নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ বিশ্বকাপ উম্মাদনার জুন ২০১৪

০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৩



প্রচ্ছদ-মাননীয় মন্ত্রী মহোদয়

পিডিএফ- কাল্পনিক_ভালোবাসা

বিশেষ কৃতজ্ঞতা - ব্লগার মহামহোপাধ্যায়



সময়টা বিশ্বকাপ উম্মাদনার।গল্প সঙ্কলনেও থাকছে তার আচ।

৫টা চমৎকার ফুটবলকেন্দ্রিক গল্পের মাধ্যমে এই সময়কে ধরে রাখার চেষ্টা করা হল ।।এজন্য শ্রদ্ধেয় ও প্রিয় গল্পকার মামুন ভাই , হেনা ভাই , হঠাৎ ধুমকেতু,শুঁটকি মাছ ও অপু তানভীর - সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।





গল্প বাছাইয়ে নিজস্ব বিচার - বিশ্লেষণ ও গুণী ব্লগার/ লেখকদের বিশ্লেষণী মন্তব্য ভূমিকা রেখেছে ।ধারাবাহিক গল্প / উপন্যাস সংকলনে বিবেচিত হয়নি ।



এবারের গল্প সংকলনে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হয়েছেন - পিন্টু রহমান ,zaku, সিরাজ সাঁই , মিনুল,ইশতিয়াক এম সিদ্দিকী , oparajita,শাহ আজিজ,মোঃ জুনায়েদ খান, মোস্তাফিজ ফরায়েজী জেরী,টোকন ঠাকুর,সাইফুল্লাহ সাই্‌ফ,শাখাওয়াৎ, আকিব আরিয়ান

,আব্দুল্লাহ আল মুক্তািদর। আপনাদের অভিনন্দন।




পাঠ সীমাবদ্ধতার কারণে কিছু ভালো গল্প মিস হয়ে যায় ।সংকলনে

অন্তর্ভুক্ত গল্পকার ব্যতিত অন্য কোন গল্পকারের গল্প আপনার ভাল লেগে থাকলে মন্তব্যে জানিয়ে দেয়ার অনুরোধ রইল।



সামুতে প্রতিদিন প্রচুর গল্প আসে। অনেক ভাল গল্পই

সাধারণ পোস্ট অপশনে হারিয়ে যায়। আপনার নিজের কিংবা আপনার পড়া এমন কোন গল্প সংকলনে আসার মত বিবেচিত মনে হলে সে গল্পের লিঙ্ক আমার ব্লগে কিংবা ফেবু মেসেজে জানিয়ে দেয়ার বিনীত অনুরোধ রইল।





আমরা চাই গল্প সঙ্কলন লেখক - পাঠক উভয়ের কাছে অর্থবহ

হোক।সেজন্য আপনাদের স্বতঃস্ফূর্ত ও দায়িত্বশীল সহযোগিতা

প্রয়োজন। আমরা গতবার পাঠকদের কাছে হতে তাদের ভাল লাগা

তিন কি পাঁচ গল্পের নাম বলতে বলেছিলাম । ব্লগার প্রবাসী পাঠক ভাই তাতে সাড়া দিয়েছিলেন এবং এ মাসে তিনি তার ভাল লাগা গল্প গুলো নিয়ে একটি চমৎকার রিভিউ পোস্ট লিখেছেন।গল্পপাঠ - ভাল লাগা ছয়।



এছাড়াও এ মাসে এগিয়ে এসেছেন গল্পকার ডি মুন ।

তার ভাললাগা গল্পগুলো নিয়ে সাজিয়েছেন চমৎকার এক রিভিউ

পোস্ট।জুন মাসের ৬ টি মনোমুগ্ধকর গল্প

ব্লগার মহামহোপাধ্যায় আমাকে বেশ কিছু ভাল গল্পের লিঙ্ক দিয়ে

সহায়তা করেছেন।



সঙ্কলন টিমের পক্ষ হতে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

জানাচ্ছি।





বিশেষ কারণে সংকলন বের করতে দেরি হল।দেরির হেতু দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আশা করি বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।







বিশ্বকাপভিত্তিক গল্প


১ ) গল্পঃ টাইগার ক্লাব-আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

২)দেড় ব্যাটারি’র বিশ্বকাপ- হঠাৎ ধুমকেতু

৩)জানালার ওপাশে..-মামুন রশিদ

৪)গল্পঃ উৎসবের শহরে দুমড়ানো নারীদেহ- শুঁটকি মাছ

৫)গল্পঃ বউ ব্রাজিলের ডাই-হার্ড ফ্যান - অপু তানভীর



নিয়মিত



১) কঠিন প্রেম -ট্রাক

২)গল্পঃ আক্ষেপ - নাভিদ কায়সার রায়ান

৩)আমার একজন বন্ধু আছে - ডি মুন

৪)ভাই-কর্ণাবতী

৫) গল্প : দাঁড়কাক - গোঁফওয়ালা

৬)কালচক্র)পিন্টু রহমান (গল্পকার)

৭)গল্পঃ চুয়াত্তরের শীত-আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৮)নিঃসঙ্গতার পাত্র-ডি মুন

৯)দা রেনেসাঁস.. -zaku

১০)স্বপ্নতত্ত্ব-নক্ষত্রচারী

১১)গল্পঃ জীবনের সপ্তসুর ।- মামুন রশিদ

১২)চন্দ্রাহত - অপর্ণা মম্ময়

১৩)।। তুমি কি কেবলই ছবি? - বৃতি

১৪)পেপার কাপ - হাসান মাহবুব

১৫)প্রেতালয়-সিরাজ সাঁই

১৬) আব্দুল গফুরের গল্প - নাজিম চৌধুরী

১৭)জানালায় নাগরিক দেয়াল-- ডি মুন

১৮)প্রতিজ্ঞা- মোঃ ইসহাক খান

১৯) প্রতিষ্ঠিত সত্যের বিপরীতে- ডি মুন

২০)গল্পঃ পথের শেষে- সন্ধ্যা প্রদীপ

২১)জোনাকির আগুন- অপর্ণা মম্ময়

২২)গল্প : জীবনানুবর্তিতা- নোমান নমি

২৩)গল্পঃ ফরমালিন- মিনুল

২৪)ছোটগল্পঃপ্রথম কাঁদিয়ে দেয়া মানুষটা-রিয়াদ( শেষ রাতের আঁধার )

২৫)অনলের বাবা - ইশতিয়াক এম সিদ্দিকী

২৬)ভীতি ২ - মোঃ ইসহাক খান

২৭)গল্পঃ ঘুষ - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

২৮)গল্প ও কবিতার গল্প - ডি মুন

২৯)লেখক যা যা পেলেন অথবা লেখক যা যা পাবেন -ডি মুন

৩০)সুখের সমীকরণ- ট্রাক

৩১)নদীও নারীর মত কথা কয় - oparajita

৩২)গল্পঃ হাবিব সাহেব রেডি - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৩৩)অসমাপ্ত ঠিকানা - নিথর শ্রাবণ শিহাব

৩৪)অবদমিত অভিমান ♣ -আরজুপনি

৩৫)গল্প: ভ্রাম্যমাণ - নোমান নমি

৩৬)দয়া করে বৃহস্পতিবারে মরুন - হাসান মাহবুব

৩৭)

সাধারণ লোক তাহেরউদ্দীনের লেখক হয়ে উঠা এবং একটি আধময়লা কাগজ - আল - বিরুনী প্রমিথ

৩৮)শিকার ।। বাঘ শিকারের লোম খাড়া করা কাহিনী । -শাহ আজিজ

৩৯)আত্মহননের আগে -ডি মুন

৪০)গল্পঃ মুমূর্ষু বিবেক -মোঃ জুনায়েদ খান

৪১)মাছি - কাজী জাকির হোসেন

৪২)কুকুরজনম - সাদাত হোসাইন

৪৩)গল্পঃ জালালী ফায়েজ - মোস্তাফিজ ফরায়েজী জেরী

৪৪)বনলতা সেন গর্ভবতী ছিলেন - টোকন ঠাকুর

৪৫)গল্প: একটি ভিত্তিপ্রস্তর উন্মোচন কাহিনী - রেজওয়ানা আলী তনিমা

৪৬)গ্রহণকালের দুঃস্মৃতি - বোকা মানুষ বলতে চায়











অনুগল্প





১)অনুগল্পঃ আমাদের একটি পৌরাণিক গল্প!- সাইফুল্লাহ সাইফ

২) পার্বতীরা তিন বোন -শাখাওয়াৎ

৩) যৌনাবেগ - অন্তর্বাস-মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত

৪)পতাকা! - কয়েস সামী

৫)ক্ষণগল্পঃ বিস্মৃতি - জাহাঙ্গীর আলম৫২

৬)দুইটি অনুগল্পঃ শেষ ছায়া ও শেষ বিকেল - অপু তানভীর

৭)অপসৃয়মান- আজ আমি কোথাও যাবো না

৮)অপ্রত্যাশিত সুযোগ রাত্রির নির্জনতায়- আকিব আরিয়ান

৯)চাঁদ বহুকাল চাঁদ থাকার পর - আব্দুল্লাহ আল মুক্তািদর

রুপকথা -

১) রূপটুশি - নাসরিন সুলতানা



সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ সৌভাগ্যের মে২০১৪



এই সঙ্কলন সামুর প্রয়াত ব্লগারমুহম্মদ জুবায়ের কে উৎসর্গ করা হল। বাংলাদেশের প্রখ্যাত ফুটবল খেলোয়াড়

নান্নুর উপরে উনি গল্পের শেষ যেভাবে : প্রস্থানোদ্যত আমাদের কালের একজন নায়ক নামে দারুণ একটা পোস্ট দিয়েছিলেন । নান্নু মারা যাবার পর তিনি লিখলেন-আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন





গল্পটির সমাপ্তি হলো। এখন আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করেছেন। - এইটা ছিল সেই পোষ্টের শেষ লাইন। কে জানত

এর কয় মাস পরে তার লেখা শেষ বাক্যটি তার জীবনেই সত্যি হয়ে যাবে !!



কি বিচিত্রই না এই পৃথিবী !!



















মন্তব্য ৯৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

সংকলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ অ কৃতজ্ঞতা শোভন ভাই :)
ভাল থাকবেন ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০২

দুঃখী__ বন্ধু বলেছেন: এত কষ্ট করে গল্প লিখলাম সংকলনে থাকবে বলে। কই গল্প তো খুঁজে পেলাম না :(

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৯

মাহমুদ০০৭ বলেছেন: :) এই দিন দিন নয় আরো দিন আছে ।
আপনার জন্য শুভকামনা রইল ।
ভাল থাকবেন ।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৬

মামুন রশিদ বলেছেন: প্লাস দিয়ে রাখলাম ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:২১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:২৮

প্রবাসী পাঠক বলেছেন: অবশেষে প্রতিক্ষার অবসান ঘটল। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হওয়ার ফলে অনেকগুলো ভালো গল্প পড়া মিস হয়ে গেছে। সময় সুযোগ মত সবগুলো গল্প পড়তে হবে।

পোস্টে চতুর্থ ভালো লাগা এবং প্রিয়তে।

বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার ভালো লাগা গল্প নিয়ে লেখা পোস্টটিকে সংকলনে জায়গা করে দেয়ার জন্য।

০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৪

মাহমুদ০০৭ বলেছেন: গল্পের প্রতি আপনার ঝোঁক ও ভালবাসা আমাকেও মুগ্ধ করেছে
প্রবাসী ভাই ।
রিভিউ লেখার জন্য অশেষ কৃতজ্ঞতা ভাই । আশা করি
এই দারূণ কাজটি আপনি চালিয়ে যাবেন।
এতে গল্পকাররা অনুপ্রাণিত হবে ।

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই মান সম্মত একটি সংকলন পোষ্ট। যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তারা আশা করি উদহারন হিসেবে আপনার এই প্রক্রিয়াটি অনুসরন করতে পারে।

কেউ না জানুন অন্তত আমি জানি, আপনি এই কাজটি কতটা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে করছেন। আপনাকে প্রতিবার ধন্যবাদ দিতে দিতে বোর হয়ে গেছি। নতুন কিছু বলতে চাই। দেখি বের করতে পারি কি না। :P

আর প্রতিবারের মত এবারের প্রচ্ছদও ভালো লেগেছে। মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। সেই সাথে যারা আপনাকে সাহায্য করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। নতুন যারা গল্প লিখেছেন, তাদের সবার প্রতি রইল শুভেচ্ছা! :)

০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩১

মাহমুদ০০৭ বলেছেন: নতুন কিছু শোনার জন্য আমিও অপেক্ষা করছি
প্রিয় কাভা ভাই :)।সবার কাজে লাগ্লেই সংকলন সার্থক ।

ভাল থাকুন প্রিয় কাভা ভাই ।
শুভকামনা সবসময়ের জন্য।
:)

৬| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৪১

ডি মুন বলেছেন: সঙ্কলনের ভিন্নতা বা নতুনত্ব মুগ্ধ করার মতো। অনেক গল্প পড়া হয়েছে অনেকগুলো হয় নি। যেগুলো পড়া হয় নি সেগুলো পড়ে ফেলার চেষ্টা থাকবে।

বিশ্বকাপ নিয়ে গল্পের থ্রেডটা সময়ের সাথে প্রাসঙ্গিক হয়েছে। প্রিয় মাহমুদ ভাইকে এজন্য অনেক অনেক ধন্যবাদ।



এবার একটু ভিন্ন প্রসঙ্গে বলি, প্রসঙ্গ - ইমন জুবায়ের



এখন আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করেছেন। - এইটা ছিল সেই পোষ্টের শেষ লাইন। কে জানত
এর কয় মাস পরে তার লেখা শেষ বাক্যটি তার জীবনেই সত্যি হয়ে যাবে !!

কি বিচিত্রই না এই পৃথিবী !!



ইমন জুবায়ের নামটা কোথাও দেখলেই সেখানে আমার দু'এক লাইন লিখতে ইচ্ছে করে। মনে পড়ে আকাশ অম্বরের এই লেখাটির কথা - ইমন ভাই, কেমন আছেন?

একটি জীবন্ত লেখা। কতোবার যে পড়েছি তার ঠিক নেই। এই লেখার মধ্য দিয়েই ইমন ভাইকে দেখেছি। যেহেতু বাস্তবে তাকে কোনোদিনও দেখি নি। খুব সম্ভবত তার মৃত্যুর কিছুকাল পর আমি সামু ব্লগে নিক খুলি আর তার লেখা প্রথম পড়ি। মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হই আর ভাবি, যাক দেশে তাহলে একজন দারুণ লেখক আছেন যার লেখা একবার পড়লে সাধ মেটে না; বারবার পড়তে হয়।

স্মৃতিচারণ মূলক লেখা তিনি খুব কমই লিখেছেন। আমার ইমন ভাই; আমাদের ইমন ভাই হয়তো নিজেকে আড়ালেই রাখতে চেয়েছিলেন চিরকাল।

তার ব্রেইন ড্রেন এর মন্তব্য থেকে জানতে পারি তিনি গ্রাম্য রাখাল অথবা পাখির জীবন বেছে নিতে চেয়েছিলেন। যেমন তিনি সেখানে বলেছেন ,

আমার স্বপ্নটা হয়তো কাব্যিক, নিজে নির্জনতা প্রিয় বলেই হয়তো গ্রামের রাখাল কিংবা পাখির জীবন বেছে নিতে চাই।

মন্তব্য দীর্ঘ হয়ে যাবে তাই কিছুই আর লিখছি না। লিখছি না, ইমন ভাইয়ের 'মধ্য শীতের জার্নাল অথবা শেষ শীতের জার্নাল' পড়লে আমার শরীরে কী রকম বিদ্যুৎ খেলে যায়।

লিখছি না - 'তার কষ্টের কথাঃ তার কষ্টের কারণ' পড়লে মানবিক সম্পর্কগুলো সম্বন্ধে আমার কী রকম বোধ জন্মে। কিংবা সেই লেখাটা ' এবার প্রবারণা পূর্ণিমার আলোয় যখন বাকখালি নদীতে জাহাজ ভাসলো না ' তখন সমস্ত ধর্ম দর্শনের অসারতা আমার চোখে কিভাবে ধরা পড়া - আমি তা বলবো না। আমি কিছুই বলবো না এখন।

তবে একদিন লিখবো। বেশ বড়ো করেই লিখব। ইমন ভাইকে যে বড়ো ভালোবাসি। তাকে নিয়ে যে অন্ত্যত একটা পোস্ট আমাকে এ জীবনে লিখতেই হবে।

এখন শুধু আপনার একটা পোস্টের কথা বলি মাহমুদ ভাই, আপনি লিখেছিলেন -

আমি কোন খেলায় নেই ,গ্যালারিতেও নেই ।আমি ভাল আছি । ভাল থাকা আমির ইমন জুবায়েরের কথা মনে পড়ে । আহ ! ইমন জুবায়েরের জীবন !
রাস্তার টোকাই - তার জীবন ও জীবন , ইমন জুবায়ের এর টাও জীবন ।
কত ফারাক ! এই শুভ ভেবে দেখ কত ফারাক ! ১৫০০ পোস্ট । জীবন
কিভাবে ইমন জুবায়ের কে তাড়িয়ে নিয়ে গেল । ইমন জুবায়ের
এমন এক সমুদ্রে পড়েছিলেন , তার কোন তলা নেই । জ্ঞানের ভেতর ভ্রম আছে , বিভ্রম , মায়া আছে , । ছল ও আছে । জানা মানে আরো জানা , খালি অতল , বিদিশার নিশার মত অন্ধকার । মানুষ প্রথমে এটা টের পায় না ।
কারণ জ্ঞান সুড়ঙ্গমুখে অপার আনন্দ ঝিলিমিলি করে ।পরমানন্দে
চলে অবগাহন । সে সাঁতরাতে থাকে , হাতড়াতে থাকে ।
হাতরিয়ে হাতরিয়ে যাও হে পথিক , হাহাহ । তুমি আর পথের দেখা পাবে নাকো ।



আমার জীবনও তো এমন। সাংসারিক জাতাকলে হয়তো ফেঁসে যাব।

তবু মাঝে মাঝে মনে হয় , সে পথের পথিক হই। কিন্তু আমি তো ইমন জুবায়ের নই। ইমন জুবায়ের তো বারবার আসে না। আমরা চিনতে পারি না, তাই তাকে সংকীর্ণ ভাবি, আমাদের মতের সাথে অমিল হলেই কিছু একটা ট্যাগ দিয়ে বসি। আমরা ভুলে যাই যে, ইমন জুবায়েরের মতো মানুষ হয়তো এই শতাব্দীতে আর এদেশে আসবেন না।

বড়ো কষ্ট হয়, ইমন জুবায়ের নেই - এ কথা ভাবতে। কারণ আমি জানি, ইমন জুবায়ের আমার টেবিলে, আমার বিছানায়, আমার মনে চিরকাল থাকবেন।

কিভাবে যেন ইমন জুবায়ের নিয়ে কথা বলতে গেলে আমি হারিয়ে যাই। ভেসে যাই।



দীর্ঘ মন্তব্যের অপরাধ ক্ষমা করবেন মাহমুদ ভাই।



ইমন জুবায়ের ভালো থাকুন না ফেরার দেশে। আমিও আসছি সেখানে - আজ অথবা অথবা অন্য কোনোদিন।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে বিস্তারিত উত্তর পরে দিচ্ছি মুন ভাই :)

৭| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৩৪

হরিণা-১৯৭১ বলেছেন: পড়বো, তবে এতগুলো একত্রে দেখলে ভয় লাগে!

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: :) একটা একটা করে পড়লে আসলে ভয় লাগবে না ।
ভাল থাকবেন ।

৮| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অত্যন্ত চমৎকার একটা পোষ্ট। +++।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই । আপনাকে দেখে ভাল লাগল ।
ভাল থাকবেন ।

৯| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাই মাহমুদ০০৭ সহ সংকলনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ প্রিয় হেনা ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল /

১০| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ধন্যবাদ। মাসিক এই নিয়মিত আয়োজনটার জন্য আমার ও আমার মত আরো অনেকের নিয়মিত প্রতীক্ষা থাকে। শুধু এই একটা পোষ্ট থেকেই চমৎকার সব লেখাগুলোর সহজেই ঠিকানা মিলে যায়।

বাড়তি ধন্যবাদ রইলো আমার একটা গল্প যোগ করার জন্য ।

শুভেচ্ছা। :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা ।
আরেকটু ভাল হয় যদি আপনার পড়ার গল্পগুলার মধ্যে কোন কোন
গল্প ভাল লেগেচগে তা জানান । এতে অন্য গল্পকারের রাও উৎসাহিত হবেন ।

ভাল থাকবেন ।

শুভকামনা রইল ।

১১| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪

সায়েম মুন বলেছেন: সুন্দর সংকলন। সময় করে অনেক গল্প পড়া যাবে। :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম সায়েম ভাই
কেমন আছেন ?
শুভকামনা থাকল আপনার প্রতি ।

১২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

বৃতি বলেছেন: এবাবের সংকলনের বেশির ভাগ গল্পই পড়া হয়নি। অনেক দায়িত্ব আর নিষ্ঠার সাথে এই সংকলনের কাজটি করছেন- সেজন্য অনেক ধন্যবাদ :)

পোস্টে অনেক ভাল লাগা থাকল মাহমুদ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ বৃতি ।
ভাল থাকবেন আপনিও । শুভকামনা রইল ।
:)

১৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কাজ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসান ভাই /।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল।

১৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আবারও অভিনন্দন সংকলক দলকে।

সেইসঙ্গে নতুন সংযোজিতদের সঙ্গে পিচ্চি গল্পকার ইশতিয়াক এম সিদ্দিকী কে যদি বিশেষ অভিনন্দন জানাই সংকলক দলের কেউ কিছু মনে করবেন কি?

:P

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: অবশ্যই না, অবশ্যই না । :)

বাবাকে দেখার আকুলতা আঙ্কেল যেভাবে খুটিয়ে খুটিয়ে লিখেছেন,
হৃদয় ছুয়ে গেছে । শেষ টায় একটু তাড়াহুড়া হলেও ওটাকে আমি বাধ ভাঙ্গা জোয়ার হিসেবেই দেখছি । খুব ভাল লেগেছে ।

দোয়া করি আঙ্কেল একদিন অনেক বড় লেখক হোক ।
জন্মসুত্রে লেখালিখির উত্তরধিকারকে সার্থক করুক ।
শুভকামনা জুলিয়ান দা ।



১৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩১

শুঁটকি মাছ বলেছেন: বিশাল কাজ!!!
এত ধৈর্যের কাজ করার জন্য পুরো টিমকে অভিনন্দন।
:)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬

মাহমুদ০০৭ বলেছেন: হুট কি মাছে রেও ধইন্যা :)
ভালা থাইকো

১৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

মুদ্‌দাকির বলেছেন: কঠিন কাজ ++++++++++

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মুদ্‌দাকির ভাই :)
ভাল থাকবেন ।

১৭| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সংকলন পোস্টের জন্য ধন্যবাদ। :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ ভাই :)
অনেক অনেক ভাল থাকবেন ।

১৮| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ইদানিং গল্প কম পড়া হয়! আপনার পরিশ্রমী পোষ্ট কাজে লাগবে! শুভকামনা মাহমুদ ভাই!

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)
ভাল থাকবেন ।
আপনার প্রতিও শুভকামনা রইল ।

১৯| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: এমন একটি সুন্দর সংকলনের জন্য টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুমন দা ।
ভাল থাকবেন ।

২০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮

জাফরুল মবীন বলেছেন: সংকলক মাহমুদ০০৭ সহ সংকলনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।অভিনন্দন জানাই তাদের যাদের গল্প নির্বাচিত হয়েছে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই :)
আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
ভাল থাকবেন ।

২১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০

খাটাস বলেছেন: আবার ও একটি গরম ও টেস্টি পরিবেশনা। গত বারের টা যদি ও এখন ও শেষ হয় নি।
প্রিয় মাহমুদ ভাই সহ সংকলনের সাথে জড়িত সকল সম্মানিত ব্লগারদের আন্তরিক অভিনন্দন।
শুরু করব তাড়াতাড়ি.।।। :)

০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: খাইয়া কইবা কেমন লাগল । ঃ)
ভালা থাইকো ভাই ।
শুভকামনা

২২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

প্রচ্ছদটা খুবই দারুণ হয়েছে।

অনুগল্প আর রুপকথা আলাদা করে দেয়াটা অনন্য সংযোজন।

পরিশ্রম সার্থক হোক।

শুভেচ্ছা রইল, মাহমুদ।।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:১০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল । :)

২৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

সোলায়মান সুমন বলেছেন: সাধারণ উদ্যোগ।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকুন ।

২৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০

মামুন রশিদ বলেছেন: জুন মাসটা শুধু ফুটবল উন্মাদনার না, সাহিত্য উন্মাদনারও । গল্প সংকলনে চমৎকার ভাবে আপনি নতুনত্ব যোগ করে চলেছেন । আর সবচেয়ে বড় পাওয়া হলো প্রিয় প্রবাসী পাঠক আর ডি মুনকে গল্পের রিভিউ লেখার মত অনুপ্রেরণাদায়ী কাজে সম্পৃক্ত করতে পেরেছেন । আশাকরি ভবিষ্যতে সাজিদ উল হক আবির, আদনান শাহরিয়ার, মহামহোপাধ্যায় এবং আরো অনেকে গল্প নিয়ে গল্পামিতে যোগ হবেন ।

সবচেয়ে বড় নির্ভরতার জায়গাটা হচ্ছে, আপনারা এই কয়েকজন তরুন ব্লগার শুধু সাহিত্যকে মনে প্রাণে ভালোই বাসেন না, সাহিত্যের উপর আপনাদের পড়াশোনাও অনেক গভীর । আপনাদের এই ডেডিকেশন আমাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে । চলমান থাকুক এই শৈল্পিক সৃষ্টিশীলতার উন্মাদনা ।

০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০১

মাহমুদ০০৭ বলেছেন: আপনাদের অনুপ্রেরণায় চেষ্টা করে যাচ্ছি মামুন ভাই ।
আর এ অনুপ্রেরণার একটা বড় অংশ জুড়েই আপনি আছেন ।
দোয়া রাখবেন আমার জন্য ।
আর সবকিছুর একটা ফল যেন পাঠক - লেখক পায়
সেই কামনা ই করি ।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

২৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: প্লাস দিয়ে শোকেসে নেয়ার কাজ শেষ। এবার বাদ পড়া গল্পগুলো পড়ি একদিক থেকে :)


যথারীতি চমৎকার একটা সংকলন মাহমুদ ভাই।

০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৪

মাহমুদ০০৭ বলেছেন: অকে অকে :)
পইড়া জানাইতে হইব কইলাম কেমন লাগল :)
ভাল থাইকো ভাই :)

২৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

সায়েম মুন বলেছেন: ভাল আছি মাহমুদ। আশা রাখি আপনিও ভাল আছেন। এখানেই প্রায়ই লগইন হই। সময়াভাবে পড়া বা কমেন্ট করা হয় না কোন পোস্টে। আশা করছি কয়েক দিনের মধ্যে কিছুটা নিয়মিত হবো। ভাল থাকুন। শুভকামনা রইলো। :)

০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৭

মাহমুদ০০৭ বলেছেন: সেই সময়ের প্রতিক্ষায় রইলাম সায়েম ভাই ।
আপনাকে মিস করি ।
ভাল থাকবেন ,

২৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪২

লিরিকস বলেছেন: +

০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ লিরিকস
ভাল থাকবেন । :)
শুভকামনা রইল ।

২৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৪

পার্থ তালুকদার বলেছেন: অনেক পরিশ্রমী পোষ্ট।
আস্তে আস্তে সবগুলো গল্প পড়া যাবে ।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার ভাই । ভাল থাকবেন ।

২৯| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল আপনার সংগ্রহশালা +++

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । আপনাকে দেখে ভাল লাগছে । :)
শুভকামনা রইল ।

৩০| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: @ মামুন রশিদ ভাই।

এবার আপনার কাছে আমাদের আবদার করার পালা। কিংবদন্তিরা দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দায়িত্ব তাদের পিছু ছারে না। জিদান, রিকুয়েলেমে খেলা থেকে অবসর নেয়ার পরেও দলের প্রয়োজনে আবার অবসর ভেঙ্গে আবার ফিরে এসেছে। গল্প সংকলন থেকে আপনি সাময়িক অবসরে আছেন , তাই এবার নতুন দায়িত্ব নিন মামুন ভাই। গল্প রিভিউ নিয়ে আলাদা কয়েকটা পোস্ট আসলে আলোচনার জায়গাটা ভাগ হয়ে যায়। আপনি যদি দায়িত্ব নিয়ে কয়েকজন ব্লগারের রিভিউগুলো এক্ত্রিত করে একটা পোস্ট করেন তাহলে আলোচনার পথটা আরও প্রসারিত হবে। এর পাশাপাশি আপনি দায়িত্ব নিলে আরও অনেক সিনিয়র ব্লগার তাদের ভালো লাগা নিয়ে লিখবে বলে আমার বিশ্বাস। ব্লগটাকে আগের মত প্রাণবন্ত করার জন্য এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করছি মামুন ভাই।

৩১| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: প্রবাসি পাঠকের প্রস্তাব টা ভালো লাগলো। গল্পের রিভিউ আসলে মন্দ হয় না

ব্লগ এর আগের ফ্লো টা খুঁজে পাই না। জীবিকার কারণে নানা জনে নানা ভাবে ব্যস্ত এবং রোজার কারণেও ব্লগে অনেকেই সময় দিতে পারছে না। তারপরেও কথা থেকে যায়। ব্লগে কি যেন মিসিং লাগছে। সব খাপছাড়া ! নাকি আমি অনিয়মিত বলে এমন লাগছে ? আমি অনিয়মিত হলেও ব্লগে চোখ রাখি। লগ ইন এবং ব্লগিং করা হয়ে উঠছে না। কিংবা পোস্ট পড়লেও কমেন্ট করা হয়ে উঠছে না।

কতো কতো গল্প পড়া যে বাকি রয়ে গেছে !

শুভকামনা রইলো তোমার এবং তোমাদের জন্য

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: সময়টা সীমিত হয়ে যাচ্ছে ।
আসলে যতজন ব্লগ হতে যাচ্ছে এর রিপ্লেসমেন্টে ততজন আসছে না । এখন কিছুটা ঝিমানো এটা ঠিক । তবে পরিবর্তন ঘটবে ।

আপ্নিও ভাল থাকেন আপা ।
অনেক অনেক অনেক শুভকামনা ।

৩২| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আর একবার ধন্যবাদ আপনাকে। মামুন ভাইয়ার কাজটা খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের মত করে। অনেক শুভ কামনা।

আবার এবারও নিজের গল্প সংকলনে দেখে ভালই লাগছে। :)

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫২

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ রিয়াদ ভাই
ভাল থাকবেন ।

৩৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: @প্রবাসী পাঠক,

আপনার প্রস্তাব খুবই ভাল । আমি আশা রাখছি জুলিয়ান ভাই, হাসান মাহবুব, অপর্ণা মম্ময়, বৃতি, শুঁটকি মাছ সহ আরো যারা নিয়মিত গল্প লিখেন, দয়া করে পছন্দের গল্প নিয়ে একটা রিভিউ পোস্ট দিবেন । আমি এই মুহূর্তে বিশ্রী রকম ব্যস্ততার মাঝে আছি । দোয়া রাখবেন যেন স্বাভাবিক ব্লগিং চালিয়ে যেতে পারি । একটু ফ্রি হলেই চেষ্টা করব রিভিউ লিখতে ।

ধন্যবাদ ।

৩৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
গতবারের মতন এবারটি কিঞ্চিৎ ঘাটতি ছিল স্বকীয়তায় কারণ হতে পারে সময় ৷ তবু ধারাবাহিক ছিল সেটাই অনেক অনেক ৷ আরেকটা দিক একইদিনে সঙ্কলন ও দুটি রিভিউ দেওয়াটা কাকতালীয় নাকি বোঝা কঠিন ৷ পর্যায়ক্রমে দিলে হয়ত পাঠক আরো মনঃনিবেশ করতে পারত আমার মতে ৷ আপনিসহ সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ ৷ কয়েকজন কিন্তু সঙ্কলন দিকে স্থান বিবেচনা করে লেখার প্রয়াস নিচ্ছেন ২নং মন্তব্যে উঠে এসেছে যা আপনার প্রাপ্তি নিঃসন্দেহে ৷



সঙ্কলন দিলে কি মন্তব্যে আসা কঠিন নাকি মাহমুদ ভাইয়ের জন্য ৷

মঙ্গল হোক ৷



১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:১০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই । আপনাকে দেখে ভাল লাগছে ।
কাকতালীয় নয় ,
রিভিউ পোস্ট আলোচনার ভিত্তিতেই দেয়া । রিভিউ পোস্ট ও
সংকলন একসাথে দেয়ায় আমার দিক হতে মনে হয় ভাল হয়েছে ।


বিশেষ করে এই মাসে মন্তব্য দেয়া কঠিন হয়েছে। তবে বলার কিছু থাকলে দেরি হলেও কমেন্ট করি । অনেক ক্ষেত্রে দেখা যায়
গল্পটা সম্পর্কে পাঠক হিসেবে বেশ কিছু কথা বলা লাগে ,
অথচ সময় নেই , বা আমি নিজে সেই মুহূর্তে সুস্থির বা সংহত নই , ফলে দেরি হয় ।


আর কিছু ক্ষেত্রে ইচ্ছে করেই মন্তব্য করি না।কারণ মন্তব্যের উত্তর পাব না । কেউ কেউ না পারতে দায়সারা উত্তর দেন । একটা ভাল মন্তব্যের উত্তর ও - প্রাসঙ্গিক ও যথাযথ হতে হয় । কেউ কেউ আছেন ইচ্ছে হলে কাউকে মন্তব্য দেন , কাউকে দেন না ।
এসব ক্ষেত্রে নিজে বিরক্ত বা উক্ত ব্লগারকে বিরক্ত করতে চাই না । তাই মন্তব্য করা হয় না ।

প্রয়াস থাকবে আগামি মাসে ভাল করার। আমি নিজেও এই মাসে সন্তুষ্ট নই । আপনার মন্তব্য ভাল লেগেছে , আশা করি সবসময় এভাবে পাশে থাকবেন । দোয়া রাখবেন ।

ভাল থাকুন প্রিয় জাহাঙ্গীর ভাই ।
শুভকামনা ।










৩৫| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: অবশেষে পেলাম।

কিছুই বলার নাই........

কারণ সারা মাস ধরে আমি এই পোস্টের অপেক্ষায় থাকি........!!



এক গুচ্ছ +

১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ প্রিয় এহসান ভাই :)
ভাল থাকবেন ।

৩৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনার এই কষ্টসাধ্য প্রয়াস কে সাধুবাদ জানাই। :)

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

৩৭| ১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩০

মৃদুল শ্রাবন বলেছেন:
জলে ভাসা মানুষ আমি। সংগত কারনে সবসময় অনলাইনে থাকতে পারিনা। তাই অনেক ভালো কিছু মিস হয়ে যায়। সংকলনটা দারুন কাজে আসবে। ধন্যবাদ এমন একটা গঠনশীল কাজের জন্য।

প্রিয়তে নিয়ে রাখলাম।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপ্নাকেও ।
ভাল থাকবেন ।

৩৮| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: সুন্দর সংকলন মাহমুদ০০৭
+

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা :)
ভাল থাকবেন ।
গল্প কই ?

৩৯| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অত্যন্ত চমৎকার অর্থবহ এবং তাৎপর্য পূর্ণ একটি কাজ...
আফসোস ই হচ্ছে, দেরীতে চোখে পড়লো বলে...! :(

একটা মানসম্মত সংকলন পোস্ট তৈরি করা যে কতোখানি শ্রমসাধ্য কাজ বেশ জানি...
ভালোবাসি তাই যারা এই মহৎ কাজটা সাহসের সাথে সু সম্পন্ন করেন বা করার প্রচেষ্টা নেন...

আপনার কাজে আমি মুগ্ধ মাহমুদ...
প্রিয়তে রেখে দিচ্ছি যত্ন করে...

সেই সঙ্গে মার্ক করে যাচ্ছি ভালোলাগায় (দশম প্লাস+) ...

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৭

মাহমুদ০০৭ বলেছেন: আপনাদের ভাললাগাই আমাদের প্রাপ্তি ।
সঙ্কলন আপনাদের জন্যই । একজন গুণী ব্লগার হিসেবে সবসময়
পাশে থেকে সঙ্কলনের যে কোন ব্যাপারে ভাল মন্দ আপনার যে কোন অভিমতই বিনা দ্বিধায় বললে খুশি হব ।

এই কাজটা যত ভালভাবে করা যায় সেই চেষ্টা সবসময় করতে হবে ।

প্লাস ও ভাললাগার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভাল থাকবেন প্রিয় নাসিফ ভাই ।
শুভকামনা রইল । :)

৪০| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: এইবার অনেক গল্পই পড়া হয় নাই। পড়ে নিব এই পোস্ট দেখে দেখে।

ভাল থাকুন প্রিয় মাহমুদ :)

২১ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর :)
আপনাকে দেখে ভাল লাগছে ।
ভালো থাকবেন আপ্নিও ।
শুভকামনা ।

৪১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয়তে নিলাম! গপের রিভিউ লেখার আইডিয়টা দারুণ!

অনুগপ হিসাবে আমার তিনলাইনের গপরে কাউন্ট করার কোন অপশন কি আছে?

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ।
আপ্নের লেইগা সব ফ্রি :D
যা লিখবেন তাই কাউন্ট । :) গপ পড়তে আইতাছি ।
মেলা দিন পর দিলেন । আপ্নের এই তিন লাইন আর গিট্টূর আমি ভক্ত ।

ভাল থাকবেন ভাই ।

৪২| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক গল্প পড়া হয়েছে অনেকগুলো হয় নি। যেগুলো পড়া হয় নি সেগুলো পড়ে ফেলার চেষ্টা থাকবে।

ইমন জুবায়ের ভাইকে নিয়ে @ মুন ভাইয়ের মন্তব্য হৃদয় ছুয়ে গেল.....

দারুন উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই ।
মুন ভাইয়ের মন্তব্য আমারও হৃদয় ছুঁয়েছে ।
সংকলন আপনাদের কাজে আসলেই সার্থকতা ।
ভাল থাকবেন ।

৪৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৪

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক মাহমুদ ভাই।

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ঈদ মোবারক প্রিয় প্রবাসী ভাই ।
:)
আপনাদের সবাইকে খুব মিস করছি ।

৪৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় এহসান ভাই ।
ভাল থাকবেন ।

৪৫| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!


কেমন আছো??? :)

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

মাহমুদ০০৭ বলেছেন: ইয়েসসসসসসসসসসসস !
ভাল আছি !
আপনি ? :)

৪৬| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

অপ্‌সরা বলেছেন: আমিওও ভালো আছি!!!! :) :) :)

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬

মাহমুদ০০৭ বলেছেন: :)

৪৭| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: অসম্ভব সুন্দর এবং সৌখিন একটা কাজ করেছেন// নিঃসন্দেহে প্রশংসা করলে কমই হবে পোস্টটার ওজনের তুলনায়// অনেক ভাললাগা রইল//
অনিয়মিত ব্লগ পাঠক দের জন্য খুবই উপকারী এধরণের কঠিন কাজ// আমারো উপকারে আসবে// আরাম করে পড়া যাবে বসে বসে

প্রিয়তে//

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩০

মাহমুদ০০৭ বলেছেন: পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই ।
ভাল থাকবেন ।

৪৮| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছোট গল্পঃ যদি একবার তাকে দেখা যায় (একটি অসমাপ্ত প্রেম উপাখ্যান) - Click This Link

গ্রহণকালের দুঃস্মৃতি (একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত ছোট গল্প) - Click This Link

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: আপনার গ্রহণকালের দুঃস্মৃতি গল্পটি সঙ্কলনে অন্তর্ভুক্ত করা হল ।
ভাল থাকবেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.