নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আবুল হাসনাত মিনা

কখনও আল্লাহ কে দোষারোপ করবেন না এই বলে যে, আল্লাহ কেন আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না, বরং শুকুরিয়া আদায় করুন এই জন্যে যে, আল্লাহ আপনার পাপের জন্য সাথে সাথেই শাস্তি দেন না । আমিন

এম এ এইচ মিনা

এম এ এইচ মিনা › বিস্তারিত পোস্টঃ

১৫০০ বছরের পুরনো বাইবেলে বিশ্বনবীর ( সা: ) আগমনী বার্তা

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

হযরত ঈসা (আ.) বা যিশু খ্রিস্ট কর্তৃক হযরত মুহাম্মদের সা. আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সম্বলিত বাইবেলের একটি প্রাচীন সংস্করণ এর খবর পাওয়া গেছে। । বৃটেনের ডেইলি মেইল এ খবর দিয়ে জানিয়েছে, ১৫০০ বছরের পুরনো এ বাইবেল সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং তা গত ১২ বছর ধরে তুরস্কে গোপন রাখা হয়েছে। অনেকেই মনে করেন এই বাইবেলই নির্ভরযোগ্য প্রাচীন ইঞ্জিল বা হযরত ঈসার আ. প্রাথমিক বাণী বা শিক্ষা সম্বলিত বাইবেল হিসেবে খ্যাত ‘বার্নাবাসের বাইবেল।’ পোপ ষোড়শ বেনিডিক্ট এই বাইবেল দেখতে চেয়েছেন বলে খবর এসেছে। এ বাইবেল স্বর্ণাক্ষরে এবং হযরত ঈসার আ. নিজ ভাষা তথা আরামীয় ভাষায় লিখিত।











তুরস্কের পুলিশ ২০০০ সালে চোরাচালান দমনের এক অভিযানে পশুর মোটা চামড়ায় লেখা এবং চামড়া দিয়ে বাঁধাই করা এ বাইবেলটি উদ্ধার করে। ২০১০ সালের আগ পর্যন্ত বইটি কড়া প্রহরার মধ্যে গোপন রাখা হয় এবং এরপর আঙ্কারার প্রত্নতাত্তিক জাদুঘরে হস্তান্তর করা হয়। সামান্য কিছু সংস্কারের পর বইটিকে শিগগিরই জনসমক্ষে প্রদর্শন করা হবে।



তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী এর্তুগরোল গুনায় বলেছেন, প্রাচীন এই বাইবেল ইঞ্জিল শরীফের নির্ভরযোগ্য সংস্করণ হতে পারে এবং হযরত ঈসা আ. সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গীর সঙ্গে এ বাইবেলের মিল থাকায় বইটি হয়ত খ্রিস্টান গির্জার ক্ষোভের শিকার হয়েছিল। তিনি আরো বলেছেন, ভ্যাটিকান এ পাণ্ডুলিপি দেখার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। ধর্মতত্ত্বের অধ্যাপক ওমর ফারুক হারম্যান বলেছেন, এ বাইবেলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হলেই এটা স্পষ্ট হবে যে তা কত বছরের পুরনো।



ফেসবুক থেকে নেয়া

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

একাকী বাংলাদেশি বলেছেন: তথ্য তো আজকাল কতই পাওয়া যায় কিন্তু প্রবলেম হলো বিশ্বাসযোগ্যোতা নিয়ে। আজকাল কোনো কিছুই বিশ্বাস করতে পারিনা। কয়দিন পরে মনে হয় নিজের নাম কি এইটাও বিশ্বাস করতে পারবো না।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

এম এ এইচ মিনা বলেছেন: অবিশ্বাস করার কি আছে ।
আসল বাইবেল বইতে এই সম্পর্কে তথ্য দেয়া ছিল কিন্তু ইহুদী বা খ্রিষ্টানরা বিকৃত করেছে ।
তারপরেও যদি আপনার কাছে অবিশ্বাস মনে হলে, আপনাকে তুরস্কের আঙ্কারার প্রত্নতাত্তিক জাদুঘরে ভ্রমণ ছাড়া উপায় নাই

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

শার্লক বলেছেন: সকল আসমানী কিতাবের সাথে ইসলামের মিল থাকবেই।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

এম এ এইচ মিনা বলেছেন: সহমত
ধন্যবাদ

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

শয়ন কুমার বলেছেন: দূর মিয়া, গোপন রাখছে কই ?? যেগুলো প্রকাশিত হয়েছে, ওগুলোর মধ্যেই তো অলরেডি আছে ।বাইবেল পড়েছেন কখনোও ??? ভাল কইরা পইড়া দেখো আগে ।
খালি খালি ফেসবুক ফেসবুক কইরা পোলাপান হুদাই লাফায় ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

এম এ এইচ মিনা বলেছেন: ১.গোপন রাখছে কই ? মানে ??
গোপন যদি না রাখত ,তাহলে ইহুদী বা খ্রিষ্টান নামটি আসত না ,বুঝছেন??
২.যেগুলো প্রকাশিত হয়েছে, ওগুলোর মধ্যেই তো অলরেডি আছে.....যদি ওগুলোর মধ্যেই তো অলরেডি থাকে ,তাহলে ওরা কেন নবীকে মানতে অস্বীকার করবে ??
৩.বাইবেল পড়েছেন কখনোও ???...আপনি পড়েছেন ?? আপনার যদি পড়া থাকত আপনি কখনও একথা বলতেন না ...আমি একাদশ ও দাদ্বশ শ্রেণীতে থাকতে সেন্ট পলস চার্চ নামে একটা গির্জায় যেতাম ,উদ্দেশ্য বিদেশীদের সাথে ইংরেজীতে আলাপ করার জন্য (মানে ইংরেজী শিক্ষার জন্যে),সেখানে তারা আমাদের মানে আমার ফ্রেন্ডদের নানা ধরনের পুস্তক পড়ার সুযোগ দিত, আগ্রহে ঐ সময়ে আমি বাইবেল পড়েছিলাম ।


আপনাকে অনরোধ ,না জেনে এরকম মন্তব্য করবেন না

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: শার্লক ভাইয়ের সংগে আমি সম্পূর্ণ একমত।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

এম এ এইচ মিনা বলেছেন: সহমত
ধন্যবাদ

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রাতুল রেজা বলেছেন: নিশ্চিত থাকুন খ্রিষ্টানরা এটাকে কোনো ভাবেই মানবে না । আসমানি কিতাব এর পরিবর্তন করেই তো ওরা ওদের ধর্ম বানিয়েছে .

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

এম এ এইচ মিনা বলেছেন: আপনি ঠিক বলেছেন। সহমত
ধন্যবাদ

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

একাকী বাংলাদেশি বলেছেন: ভাই আপনাকে পার্সোনালি কিছু মীন করে বলি নাই। আমি কথাটা সাধারনভাবেই বলেছি।আজকাল ইন্টারনেট এর যুগে তথ্যের অভাব নাই কিন্তু অথেনটিসিটির প্রবলেম। ফেসবুক খুললেই কত ধরনের তথ্য পাওয়া যায় কিন্তু তথ্যগুলা ভরসা করতে পারি না।যদি পারতাম তাহলে নিজের কাছেই ভালো লাগত যে আমি অনেকগুলা তথ্য জানি।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

এম এ এইচ মিনা বলেছেন: ভাই ,আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, যদি আমার মন্তব্য আপনাকে আঘাত করে তাহলে খুবই দুঃখিত,

আপনার উক্ত ৬নং পোষ্টের সাথে একমত

ধন্যবাদ.,ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.