নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিল অমিল নিয়েই আমাদের পথ চলা

Mahmood Khan

আবু শরীফ মাহমুদ খান

আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।

আবু শরীফ মাহমুদ খান › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে চলছে ফাঁসির দাবিতে অবিরাম শ্লোগান

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪



....

....

....

....

....

শাহবাগে চলছে ফাঁসির দাবিতে অবিরাম শ্লোগান।

দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রবক্তা জাতির দ্বিতীয় জনক ইমরান হোসেন সরকার ঘোষণা দিয়েছে- ফাঁসি ছাড়া সে ঘরে ফিরে যাবে না।

পুলিশের ৬ স্তরের নিরাপত্তা,

সিসিটিভি,

চারদিকে পুলিশের তাক করা হ্যাভি-মেশিনগান,

ফ্রী ইন্টারনেট,

বাহারী খাবার দাবার,

অন্যান্য সুযোগ-সুবিধা

তারপরে জনকের আহবানে রমনা উদ্যানের ১৩ জন গঞ্জিকাসেবি ছাড়া সুস্থ্য মানসিকতার কোন মানুষ শাহবাগে জড়ো হননি।

তারপরেও এই ১৩ জনের দাবিই সরকারের কাছে প্রাধান্য পাবে। এদের বক্তব্য তুলে ধরতেই ৪০ জন মিডিয়াকর্মীর গলদঘর্ম অবস্থা



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ন্যড়া বেল তলায় ক'বার যায় ;)


মিডিয়া কর্মীদেরও হিসেব দিতে হবে।

তাদের নিউজের ষ্টাইল তারা কি ভাবে তারা ছাড়া কেউ কিস্সু বোঝে না।

পজেটিভ নেগেটিভ নিউজে যেই খৈলা খৈলতেছে- ভবিস্যতে তারও হিসাব নিশ্চয়ই হবে!!!

আজ শাহবাগে যদি একরাতও অন্য কেউ থাকে- তবে কসম দিরা-রাত্রির মালিকের,- মতিঝিলের নৃশংসতার জন্য জড়িত কেউ ক্ষমা পাবে না।

আজ যদি আবার তাদের নিয়ে নাটক হয়- সে নাটক ৫-০ না ১০-০ ব্যবধান বাড়াবে বই কমাবেনা।

২| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

মদন বলেছেন: সাপের খেলা ভালো জমছে :)

৩| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

িটউব লাইট বলেছেন: গান্জাবাবা ইমরান হোসেন সরকার শাহবাগী নকসাবন্ধী

৪| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: চট্টগ্রাম জাগরন ফিল্ড

৫| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

িটউব লাইট বলেছেন: কলকি কার হাতে বুঝা যাচ্ছে না

৬| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১১

একজন ঘূণপোকা বলেছেন: িটউব লাইট বলেছেন: কলকি কার হাতে বুঝা যাচ্ছে না

৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

আমি মোঃ চয়ন বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: িটউব লাইট বলেছেন: কলকি কার হাতে বুঝা যাচ্ছে না =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩

উৎস১৯৮৯ বলেছেন: আমি মোঃ চয়ন বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: িটউব লাইট বলেছেন: কলকি কার হাতে বুঝা যাচ্ছে না =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.