![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
মানুষ একটি পান্হশালা
নতুন এক অতিথির আগমন ঘটে প্রতিটি নতুন ভোরে।
অপ্রত্যাশিত অতিথির মত আসে আনন্দ, আসে বিষণ্নতা,
আসে হীনমন্যতা, আসে ক্ষণিকের চেতনা।
সবকিছুকেই স্বাগত জানাও, উপভোগ্য হয়ে উঠুক সবকিছু।
হোক না সে বিষাদের মিছিল,
যারা তছনছ করে তোমার ঘরের সবকিছু,
শূন্য করে ফেলে ঘরের সব আসবাব,
তবুও সম্মান কর তোমার সব অতিথিকে,
কেননা এই শূন্যতাই একসময় ভরে উঠবে নতুন কিছু আনন্দ দিয়ে।
অন্ধকার চিন্তা, লজ্জা, ঘৃনা,
সবকিছুকেই হাসিমুখে গ্রহন কর দাড়িয়ে দুয়ারে,
জানাও আমন্ত্রন তোমার অতিথিশালায়।
সবকিছুকেই গ্রহন কর কৃতজ্ঞ চিত্তে,
সবকিছুই তোমার জন্য পথের দিশারী,
যার আগমন অনেক দুরের আকাশ থেকে।
This being human is a guest house.
Every morning a new arrival.
A joy, a depression, a meanness,
some momentary awareness comes
As an unexpected visitor.
Welcome and entertain them all!
Even if they're a crowd of sorrows,
who violently sweep your house
empty of its furniture,
still treat each guest honorably.
He may be clearing you out
for some new delight.
The dark thought, the shame, the malice,
meet them at the door laughing,
and invite them in.
Be grateful for whoever comes,
because each has been sent
as a guide from beyond.
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
বিবেক বিবাগী বলেছেন: সুন্দর।