নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর তিন চার জন নাস্তিক, একজন মুসলমান বাকী সব খৃষ্ট ধর্মের

১৮ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৫

হিস্টোরি চ্যানেলে প্রচার করা হয়েছিল, পৃথিবীর ইতিহাসে জন্ম নেয়া সবচাইতে ভয়ংকর ১০ জন পুরুষ এবং নারীর ইতিহাস।

Attila.The.Hun. হুনদের রাজা, ইউরোপিয়ান সম্রাটদের ঘুম হারাম করে রেখেছিল এই ভয়ংকর লোকটি।

Bad.King.John ইংল্যান্ডের সম্রাট

Caligula. রোমান সম্রাট

Francisco.Pizarro ষ্পেনের শাসক

Hitler এরে সবাই জানেন।

Idi.Amin ইদি আমিনের বেশি খ্যাপা ছিল সাদা চামড়ার উপর

Ivan.the.Terrible মস্কোর এই প্রিন্স রাশিয়ানদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছিল

Joseph.Stalin সোভিয়েত রাশিয়ায় এই মানসিক রোগীটি লক্ষ লক্ষ মানুষকে খুন করেছিল।

Nero রোম যখন পুড়ছিল নিরো তখন বাশি বাজাচ্ছিল

Pol.Pot খেমারুজরা মানবাধিকারের লংঘনে চ্যাম্পিয়ন ছিল।

Rasputin মিস্টিরিয়াস এই চরিত্রটি রুশ সাম্রাজ্যের অনেক কিছু নিয়ত্রম করত।

Torquemada এই খৃ্ষ্টান যাজকের হাতে মরে স্পেন ইহুদিশুন্য হয়ে পড়েছিল, মুসলমানেরাও বাদ পড়েনি।

Vlad.The.Impaler শত্রুকে এত বেশি যন্ত্রনা দিয়ে কেউ মারত না।



ইতিহাসের খারাপ মহিলারা-



Bloody.Mary.Tudor

Countess.Dracula.

Ilse.Koch.

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১১ বিকাল ৫:৫০

candy বলেছেন: চাইনিস রা বেশী জানতান...-

১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০১

মাহিরাহি বলেছেন: আমিও জানতাম চেংগিস খান আর তৈমুর লং ভয়ংকর ছিল

২| ১৮ ই জুন, ২০১১ বিকাল ৫:৫০

সীমানা পেরিয়ে বলেছেন: বুশ এন্ড বুশ জুনিয়র লক্ষ লক্ষ মুসলমানের রক্ত রঞ্জিত ওদের হাত....

১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৩

মাহিরাহি বলেছেন: বুশের দশজনের মধ্যে স্থান পাওয়া উচিত ছিল

৩| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৯

ধ্রুব তারা বলেছেন: লাদেন-এর নাম কৈ?

৪| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১০

ভুলো মন বলেছেন: মহিলাদের পরিচয় যে পেলাম না!!!

৫| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৫

মাহিরাহি বলেছেন: সময় পাই নাই। দু:খিত

৬| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২২

বাক স্বাধীনতা বলেছেন: ইয়াহিয়া খানের নাম কই?

১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৩

মাহিরাহি বলেছেন: ভাইজান লিষ্টটা বানাইছে হিষ্টোরি চ্যানেল ওয়ালারা।

তবে ইয়াহিয়া যা করছে, তাতে তার নামটা দেয়া যাইত বোধহয়।

৭| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩১

ওঙ্কার বলেছেন: হ.. লেনিন বিষয়ে একমত। ইহা একটি বদমাইশের ধাড়ি ছিলো।

তবে এই বদমাইশের কিছু বদ-মজহার জাতীয় সাঙ্গপাঙ্গ ইদানীং তোমাদের সঙ্গে নাকি হাত মিলাইছে মাহি?

তাদের সাথে নিয়া তুমরা আম্রিকা বিজয়ের সূচনা করিবা?

৮| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

মাহিরাহি বলেছেন: হ.. লেনিন বিষয়ে একমত। ইহা একটি বদমাইশের ধাড়ি ছিলো।

মাথা কি খারাপ হইয়া গেছে

লেনিনরে পাইলেন কই।

স্তালিন!

৯| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ইয়াহিয়া-টিক্কা কই? নাকি বাঙালি মারলে দোষ নাইক্কা? X(

১০| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৭

সত্যচারী বলেছেন: ১০ খারাপ মহিলার লিস্টে খালে-হাসি আপাদের নাম থাকা জরূরী।

জনগনের ঘুম হারাম করার জন্য

১১| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩০

ভারসাম্য বলেছেন: হিন্দু না ওরা মুসলিম ওরে জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী বল, ডুবিছে মানুষ সন্তান মোর মার ।
------------------------------------------------------
নজরুলের মত একই ভাবে বলছি এই খারাপদের সংখ্যাতত্ব দিয়েও কি ধর্ম কে বিচার করা ঠিক?

আসলে ওরাও কোন ধর্মের না।

১৮ ই জুন, ২০১১ রাত ৮:০৩

মাহিরাহি বলেছেন: খারাপদের সংখ্যাতত্ব দিয়েও কি ধর্ম কে বিচার করা ঠিক?
এই কথাটিই নাস্তিকদের বুঝা উচিত সবচাইতে বেশি।

আসলে এই পোস্টটার মূল লক্ষ ছিল নাস্তিকেরা।

এই পোষ্টের আগে ইসলামকে হেয় করে এক নাস্তিক পোষ্ট দিয়েছিল।

১২| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

এস এইচ খান বলেছেন: হে হে .. নাস্তিকগুলার কান্নাকাটি দেইখা সত্যি হাসি পাইতাছে :-B

১৩| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: নাস্তিক গুলার দেখি পশ্চাদদেশ জ্বলতাছে । :) :) :) :)

১৪| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫১

অনিক আহসান বলেছেন: এই তালিকায় স্থান পাওয়ার বিষয়টা বুশ এবং টিক্কা ডিজার্ভ করে..

১৫| ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

বৃস্টি বলেছেন: কে কতো বেশী নিষ্ঠুর ছিলো সেটা ধর্ম দিয়ে বিবেচ্য নয়। সব ধর্মেই নিষ্ঠুর শাসক ছিলো।

১৮ ই জুন, ২০১১ রাত ৮:০১

মাহিরাহি বলেছেন: কিন্তু সবসময়ই বিভিন্ন প্রচার মাধ্যমে শুধু মুসলমানদেরকেই বেশির ভা সময় নিষ্ঠুরতার জন্য দায়ী করা হয়।

১৬| ১৮ ই জুন, ২০১১ রাত ৮:০৯

রাহীম বলেছেন: গেল শতাব্দীতে পৃথিবীতে সবচেয়ে বেশি হত্যাকান্ড সংগটিত করেছে কমিউনিস্টরা। ( নাস্তিক )

আফগানের জমিনকে রক্ত দিয়ে কারা ভাসিয়েছে ??

উত্তর কমিউনিস্টরা ।

কারা চেচনিয়াতে রক্তের বন্যা প্রবাহিত করছে ??

উত্তর কমিউনিস্টরা ।

কারা বসনিয়া হার্জেগবনিয়াতে নিরাপরাধ লাখ-লাখ বনি আদমকে হত্যা করেছে ???

উত্তর কমিউনিস্টরা ।

কারা লাখ-লাখ নারী-শিশুর ইজ্জত লুন্ঠন করেছে কসোভোতে ??

উত্তর কমিউনিস্টরা ।

পৃথিবীতে সব চেয়ে বড় সন্ত্রাসী হল কমিউনিস্টরা ।

আজ কমিউনিজমের পতনে পৃথিবীতে একটু হলে ও রক্তপাত কমেছে ।

১৭| ১৮ ই জুন, ২০১১ রাত ৮:২১

নুভান বলেছেন: @রাহীম ভাইজান, কম্যুনিস্টদের প্রতি আমার কোন দুর্বল দিক নাই, কিন্তু এর পরেও কই, যা কইবেন এট্টু বুইঝ্যা-শুইন্যা বইলেন। চেননিয়া, বসনিয়া বা কসোভোতে কম্যুনিস্টরা না বরঞ্চ রাশান আর সার্বিয়ানরা গনহত্যা চালিয়েছিলো আর তারা ছিলো খৃস্টান মৌলবাদী গোষ্ঠী।
আম্রিকান মামুরা কম্যুনিজম পতনের পর বাইছা নিছিলো আপনেদের পেয়ারা বীর উছামা(!) রে। এখন হেয় যাওনের পর এইবার কার পালা এইডার লইগ্যা অপেক্ষা কর্তাছি।

১৮| ১৮ ই জুন, ২০১১ রাত ৮:৪৪

রাহীম বলেছেন: চেননিয়া, বসনিয়া বা কসোভোতে কম্যুনিস্টরা না বরঞ্চ রাশান আর সার্বিয়ানরা গনহত্যা চালিয়েছিলো আর তারা ছিলো খৃস্টান মৌলবাদী গোষ্ঠী।
নুভান ভাইজান কোন কেতাবে রয়েছে ? একটু ভালো কইরা পড়া-লিহা কইরা কইয়েন ।
রাশিয়ানরা খৃস্টান মৌলবাদী নয়, রাশিয়া কমিউনিজমের প্রথম কেবলা বললে ও বলতে পারেন ।
এই কমিউনিজম রাশিয়ার মত জাগ্রত একটা জাতিকে মেরে ফেলছে ।
আর একটা কথা মনে রাইখেন , ইসলাম মৃত প্রায় আরব্য একটা জাতিকে জাগ্রত জাতিতে পরিণত করেছে ।

রাশিয়া যখন কমিউনিজমের মত আত্মঘাতি বিষয়কে

কে রাষ্ট্রীয় ভাবে মেনে নিল তার জন্য রাশিয়ার পতন হল ।

এখন এটা স্পষ্টভাবে প্রমাণিত বিষয় কাল্পনিক কোন বিষয় না ।

আপনারা নিরপেক্ষভাবে চিন্তা করুন ।

যেখানে নাস্তিকতা রাষ্ট্রীয়ভাবে সমর্থিত সেখানে অশান্তি ।

শান্তি যদি পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর নির্দেশ মত চলার মাধোমেই শান্তি আসতে পারে ।

অন্যথা নয় যতই শান্তি শান্তি বলে শ্লোগান দেন কাজ হবেনা।

১৯| ১৮ ই জুন, ২০১১ রাত ৮:৫২

নুভান বলেছেন: @রহীম ভাই, আমি মুর্খ মানুষ কি না কি বইলা ফেলছি, দুঃখিত। আমি ভুলেই গিয়েছিলাম ১৯৯১ সালে রাশিয়া কমিউনিস্টরা দখল করে নেয়(!) আর এখনও রাশিয়ায় কমিউনিস্ট খেলাফত বলবৎ আছে :P

২০| ১৮ ই জুন, ২০১১ রাত ৯:৩৬

পাওয়ার ফ্যালকন বলেছেন: আলবার্ট_আইনস্টাইন বলেছেন: ইয়াহিয়া-টিক্কা কই? নাকি বাঙালি মারলে দোষ নাইক্কা?

২১| ১৮ ই জুন, ২০১১ রাত ৯:৪৩

অযান্ত্রিক হৃদয় বলেছেন: জানি না পোস্ট শুধু আস্তিক নাস্তিক ক্যাচালের জন্য দিয়েছেন না আলোচনার জন্য দিয়েছেন। নাস্তিকদের সাথে ঝামেলার উদ্দেশ্যে দিয়ে থাকলে আমার কমেন্ট গুরুত্বহীন, মুছে দেবেন।


ইয়াহিম, লাদেন, সিনিয়ার বুশ, এঁরা অন্তর্ভুক্ত হবেন। ইতিহাস মানে তো আর শুধু সুদূর অতীত নয়, নিকট অতীতও বটে।

আর একটা হিসাব ভেবে দেখুন, হিটলার সারা জীবনের যা মানুষ মারছে তার সংখ্যাকে মানুষ মারার সময় দিয়ে ভাগ করলে যা রেজাল্ট পাবেন, কিছু বাছাই করা রাজাকার সামান্য কিছু সময়ে যত নারী ধর্ষন করেছে, যত মুক্তিযোদ্ধাকে পিছন থেকে গুলি করেছে, যত নৃশংস অত্যাচার (বর্ণনাতীত) করেছে, তার ক্ষেত্রে ওইরকম ডিভিশানে সমান হিসাব পাবেন। অতএব কিছু রাজাকারও একই শ্রেণিতে থাকবে।

আর হিটলারের কথা বলতে মনে পড়ল, অত্যাচারের নৃশংস আইডিয়া গুলো যাদের মাথা থেকে বেরিয়েছিল তাঁদেরও নাম একটা ব্র্যাকেটে সহযোগী বলে উল্লেখ করা উচিত।

বিশেষত হিটলার আছে আর জোসেফ মেঙ্গেল ভায়া নেই, ভাবতেই কষ্ট হয়, ডাক্তারবাবু এতো কষ্ট করে এতো রকম অত্যাচারের কায়দা আবিষ্কার করলেন, তাঁর নাম উঠলো না!

২২| ১৮ ই জুন, ২০১১ রাত ১০:১৯

অনিক আহসান বলেছেন: সেই হিসাবে হাইন্রিখ হিমলারও বাদ পড়বে না...

২৩| ১৮ ই জুন, ২০১১ রাত ১০:৩৪

অযান্ত্রিক হৃদয় বলেছেন: @অনিক আহসান- সহমত।

২৪| ১৮ ই জুন, ২০১১ রাত ১০:৪৬

অ্যামাটার বলেছেন: ক্যামনে যে এইসব তালিকা বানায়।
তৈমুর লং, চেঙ্গিস খান, জালাল উদ্দিন আকবরের মত ইতিহাসখ্যাত নিষ্ঠুর শাসকদের নাম নাই! সিনিয়র জুনিয়র বুশ নাই, নিগার ওবামা নাই, শ্যারন-ওলমার্ট নাই!!
এয়াহিয়া-টিক্কা নাই...!
আবার সুযোগ বুঝে স্তালিনকে ভিলেন বানিয়ে দিল! হাহ!! স্তালিন না থাকলে রুজভেল্ট-চার্চিলদের মত বাইপ্রোডাক্ট চাপাবাজদের হিটলার গরম পানিতে গুলিয়ে খেয়ে ফেলত তক্ষনই।
আর ইদি আমিন কবে কার পাকা ধানে মই দিল?

২৫| ১৯ শে জুন, ২০১১ ভোর ৪:৫৫

রামন বলেছেন:
নিরু স্বল্পসংখ্যক ধনী ও বিত্তবানদের বিরাগভজন হলেও সংখ্যাগরিষ্ট গরিব প্রজাদের কাছে ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাদের ভালবাসায় ছিলেন সিক্ত। তার মৃত্যুতে ধনী ও আভিজাত্য শ্রেণীদের প্রশান্তি এনে দিলেও গরিব প্রজাদের ভেতর স্বজন হারানোর বেদনা লক্ষ্য করা গিয়েছিল ।

রাসপুতিন নামক জারদের চক্ষুশুল এই রুশ সন্যাসী যে খারাপ মানুষ ছিলেন এটি মানতে কষ্ট হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.