নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গল্প - ম্যাজিক

২৮ শে মে, ২০১৩ রাত ১১:০৩





দেরি করে ফেললাম। ম্যাজিক দেখাতে দেখাতে কিভাবে সময় চলে যায় ! আকাশে মেঘ জমেছে, দ্রুত যেতে হবে। এতক্ষনে হয়ত নিহাকে দেখতে পাত্র পক্ষ চলে এসেছে। পা চালিয়ে দ্রুত এলাম।



বাবা বারান্দায় বসে আছেন। আমাকে দেখেই বলে উঠলেন, যাইরে !বাজারের দিকে ঘুরে আসি।ভেতরে মার ফোঁপানো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। যা বুঝার বুঝে নিলাম। এমনি হয় প্রতিবার; চলছে, চলছেই।

আমাকে দেখেই নিহা বলল, ইস ! কি কেলেভূত হয়ে আছিস! গোসল করে খেতে আয় তাড়াতাড়ি। নিহা স্বাভাবিক, ওর মার্বেল চোখে কোন কিছু নেই, কিছুই যেন হয়নি। নিহা এমনই থাকে।

পৃথিবীতে যেদিন এলাম, সেদিন চাঁদ এসেছিল। আমার জন্মের ৩ বছর পর নিহা এল, সাথে আষাঢ় এল। ঈশ্বর পারেন ও! এভাবে ঈশ্বর ভবিষ্যৎ ম্যাজিকের বীজ বুনে দিলেন।



দিন যেতে থাকে, শ্যাম নিহা বড় হতে থাকে, এক সময় ঘনিয়ে আসে ম্যাজিকের দিন। হাশেম ঘটক রাতকে দিন বানায়, কালো নিহাকে শ্যাম বানায়, এর বেশি তিনিও পারেন না। পীরের তাবিজ, পুকুরের গোসল, মাজারের শিন্নী কিছুই কিছু পারে না। নিহাকে দেখতে আসা পুরুষগুলোর মন যেহেতু কালো,, তাই বস্তুজগতের নিয়ম মেনে কালোয় কালোয় মনযোগী হয় না। নিহার কালোর সাথে অপার টাকার রসায়ন অসমর্থ বাবা বুঝেও না বুঝার ভান করেন। প্রতিবার পাত্রপক্ষের আসা যাওয়ার পালায় বাবা নিজেই নিজেকে দায়ি করেন। নিহার শ্যাম যে বাবা হতে পাওয়া ! বাবা যদি কালো না হতেন, বাবা যদি নিহার জন্ম না দিতেন, বাবা বড্ড বেঁচে যেতেন। বাবা তাই পাপী, বাবা নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করে প্রবল আক্রোশে বাজারের দিকে চলে যান। আমার মা কাঁদেন, বড্ড কাঁদেন, শুয়ে কাঁদেন, বসে কাঁদেন, রান্না ঘরে কাঁদেন, বাথরুমের কল ছেড়ে দিয়ে নিঃশব্দে কাঁদেন। মার কাঁদায় ম্যাজিক শেষ হয় না, কিছুই হয় না, তবু কাঁদেন। মাঝে মাঝে সবকিছুর জন্য নিহাকেই দায়ি করেন। কি আশ্চর্য ! নিহা বড্ড বেহায়ার মত হাসতে থাকে ! নিহা এমনি।



ভাত খেয়ে নিহার ঘরে যাই। নিহা ছবি আঁকছে। আমাকে দেখেই নিহা হাসল। খুব সুন্দর করে হাসল। চাপা শ্বাস বেরুলো। নিহা অনেক সুন্দর করে হাসে। বিলে ফুটে থাকা লালপদ্ম যেভাবে চোখ আটকে দেয়, নিহার হাসিও তেমনি। আচ্ছা কোন ছেলে কি নিহার হাসি দেখেনি ? বোধ হয় দেখেনি। কোন ছেলের কি ইচ্ছে করে না নিহার সুন্দর চুলে মুখ গুঁজে রাখতে ? সবাই শুধু চামড়াই দেখে ? চামড়াই দেখবে ?



নিহার পাশে বসলাম। মনটা খুব খারাপ হয়ে আছে। কত মানুষকে ম্যাজিক দেখিয়ে একগাদা বিস্ময় ঝোলা করে ফিরি আর ঘরে এসে আল্লাহর ম্যাজিকের সুন্দর সর্বস্বান্ত রুপ চাক্ষুস করি।আল্লাহ জানেন কালো মেয়ের সহজে বিয়ে হয় না তবু কেন নিহাকে তিনি কালো বানালেন ! কেন এমন করে এমন ভাবে খেলতে তার ইচ্ছে হয় !



আমাকে সাদা আর নিহাকে কালো বানিয়ে তিনি কী এমন ক্ষমাহীন অদ্ভুত জটিলতার আনন্দ নিতে চাইলেন ? স্রষ্টার আর কি দোষ ! ছোট বেলায় আমরা যখন পুতুল নিয়ে খেলতাম, গাড়ি নিয়ে খেলতাম, আমরা কি ভাঙ্গা – গড়ার নেশায় মাততাম না ! প্রতিটা শক্তিমান ঈশ্বরের খেলাঘরে সব দম দেয়া পুতুল।



নিহা একটি দেয়াল এর ছবি এঁকেছে, দেয়ালের রঙ হলুদ। নিহা হলুদ রঙ কে সবুজ করছে এখন। নিহা দেয়াল আঁকলো কেন ? প্রশ্নটা মনে উকি দিতেই নিহা বলে উঠল, যদি দেয়াল হতাম !

- দেয়াল হয়ে কি হত ?

- তাহলে যে কোন রঙেই নিজেকে মানানো যেত।

আমার মন ও চোখ জ্বলে উঠল। আমি প্রমাণ করে দেব মানুষ ও দেয়াল হতে পারে, দেয়াল হতে জানে।

- আমার কাছে আয়।

- কেন ?

- ম্যাজিক দেখাবো তোকে। তোকে আজ সাদা করে দিব।

- মানুষের ম্যাজিক ত মায়া, মিথ্যা।

- মানুষ ও পৃথিবীর সব – সবটুকু মিথ্যা। এই যে ম্যাজিক দেখিয়ে একটু নাম হয়েছে, লোকে অনুরোধ করে কত জায়গায় নিয়ে যায়, সবাই জানে সব মিথ্যে, তবু তো নিয়ে যায়, দেখে, হাততালি দেয়।



আমার ব্যাগে থাকা সাদা পাউডার বের করে নিলাম। পানি মিশিয়ে পেস্ট তৈরি করলাম। নিহার মুখে পেস্ট মাখাচ্ছি, ধীরে ধীরে নিহা হয়ে যাচ্ছে সাদা, ধবধবে, সাদা চামড়ার অলীক মানুষ।

বাহ ! আজ জানতে পারলাম নিহা সাদা চামড়ার হলে কালো পৃথিবীতে চাঁদ হয়ে ফুটে থাকত। সাদা হলেই নিহা পৃথিবীর সবটুকু প্রান্তর এক নিঃশ্বাসে ছুয়ে ফেলত। সাদা হলেই নিহা পৃথিবী পচে গলে শুয়োর মুখো গন্ধ ছড়িয়ে ভেঙ্গে টুকরো – টুকরো হয়ে বিলীন হয়ে যেত। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। হিংস্র – কালো খুনে শয়তানি বৃষ্টি, সব শস্য – শ্যামল প্রান্তরের টুটি চেপে ধরে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, এবড়ো – থেবড়ো করে দিচ্ছে সব কিছু।

- আয় উঠোনে , বৃষ্টিতে ভিজি। – আমি বললাম।

- অনেক বৃষ্টি !

- হোক। আয় তুই।

উঠোনে দুজন বৃষ্টিতে ভিজছি, এত বৃষ্টি, এত বাতাস, সব উড়িয়ে নতুন করে সভ্যতা বিনির্মাণ করতে যাচ্ছে। বৃষ্টি নতুন আনে, নতুনত্ব আনে, সে নতুনে পুরনোরাই নতুন রুপে আসে, লাভ হয়না কিছুই, মাঝে পড়ে থাকে ঘাড় ভাঙা ধানের শিস, পরাজিত শান্ত গাছ, মরা পাখি, পালক, আর ও অনেক হারাধনের ধ্বংসাবশেষ, টুকরো টুকরো আশা, হতাশার কাব্য।

আমরা বৃষ্টিতে ভিজছি, কাপছি, বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে নিহার মুখের সাদা পাউডার। মানুষের ম্যাজিক মিথ্যা, প্রকৃতির ম্যাজিক বাস্তব, ঝরঝরে সত্য। প্রকৃতি নিহাকে যেভাবে দেখতে চায় ঠিক সেভাবে ফিরিয়ে আনছে। আমি নিহার দিকে তাকিয়ে আছি, নিহার চোখ বন্ধ, ওর শরীর কাঁপছে, থর থর থর থর, বৃষ্টিতে নাকি বেদনায় জানতে ইচ্ছে করছে না। যা হচ্ছে ভালই হচ্ছে, আমাদের চোখের জল, বুকের সবটুকু তাপ – গোগ্রাসে গিলে নিচ্ছে আগ্রাসী বৃষ্টি। আমাদের সব তপ্ততা এক সময় বৃষ্টিকেও স্পর্শ করল, বাঁধ ভাঙ্গা দুঃখ নিয়ে আলো জ্বেলে খুজে নিল অভাগী মেয়েটাকে, প্রবল মমতা ও শান্তনার স্মারক চিহ্ন এঁকে দিলে গেল নিহার মেঘ চুলে। দূরে কোথাও ডেকে উঠল অস্থির চিল।



নিহা পড়ে আছে, ময়ূর পেখমের মত চুল মেলে দিয়ে। আমি নিহার দিকে এগিয়ে যাচ্ছি – আমাকে জানতেই হবে বৃষ্টি নিহাকে চুল ছুয়ে কি বলে গেল !



মন্তব্য ১০৫ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মানুষের ম্যাজিক মিথ্যা, প্রকৃতির ম্যাজিক বাস্তব, ঝরঝরে সত্য। প্রকৃতি নিহাকে যেভাবে দেখতে চায় ঠিক সেভাবে ফিরিয়ে আনছে। ,,,,,,,,,, ভীষণ সুন্দর সৃষ্টি,,,,,,,,,,,,,,,,,,ভাল লাগা গল্পে,,,,,,,,,,

২৮ শে মে, ২০১৩ রাত ১১:১৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপা । ভাল থাকুন ।

২| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

ফারজানা শিরিন বলেছেন: প্লাস দিলাম প্রিয়তে নিলাম সবশেষে মন্তব্য করিলাম । মন্তব্য এখন নাই কেন !!!?

৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪১

ফারজানা শিরিন বলেছেন: মন্তব্যটা ছিলো, ''কালো মেয়ের কষ্ট বুঝানো অনন্য একটা গল্প । পথ চলতে কত কথা সইতে হয় আমি জানি । ''

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
বুঝতে পারলাম না । মন্তব্য শো করেনি কেন ? গল্পে ছবি এড করতে ও
ঝামেলা হল ।
মনে হয় সামুর বাগ সমস্যা ।

প্লাস প্রিয় ও মন্তব্যের এর জন্য কৃতজ্ঞতা । অনেক অনুপ্রাণিত হলাম ।
ভাল থাকুন আপনি ।

৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা গল্প। অনেক ভালো লাগল। মানুষ শুধু বাইরের রুপটাই দেখে। ঐ যে একটা গান ছিল না, কালো মাইয়া কালো বইলা কইরো না যে হেলা!

আল্লাহ জানেন কালো মেয়ের সহজে বিয়ে হয় না তবু কেন নিহাকে তিনি কালো বানালেন ! কেন এমন করে এমন ভাবে খেলতে তার ইচ্ছে হয় !

বেশ টাচি একটা লাইন।

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯ শে মে, ২০১৩ রাত ২:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
ভাল লাগল আপনার কমেন্ট পেয়ে ।
অনেক অনেক শুভকামনা রইল ।:)

৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অদ্ভূত সুন্দর।
আপনার বর্ণনার সহজ ঢং দারুন লেগেছে।
আবারও আসবো আপনার সুন্দর লেখার লোভে।

শুভকামনা।

২৯ শে মে, ২০১৩ রাত ২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কবি ভাই ।
খুব ভাল লাগছে আপনার কমেন্ট পেয়ে ।
আপনি পাশে থাকবেন এটাই সবচেয়ে বড় পাওয়া ।
আমার ব্লগে আপনাকে সব সময় স্বাগত জানাই ।
দুর্জয় ভাই এর জন্য রইল নিরন্তর শুভেচ্ছা ।
ভাল থাকুন ভাই :)

৬| ২৯ শে মে, ২০১৩ রাত ১:২৯

প্রিন্স হেক্টর বলেছেন: মানুষের ম্যাজিক মিথ্যা, প্রকৃতির ম্যাজিক বাস্তব, ঝরঝরে সত্য। প্রকৃতি নিহাকে যেভাবে দেখতে চায় ঠিক সেভাবে ফিরিয়ে আনছে।

ভালো লাগলো ভাই +

২৯ শে মে, ২০১৩ রাত ২:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ হেক্টর ভাই ।
আপনার নতুন ব্লগার দের নিয়ে পোষ্ট টা আমার ভাল লেগেছে ।
বেশ উপকারি পোস্ট ।
আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন ।
ভাল থাকবেন ভাই ।
আপনাকে অনেক অনেক শুভেচছা :)

৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৩৬

বাংলার হাসান বলেছেন: মানুষের ম্যাজিক মিথ্যা, প্রকৃতির ম্যাজিক বাস্তব, ঝরঝরে সত্য। প্রকৃতি নিহাকে যেভাবে দেখতে চায় ঠিক সেভাবে ফিরিয়ে আনছে। চমৎকার।

২৯ শে মে, ২০১৩ রাত ২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
আপনার প্রতি শুভকামনা রইল । :)

৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৪১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুণ লাগলো।
আপনার লেখায় মুগ্ধ হলাম।
অনেক অনেক শুভকামনা :)

২৯ শে মে, ২০১৩ রাত ২:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বাউন্ডুলে ভাই :)
আপনি সপ্নবাজ বলেই বাউন্ডুলে ।
আশা করি সবসময় এই বাউন্ডুলে ভাইকে পাশে পাব :)
কি পাব ত ?
অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।
ভাল থাকুন ভাই ।

৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাদা হলেই নিহা পৃথিবীর সবটুকু প্রান্তর এক নিঃশ্বাসে ছুয়ে ফেলত। সাদা হলেই নিহা পৃথিবী পচে গলে শুয়োর মুখো গন্ধ ছড়িয়ে ভেঙ্গে টুকরো – টুকরো হয়ে বিলীন হয়ে যেত।
++++++++

ভালো লাগলো ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মন্ত্রী ভাই :)
তা ভাই আমাকে কি এম পি বানানো যাবে ? :)
ভাল থাকুন ভাই ।

১০| ২৯ শে মে, ২০১৩ রাত ২:০৫

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর লিখেছেন
মন খারাপ করে দেয়া :(

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু । ভাল থাকুন ।
:)

১১| ২৯ শে মে, ২০১৩ রাত ২:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ ভাই ।
ভাল থাকুন ।

১২| ২৯ শে মে, ২০১৩ রাত ২:৪৮

সমানুপাতিক বলেছেন: চমৎকার!

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সমানুপাতিক ভাই ।

১৩| ২৯ শে মে, ২০১৩ রাত ২:৪৯

বোকামানুষ বলেছেন: গল্প পড়ে যাদের সত্যি এমন কষ্ট সইতে হয় তাদের জন্য মন খারাপ লাগছে

গল্পে +++

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

মাহমুদ০০৭ বলেছেন: এ কষ্টের যেন শেষ হয় । ধন্যবাদ বোকামানুষ ভাই । ভাল থাকবেন ।

১৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩২

মামুন রশিদ বলেছেন: চমৎকার গল্প ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
ভাল থাকবেন । :)

১৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ চমৎকার ||

২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:২২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ইমরাজ ভাই ।
ভাল থাকুন ।

১৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: খুব ভালো লেগেছে আমার গল্পটা । এই অংশের বর্ণনায় কতটা বেদনা লুকিয়ে আছে অনুভব করলাম । মিথ্যে জেনেও আরেকজনকে সান্ত্বনা দেয়া এবং সান্ত্বনা খোঁজা --

বাহ ! আজ জানতে পারলাম নিহা সাদা চামড়ার হলে কালো পৃথিবীতে চাঁদ হয়ে ফুটে থাকত। সাদা হলেই নিহা পৃথিবীর সবটুকু প্রান্তর এক নিঃশ্বাসে ছুয়ে ফেলত। সাদা হলেই নিহা পৃথিবী পচে গলে শুয়োর মুখো গন্ধ ছড়িয়ে ভেঙ্গে টুকরো – টুকরো হয়ে বিলীন হয়ে যেত। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। হিংস্র – কালো খুনে শয়তানি বৃষ্টি, সব শস্য – শ্যামল প্রান্তরের টুটি চেপে ধরে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, এবড়ো – থেবড়ো করে দিচ্ছে সব কিছু।

--------- কোথায় যেন একটা বেদনা মিশে আছে যা বলা হলেও পুরোপুরি বলা হলো না এমন একটা ব্যাপার ! বিষণ্ণতা সুন্দর !

শুভকামনা রইলো

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মাহমুদ০০৭ বলেছেন: খুটিয়ে খেয়াল করেছেন বলে ভাল লাগলো ।
যখন কেউ কি বলতে চেয়েছি তা বের করতে পারে তখন আসলেই
ভাল লাগে ।
আপনার প্রতি অনেক শুভেচ্ছা রইল । ভাল থাকুন আপনি ।

১৭| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৪

যক্ষা_রোগী বলেছেন: কস্ট মিশ্রিত ভাললাগা!
আমি কালো মেয়ে বিয়ে করব, কালো মেয়েরা ভাল হয়। যেমন আমার ভাবি

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে শ্রদ্ধা । সামনে পেলে আপনাকে একটু ছুয়ে দেখতাম ।
বিরল মানুষ দের আমার ছুতে ইচ্ছে করে ।
আশা করি পাশে থাকবেন ।
শুভকামনা ভাই :) আপনার ভাবির জন্য ও আমার সালাম ও শুভেচ্ছা রইল ।

১৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব সুন্দর লেখনী !!!



পোষ্ট প্লাসায়ীত করা হলো ।

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ঘুড্ডির পাইলট ভাই ।
ভাল থাকুন । :)

১৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন। আপনাকে অনুসরণে নিলাম।

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩২

মাহমুদ০০৭ বলেছেন: হামা ভাই আপনাকে কি বলব বুঝতে পারছি না ।
আপনার অনুসরণে আসার মত যোগ্যতা আমার নেই বলেই মনে করি । তাও মাত্র এক পোস্ট দেখেই নিয়ে ফেলেছেন ।
তারপরও চেষ্টা করব ভালো লিখার চেষ্টা করে এর প্রতিদান দেয়ার ।
খুব ভাল লাগলো আপনার কমেন্ট পেয়ে ।
অনেক অনেক ভাল লাগল আর আশা করব সবসময় পাশে থাকবেন , ভুলত্রুটি শুধরে দিবেন ।
ভাল থাকুন প্রিয় হামা ভাই :)

২০| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: সমান্তরাল অনুভূতির পরিপূর্ণ বহিঃপ্রকাশ। মনটা কেমন ছোট হয়ে গেল।

দারুণ লিখেছেন।

প্লাস ও অনুসারিত।

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: আমার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন ।
আপনিও আমার অনুসারিত লিস্টে আছেন ।
খুব অল্পতেই আপনি আমার প্রিয় ব্লগার হয়ে গেলেন ।
ভাল থাকবেন :)

২১| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: খুব চমৎকার....____+++++")

৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ ভাই ।
ভাল থাকুন ।

২২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৫

এরিস বলেছেন: কি আশ্চর্য ! নিহা বড্ড বেহায়ার মত হাসতে থাকে ! নিহা এমনি। নিহারা এমন না হলে সব কৃত্রিমতা দূরে রেখে প্রকৃতির সাথে মিশে থাকতে পারতো না। হিপোক্রেট মানুষগুলো ওর স্বাভাবিকতাকে নির্বাসনের পাশাপাশি মৃত্যুদণ্ড দিয়ে দিতো। বৃষ্টি নতুন আনে, নতুনত্ব আনে, সে নতুনে পুরনোরাই নতুন রুপে আসে, লাভ হয়না কিছুই, মাঝে পড়ে থাকে ঘাড় ভাঙা ধানের শিস, পরাজিত শান্ত গাছ, মরা পাখি, পালক, আর ও অনেক হারাধনের ধ্বংসাবশেষ, টুকরো টুকরো আশা, হতাশার কাব্য।
আমরা বৃষ্টিতে ভিজছি, কাপছি, বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে নিহার মুখের সাদা পাউডার। মানুষের ম্যাজিক মিথ্যা, প্রকৃতির ম্যাজিক বাস্তব, ঝরঝরে সত্য। প্রকৃতি নিহাকে যেভাবে দেখতে চায় ঠিক সেভাবে ফিরিয়ে আনছে। আমি নিহার দিকে তাকিয়ে আছি, নিহার চোখ বন্ধ, ওর শরীর কাঁপছে, থর থর থর থর, বৃষ্টিতে নাকি বেদনায় জানতে ইচ্ছে করছে না। যা হচ্ছে ভালই হচ্ছে, আমাদের চোখের জল, বুকের সবটুকু তাপ – গোগ্রাসে গিলে নিচ্ছে আগ্রাসী বৃষ্টি। আমাদের সব তপ্ততা এক সময় বৃষ্টিকেও স্পর্শ করল, বাঁধ ভাঙ্গা দুঃখ নিয়ে আলো জ্বেলে খুজে নিল অভাগী মেয়েকে, প্রবল মমতা ও শান্তনার স্মারক চিহ্ন এঁকে দিলে গেল নিহার মেঘ চুলে। দূরে কোথাও ডেকে উঠল অস্থির চিল।
একটি সাধারণ মেয়ের অসাধারণ গল্পে ভালোলাগা। অনুসারিত।

৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা এরিস ।
ভাল থাকবেন ।

২৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:০৭

রোজেল০০৭ বলেছেন: অদ্ভুত সুন্দর সাহিত্য রসে ভরপুর চমৎকার একটি গল্প।


৩০ শে মে, ২০১৩ সকাল ১১:২২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ রোজেল ভাই । ভাল থাকবেন । :)

২৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৮

লেজকাটা বান্দর বলেছেন: এটা দেখছি আপনার ফার্স্ট লেখা।

কোন বানান ভুল নেই, অসঙ্গতি নেই, এত চমৎকার একটা গল্প কিভাবে লিখলেন ফার্স্ট চান্সে?

আপনার আর কোন আই ডি আছে কি? অন্য ব্লগে লেখেন?

অসাধারণ লাগলো।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

মাহমুদ০০৭ বলেছেন: গল্প আগে একটা লিখছি । এটা দ্বিতীয় গল্প । হা , অন্য
ব্লগে লিখি ।
ভাল লাগার জন্য কৃতজ্ঞতা । আপনিও চমৎকার লিখেন । আমি পড়েছি
আপনার ২ টা গল্প ।
ভাল থাকবেন ।

২৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস গপ

৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ।
ভাল থাকবেন ।

২৬| ৩০ শে মে, ২০১৩ রাত ২:২২

নোমান নমি বলেছেন: যাষ্ট ওয়াও! কি লেখনী। অপূর্ব। অনুসরন করলাম। ভালো থাকবেন।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৭

মাহমুদ০০৭ বলেছেন: ভাই দেখি লজ্জায় ফেলে দিলেন ।
আপনাকে অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ।
ভাল থাকবেন ।

২৭| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৩৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভয়াবহ লিখেছেন !

আমি গল্প লিখতে পারিনা; সেখানে এরকম সুন্দর গল্প যে লিখতে পারে ! সে নমস্য !

ক্ল্যাপস !

ওহ; আরেকটাকথা; আমার ভীষণ মন খারাপ লাগতাছে ।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ভাই , আপনার লিখা ত দেখছি । আমি আপনার তুলনায় কিছু না ।
আপনার লিখা দেখলে আসলেই হিংসা হয় । আপনার মত লিখতে পারলে
আসলেই ভাগ্যবান মনে করব নিজেকে ।
ভাল থাকেন ভাই । :)

২৮| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:২৫

s r jony বলেছেন:
অসাধারন, অসাধারন।

অনুশারিত করলাম

৩১ শে মে, ২০১৩ রাত ২:০৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই ।
আপনি ভাল থাকবেন ।

২৯| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া। ভালো লাগা থাকল।

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ :) আপনার কথাটা খুব ভাল লাগলো । কথার টোনে
তুমি বলতে ইচ্ছে করছিল আমার । :)

৩০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৮

ইনকগনিটো বলেছেন: গল্পের শেষটা গল্পটাকে অনেক বদলে দিলো।

ভালো লাগা জানিয়ে দিলাম।

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০৩

মাহমুদ০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । আপনার ভাল লেগেছে বলে প্রীত হলাম ।
ভাল থাকবেন ভাই ।

৩১| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: হাঃ হাঃ হাঃ ইচ্ছে যখন করেছে তখন তো পুরণ করতেই হয় !! স্বচ্ছন্দে আমাকে তুমি বলতে পারেন ভাইয়া। কোন অসুবিধা নাই :) :)

০২ রা জুন, ২০১৩ রাত ১১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । তোমার কথাটা আমার খুব আন্তরিক মনে হয়েছে ।
কেন মনে হইল জানিনা । তাই তোমাকে তুমি ডাকতে ইচ্ছে হল ।
মানব মন আসলেই খুব বিচিত্র । তাই না ?
তিন দিন ধরে আবার লগ ইন হতে পারছিলাম না ।
এখন লগিন হওয়ামাত্রই জবাব দিলাম ।
ভাল থেক তুমি ।
:)

৩২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪

মনিরা সুলতানা বলেছেন: বিষাদ ময় গল্প ...
চমৎকার লাগ্ল ...।

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপু । ভাল থাকুন ।

৩৩| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫৬

সাগর হাসি বলেছেন: দারুন লিখেছেন। ভাল থিম। লেখনীতে কিছুটা হুমায়ুন আহমেদের ছায়া রয়েছে। আশা করি কাটিয়ে উঠতে পারবেন। চালিয়ে যান। মিটিমিটি তারা দেখতে পাচ্ছি।

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন ।

৩৪| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৬

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট ভাই ।

৩৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনাকে অনুসরনে নিয়েছি। ভাল লিখেন আপনি।

বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি এই মুহূর্তে আপনার এই গল্পের কিছুটা কাছাকাছি একটা থিম নিয়ে কাজ করছিলাম, কিন্তু আপনার গল্প পড়ে মনে হচ্ছে থিমটা একটু পালটে নিতে হবে। :(

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন নাজিম ভাই ।
হাহাহা সমস্যা কি লিখে ফেলুন , থিম কাছাকাছি হলেও আঙ্গিক , ভাষা কাঠামো ত ভিন্ন হবে - আপনি যখন লিখবেন তখন নিশ্চয়ই আমরা নতুন কিছু পাব ।
ভাল থাকুন নাজিম ভাই ।

৩৬| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: অনেক ভাল লাগলো...উদাসীন হয়ে গেলাম :(

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু ।
শুভকামনা রইল :)

৩৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গল্পে ১৯ তম প্লাস ।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও সেলিম ভাই :)
আপনার প্রতি শুভকামনা রইল ।

৩৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:১৮

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার গল্প। আপনাকে অনুসরণে রাখলাম, ঢুঁ মারব ইনশা-আল্লাহ।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে আহসান ভাই ।
আশা করছি সবসময় আপনাকে পাশে পাব ।
ভাল থাকবেন ভাই :)

৩৯| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

সাদাত হোসাইন বলেছেন: সিমপ্লি অসাধারণ। এতো চমৎকার সাবলীল এবং সুখপাঠ্য। মুগ্ধতা।


শুভকামনা।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সাদাত ভাই ।
আপনার প্রতিও শুভকামনা রইল ।
ভাল থাকবেন ।

৪০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

বোকামন বলেছেন:





লেখাটি অনেক আগেই পড়েছিলাম অফলাইনে, ভালো লাগা জানানো হয়নি।
আজ জানালাম।

আপনার লেখায় ম্যাজিক আছে !
লেখালেখি নিয়ে সিরিয়াসলি পরিশ্রম করলে, আপনি পাঠকের চোখে হাসি এবং কান্না উভয়ের বন্যা ব-য়িয়ে দিতে পারবেন।

আমার সালাম ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন সম্মানিত পাঠক।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় বোকামন ভাই ,

কি বলব বুঝতে পারছি না ।

আপনার কমেন্ট পেলেই অদ্ভুত ভাল লাগায় ভরে যায় মন ।
আমার ব্লগে আপনার উপস্থিতি আমি সবসময় কামনা করি ।

ভাবতে ও পারি নাই , এতদিন পর এই গল্পে কেউ কমেন্ট করবে !।
তাও আপনি !!
কৃতজ্ঞ রইলাম আপনার কাছে ভাই । অবাক হলাম এতদিন পর ও ভাল লাগা টুকু মনে রাখছেন বলে ।



আপনার অনুপ্রেরণা ও বিশ্লেষণমূলক কমেন্ট আমার আত্মবিশ্বাস বাড়ায় ,
উৎসাহ জাগায় । নতুন করে ভাবতেও শিখায় ।
আপনি এমন একজন যিদি খুব সুন্দরভাবে লিখার শাঁস টা বের করে আনেন ।

আমি লিখালিখি নিয়ে সিরিয়াস ছিলাম না , আপনার
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম ভাই ।
ঠিক আছে , এখন হতে সিরিয়াস হচ্ছি , দেখি কতটুকু কি হয় ।

আপ্নারা সবাই পাশে আছেন বলেই লিখতে ভাল লাগে , উৎসাহ পাই ।

অনেক অনেক ভাল থাকবেন প্রিয় ভাই ।
শুভকামনা রইল নিরন্তর ।


৪১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

বোকামন বলেছেন:





লেখাটি অনেক আগেই পড়েছিলাম অফলাইনে, ভালো লাগা জানানো হয়নি।
আজ জানালাম।

আপনার লেখায় ম্যাজিক আছে !
লেখালেখি নিয়ে সিরিয়াসলি পরিশ্রম করলে, আপনি পাঠকের চোখে হাসি এবং কান্না উভয়ের বন্যা ব-য়িয়ে দিতে পারবেন।

আমার সালাম ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন সম্মানিত লেখক।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা ভুলে ২ বার আসল ।
আসুক না , প্রিয় ব্লগারের কমেন্ট ২ বার কেন , অনেক অনেক বার আসুক !
আপনি কি আমার ''দায়' গল্পটা পরেছিলেন বোকামন ভাই ? না পরলে
পড়ার জন্য অনুরোধ জানিয়ে রাখলাম ।
অই গল্পে আপনার পাঠ - প্রতিক্রিয়া জানতে পারলে ভাল লাগত ।
বুঝেনই ত , আপনাকে হাতছাড়া করতে কে চায় :)
আপনার মন্তব্যে সব সময় শিখার সুযোগ থাকে । বঞ্চিত থাকতে
চায় না তা হতে এই অধম :)

ভাল থাকুন প্রিয় বোকামন :)

৪২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অপূর্ব !

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ , আদনান ভাই :)

ভাল থাকুন , শুভকামনা রইল ।

৪৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

শায়মা বলেছেন: মেঘ কালো আঁ ধার কালো


অনেক ভালো লাগা ভাইয়া!:)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপুনি ।
এসেছেন বলে অনেক ভাল লাগল :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল অনেক , অনেক , অনেক ।

৪৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

শাহেদ খান বলেছেন: প্রতিটা শক্তিমান ঈশ্বরের খেলাঘরে সব দম দেয়া পুতুল।


লেখার শক্তিমত্তা টের পাচ্ছি। আমি ব্লগে বেশ নিয়ম করে 'অনিয়মিত' হলেও আপনার লেখা পড়ে যাব সময়ে সময়ে।

শুভেচ্ছা !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা শাহেদ ভাই ।
চেষ্টা থাকবে ভাল লিখে আমার ব্লগে যে সময়টুকু খরচ করবেন
তা সার্থক করার ।
শুভকামনা রইল আপনার প্রতি । :)
ভাল থাকুন ।

৪৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮

খাটাস বলেছেন: একটা কঠিন বাস্তব সব সময় মানুষের মন কে নাড়া দেয় না বলেই মনে হয় মানুষের কাল মানসিকতা গুলো সহজে পরিবর্তন হয় না। বাস্তবতার কদর্য দিক টাকে মানুষের সামনে কিছু প্রকৃত অনুভুতি দিয়ে উপস্থাপন করলে কাল মানসিকতা গুলো সাদা হতে পারে। প্রকৃতি যেমন সব কিছু নিজের অবস্থানে দেখতে চায়, মানুষ কে ও নিজের অবস্থানে দেখতে চায়, মানুষ কাল মনের প্রানি নয়। নানা কারনে কাল হয়ে যায়। সেই কাল মন গুলোকে সাদা করতে পারে কিছু অদ্ভুত লেখনী শক্তি। কিছু অদ্ভুত মানুষ কাল মনের জন্য বৃষ্টি।
নিজের দায়িত্ব কখনও এড়িয়ে যাবেন না, ইন শা আল্লাহ।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: খুব সুন্দর কমেন্ট করলেন ভাই ।

জবাবে আসলে কিছু বলার থাকছে না । শুধু সম্মতি জানিয়ে রাখলাম ।
আর হ্যা , না এড়ানোর চেষ্টা চালিয়ে যাব ।

ভাল থাকুন প্রিয় ভাই ভাই , আপনার প্রতি আন্তরিক শুভকামনা রইল ।

:)

৪৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০১

শান্তির দেবদূত বলেছেন: চমৎকার লিখনী! আপনি অনেক শক্তিমান লেখক! পুরা গল্পই কোট করার মত।

আসলে এ ধরনের গল্পগুলোতে কি কমেন্ট করবো ভেবে পাই না, শুধু বুক চিড়ে হাহাকার বের হয়ে আসে। আমরা 'মানুষেরা' কবে যে সত্যিকারে মানুষ হয়ে উঠব?

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: আপনি ভাই খুটায় খুটায় পোস্ট পড়েন বুঝা গেল ।

এত পুরানা গল্পে আপনার কমেন্ট পাব ভাবতেও পারি নাই ।
এটা আমার এই ব্লগে দেয়া প্রথম গল্প । এই গল্পটার প্রতি সবসময়
আমার একটা অন্য ধরণের আবেগ কাজ করে , এখানে আপনার মত গুণী ব্লগারের কমেন্ট পেয়ে কত ভাল লাগছে বুঝাতে পারব না ।


শুধু বুক চিড়ে হাহাকার বের হয়ে আসে। আমরা 'মানুষেরা' কবে যে সত্যিকারে মানুষ হয়ে উঠব? - যা বলার বলে ফেলেছেন ভাই ।
আমারও একই প্রশ্ন ।

ভাল থাকুন ভাই ।
শুভকামনা রইল নিরন্তর । :)

৪৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

একজন সৈকত বলেছেন:
গল্প তো নয় যেন কালো মেয়ের হৃদয় খোঁড়া বেদনা নিয়ে মধ্যবিত্তীয় জীবনের দীর্ঘ কাব্য। কি করে কবিতার মত স্পর্শ শক্তি নিয়ে এমন নিপুণ গদ্য লিখেন -

"হাশেম ঘটক রাতকে দিন বানায়, কালো নিহাকে শ্যাম বানায়, এর বেশি তিনিও পারেন না। পীরের তাবিজ, পুকুরের গোসল, মাজারের শিন্নী কিছুই কিছু পারে না। নিহাকে দেখতে আসা পুরুষগুলোর মন যেহেতু কালো,, তাই বস্তুজগতের নিয়ম মেনে কালোয় কালোয় মনযোগী হয় না"

"কত মানুষকে ম্যাজিক দেখিয়ে একগাদা বিস্ময় ঝোলা করে ফিরি আর ঘরে ফিরে আল্লাহর ম্যাজিকের সুন্দর সর্বস্বান্ত রুপ চাক্ষুস করি।"

" বৃষ্টি নতুন আনে, নতুনত্ব আনে, সে নতুনে পুরনোরাই নতুন রুপে আসে, লাভ হয়না কিছুই, মাঝে পড়ে থাকে ঘাড় ভাঙা ধানের শিস, পরাজিত শান্ত গাছ, মরা পাখি, পালক, আর ও অনেক হারাধনের ধ্বংসাবশেষ, টুকরো টুকরো আশা, হতাশার কাব্য।"

"আজ জানতে পারলাম নিহা সাদা চামড়ার হলে কালো পৃথিবীতে চাঁদ হয়ে ফুটে থাকত। সাদা হলেই নিহা পৃথিবীর সবটুকু প্রান্তর এক নিঃশ্বাসে ছুয়ে ফেলত। সাদা হলেই নিহা পৃথিবী পচে গলে শুয়োর মুখো গন্ধ ছড়িয়ে ভেঙ্গে টুকরো – টুকরো হয়ে বিলীন হয়ে যেত। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। হিংস্র – কালো খুনে শয়তানি বৃষ্টি, সব শস্য – শ্যামল প্রান্তরের টুটি চেপে ধরে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, এবড়ো – থেবড়ো করে দিচ্ছে সব কিছু।"

"মানুষের ম্যাজিক মিথ্যা, প্রকৃতির ম্যাজিক বাস্তব, ঝরঝরে সত্য। প্রকৃতি নিহাকে যেভাবে দেখতে চায় ঠিক সেভাবে ফিরিয়ে আনছে। "

-----ভাবতে থাকি।
অনেক ভালো থাকুন আর আরো চমৎকার সব গল্প দিতে থাকুন।
অনেক শুভেচ্ছা রইল। :)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মাহমুদ০০৭ বলেছেন: বাপ রে ! একদম দেখি পিছনে এসে কমেন্ট :)

এই গল্পটা আমার প্রিয় একটা গল্প । আপনার অনুভুতি জেনে খুব
ভাল লাগছে ।

চেষ্টা থাকবে ভাল লিখার , দোয়া রাখবেন ।

আপনিও ভাই ভাল থাকুন , অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি । :)

৪৮| ২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২৩

ডি মুন বলেছেন: :) :) :) চমৎকার গল্প

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩২

মাহমুদ০০৭ বলেছেন: পয়লা মাল ত , তাই কমেন্ট পড়লেই লাগে খুশি :)
ইতিহাসের অংশ হইলেন ;)

ভাল থাকবেন প্রিয় মুন ভাই ।

৪৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

লিরিকস বলেছেন: ১ম পোস্টে আমি হাজির :) :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: হাহহা , তাই ত দেখতেছি :)
ভাল থাকবেন ।

৫০| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: প্রথম পোস্টে আমিও কমেন্ট দিয়ে গেলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ইতিহাসের অংশ হইয়া গেলেন প্রিয় প্রবাসী ভাই :P
ভাল থাকবেন ।

৫১| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৯

নীল লোহীত বলেছেন: অসাধারণ একটা গল্প।
ঝরঝরে লেখা। প্রান জুড়িয়ে গেল।
প্রথম লেখাইই চক্কা।।।

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , যাক ভাল সময়ে এসেছিলাম এখন ত ব্লগে ডাবল রান নেয়াই '
মুশ কিল ।
ধন্যবাদ নীল ভাই :)
অনেক অনেক ভাল থাকবেন /

শুভকামনা রইল ।

৫২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা গল্প দিয়ে এই ব্লগে আপনার যাত্রা শুরু হলো। এখানে আপনার পদচারনা স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক!
গল্প বলার মুন্সীয়ানা দেখে চমৎকৃ্ত হ'লাম।

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

মাহমুদ০০৭ বলেছেন: বাপরে ! একদম দেখি প্রথম পোষ্টে চলে এলেন :)
আপনাকে দেখে ভাল লাগছে । অনুপ্রাণিত হলাম :)
শুভেচ্ছা রইল ।
শুভদুপুর/

৫৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

খায়রুল আহসান বলেছেন: আমি সাধারণতঃ প্রথম পোস্ট দিয়েই পড়া শুরু করি। প্রথম পোস্ট হিসেবে আপনার শুরুটা অসাধারণ হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনি ব্যতিক্রম :) ভাল লাগল/
সাধারণত সবাই চলমান পোস্ট পড়ে ।
অনেক অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.