নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিল অমিল নিয়েই আমাদের পথ চলা

Mahmood Khan

আবু শরীফ মাহমুদ খান

আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।

আবু শরীফ মাহমুদ খান › বিস্তারিত পোস্টঃ

অভিমত নারী, তোমার শরীর দেখানো ছাড়া কিভাবে পণ্য বিক্রি হবে বলো?! : পুস্পিতা

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬



নারী তুমি যদি গাড়ির মেলায় স্বল্পবসনে নূতন গাড়ির উপর না বসো তখন গাড়ির কোয়ালিটি বুঝা যায় না।



পুরুষ ক্রিকেটারের জার্সি প্রদর্শনের সময় যদি তুমি অর্ধউলঙ্গ হয়ে পুরুষের সামনে না হাট তখন জার্সির সৌন্দর্য ফুটে উঠেনা।



পিঠা উৎসবে তোমার খোলামেলা নাচ না দেখলে পিঠার মজা জমে উঠেনা।



আরো জানতে চাও?



মোবাইল বলো, জুতা বলো, ল্যাপটপ

বলো নূতন প্রোডাক্ট প্রদর্শনের সময়

তুমি অর্ধউলঙ্গ হয়ে তোমার শরীর

না দেখালে পুরুষের সেই প্রোডাক্ট পছন্দ

হয় না।

তুমি শ্লোগান না দিলে, সারা রাত

পুরুষকে সঙ্গ না দিলে শাহবাগ জমে না,

বিজ্ঞাপনে তুমি না থাকলে পুরুষের

সেভিং ব্লেডে ধার আসেনা, তোমার

শরীরকে মাছের

মতো না বানালে এমনকি মৎস্য উৎসবও

জমে না!

চিন্তা করে কি দেখেছ কখনো?!

তুমি কি দামী?! তোমার শরীরের

আকঁবাঁক দেখা পুরুষের প্রতিটি কাজের

জন্য কতো প্রয়োজন?!

কি দারুণ এক অনুভূতি?! তাই না?!

এত আনন্দ যে নারী তুমি দিচ্ছ পুরুষকে,

সেই পুরুষের নষ্ট

লালসা থেকে তোমাকে মুক্ত রাখার

প্রস্তাব দিয়েছে মোল্লারা এভাবে,

"বেহায়াপনা, অনাচার, ব্যভিচার,

প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ,

মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয়

সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ

করতে হবে।"

হায় হায়, এটা কি হলো. এটা কি হলো?!

নষ্ট পুরুষের লালসা থেকে নারীকে মুক্ত

রাখার প্রস্তাব?! অসম্ভব, অসম্ভব,

হতে পারে না, হতে দেয়া হবে না!

নারীর শরীর

ছাড়া নষ্টরা চলবে কিভাবে?!

ওরা কি তাহলে সেভিং ক্রিম, গাড়ি,

ব্লেড, ল্যাপটপ, মোবাইল সহ সব কিছু

কিনা বা ব্যবহার করা ছেড়ে দিবে?!

ওমা, তাহলে ওদের কি হবে? কারণ

প্রতিটি প্রোডাক্টের সাথে যে ওদের

নারীর অর্ধ বা পূর্ণ উলঙ্গ

ছবি বা ভিডিও লাগে! এখন মোল্লাদের

ওই দাবী মানলে নারীকে পণ্য

বানাবে কি করে?

না না, এটা মধ্যযুগীয় বর্বর দাবী! এই

দাবী মানা যায় না, মানতে দেয়া হবে না!

প্রতিহত করা হবে! মোল্লাদের এই দেশ

ছাড়া করা হবে! নষ্টদের লালসায়

প্রতিবন্ধকতা সৃষ্টি করা সরাসরি স্বাধীনতার

চেতনার বিরোধী! ত্রিশলক্ষ শহীদের

বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশে নারীর

শরীর না দেখে পণ্য কিনা হবে, উৎসব

করা হবে, তা হতেই পারে না!

মোল্লাদের ওই ষড়যন্ত্রের

প্রতিবাদে এবার তৃতীয় মুক্তিযুদ্ধ শুরু

হবে! কি দুঃসাহস! যে নারীর শরীর

কামনা তৈরি করে, পণ্যের গুণাগুণ

বাড়িয়ে দেয়, উৎসবের আনন্দের

পূর্ণতা দেয় সেই নারীকে এসব

থেকে মুক্ত রাখার দাবী, কখনোই

মানা যায় না! প্রগতিশীল পুরুষের

লালসা পুরণে বাঁধা, রাষ্ট্র কখনোই

মানতে পারে না!



ফেসবুক থেকে সংগ্রহ

মন্তব্য ১০ টি রেটিং +৯/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: রাখ ঢাকে নারির মূল্যায়ন
কেন/ নয় আজ সমাজে সংরক্ষণ

সুন্দর পোষ্ট
শুভকামনা

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: যা কখনই বিষেশ পেজে সুযোগ পাবে না।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

আহলান বলেছেন: হুমম .... এখানেই তো কবি নিরব ..

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: কবি নিরব হতে পারে।

তাই বলে লেখনী বন্ধ হতে পারে না।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায়, এটা কি হলো. এটা কি হলো?!
নষ্ট পুরুষের লালসা থেকে নারীকে মুক্ত
রাখার প্রস্তাব?! অসম্ভব, অসম্ভব,
হতে পারে না, হতে দেয়া হবে না!
নারীর শরীর
ছাড়া নষ্টরা চলবে কিভাবে?


না না, এটা মধ্যযুগীয় বর্বর দাবী! এই
দাবী মানা যায় না, মানতে দেয়া হবে না!
প্রতিহত করা হবে! মোল্লাদের এই দেশ
ছাড়া করা হবে! নষ্টদের লালসায়
প্রতিবন্ধকতা সৃষ্টি করা সরাসরি স্বাধীনতার
চেতনার বিরোধী!


>>নষ্টদের সুশীলতায় সভ্যতার মাপকাঠি যখন
স্পন্সরশীপে আটকে থাকে সৃজনশীলতা
মেধা, বোধ বুদ্ধির বিকাশও
তখন আর কি? উদ্বাহু নৃত্যে
সংস্কৃতির ধ্বজাধারীরা
ভোগের সুবিধা টুকু ছাড়তে চাইবে কেন???

ফটো সুন্দরী প্রতিযোগীতায় নারীত্বের কি সুবিশাল বিকাশ!
গাত্র বর্ণ ব্যবসায়ীরা এভাবেই সাজিয়েছে পসরা
তুমি বাপু কে হে
জ্ঞান, শ্রদ্ধা আর মেধা গুনের কদর চাও।

ইরানে নারী নোবেল পায়! শ্রদ্ধা, শালীনতা
আর সমস্ত মূল্যবোধ আকড়ে থেকেও
আর তোমাকে উন্মাতাল করে ছাড়ছে
ছেড়ে দাও সব
ওই সব মধ্যযুগীয় ধ্যান ধারনা
ওই সব আনকালচারড
ওই সব গেয়ো!
ওই সব তোমাদের বন্দী করে রাখতে চায়!
ওই সব তোমাদের আটকে রাখতে চায়!

প্রোপাগান্ডায় গাঁ ভাসায় সহজ সরল নারীরা।

আহা একবারও বুঝলেনা- তোমাকে
খোলাতেই লুলের আনন্দ!!!!
তা স্বাধীনতার নামে হোক
বা প্রতিষ্ঠা
কিংবা মোহ
কিংবা প্রযোজ্য যে কোন কিছু।।


১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: বলেছেন

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

চোরাবালি- বলেছেন: পুষ্পিতার লেখা দেখে ভাল লাগল। এসবির জনপ্রিয় ব্লগার।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: আমারও ভাল েলেগেছ

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

স্বপ্নসমুদ্র বলেছেন: সত্য। কিন্তু যাদের বুঝার তারাই তো বুঝে না।

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: বুঝে ভাই বুঝে

কেউ মজা নেয়, আর কেউ লজ্জা পায়, কেউ প্রতিবাদ করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.