাকিস্তান চলে যায়। তিনি পাকিস্তানের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পাকিস্তান সরকারের তরফে তমঘা-ই-ইমতিয়াজ, প্রাইড অব পারফরম্যান্স এবং হিলাল-ই-ইমতিয়াজ এবং নেপাল সরকারের পক্ষ থেকে গোর্খা দক্ষিণা বহু উপাধিতে ভূষিত হয়েছেন।
গত ১৩ জুন পাকিস্তানের করাচি শহরের একটি হসপিটালে এই কিংবদন্তি গজল সম্রাট পৃথিবী ছেড়ে চলে যান।
আসুন আমরা এই প্রিয় শিল্পীর কিছু গান শুনি।
রাফতা রাফতা হো মেরি হাসতি কো সামা হোগায়ে
পেহেলে জান ফির জান-ই-জান ফির জান-ই-জানা হোগায়ে
রাফতা রাফতা হো মেরি হাসতি কো সামা হোগায়ে
দিন-বা-দিন বাড়তি গায়ি ইস হুসন রানাইয়া
পেহেলে গুল ফির গুলবদন ফির গুলবাদামা হোগায়ি
রাফতা রাফতা হো মেরি হাসতি কো সামা হোগায়ে
মুঝে তুম নাজার সে গিরা তু রাহে হো
মুঝে তুম কাভি ভি ভুলা না সাকো গে
নাজানে কোন মুঝে ইয়াকিন হো চালা হে
মেরে পেয়ার কো তুম মিটা না সাকো গে
দুনিয়া কিসি কি পেয়ার মে, জান্নাত সে কাম নেহি
ইক দিল রুবা হায়ে দিল মে জো, হরানসে কাম নেহি
আব কে হাম বিছড়ে তো শায়েদ কাভি খোয়াবো মে মিলে
জিস তারাহ শোকে হুয়ে ফুল কিতাবো মে মিলে
রানজিস হি শাহি দিল হি দুখানে কে লিয়ে আ
আ ফির সে মুঝে চোদ কে জানে কে লিয়ে আ
পেহেলে সে মারাসিম না শাহি ফির ভি কভি তো
রাসম-ও-রাহে দুনিয়া হি নিভানে কে লিয়ে আ
রিমঝিম কি বারসাত হে অর জাগে রয়ে জাসবাত হে
হুসন কি গরমি পেয়ার কি নরমি দোন আব একসাথ হে
এবার আমরা এই প্রিয় শিল্পীর কিছু বাংলা গান শুনি
১৪ ই জুন, ২০১২ বিকাল ৪:৪২
তীর্থযাত্রী বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই জুন, ২০১২ বিকাল ৪:০৫
বেঈমান আমি বলেছেন: আপনিও ট্র্যাক চেন্জ করলেন?
১৪ ই জুন, ২০১২ বিকাল ৪:৪৫
তীর্থযাত্রী বলেছেন: আপনার ট্র্যাক চেঞ্জ করা দেখে উদ্বুদ্ধ হলাম আর কি
৩| ১৪ ই জুন, ২০১২ রাত ৮:২২
হুমায়রা হারুন বলেছেন: ++++++++
প্রিয়তে
১৫ ই জুন, ২০১২ দুপুর ২:২৭
তীর্থযাত্রী বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই জুন, ২০১২ রাত ৮:৫০
ডজ বলেছেন: প্রিয়তে নিলাম। আমার খুবই প্রিয় একজন গায়ক ছিলেন উনি। সবচেয়ে প্রিয় 'দুনিয়া কিসি কে পেয়ার'।
১৫ ই জুন, ২০১২ দুপুর ২:৩৩
তীর্থযাত্রী বলেছেন: আমারও অনেক প্রিয় একজন শিল্পী।
৫| ১৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৬
ইয়েন বলেছেন: আমি আগে উনার গান আগে শুনিনি....আজকে শুনলাম এবং অনেক ভাল লাগল
১৬ ই জুন, ২০১২ দুপুর ১২:২১
তীর্থযাত্রী বলেছেন: আমার প্রিয় গজল শিল্পী
৬| ১৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৯
গ্যাম্বলার বলেছেন: প্রিয়তে।
+
১৬ ই জুন, ২০১২ দুপুর ১২:২১
তীর্থযাত্রী বলেছেন: ধন্যবাদ
৭| ১৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৪৩
আসফি আজাদ বলেছেন: i will miss him
১৬ ই জুন, ২০১২ দুপুর ১২:৩০
তীর্থযাত্রী বলেছেন: আমিও
৮| ১৬ ই জুন, ২০১২ রাত ২:৫৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হলুদ তারা !
১৬ ই জুন, ২০১২ দুপুর ১২:৩১
তীর্থযাত্রী বলেছেন:
৯| ১৭ ই জুন, ২০১২ রাত ৩:০৩
রুমি আলম বলেছেন: পোস্টে প্লাস
ভালো লেগেছে
১৭ ই জুন, ২০১২ সকাল ১০:২০
তীর্থযাত্রী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
১০| ২০ শে জুন, ২০১২ দুপুর ১:২০
অদম্য১২৩৪ বলেছেন:
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৮
তীর্থযাত্রী বলেছেন: মেহেদী হাসান চলে গেছে, কিন্তু তার সুর এখনো আছে।
১১| ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে।
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২০
তীর্থযাত্রী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৮
বিরোধী দল বলেছেন: +++++