নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদ এর ব্লগ

অসম্ভব শব্দটি শুধুমাত্র বোকাদের অভিধানেই থাকতে পারে।

মাহমুদ...

একটি সূর্য্যদয় মানে একটি নতুন দিন, একটি নতুন সম্ভাবনা..

মাহমুদ... › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবিতা: মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২

বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ী যাব।
বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব,
বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ী যাব
বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব...।
বেনিমাধব
মোহন বাসি তমাল তরু মুলে
বাজিয়েছিলে আমি তখন মালতিস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর
বাইরে দিদিমনির সাথে দিদিমনির বর
আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি
আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ী
বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভাল
শহর থেকে বেড়াতে এলে আমার রঙ কালো
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে
কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি
সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করিা
আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোল
ব্রিজের নিচে বেনিমাধব লুকিয়ে দেখা হল

বেনিমাধব বেনিমাধব এতো দিনের পরে
সত্যি বল সেসব কথা এখনও মনে পরে
সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে
আমি কেবল একটি দিন তোমার পাসে তাকে
দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সেই আলো
স্বীকার করি দুজনকে ই মানিয়ে ছিল ভাল
জুরিয়ে দিল চোখ আমার পুরিয়ে দিল চোখ
বাড়ীতে আসে বলেছিলাম ওঁদের ভাল হোক।
রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘর
মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পরে
আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকে
মিলিয়ে গেছে জানিনা আজ কার সঙ্গে থাকে
আজ জুতেছে কাল কি হবে কালের ঘরে শনি
আমি এখন এই পারার সেলাই দিদিমনি
তবু আগুন বেনিমাধব আগুন জলে কই
কেমন হবে আমি ও যদি নষ্ট মেয়ে হই
বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ী যাব।
বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব,

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২

এহসান সাবির বলেছেন: জয় গোস্বামীর সেরা কবিতার একটি।

২| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩১

তাহমিদ নিশাত বলেছেন: অসাধারণ কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.