![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
আমাদের সভ্যতার পতন অবশ্যম্ভাবী, যদি আমরা অন্ধের মত জ্ঞান বিজ্ঞান আর বৈষয়িক ব্যপারে এগিয়ে যাই। আমরা ধ্বংস হব যদি আমরা অতীত থেকে শিক্ষা না নেই। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষক Luke Kemp বিবিসির ওয়েবসাইতে প্রকাশিত তার একটি লেখায় এই কথাটিই লিখেছেন। তিনি গবেষনা করছেন বিদ্যমান ঝুঁকির উপর যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে।
বড় সভ্যতাগুলোকে হত্যা করা হয়নি, তারা আত্মহত্যা করেছে।
ইতিহাসবিদ আনার্ড টনিবি ইতিহাসের ১২ ভলিওমের গবেষণায় উপরের উপসংহারে পৌঁছেছেন, তার গবেষণায় তিনি ২৮ টি সভ্যতার সভ্যতার উত্থান ও পতনের অনুসন্ধান করেছেন।
লেখাটি অনুযায়ী সভ্যতার জন্য প্রধান হুমকিগুলো কি কি?
জলবায়ু পরিবর্তন: এখন এটি আমাদেরও পাপের ফল। অধিক উতপাদন আর জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে আরাম আয়াশের সব ধরনের অপচয়মূলক আয়োজন, আমাদের বারোটা বাজিয়ে দিচ্ছে। সংযমের কথা এখন আর কেউ বলে না। বেশি আয় কর, বেশি খরচ কর, বেশি আমোদ ফূর্তি কর, নিজেদের মৃত্যু নিজেই ডেক আন।
পরিবেশগত অবনতি: পরিবেশের উপর চাপ বৃদ্ধি। অত্যধিক বন ধংস করা, পানি দূষণ করা,, মাটির অবনতি এবং জীবের সংখ্যা হ্রাস।
ধন বৈষম্য: ধনীরা আরো ধনী হচ্ছে। গরীবরা হচ্ছে গরীব। পৃথিবী প্রায় সব সম্পদ পৃথিবীর হাতে গোনা মানুষ কুক্ষিগত করেছে।
জটীলতা: জটীলতা এবং আমলাতন্ত্রের জন্য সমাজের বিনাশ ঘটে।
বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হয়ে: উদাহরণস্বরূপ, এজেটেক সাম্রাজ্য স্প্যানিশ আক্রমণকারীদের দ্বারা শেষ হয়েছিল।
বিশাল এই লেখায় একবারও ধর্মের কথা উল্লেখ করা হয়নি।
We will only march into collapse if we advance blindly. We are only doomed if we are unwilling to listen to the past.
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
ইস্রফিলের শিংগা ফুঁ দেয়ার কথা নেই ওখানে?
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০
মাহমুদুর রহমান বলেছেন: ধনীরা আরো ধনী হচ্ছে। গরীবরা হচ্ছে ভিক্ষুক।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: এই হইলো অবস্থা।