নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

সূচির মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের অভিযান চালিয়েছে - জাতিসংঘ এখন তাই মনে করে

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

সূচির মিয়ানমার তার ভূখণ্ড থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নির্মূল করার জন্য বাংলাদেশে বিতাড়নের প্রক্রিয়া চালিয়েছে - জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এই অভিযোগ করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার McKissick বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি করে রোহিঙ্গাদের হত্যা করছে, শিশুদের জবাই করছে (আরেকটি খবর অনুযায়ী আগুনে ছুড়ে ফেলছে), নারীদের ধর্ষণ করছে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে (যদিও মিয়ানমার সরকারের দাবী রোহিংগারা নিজেরাই নিজেদের বাড়িঘড় পুড়িয়ে ফেলছে) এবং লুটপাট করছে। নিরূপায় এইসব মানুষ অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য নদী পার হয়ে বিশেষত রাতের অন্ধকারের বাংলাদেশে,প্রবেশের চেষ্টা চালাচ্ছে।



খবরের সূত্র: বিবিস

http://www.bbc.com/news/world-asia-38091816

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মাহিরাহি বলেছেন: http://www.bbc.com/news/world-asia-38091816

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

মাহিরাহি বলেছেন: http://www.bbc.com/news/world-asia-37892512

৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
লেটেস্ট নিউজ কি? আপনাদের চ্যানেল কি লাইভে?

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

মাহিরাহি বলেছেন: উপরের ভিডিওতে ঐ এলাকার স্থানীয় এমপির বক্তব্য শুনুন।

তাকে প্রশ্ন করা হয়েছিল রোহিংগা নারীদের ধর্ষণ করা হচ্ছে।

হাসতে হাসতে সে উত্তর দিল, এটি মিথ্যা, কেননা রোহিংগা নারীরা নোংরা, নীচু ধরণের জীবন যাপন করে এবং আকর্ষনীয় নয়, তাই সেনাবাহিনী কিংবা পুলিশ ওদের পছন্দ করেনা।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি কি বিবিসি রিপুটার?

২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

মাহিরাহি বলেছেন: রোহিংগাদের নিয়ে পোষ্ট দেয়াতে কি রাগ করেছেন।

যারা কবিতা লেখে তারা বোধহয় এখন মানুষকে খুন হতে দেখতেও ভালবাসে!

৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

এদিকে দেশে যে ১৬ ভাগ লোক ১৮০০ কিলোক্যালরি পায়না সেটা দেখছেন না ক্যান ভাই।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

মাহিরাহি বলেছেন: বিবিসির রিপোর্টার নই।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
ও দ্যাশি চ্যানেল। বুঝছি। অন্যের রিপোর্ট নিজে চালাইতেছেন। কিন্তু এটা তো কপিরাইট লংঘন। আপনার নামে বিবিসি কেস দিতেও পারে।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
এমন করিয়েন না। রহিংগাগো প্লিজ লাগে। ওদের সুউদি পাঠান যায় না?

১০| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

দূরের যাত্রী বলেছেন: আমরা কি করতে পারি? আমাদের জাতিগত বৈশিষ্ট্যের মধ্যে সাহসিকতার চেয়ে চাটুকারিতাই বেশি। দাদাদের তেল দিয়েই জনম পার। মিয়ানমারের ঘটনার ন্যূনতম প্রতিবাদটুকু করার ভাষাও আমরা হারিয়ে ফেলেছি। শুধু আমরাই বা কেন, মুসলিম বিশ্বের কোন দেশকেই তো তীব্রভাবে প্রতিক্রিয়া জানাতে দেখলাম না।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

মাহিরাহি বলেছেন: আমাদের জাতিগত বৈশিষ্ট্যের মধ্যে সাহসিকতার চেয়ে চাটুকারিতাই বেশি। দাদাদের তেল দিয়েই জনম পার।

দাদারা কিন্তু ঠিকই নির্যাতিত নাসিরনগরের হিন্দুদের খোজখবর নিয়েছিলেন।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

হত্যার বিষয়টা অমানবিক। কিন্তু আপনি আমাদের সংবিধানের ২৫ নং ধারা পড়ে নিয়েন। রোহিঙ্গা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। আবেগ দিয়ে কি আন্তর্জাতিক কূটনীতি চলে? ধন্যবাদ।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: কথা সত্যি, সুচিকে এই জন্য যুদ্ধাপরাধী বা মানবতার বিরুদ্ধে অপরাধী হিসাবে বিচারের মুখোমুখি করা উচিৎ।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.