নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাগনা পাইয়া এখানে অনেক কিছু লিখতাসি। চামে দিয়া ভাবটাও মারতাসি হেভি :)

সব নিয়েই বেঁচে আছি,থাকব। একসময় চলেও যাব

দিকভ্রান্ত আধুলি

আমি আমার আমিকে কখনোই বুঝতে পারি না

দিকভ্রান্ত আধুলি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার বর্ণমালা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

ভালোবাসি 'অমর' একুশের অ

ভালোবাসি 'আমার' সোনার বাংলার আ

ভালোবাসি অগ্নিঝরা 'ইতিহাস' এর ই

ভালোবাসি 'ঈশ্বরচন্দ্র' বিদ্যাসাগর এর ঈ

ভালোবাসি পূর্ব দিগন্তে সূর্য 'উঠেছে' এর উ

ভালোবাসি 'ঊর্ধ' গগনে বাজে মাদল এর ঊ

ভালবাসি শহীদদের রক্তের 'ঋণ' এর ঋ

ভালোবাসি 'একাত্তর' এর এ

ভালোবাসি আমাদের জাতীয় 'ঐক্যে'র ঐ

ভালোবাসি 'ওরা' আমার মুখের কথা কাইড়া নিতে চায় গানের ও

ভালোবাসি মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত 'ঔপন্যাসিকের' ঔ



ভালোবাসি বিদ্রোহী 'কাজী' নজরুলের ক

ভালোবাসি 'খাঁচার' ভেতর অচীন পাখির খ

ভালোবাসি ৭১ এর হাতিয়ার 'গর্জে' উঠুক আরেকবার এর গ

ভালোবাসি 'ঘাতক' দালাল নির্মূল কমিটির ঘ

ভালোবাসি 'নোঙর' তোল তোল গানের ঙ

ভালোবাসি 'চেতনা' ৭১ এর চ

ভালোবাসি ৬৯ এর 'ছাত্র' আন্দোলনের ছ

ভালোবাসি 'জাহানারা' ইমাম এর জ

ভালোবাসি সোনা 'ঝরা' সেই রোদ্দুর এর ঝ

ভালোবাসি একুশের 'শ্রদ্ধাঞ্জলি' এর ঞ

ভালোবাসি 'টেকনাফ' থেকে তেতুলিয়ার ট

ভালোবাসি রবী 'ঠাকুরের' ঠ

ভালোবাসি রক্তাক্ত 'উড্ডীন' পতাকার ড

ভালোবাসি তাকদুম তাকদুম বেজে উঠা 'ঢোল' এর ঢ

ভালোবাসি বাংলা 'বর্ণমালা' এর ণ

ভালোবাসি চিরদিন 'তোমার' আকাশের ত

ভালোবাসি 'থই' থই জলের থ

ভালোবাসি 'দিগন্ত' বিস্তৃত বাংলার মাঠের এর দ

ভালোবাসি 'ধন- ধান্যে' পুস্পে ভরা এর ধ

ভালোবাসি 'নতুন' প্রজন্ম এর ন

ভালোবাসি 'প্রজন্ম' চত্বর এর প

ভালোবাসি মোরা একটি 'ফুলকে' বাঁচাবো বলে যুদ্ধ করি এর ফ

ভালোবাসি 'বায়ান্ন' এর ব

ভালোবাসি 'ভাষা' শহীদদের ভ

ভালোবাসি 'মুক্তিযুদ্ধের' ম

ভালোবাসি 'যুদ্ধাহত' মুক্তিযোদ্ধাদের য

ভালোবাসি 'রক্তিম' সূর্যের র

ভালোবাসি 'শামসুর' রাহমান এর শ

ভালোবাসি 'ষড়ঋতু' এর ষ

ভালোবাসি 'সাত' শ্রেষ্ঠবীর এর স

ভালোবাসি বীরশ্রেষ্ঠ 'হামিদুর' রহমানের হ

ভালোবাসি 'ঝড়' এর ঝ

ভালোবাসি 'আষাঢ়' শ্রাবণের ঢ়

ভালোবাসি 'বিজয়' দিবসের য়

ভালোবাসি 'শরৎচন্দ্র' এর ৎ

ভালোবাসি সোনার 'বাংলার' ং

ভালোবাসি আমার 'দুঃখীনি' বর্ণমালার ঃ

ভালোবাসি শিশিরের 'ফোঁটার' ঁ

হে একুশে ফেব্রুয়ারি, হে ৫২, ভালোবাসি সালাম, জব্বার শফিক সহ সকল ভাষা সৈনিকদের। ভালোবাসি বাংলা ভাষার সব বাক্য, পদ, শব্দ, বর্ণ কে। ভালবাসি বাংলা কে, ভালোবাসি বাংলা ভাষাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.