নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

মুসলমানেরা জ্বীন বিশ্বাস করে আর বিজ্ঞানীরা!

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

পৃথিবী সেরা কিছু বিজ্ঞানী মনে করেন আমরা কম্পিউটার সিমুলেশন ছাড়া কিছুই নই, অতি বুদ্বিমান ভিনগ্রহের প্রানীর বা এলিয়েনের সৃষ্টি।
আমরা একটি কম্পিউটার প্রোগামের মধ্যে আছি। Matrix-style ভার্চুয়াল ওয়ারল্ডটিকে আমরা সত্যি মনে করছি ভুল করে। স্টিফেন হকিং আবার মানবজাতিকে সাবধান করেছেন এলিয়েন সাথে যোগাযোগ না করার। নাসার বিজ্ঞানী Edgar Mitchell এর মতে এলিয়েন আছে কিন্তু আমেরিকান সরকার তা লুকিয়ে রেখেছে। কার্টার রিগ্যান গর্ভাচেবও বিশ্বাস করতেন, রিগ্যান নাকি নিজের চোখে দেখেছিলেন।

গুগুলের machine-intelligence guru Ray Kurzweil মনে করেন এমনও হতে পারে আমাদের বিশ্বটি অন্য একটি বিশ্বের জুনিয়র হাই স্কুলের একজন ছাত্রের একটি science experiment ছাড়া আর কিছুই নয়।

অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR), টেক্সট্-টু-স্পিচ সংশ্লেষণ, বক্তৃতা শনাক্তকরণ প্রযুক্তির জন্য বিখ্যাত এই গুগুলের বিজ্ঞানী।


Massachusetts Institute of Technology এর মহাবিশ্বতত্ত্ববিদ অ্যালান Guth, মনে করেন আমাদের সমগ্র বিশ্বটি একটি ল্যাবে পরীক্ষা, যা কিনা কোন একটি super-intelligence কর্তৃক ঘটানো হচ্ছে। যেমনটি জীববিজ্ঞানীরা micro-organisms এর বংশবৃদ্ধি ঘটান। অ্যালান Guth মনে করেন বিং ব্যাংটি কৃত্রিমভাবে ঘটানো হয়ে থাকতে পারে।

অ্যালান Guth elementary particle থিওরির উপর গবেষনার করেন। theory of cosmic inflation এর জন্য Kavli Prize অর্জন করেন।

নোবেল প্রাইজ বিজয়ী বিজ্ঞানী স্মুট মনে করেন আমরা সিমুলেশনের মধ্যে আছি। একটি কম্পিউটার প্রোগ্রামের মধ্য আছি। তিনি বলেন আমরা ভিডিও গেমের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি সৃষ্টি করছি, কয়দিন পর realistic simulations তৈরি করতে সক্ষম হব। আমাদের ব্রেনকে কম্পিউটারে ডাউনলোড করা সম্ভব হবে।


MIT এর Max Tegmark এর মতে আমরা super-intelligence এর simulations হলেও তা কম্পিউটারের মধ্যে নয়, সত্যিকার পৃথীবিতেই।

University of Maryland এর James Gates মনে করেন কিছু নির্দিষ্ট কারন আছে যাতে মনে হতে পারে ফিজিক্সের লগুলো computer simulation এর দ্বারা নিয়ন্ত্রিত।

theoretical physicist John Wheeler মনে করেন আমাদের বিশ্বটি পিওর কোন অংক নয় বরং পিউর ইনফরমেশন।

MIT এর Seth Lloyd মনে করেন মহাবিশ্ব একটি দৈত্যাকার কোয়ান্টাম কম্পিউটার।


মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০

মাহিরাহি বলেছেন: Several physicists have suggested that our Universe is not real and is instead a giant simulation.

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০

মাহিরাহি বলেছেন: Humans already living in a COMPUTER SIMULATION, leading Nobel Prize astrophysicist warns

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


বিজ্ঞানীরা বিজ্ঞানে দক্ষ, ওরা বিজ্ঞানের ভাষায় কথা বলছে; আপনি কিসে দক্ষ যে, ওদের কথা বুঝতেছেন? না বুঝে ম্যাও প্যাও করছেন অনেক

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

মাহিরাহি বলেছেন: আমি জাপানে প্রায় সাড়ে ছয় বছর পড়াশুনা করছি, জাপান ইলেকট্রনিক কলেজে পড়াশুনা করেছি কম্পিউটারের উপর (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা নলেজ ইনজিয়ারিং)।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: MIT এর Seth Lloyd মনে করেন মহাবিশ্ব একটি দৈত্যাকার কোয়ান্টাম কম্পিউটার।....কথাটি ভাবনার বটে। কণার কোয়ান্টাম জগত নিয়ে ভাবলে এরকমটা মনে হওয়া অসম্ভব কিছু না।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

মাহিরাহি বলেছেন: "The Universe can be regarded as a giant quantum computer," says Seth Lloyd of the Massachusetts Institute of Technology. "If one looks at the 'guts' of the Universe – the structure of matter at its smallest scale – then those guts consist of nothing more than [quantum] bits undergoing local, digital operations."

This gets to the nub of the matter. If reality is just information, then we are no more or less "real" if we are in a simulation or not. In either case, information is all we can be.

Does it make a difference if that information were programmed by nature or by super-intelligent creators?

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০

মাহিরাহি বলেছেন: We might never know, says Smoot, simply because our minds would not be up to the task. After all, you design your agents in a simulation to function within the rules of the game, not to subvert them. This might be a box we cannot think outside of.

স্মুটের উপরের কথাগুলো পড়ে দেখুন। মহান আল্লাহ আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ রেখেছেন। আমরা একটা নির্দিষ্ট গন্ডের মধ্যেই চিন্তাভাবনা করতে পারি, কিন্তু নাস্তিক মনে করে, তারা সব বুঝে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

করুণাধারা বলেছেন: কিছুই বুঝলাম না। এই কোয়ান্টাম কম্পিউটার বানাল কে?

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২

মাহিরাহি বলেছেন: বিজ্ঞানীরা এখন হরহামেশাই সুপার ইন্টিলিজেন্সের কথা বলছে।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল লাগল।
একজন বিজ্ঞানি “super-intelligence কর্তৃক ঘটানো হচ্ছে” এ জাতীয় শব্দ ব্যহার করেন? তিনি তো এক্সপেরিমেন্ট করার পর বাস্তবে দেখিয়ে দিতে পারেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭

মাহিরাহি বলেছেন: বিজ্ঞানিদের জ্ঞানও সীমাবদ্ধ

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২১

শেয়াল বলেছেন: বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু থিওরীর সমন্বয়ে এইসকল কথা বলেন । জ্বীনের এত অস্তিত্ব হইলে তারা তো অন্তত নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে পারে :D

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

মাহিরাহি বলেছেন: এলিয়েনদেরও কিংবা super-intelligence এর উচিত নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়া।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

আহা রুবন বলেছেন: আপনার পোস্টের আগা-মাথা কিছুই বুঝি নাই। আপনার এত জ্ঞান দেইখা নিজেরে জ্বিন জ্বিন লাগতাছে! মশারি িঁঁ ড়া মূলা ছ্যাপ্টিটপ... মাথাটা আওলাইয়া ঘেল যে!!!!!!!!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

মাহিরাহি বলেছেন: ভুল বললেন, আমার জ্ঞান নয়, বিজ্ঞানিদের জ্ঞান।

আমি ভাষান্তর করেছি মাত্র।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

কলাবাগান১ বলেছেন: তার মানে মুসলমান এক দিকে আর বিজ্ঞানীরা আরেক দিকে...। কোন মুসলমান বিজ্ঞানী নাই??? থাকবে কেমনে!!!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১

মাহিরাহি বলেছেন: ভাষাজ্ঞানে সমস্যা আছে।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

কলাবাগান১ বলেছেন: আপনি বলেছেন যে
"মুসলমানেরা জ্বীন বিশ্বাস করে আর বিজ্ঞানীরা!"

তার মানে মুসলমান এক দিকে আর বিজ্ঞানীরা আরেক দিকে...। কোন মুসলমান বিজ্ঞানী নাই??? থাকবে কেমনে!!!!!

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১২

মাহিরাহি বলেছেন: মুসলমান বিজ্ঞানিরা না থাকলে কম্পিউটারে ব্লগ লেখার সুযোগ পাইতেন না।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

কলাবাগান১ বলেছেন: আমি মসুলমান আমি গবেষক হিসাবে কাজ করি তাই বলে জ্বিনে বিশ্বাস করি না জীনে (gene) বিশ্বাস করি

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

মাহিরাহি বলেছেন: জ্বিনে বিশ্বাস করেন না আবার মুসলমান!

কোরানে জ্বিনের কথা বলা আছে।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: জ্বীনে অবিশ্বাসীদের মাঝে আমিও একজন, নিজেরে এখন বিজ্ঞানী বিজ্ঞানী লাগতাছে :-B

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ব্লগটা কোথাও কোথাও খাপছাড়া মনে হলো । ভাষান্তর টা আরও সহজ ভাবে উপস্থাপন করলে ভুল বুঝাবুঝি কম হতো।
কোরআন মহাগ্রন্থ।।। বিজ্ঞানের বাইরে নয়। আজকাল নাস্তিকতা করা এক ধরনের ফ্যাশন। যাইহোক কোরআনের প্রতিটি ব্যাখ্যাই শেষ পর্যন্ত মানুষ স্বীকার করে নেয়।
এই মহাবিশ্ব এখনও অজানা। এক বিজ্ঞানী যা প্রমান করে অন্য জন তা ভুল কিংবা নতুন কিছু প্রমান করে।।। এটা ও একটা প্রোগ্রামিং।।।। এভাবে চলবে। পৃথিবী অজানাই থাকবে।
অনেকে এলোমেলো কমেন্ট দেখে ভাবছি আমাদের আরও কিসের যেনো অভাব আছে।
বিজ্ঞান নিয়ে আরও লিখুন। ভালো লাগলো

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

মাহিরাহি বলেছেন: তাড়াহুড়ো করে লেখা, তাই হয়তবা খাপছাড়া। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: আমি জাপানে প্রায় সাড়ে ছয় বছর পড়াশুনা করছি, জাপান ইলেকট্রনিক কলেজে পড়াশুনা করেছি কম্পিউটারের উপর (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা নলেজ ইনজিয়ারিং)। "

-জাপান বা মংগল গ্রহ আপনার মগজকে বদলাতে পারবে না, উহাতে জ্বীন ভর করেছে!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০১

মাহিরাহি বলেছেন: শৈশবের কথা মনে করিয়ে দিলেন, প্রাথমিক আর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের (ছাত্র) ব্যাপারে খুব বেশি হতাশ হয়ে পড়লেই এধরনের ভাষা ব্যবহার করতেন।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: আমি জাপানে প্রায় সাড়ে ছয় বছর পড়াশুনা করছি, জাপান ইলেকট্রনিক কলেজে পড়াশুনা করেছি কম্পিউটারের উপর (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা নলেজ ইনজিয়ারিং)। "

-আপনার ইন্টেলিজেন্সে সমস্যা বেড়েছে, কারণ উহা 'আরটিফিসিয়াল'।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬

মাহিরাহি বলেছেন: ব্লগিং করছি ১১ বছর। এভাবে কর্তৃত্বের সাথে কথা বলার ধরণটি খুবই সেকেলে এবং অকার্যকর, অন্তত: আমার জন্য।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫

মাহিরাহি বলেছেন: কর্তৃত্বের সাথে কথা বলার এই প্রবনতাটি প্রায় সব নাস্তিকদের মধ্যেই লক্ষ্য করে গেছে।

অন্যকে হেয় করার এই প্রবনতাটি হীনমন্যতার লক্ষণ।

নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়।

ইদানিং অবশ্য টাকা পয়সা আর গায়ের জোড়ে লোকেদের দিয়ে নিজেকে বড় জাহির করার প্রবনতাটিও প্রচলিত হচ্ছে।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

মুসাফির নামা বলেছেন: লেখাটা খাপছাড়াই বটে,তথ্য উপাত্তে এবং ভাষায় ব্যাপক অসামঞ্জস্য। আমিও জ্বীনে বিশ্বাস করি।তবে মনে রাখতে হবে ,বিজ্ঞান সীমাবদ্ধ,তবে প্রকৃত জ্ঞান বিশ্বাস দৃড় করতে সহযোগিতা করে।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

মাহিরাহি বলেছেন: প্রকৃত জ্ঞান বিশ্বাস দৃড় করতে সহযোগিতা করে

কথাটি ভাল লাগল

২০| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

‍সাদ্দাম বলেছেন: নাস্তিকদের একটি স্বভাব হয়ে গেছে, যা চোখে দেখেনি বা প্রমাণিত না, তা বিশ্বাস করবে না। উদাহরণ দিয়ে বুঝায় কেমনে সেটাই বিষয়।
আচ্ছা ধরুন আদিম যুগে নাস্তিকরা সীমাবদ্ধ ছিল, তারা যা প্রমাণ পায়নি তা বিশ্বাস করেনি। একটা সময় অক্সিজেন সহ বাতাসে আর যত প্রকারের গ্যাস আছে তা বিশ্বাস করেনি। কারণ প্রমাণিত না। পরে প্রমাণিত হলো। বিশ্বাস করল।
এমনি করে ওরা (তাদের বিশ্বাস) একটা শূণ্য গোয়াল ছিল। পরে সেখানে গরু ঢুকল, গোবর আসল গরু থেকে, আসল চনা (মুত্র)। এরপর আসল দূর্গন্ধ ওই বর্জ্য থেকে। নাস্তিকদের অবস্থা আজ দূর্গন্ধ পর্যায়ে আছে। যতটুকু বিশ্বাস ঢুকাইছে তা এই গরুর গোয়ালের মতই লাগে।
কেউ ওদেরকে চালাচ্ছে পিছন থেকে, না হয় এমন অনেক কিছু নাস্তিকরা বিশ্বাস করে যা প্রমাণিত না বাট এমন অনেক কিছুকে অস্বীকার করে যা হাস্যকর। তসলিমার দিকেই তাকিয়ে দেখেন, এটা কোন মানুষ? থু..
এখন কথা হচ্ছে জ্বিন ওরা বিশ্বাস করবে যদি প্রমাণ পায়। বাট প্রমাণ করার ক্ষমতা স্রষ্টা মানুষকে তো দিতে হবে নাকি? আমাদের পায়ের নিচে মাটি আছে, তা আমরা ভেদ করতে পারছি, গর্ত করছি, ঘর বানাচ্ছি। আমাদের মাথার উপর আকাশ আছে তা কি কোন দিন কেউ ভেদ করতে পেরেছে না পারবে? এখন না পারার কারণে কেউ যদি বলে আকাশ উপরে যেটা দেখতে পাচ্ছি ওইটাই একমাত্র আকাশ আর কোন আকাশ বা আসমান নাই। (বাট আসমান ৭টি)। এখন নিজেদের অক্ষমতার কারণে নাস্তিকরা নিজেদের স্বভাব সূলভ বাচ্চাদের মত বলবে যেহেতু ৭ আসমান প্রমাণিত না তাই বাকিগুলো ভুয়া। হাস্যকরই খুব।
ধরুন কেউ অনেক ক্ষমতা দিয়ে একটি রোবট বানালো। তার ভিতর সকল ডিকশনারী দিয়ে ট্রান্সলেট করার ক্ষমতা দিল। কথা বলার ক্ষমতা দিলো। আরো কিছু পাওয়ার দিল। এখন এই রোবট যদি কখনো অস্বীকার করে যে সে নিজে নিজেই সৃষ্টি হয়েছে তা হাস্যকর হবে নিশ্চয়। কিন্তু রোবট সেটা বলবে না, কারণ তার মধ্যে চিন্তার স্বাধীনতা দিতে পারবেনা মানুষ। তাকে যতটুকু প্রোগ্রামিং দেয়া হবে সে ততটুকুই বলবে। বাট আল্লাহ আমাদের বানিয়েছেন চিন্তার স্বাধীনতা দিয়ে। এই জন্যই আমরা সকালে যা বলি পরে তা চেঞ্জ করে অন্যটা বলতে পারি। আমরা ২+২=৫ বা ১০ বা ১০০০ ও বলতে পারি কোন বাধা বিপত্তি ছাড়া। তার মানে এই নয় যে আমরা ২+২= ১০০০ লিখে দেই বা সূর্য যখন মাথার উপর থাকে তখন কোন কানা লোকও বলে যে এখন রাত। বাট এই নাস্তিকগুলো সেই কানা থেকেও অধম বা ওই রোবটের মত প্রোগ্রামিং করা কোন যন্ত্র। যা ইন্সটল করা হবে তাই বলবে। না আছে চিন্তার প্রসারতা না আছে যৌক্তিকতা। ওরা যে যুক্তি উপাস্থাপন করে তা অনেকটা এরকম, ১০ টা ওই পোকা (যে পোকা গু ঠেলে ঠেলে পুরো ওঠোন ছড়ায় ছিটায়) গু ঠেলে নিয়ে যাচ্ছে, তাদের যু্ক্তি আছে অবশ্যই গু ঠেলার কাজে। রাত ভরে ওরা বলাবলি করল এখানে এই গু কোথা থেকে আসল, আমরা সেটা সরিয়ে দিচ্ছি। আমরা ভাল কাজ করছি। বটে যুুক্তি আছে বটে। সকালে গৃহ বধু উঠে ঝাড়ু হাতে পোকা সমেত ছড়ানো ছিটানো গু ঝাড়ু দিয়ে ফেলে দিল এক গর্তে। ওই পোকা গলা ছেড়ে চেচামেচি, আমরা অযৌক্তিক কিছু করি নি, আমাদের কেন এই হাল হলো। আমরা.... আমরা.... আমরা....
ওই পোকা ওই পোকাই থাকুক, ওঠোন (সমাজকে) ছোট ছোট দাগে আর গু দিয়ে মাখবেই। একটি সকালের অপেক্ষা, গৃহ বধু আসবে, ঝাড়ু মেরে নর্দমার গর্তে ফেলে দিবে, ওখান থেকে শুধু চেচামেচিই করবে যা কেউ শুনতেও পাবে না।
লেখা লেখি আমার তেমন আসে না, উদাহরণ বা শব্দের মিলে বহুত অমিল আছে। প্রকাশ করার পর বুঝা যাবে কোথায় কোথায় অমিল গুলো আছে, অপেক্ষা.....

২১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

মাহিরাহি বলেছেন: আমরাও অপেক্ষায় আছি

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

মাহিরাহি বলেছেন: আমরা ২+২=৫ বা ১০ বা ১০০০ ও বলতে পারি কোন বাধা বিপত্তি ছাড়া।

এই বাক্যটি ভাল লেগেছে।

আমি কিছুদিন রোবোটিক্স পড়েছিলাম, জাপানের একটি কম্পিটার কলেজে।

রোবোটকে যা শিখানো হয় তার বাইরে কিছুই করতে পারে না।


২২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬

রিফাত হোসেন বলেছেন: আমরা একটি কম্পিউটার প্রোগামের মধ্যে আছি। Matrix-style ভার্চুয়াল ওয়ারল্ডটিকে আমরা সত্যি মনে করছি ভুল করে--- এটা যদি আপনার বক্তব্য হয় ভাল, আপনার সাথে ৯৯% একমত।
১% এ জন্য নয় যে আমি জানি না প্রোগ্রাম না অন্য কিছু। তবে কিছু একটা.... এবং কিছু একটাকেই অন্য কিছু এক শক্তিশালী নিয়ন্ত্রণ করছে। আমরা খোদা বলে যাকে সম্বোধন করি বা বিশ্বাসীরা যাকে সম্বোধন করে। এটা যদি মাল্টি নিকের কেউ হত বা একাধিক দাবীদার হত তাহলে কলাপস হয়ে যেতে ইতিমধ্যে, কিন্তু তিনি ইউনিক বলেই স্ট্যাবল। আমার ধারনা--

djin শুধু মুসলিমরাই বিশ্বাস করে না বরং অন্য ধর্মালম্বীরাও করে কিন্তু তাদের মত করে(শয়তান,পিশাচ ইত্যাদি)। অনেকে একে আত্মার ক্যাটাগরীতেই ফেলে দেয়! যদি সত্যি মুসলিমের পথে থাকে তাহলে এটা ভাবার কারন ছিল না। কারন মৃত্যু পরবর্তী তার কোন ক্ষমতা থাকে না-ইসলাম মোতাবেক।

djin কে এক অদ্ভুত creature ছাড়া কিছুই মনে হয় না আমার। এই ক্রিচারকে দেখার বা অনুভব করার কারিগরী জ্ঞান আমাদের এখনও হয়ত আসে নি। কারিগরী জ্ঞন আর এই জ্বিন দেখা দিল, আমি দেখলাম, এই দুইটা এক জিনিস নয়। যদি মানুষের মৃত্যুর সাথে একটি জীবন বিলুপ্ত হত পারে তাহলে এই জাতীয় কিছু নিশ্চয়ই অন্য কিছু অন্য ডাইমেনশনে আছে। তাদের কারিগরী জ্ঞান হয়ত আছে আমাদের সাথে যোগাযোগ করার, হয়ত তা গডগিফ্টেড, নিজেদের তৈরী নয়।

এগুলি কিছু পোষ্ট আর অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সামু ব্লগে .. ব্লগ ঠিকভাবে গুছিয়ে রাখার ব্যবস্থা নাই। :(

সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ও চিন্তা ভাবনা । পোষ্টের সাথে সাংর্ঘষিক হলে মুছে ফেলতে পারেন। :)

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

মাহিরাহি বলেছেন: আমি আল্লাহতে বিশ্বাসী এবং একনিষ্ঠ মুসলমান, তাই বিজ্ঞানীদের চিন্তাভাবনাকে আমি আমলে নেই না।

Physicists have created a fluid with "negative mass", which accelerates backwards when pushed.

আজকের বিবিসির নিউজ।

বিজ্ঞানীরা এমন একটি তরল আবিস্কার করেছেন, যা কিনা নিউটনকে ভুল প্রমানিত করেছে (সম্ভবত ২য় সূত্র)

২৪| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০

‍সাদ্দাম বলেছেন: আমি আল্লাহতে বিশ্বাসী এবং একনিষ্ঠ মুসলমান, তাই বিজ্ঞানীদের চিন্তাভাবনাকে আমি আমলে নেই না।[/sb
অসাধারণ বচন।

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.