নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ শরৎ শুভ্র আগস্ট২০১৪

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৪





প্রচ্ছদ- সকাল রয়

পিডিএফ -আমিনুর রহমান

বিশেষ কৃতজ্ঞতা - ডি মুন, প্রবাসী পাঠক









“There is nothing to writing. All you do is sit down at a typewriter and bleed.”

― Ernest Hemingway

কেন গল্প লেখা হয় ? নানা কারণে।তবে নিজেকে প্রকাশ করার আকাঙ্ক্ষা সব লেখার ভেতর নিহিত থাকে।সামুর গল্পকাররাও তার বাইরে নয়।পুরো মাসব্যাপি সামুসাগরে ডুব দিয়ে গল্পমণি আহরণ করার প্রয়াস চলে।জানি না সফলতা কতটুকু।কারণ আজ যা মণি কাল তা ঘুটে,আজকের ঘুটে কালকের মণি হতে

কতক্ষণ!তাই অনুরোধ লেখা ছাড়বেন না যেন! স্বীয় আলোয় উদ্ভাসিত হোক আপনার গল্পভুবন।কলমের গতি চলুক না নিরবধি!



ধ্রু,নাসরিন চৌধুরী,অক্টোপাস পল,পয়গম্বর, নাহিদ শামস্‌ ইমু - প্রথমবারের মত সঙ্কলনে জায়গা করে নিলেন।আপনাদের অভিবাদন।ব্লগার ডি মুন,প্রবাসী পাঠক কে পুরো মাস জুড়ে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা । বরাবরের মত এবারো থাকছে ব্লগার ডি মুন এর আগস্ট মাসের ৫টি মনোমুগ্ধকর গল্প

দৃষ্টিনন্দন পিডিএফ তৈরির জন্য ব্লগার আমিনুর রহমানের

প্রতি কৃতজ্ঞ রইলাম।



কোন গল্প সঙ্কলনে ঠাই পাবার মত বিবেচিত মনে হলে তা জানানোর জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল।









নিয়মিত

১)আশ্চর্য হাস্যদৃশ্য-হাসান মাহবুব

২)শেষবার কখন -জুলিয়ান সিদ্দিকী

৩)

গল্পঃ গোলাপী আগুন- আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৪)গল্প- নিজামুদ্দিনের বিপদ - সাজিদ উল হক আবির

৫)অপেক্ষার অসুখে- ডি মুন







নজরুলে শুরু

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে

অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে

বুঝবে সেদিন বুঝবে।




আমাদের হৃদস্পন্দন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ মাসের ২৯ তারিখে পৃথিবী ত্যাগ করেছিলেন।তার প্রতি আমাদের শ্রদ্ধা,সম্মান ও ভালবাসা রইল।

আমরা কি তাকে বুঝতে পেরেছি?



৬)গল্পঃ পচা পাগলার পালা - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৭)পাত্র নির্বাচন- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

৮)প্রাসঙ্গিক অসুখ-অপর্ণা মম্ময়

৯)হ্যালোসিনেশন- ধ্রু

১০)দিঘির নাম কালশা -জুলিয়ান সিদ্দিকী

১১)প্রভাতের আলোয় উদ্ভাসিত আমি !- নাসরিন চৌধুরী

১২)রহস্য গল্পঃ মানিক - অক্টোপাস পল

১৩)বিয়োগান্তিক ! - মামুন রশিদ

১৪)গল্পঃ বিনোদিনী টী স্টল- পার্থ তালুকদার

১৫)বদলে যাওয়ার গল্প।- আফনান আব্দুল্লাহ্

১৬)গল্প : নাগরিকতমা- নোমান নমি

১৭)পিশাচের আঘাতে রক্তাক্ত ভূ-খণ্ড - পয়গম্বর

১৮)বারবি পুতুল থেকে 'সুস্বাদু' (!) মাংসের দলা হয়ে ওঠার গল্প!- নাহিদ শামস্‌ ইমু



১৯)একটি অসমাপ্ত গল্প- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

২০)শুভাশিষ দেবের মৃত্যু - মুরাদ-ইচছামানুষ

২১)গল্পঃ প্রহর শেষের আলোয়- ইমরান নিলয়



২২)আবুল হোসেন ও বাচ্চাভূত পঞ্ছর - জুলিয়ান সিদ্দিকী

২৩)সম্পর্ক। - পেন আর্নার

২৪)সমাপ্তি জানা নেই - অপর্ণা মম্ময়

২৫)ছোটগল্পঃ দেয়াল বন্ধী অপেক্ষারা- রিয়াদ( শেষ রাতের আঁধার )

২৬)রাস্তার পাশের বিশাল ছবি টি কে কেন্দ্র করে একটি গল্প - মুরাদ-ইচছামানুষ

২৭)বোধনের ডায়েরী - সুঘ্রাণ -অ রণ্য

২৮)একটি সাধারণ আটপৌরে গল্প - ডি মুন

২৯)গল্প: রসায়নবিদের প্রেম -মোস্তাফিজ ফরায়েজী

৩০)একটি বর্বর হত্যাকাণ্ড এবং ইকড়ির মৃত্যু - হঠাৎ ধুমকেতু

৩১)সাদাকালো -জুলিয়ান সিদ্দিকী

৩২)গল্পঃ কেবিন নং ২০২ -পার্থ তালুকদার

৩৩)গল্প হলেও বাস্তব ... -পার্সিয়াস রিবর্ণ

৩৪)কোন এক অনিয়ন্ত্রিত সকালে -নাভিদ কায়সার রায়ান

৩৫)ভৌতিক গল্পঃ যৌতুক -সন্ধ্যা প্রদীপ

৩৬)উজান গাং- হঠাৎ ধুমকেতু



৩৭)ভালোবাসা শুরুর গল্প -ফ্রেয়া রুনি

৩৮)পিপিতা, নিভিতক ও একজন রাজকুমার - আরজু মুন জারিন



কল্প গল্প / সাইফাই

১)(কল্প-গল্প) --- খাস্তগীরের টি-টকার ও টি-টকশো -শান্তির দেবদূত

২)ভীনগ্রহী অতিবুদ্ধিমান প্রানীর মানুষ দর্শন!- নাহিদ শামস্‌ ইমু



এক মিনিটের গল্প



গরুর মগজ -খেয়া ঘাট

আশা। - খেয়া ঘাট



পিচ্ছিগপ'স



পিচ্ছিগপ'স - মাসুম আহমদ ১৪



গল্পকণিকা

১)

গল্পকণিকা - কালের চিহ্ন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই)

২)গল্পকণিকা : নিতু এবং আমি (গল্পের চরিত্র, কিংবা চরিত্রের গল্প) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



ক্ষণ গল্প /অল্প গল্প /অতিপ্রাকৃত


১)ঝুলন্ত ক্ষণ -জাহাঙ্গীর আলম৫২

২)অল্প গল্প: এক - সুমন কর

৩)অতিপ্রাকৃত গল্পঃ বাস - অক্টোপাস পল

৪) অদৃষ্ট-বাকপ্রবাস



অনুবাদ গল্প

১) অনুবাদ গল্পঃ হ্যারিসন বার্জেরন (কার্ট ভনেগাৎ) -প্রোফেসর শঙ্কু

২)ফ্রান্স কাফকার অনুবাদ গল্পঃ আইনের দরোজায় ( বিফর দা ল') -সাজিদ উল হক আবির

৩)নেকড়ে -এইযেদুনিয়া

৪)তানিয়া মালিয়ারচকের গল্পঃ ক্ষুধার দানো- জাহাঙ্গীর আলম৫২



সামনে ঈদ ও পূজা।এই আনন্দ উৎসবকে ঘিরে আমাদের রয়েছে নানা স্মৃতি,অনুভূতি,নানা রঙের ক্যানভাস।তার কিছু গল্প হয়ে আসুক না!প্রিয় লেখকদের কাছে ঈদ ও পূজা বিষয়ক গল্প লেখার আহবান রইল।



আনন্দের সাথে জানাচ্ছি , ব্লগে সংকলিত গল্পগুলো নিয়ে একটা ফেসবুক পেজ খোলা হচ্ছে। এতে ফেসবুকের পাঠকরা ব্লগে সংকলিত গল্পগুলো পড়ার সুযোগ পাবেন। এখানে প্রতি মাসে সঙ্কলিত গল্পগুলো লেখকের অনুমতি সাপেক্ষে পর্যায়ক্রমে প্রকাশিত হবে।এতে করে গল্পকাররা তাদের গল্পটিকে আরেকটু বিস্তৃত প্ল্যাটফর্মে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। পেজে গল্প প্রকাশে কোন লেখকের আপত্তি থাকলে তা মন্তব্যে জানিয়ে দেয়ার অনুরোধ রইল।





আপনারা জানেন গল্পকার মামুন রশিদ এর হাত ধরে সামহোয়্যারইন গল্প সঙ্কলনের যাত্রা শুরু হয়েছে। আজকের গল্প সঙ্কলন তার নিষ্ঠা, আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফসল।একজন সক্রিয় ব্লগার ও গল্পকার হিসেবে ব্লগে তার আবেদন অসামান্য।এ পর্যন্ত সঙ্কলন মৃত গুণী ব্লগারদের উৎসর্গ করা হয়েছে।এ সম্মান প্রদর্শনের আড়ালে একটা আক্ষেপ থেকে যায়। জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান জানাতে পারলে কতই না ভাল হত!প্রথমবারের মত একজন জীবিত গুণী ব্লগার মামুন রশিদকে সংকলন উৎসর্গ করতে পেরে সংকলক দল সম্মানিত বোধ করছে।

এ উপলক্ষে ব্লগার স্নিগ্ধ শোভনের নেয়া আলাপচারিতা সংযুক্ত করা হল।

বৈশাখী অন্তরঙ্গ আলাপনঃ- আপনাদের সাথে আছেন শ্রদ্ধেয় ব্লগার মামুন রশিদ।



আলাপচারিতায় নেই এমন তিনটা সিক্রেট:)

১) শেষের কবিতা - মামুন রশিদ এর প্রথম পড়া উপন্যাস ।

২) শেষের কবিতা - মামুন রশিদ এর বার বার পড়া উপন্যাস।

মামুন রশিদকে আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হল। B-)

যে তিনটি বই মামুন রশিদ সাথে নিয়ে যাবেন
-

১) শেষের কবিতা ।

২)থ্রি কমরেডস।

৩)দি ওল্ড ম্যান এন্ড দ্য সি।



আরো থাকছে -

গল্পকার মামুন রশিদ এর গল্পের উপর ব্লগার প্রবাসী পাঠকের চমৎকার একটা রিভিউ ♥ ♥ গল্পকার মামুন রশিদঃ ♥ ♥ ♥ তিনটি অনবদ্য গল্প ♥ ♥





রবীন্দ্রনাথে সারা



ঘুম ছিল খুব কম। গভীর রাতে শুতেন, উঠতেন শেষ রাতে। সাধারণত তাঁর দিন শুরু হত স্নানান্তে উপাসনায়। ঠিক ভোর ৪টায় চা। ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত একটানা লিখতেন। সকাল ৭টায় প্রাতরাশ সেরে আবার লেখা। ফাঁকে ফাঁকে চা বা কফি। বেলা ১১টা পর্যন্ত লিখে যেতেন আবার স্নানে। স্নানের পরই খেতে বসতেন। দুপুরে খাওয়ার পর ঘুমোতেন না, বিশ্রামও না। ঘন্টা খানেক কোনো পত্রিকা বা বইয়ের পাতা উল্টে আবার লিখতে বসা। বিকেল ৪টায় চা, সঙ্গে কিছু নোনতা। রাতের খাওয়া সন্ধ্যা ৭টার মধ্যে। রাতে পছন্দ করতেন ইংরেজি খাবার। দুপুরে বাঙালি। রাতে খেয়েদেয়ে আবার একটানা রাত ১২টা পর্যন্ত লেখা বা পড়া।( একটা ওয়েবসাইট হতে তথ্যগুলো নেয়া)



এই হল আমাদের প্রতিদিনকার সূর্য রবীন্দ্রনাথ । আমরা তাতে স্লান করি , ঋদ্ধ হই । ৭ ই আগস্ট১৯৪১সালে তার দেহত্যাগ হয়েছে সত্যি, কিন্তু রয়ে গেছেন আমাদের অস্তিত্বে। রবি নামে আমরা তাকে চিনি।কিন্তু তিনি কি নিজেকে চিনতেন ? কিংবা আমরা কি নিজেদের?





রবীন্দ্রনাথ দিয়ে শেষ করছি -

প্রথম দিনের সূর্য

প্রশ্ন করেছিল

সত্তার নূতন আবির্ভাবে

কে তুমি -

মেলেনি উত্তর।

বৎসর বৎসর চলে গেল

দিবসের শেষ সূর্য

শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগরতীরে ,

নিস্তব্ধ সন্ধ্যায়

কে তুমি -

পেল না উত্তর ।



কবিগুরুকে নিয়ে একটা ভাল সাইট -View this link

সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃঈদ উল ফিতর জুলাই২০১৪

গল্প সঙ্কলনের পিডিএফ লিঙ্ক-http://goo.gl/01jYTi

মন্তব্য ১১৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৭

আমিনুর রহমান বলেছেন:



অনেকদিন পর একটা সংকলনের সাথে সংযুক্ত থাকতে পেরে ভালো লাগছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: এবার আপনি পাশে থাকায় ভাল লাগার পরিমাণটা অনেক অনেক বেড়ে গিয়েছে প্রিয় আমিনুর ভাই :)

সবসময় আপনি পাশে থাকবেন - আপনার কাছে এমনটাই
প্রত্যাশা আমাদের । সবসময়ের জন্য ।

ভাল থাকবেন প্রিয় আমিনুর ভাই ।
শুভকামনা রইল ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৮

ডি মুন বলেছেন: প্রথম কমেন্টের ঘর আগে দখল করে নেই। নাহলে এক্ষুনি বেদখল হয়ে যেতে পারে :)

বিস্তারিত আলোচনায় আসছি পরে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , চি চি লাস্টু হইয়া গেলেন ;)

অবশ্যই মুন ভাই ,বিস্তারিত জানার অপেক্ষায় রইলাম ।
আপাতত একরাশ তাজা ফুলের শুভেচ্ছা :)

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ধারাবাহিক সংকলন । ডেডিকেটেড লোকদের অবদানে এমন সুন্দর সাজানো মাসিক সংকলন একসাথে ভালো লেখাগুলো পড়ার আগ্রহ তৈরি করে । এগিয়ে যাওয়ার এক একটা ধাপ । একদিন নক্ষত্র হয়ে সামু দেখা দিবে পৃথিবীর সকল প্রান্তে । অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় মামুন রশিদ ভাই এবং অন্যান্য গুনী কারিগরদের। ... :) :) :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৩

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নারা পাশে আছেন বলেই কাজ করার প্রেরণা পাই ।
:)

বিনীত ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ।

ভাল থাকবেন ভাই ।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫১

খাটাস বলেছেন: বাপ্রে এবাবের বর্ণনা আর প্রজেন্টেসন আগের চেয়ে বেশি ভাল হইছে, চমৎকার। সংকলন টিম কে অভিনন্দন আরেকটি সুন্দর সংকলন কে রুপ দান করায়। :)
আর মামুন রশিদ ভাইএর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তার ব্লগিয় উপ্সথিতির জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৮

মাহমুদ০০৭ বলেছেন: এইবার তোমারে আগে আগে দেইখা অনেক ভাল লাগতেছে :)
পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই ।

ভাল থাইকো । অনেক অনেক শুভকামনা । :)

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৬

ডি মুন বলেছেন: আমিনুর ভাইয়ের কাছে আমার শোচনীয় পরাজয় জাতি কিছুতেই মেনে নেবে না।


(মাহমুদ ভাই, আসনে ইনবক্সে আপনার সাথে একটা দফারফা করি। যাতে আমার কমেন্টটা ফাস্টু বানাইয়া দেয়া যায়)

আহম , আহম , যাহোক, পরবর্তীতে দেখা যাবে আমিনুর ভাই কে জেতে!!!! মু হাহাহাহহাহহা :) !!!! :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৭

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নে আবার কুন্দিন ফাস্টু আছিলেন X((
তয় দেনদরবার যদি ভাল হয় ...... ;)

কওঁন যায়না কুন সুম কি অয় !!


আর ডিল সুবিধার না হইলে আমিনুর ভাই ই জিতা যাইব :)
কি আর করবেন !!



৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৫

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ কাজ। ভাবে ও প্রকাশে মুগ্ধতা অতুলনীয় ।
গভীর রাতে আমাকে কে জানি জাগিয়ে দিল এই সংকলনটা দেখার জন্য। ভাল থাকবেন ভাই।
শুভ রাত্রি।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৮

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ কাজ। ভাবে ও প্রকাশে মুগ্ধতা অতুলনীয় ।
গভীর রাতে আমাকে কে জানি জাগিয়ে দিল এই সংকলনটা দেখার জন্য। ভাল থাকবেন ভাই।
শুভ রাত্রি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য , ভাল থাকবেন ।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মাস শেষে পুরো মাসের বিশেষ গল্প , কবিতা নিয়ে মাসিক এই পোষ্টগুলোর গুরুত্ব কি সত্য সত্যই প্রশ্নবিদ্ধ ??
এই পোষ্টে ছয় মাস শেষে আসলে একসাথে অনেক গুলো ভালো গল্প পাওয়া যাবে , যারা ১৫ দিন পরে একদিন ব্লগে আসার সুযোগ পায় তারা খুব দ্রুত কিছু পোষ্ট পাবে ! সংকলনের গুরুত্ব বলতে আমার কাছে এতটুকু , নতুন কিছু নেই বলে অনেকে আবার সংকলনকে ব্লগের কলঙ্ক মনে করেন !!
বিতর্ক টা অনেক পুরাতন , তর্কযোগ্য কিন্তু অর্থহীন !
এই ধরনের মাসিক সংকলন পোষ্ট মূলত তাদের জন্যই করা , যারা সংকলনের জন্য অপেক্ষা করেন !
( দিনে এমন অনেক পোষ্ট ই তো আছে যা ভালো লাগেনা , এড়িয়ে যান , আপনার ভালো না লাগলে এড়িয়ে যান !
এত কষ্ট করে সংকলন সম্পন্ন করা কাউকে মোটাদাগে বলতে গিয়ে হিটখোর ট্যাগ দেয়াটা অমানবিক , হিট তার মূল্যবান সময় ফেরত দেয়না , দেয় যারা সংকলন ভালোবেসে অপেক্ষা করে তাদের ভালোবাসা ! )

শুভেচ্ছা মাহমুদ ভাই , উপরের মন্তব্যের হেতু উদ্ধার করতে গিয়ে দেইখেন আবার চুল ছিড়া ফালাইয়েন না !
এবারের সংকলনের উপস্থাপনায় নতুনত্ব আছে !
সুন্দর থাকুন , একটা জমাট গল্প লেখেন তো ..

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: আমার মতে সঙ্কলন যদি একজন মানুষের উপকারেও লাগে
তাহলেও টা করা উচিত , কারণ তার যৌক্তিকতা আছে ।
আর এটা একটা সৃজনশীল কাজ , শিক্ষণীয় অনেক বিষয়
- আশয় আছে । আর জগতের এমন কোন কাজ নেই যাতে
সমালোচনা হয় না ,কেউ ভাল বলবে , কেউ মন্দ বলবে - এই ত জীবন ।

তাই নিজের কাজ নিজের মত করে করে যাওয়াই মঙ্গল ।

আপনার মন্তব্যেও সঙ্কলনের প্রয়োজনীয় দিকটা চলে এসেছে ।

ভাল থাকবেন প্রিয় অভি ভাই , বরাবরের মতই আপনাকে দেখে আনন্দিত ও অনুপ্রাণিত হলাম ।

ভাল থাকবেন ।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫৮

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় আরিফ ভাই ।

ভাল থাকবেন ।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুনী ব্লগার ও বিশিষ্ট গল্পকার মামুন রশিদ ভাইকে সংকলন উৎসর্গ করায় অসংখ্য ধন্যবাদ। আসলেই মানুষের জীবদ্দশায় তার মূল্যায়ন করা উচিৎ।

ধন্যবাদ, ভাই মাহমুদ ০০৭।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় হেনা ভাই ।
ভাল থাকবেন ।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য এবং প্রয়োজনীয় একটা পোস্ট। ব্লগারদের এধরণের পরিশ্রমে গর্বিত হই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

মাহমুদ০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ শরৎ দা ।
আপনাকে দেখে ভাল লাগছে ।
অনেক শুভকামনা রইল ।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বলতে ভুলে গেছি। ফেসবুক পেজে আমার লেখা গল্প প্রকাশে কোন আপত্তি নাই। তবে ব্যস্ততার কারণে যেহেতু ফেসবুকে আমি প্রায় বসি না বললেই চলে, তাই দয়া করে আমার লেখার নিচে আমার মোবাইল নম্বর (০১৭১১০৩৯৩৩৭) দিয়ে দিলে ভালো হয়। প্রয়োজনে কোন ফেসবুক বন্ধু আমার সাথে যোগাযোগ করতে পারবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: অবশ্যই মোবাইল নাম্বার নিয়ে দিয়ে দেয়া হবে ।

ধন্যবাদ প্রিয় হেনা ভাই ।
ভাল থাকবেন ।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

যাযাবর বেদুঈন বলেছেন: সংকলন যেহেতু ব্লগারদের উৎসাহ এবং প্রয়োজনীয়তার কথা ভেবে করা হয় আমার জানতে ইচ্ছা করছে এই সংকলনে স্থান পাওয়ার প্রকৃত মানদণ্ডটা আসলে কি? যদিও সংকলন করেছেন আপনার ব্যাক্তিগত পছন্দ থেকে কিন্তু এই ধরনের একটি কাজ অবশ্যই নিখুঁত হওয়া আবশ্যক নতুবা সংকলনের গুণগত মান নিয়ে কথা থেকে যায়। তবে যদি ব্লগ কর্তৃপক্ষ থেকে এমন কাজ হয়ে থাকে তাহলে আর কিছু বলার নাই। আপনার সংকলনে অনেক গল্পই দেখছি স্থান পায়নি। যা আমার কাছে মনে হয় স্থান পেতে পারত। সব গল্পের লিংক দিতে পারছিনা তবে নমুনা হিসেবে কয়েকটি দিচ্ছি। ভেবে দেখতে পারেন এই গল্পগুলো নিয়ে।

ভাষা - কয়েস সামী

অভিমানের দেয়াল - ট্রাক

পিপিতা, নিভিতক ও একজন রাজকুমার - আরজু মুন জারিন

রাতিন’স মম - ফেসবুকারবার্গ

আপনার পরিশ্রমকে সাধুবাদ জানাই। অনেক শুভকামনা থাকল আপনার জন্য।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

যাযাবর বেদুঈন বলেছেন: আরও দুটি লিংক দেখতে পারেন। আরও অনেক গল্প আছে মনে হলে লিংক দিয়ে যাব অবশ্যই।

জীবনের দ্বৈত শিল্পী - বোকা মানুষ বলতে চায়

মেয়েটি অথবা কবির সাথে তার বৃষ্টিতে ভেজার গল্প - অপু তানভীর

ভাল থাকুন।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

যাযাবর বেদুঈন বলেছেন: বারবার এসে বিরক্ত করছি কিছু মনে করবেন না। আরও কিছু গল্পের লিংক দিলাম। গল্পগুলো পড়ে দেখতে পারেন।

অসমাপ্ত - আপেক্ষিক

খুন - কান্ডারি অথর্ব

অনেক সমান্তরাল - মৃদুল শ্রাবন

হঠাৎ পাওয়া নিমেষে হাওয়া - আমি কাল্পনিক সজল

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

জাতি এবার অনেক ছিমছাম একটি সংকলন উপহার পেলো.... B-)
অভিনন্দন, মাহমুদ০০৭
সহ-অভিনন্দন ডি মুন, প্রবাসী পাঠক........... B-) :D :D


//জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান জানাতে পারলে কতই না ভাল হত!প্রথমবারের মত একজন জীবিত গুণী ব্লগার মামুন রশিদকে সংকলন উৎসর্গ করতে পেরে সংকলক দল সম্মানিত বোধ করছে।// পাঠক হিসেবে আমরাও কিছুটা পেলাম :)

প্রিয়তে......

অনেক ধন্যবাদ, প্রিয়তম সংকলক :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মাহমুদ০০৭ বলেছেন: মাইনুল ভাইয়ের হাসি দেখেই মন ভরে গেছে :)
আহ !



//জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান জানাতে পারলে কতই না ভাল হত!প্রথমবারের মত একজন জীবিত গুণী ব্লগার মামুন রশিদকে সংকলন উৎসর্গ করতে পেরে সংকলক দল সম্মানিত বোধ করছে।// পাঠক হিসেবে আমরাও কিছুটা পেলাম

- অবশ্যই ! গুণী ব্যক্তিকে সম্মান জানানোর তৃপ্তি ই আলাদা ।

প্রিয়তে নেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন প্রিয় মাইনুল ভাই ।
শুভকামনা রইল ।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আচ্ছা ‌যারা গল্প লিখতে পারে না, কিন্তু ‌গল্পোকরণ লেখে, তারা কি সংকলনের কোন জায়গায় জায়গা পাবে? জাতি জানতে চায়...... B-)


(সবকিছুতে জাতিরে টেনে না আসলে গুরুত্ব পায় না।)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: জাতিরে টেনে আনার কারণে গুরুত্ব দিতে বাধ্য হলাম। B-)

দেখি জাতির সাথে গোলটেবিল বৈঠকে বসে কি করা যায় ;)

মাইনুদ্দিন ভাই , গল্প চাই । :)
আপনার গল্প পড়তে ইচ্ছুক ।

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার সংকলন করেছেন। উপস্থাপন বেশ ভাল লাগল। প্রিয়তে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য ।
ভাল থাকবেন ।
শুভকামনা ।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

মুদ্‌দাকির বলেছেন:

নতুন সামুতে গল্পের জন্য আলাদা বাটন থাকা উচিৎ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

মাহমুদ০০৭ বলেছেন: একসময় হয়ত হবে :)
ধন্যবাদ প্রিয় ভাই ,মুদ্‌দাকির ।
ভাল থাকবেন ।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

আমিনুর রহমান বলেছেন:



মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আচ্ছা ‌যারা গল্প লিখতে পারে না, কিন্তু ‌গল্পোকরণ লেখে, তারা কি সংকলনের কোন জায়গায় জায়গা পাবে? জাতি জানতে চায়...... B-)


(সবকিছুতে জাতিরে টেনে না আসলে গুরুত্ব পায় না।)



মইনুল ভাই আমার মতো চালাকি করতে হবে তার জন্য। দেখেন না পিডিএফ করে সংকলনে জায়গা করে দিয়েছি :P

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

আমিনুর রহমান বলেছেন:



মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আচ্ছা ‌যারা গল্প লিখতে পারে না, কিন্তু ‌গল্পোকরণ লেখে, তারা কি সংকলনের কোন জায়গায় জায়গা পাবে? জাতি জানতে চায়...... B-)


(সবকিছুতে জাতিরে টেনে না আসলে গুরুত্ব পায় না।)



মইনুল ভাই আমার মতো চালাকি করতে হবে তার জন্য। দেখেন না পিডিএফ করে সংকলনে জায়গা করে দিয়েছি :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: মইনুল ভাই আমার মতো চালাকি করতে হবে তার জন্য। দেখেন না পিডিএফ করে সংকলনে জায়গা করে দিয়েছি :P


২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

যাযাবর বেদুঈন বলেছেন: আবারও আপনাকে বিরক্ত করতে চলে এলাম। এই চমৎকার জীবন ভিত্তিক গল্প দুটি ছাড়া সংকলন অসম্পূর্ণ থেকে যাবে।

বিড়ালের বাচ্চাও স্বাধীনতা চায় - মোঃ জুনায়েদ খান

দুঃস্বপ্নের সোনালী আঁশ - শাশ্বত স্বপন

ভাল থাকুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম ।

আপনি গল্পের যে লিংকগুলো দিয়েছেন সেখান থেকে কিছু গল্প সংকলনে স্থান পায় নি, সংকলনের নিয়মের কারণে।
আমরা ধারাবাহিক গল্প কিংবা উপন্যাস সংকলনে নিচ্ছি না।
আর অন্য কোন লেখকের লেখা কোন ব্লগার শেয়ার করলে সেই গল্পও সংকলনে নেয়া হয় না।
যে সব ব্লগার তাদের পোষ্টে করা কোন ব্লগারের মন্তব্যের জবাব দেয় না , আমরা তাদের সংকলনের বাইরে রাখছি ।

সামুতে প্রতিদিন অনেক গল্প আসে। আমাদের প্রচেষ্টা থাকে সবগুলো গল্প পড়ে সেখান থেকে সেরা গল্পগুলোকে বাছাই করে আনা।
সঙ্কলনের শুরু হতেই এই নিয়ম মেনে চলা হচ্ছে ।




গল্প নির্বাচন করার সময় আমরা প্রথমে দেখি গল্পটা গল্প হল কিনা । আমাদের কাছে গল্পের লেখক এর নাম কোন মূল্য বহন করে না।
আমরা গল্পটাকেই প্রাধান্য দেই। গল্প নির্বাচনের ক্ষেত্রে নিজস্ব বিচার , গল্পের ব্যাপারে ব্লগের গুণী লেখকদের মতামত , গল্পে করা তাদের
গঠনমূলক মন্তব্য বিবেচনা করা হয় । এ প্রক্রিয়া পুরো মাসব্যাপী সব ব্লগারদের জন্যই উম্মুক্ত থাকে । এবং গুণী লেখক / ব্লগার রা
তাদের মতামত জানিয়ে সহযোগিতা করেও থাকেন । সামু পরিবারের অংশ হিসেবে আপনিও তার বাইরে নন।
আপনার ভাল লাগা গল্প , সংকলন বিষয়ক যে কোন আলোচনা , পরামর্শ আপনি যে কোন সময় ব্লগে বা ফেসবুকে
জানাতে পারেন । সঙ্কলনকে যথাসম্ভব সুন্দর , নির্ভুল করার জন্য আপনাদের সহযোগিতার কোন বিকল্প নেই ।
এবং আমরা চাই আপ্নারা আপনাদের মতামত সংকলনের আগেই জানান । তাতে ভুল হবার সম্ভাবনা অনেক কমে যাবে ।


আপনার দেয়া লিঙ্ক হতে আরজু মুন জারিন এর গল্প এবং ফ্রেয়া রুনি র গল্প সংযুক্ত করা হল ।
তাদের গল্প চোখ এড়িয়ে যাওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।


আসলে সংকলন পুরোপুরি নির্ভুল করা সম্ভব নয় । সবসময়েই কোন না কোন গল্প চোখ এড়িয়ে যাবে ।
আমাদের আপ্রাণ চেষ্টা থাকে যথাসম্ভব ভাল করার । এক্ষেত্রে নতুন গল্প লিখিয়ে ব্লগারদের ও কিছু দায়িত্ব আছে ।
তারা যদি অন্যান্য ব্লগার দের সাথে মিথস্ক্রিয়া না বাড়ান , সবার সাথে পরিচিত হবার চেষ্টা না করেন তাহলে
তাদের খুজে পাওয়া যাবে কিভাবে ।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ।
ভাল থাকা হোক ।
শুভরাত্রি ।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন পরিশ্রমী উদ্যোগে ধন্যবাদ । আর শুভকামনা । গল্প পড়া প্রায় ছেড়ে দিয়েছি । যারা গল্প পড়ার জন্য উন্মুখ থাকেন নিঃসন্দেহে তাদের জন্য এটি চমৎকার উদ্যোগ ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
সবসময় পাশে আছেন , থাকছেন , এ জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন ।

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

যাযাবর বেদুঈন বলেছেন: আবারও দুটি গল্পের লিংক নিয়ে হাজির হলাম। এই দুটি গল্পও পড়ে দেখতে পারেন। আসলে জনকল্যাণকর একটা চমৎকার সংকলন অল্পকিছু গল্পের অভাবে অপূর্ণ থেকে যায় বিধায় বার বার এসে বিরক্ত করছি। কিছু মনে করবেন না।

ভালোবাসা শুরুর গল্প - ফ্রেয়া রুনি

যে লেখা না ছাপলেই নয় - শাহ আজিজ

শুভেচ্ছা সকালের স্নিগ্ধতার।

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

সুমন কর বলেছেন: সংকলন টিমের সকল সদস্যকে জানাই অান্তরিক ধন্যবাদ। !:#P

পুরো মাসের সব গল্পগুলো এক সাথে সামুর পাঠকদের সামনে নিয়ে এসেছে-এ সংকলন।

উপস্থাপন নিয়ে কোন কথা নয়। দারুণ এবং চমৎকার।

পাশে অাছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭

মাহমুদ০০৭ বলেছেন: বরাবরের মত পাশে থাকার জন্য ধন্যবাদ সুমন ভাই । :)
ভাল থাকবেন ।

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

ডি মুন বলেছেন: পিডিএফ টা ডাউনলোড করলাম।

খুব ভালো লাগলো। সবগুলো গল্প একসাথে। একদম একটা বই যেন। সুন্দর।

আমিনুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০

মাহমুদ০০৭ বলেছেন: আমিনুর ভাইয়ের জবাব নাই । :)

ভাল থাকবেন ভাই ।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গল্পসংকলনের ভূমিকা এবং বাড়তি কথাগুলো পোস্টের মূল্য ও মাধুর্য বহুগুণ বাড়িয়ে দেয়। অভিনন্দন মাহমুদ ভাই সুন্দর সংকলন পোস্টের জন্য।

উপরে কোনো কোনো মন্তব্যে কারো কারো অসন্তোষের ব্যাপারটা উঠে এসেছে। কোনো কিছুই ফুলপ্রুফ করা সম্ভব নয়। কোনো কিছু দ্বারাই শতভাগ মানুষকে সন্তুষ্ট করা/রাখা যায় না। তবে চেষ্টা করতে দোষ নেই যাতে যে-কোনো কাজ যথাসম্ভব ফুলপ্রুফ হয় এবং সর্বাপেক্ষা বেশি মানুষের মনঃপুত হয়।

সারা মাসের সবগুলো গল্পের পোস্ট একজনের দ্বারা পড়া ও তার তালিকা তৈরি করা সম্ভব নয়। এজন্য আপনাকে সহায়তা করার জন্য কয়েকজন ‘নির্বাচক’ মনোনীত করতে পারেন। এই পোস্টেই আগ্রহীদের নাম আহ্বান করতে পারেন।

সর্বাগ্রে এ পোস্টের উদ্দেশ্য কী সেটা নির্ধারণ করতে হবে। যেমনঃ

১) সারা মাসে প্রকাশিত সবগুলো গল্পের লিংক এখানে প্রকাশ করা?

নাকি

২) সারা মাসে প্রকাশিত সবগুলো গল্প থেকে সেরা গল্পগুলো এখানে প্রকাশ করা?

মনোনীত নির্বাচকগণকে সেভাবেই ব্রিফ বা নির্দেশনা দিতে হবে গল্প নির্বাচনের জন্য। আবার যে-কাউকে নির্বাচক মনোনীত না করে গল্পসাহিত্য সম্পর্কে যাঁদের স্বচ্ছ ধারণা আছে তাঁদেরকেই নির্বাচক হিসাবে মনোনীত করা উচিত। ভালো গল্প লিখেন, কিংবা গল্পের উপর গঠনমূলক সমালোচনা করে থাকেন- এমন ব্লগারের মধ্য থেকে ‘নির্বাচক’ মনোনীত করা উচিত হবে।


আমি ব্যক্তিগতভাবে সেরাগল্পগুলো নির্বাচনের পক্ষে। আর সেরা নির্বাচনের কাজ একার পক্ষে সম্ভব নয় মূলত দুটি কারণে- ১) সারা মাসের এতগুলো গল্প একার পক্ষে পাঠ করা সম্ভব নয়, অনেক গল্প অপঠিত থেকে যাবে, বা চোখের আড়ালে পড়ে থাকবে। ২) সবগুলো গল্প একা পাঠ সম্ভব হলেও সেরা নির্বাচন হয়তো নিঁখুত হবে না। আপনার বিবেচনায় যেটি বাদ পড়ে গেছে, অন্য তিনজনের বিবেচনায় সেটি সেরাদের সেরা গল্পও হয়ে উঠতে পারে। বেশি মানুষের ভোটাভুটিতে নির্বাচন অপেক্ষাকৃত সেরা নির্বাচন।

‘নির্বাচক’ মনোনীত হলে তাদেরকে দিন বা সপ্তাহ ভিত্তিতে গল্প নির্বাচনের ভার দেয়া যেতে পারে। কেবল ‘নির্বাচিত পোস্টসমূহ’ না দেখে তাঁদেরকে প্রতিদিনের গল্পের সবগুলো পোস্ট দেখতে হবে। দিনের পোস্টগুলো থেকে সেরা গল্পগুলো বেছে তালিকা করে রাখতে হবে। সংকলন তৈরির সময় কোনো লেখকের একাধিক গল্প নির্বাচিত থাকলে তাঁর নামের সাথে একত্রে সবগুলো গল্পের নাম উল্লেখ থাকা বাঞ্ছনীয় হবে।

আর যদি সংকলনটি সারা মাসে প্রকাশিত সবগুলো গল্পের সমাহার হয়ে থাকে, তাহলে এখানে আরও অনেক গল্প অন্তর্ভুক্ত হবার দাবি রাখে। খেয়া ঘাটের কিছু শিক্ষণীয় গল্প পড়ে থাকি, সেখান থেকে কিছু গল্প তো যোগ হতেই পারে।


ভালো থাকুন প্রিয় মাহমুদ ভাই। আবারও অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ছাই ভাই ।
মামুন ভাই যখন সঙ্কলন শুরু করেন তখন থেকেই কিন্তু
সারা মাসে প্রকাশিত সবগুলো গল্প থেকে ( যতটুকু পড়া যায় ) বাছাই করে সেরা গল্পগুলো নিয়ে সঙ্কলন সাজাতেন ।

আমরাও সেই ধারা বজায় রাখছি ।

আপনি জানেন শুরু হতেই সঙ্কলন কে সফল করার
জন্য প্রত্যেকের সহায়তা চাওয়া হয়েছে , এবং এখনো চাচ্ছি ।
সৃজনশীল লেখকরা সহায়তা করলে সঙ্কলন আরো ভাল হবে ।
ভাল লাগা গল্প , সংকলন বিষয়ক যে কোন আলোচনা , পরামর্শ যে কোন সময় ব্লগে বা ফেসবুকে জানানোর সুযোগ আছে এবং কিছু গুণী লেখক / পাঠকদের সহায়তাও আমরা পেয়েছি , পাচ্ছি ।। সেজন্য তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ ।

ব্যক্তিগতভাবে সঙ্কলনের পাশে থাকার জন্য আপনার প্রতিও
আমি আহবান জানাচ্ছি। আপনি যুক্ত থাকলে কাজটা আরো
সৃজনশীল সুন্দর হবে বলে আমার বিশ্বাস ।

সংকলন তৈরির সময় কোনো লেখকের একাধিক গল্প নির্বাচিত থাকলে তাঁর নামের সাথে একত্রে সবগুলো গল্পের নাম উল্লেখ থাকা বাঞ্ছনীয় হবে।


- বিষয়টা মাথায় রাখলাম । এখন তারিখ অনুযায়ী গল্প সাজানো হচ্ছে ।


ভাল থাকবেন প্রিয় ছাই ভাই । অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার উদ্যোগ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । :)
ভাল থাকবেন ।

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

মামুন রশিদ বলেছেন: আই এ্যাম ব্লেসড..

মাহমুদ০০৭, প্রবাসী পাঠক আর ডি মুনের হাত ধরে ব্লগ সাহিত্যচর্চা একটি নতুন ধারায় প্রবেশ করেছে । সকাল রয় আর আমিনুর রহমান যোগ দেয়ায় সংকলন টিম নিঃসন্দেহে সমৃদ্ধ হয়েছে । আমিনুর রহমান আগেও সংকলনে কাজ করেছেন । সকাল রয় সংকলনে কাজ করার ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন, কিন্তু আমার দূর্ভাগ্য উনার সাথে কাজ করার সুযোগ হয়নি । তাই গল্পকার এবং কবি সকাল রয়কে সংকলন টিমে দেখে খুব ভালো লাগছে ।

পুরো টিমের জন্য শুভকামনা ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৮

মাহমুদ০০৭ বলেছেন: আমিনুর ভাই আসায় আমারও খুব ভাল লাগছে । তিনি এসেই
দারুণ কাজ দেখালেন । সকালদার প্রচ্ছদ ও চমৎকার ।

উনাদের পাশে পেয়ে আমরাও আনন্দিত ।
ভাল থাকবেন প্রিয় মামুন ভাই , শুভকামনা রইল ।



৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

বকুল০৮ বলেছেন:
চমৎকার একটি সংকলন!
মাহমুদ০০৭ ভাই কে অনেক ধন্যবাদ!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ বকুল ভাই ।
:) কেমন আছেন ?

ভাল থাকবেন ।
শুভকামনা রইল।

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

একজন সৈকত বলেছেন:
নিঃসন্দেহে দারুণ সংকলন!
তবে মাহমুদ ভাই, আপনার গল্প কই? বহুদিন আপনার নতুন কোন গল্প পড়ি না- ফাঁদ, দায়, হবেই এর মত অসাধারণ সব গল্পের স্রষ্টা আর কতদিন গল্প লেখা থেকে দূরে থাকবেন?

আপনার লেখা নতুন গল্পের অপেক্ষায়-

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখে অনেক ভাল লাগছে :)
কেমন আছেন ভাই ?

ইনশাল্লাহ এমাসে লিখব ভাই ।
ভাল থাকবেন ।

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। পরিশ্রমী পোস্ট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই ।
ভাল থাকবেন । :)

৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

যাযাবর বেদুঈন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার ব্যাখ্যার জন্য আপনাকে। তবে এইযে সংকলনের এত নিয়মের কথা বলছেন সেটা অবশ্যই সংকলনের আগেই জানিয়ে দিয়ে আপনাদের অবস্থান নিশ্চিত করার প্রয়োজন ছিল। তাহলে সবাই এই ব্যাপারে সচেতন হতে পারত আগে থেকেই। নতুবা কেন সংকলনে গল্প স্থান পেল না সেই বিষয়ে ক্ষোভ থেকে যাওয়াটা অযৌক্তিক নয়। তাছাড়া যে মতামতের কথা বলছেন আপনার এখানে বাদ রয়ে যাওয়া কিছু গল্পে দেখা যাচ্ছে পাঠক প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই পজিটিভ। আবার আপনার তালিকায় কিছু গল্প দেখছি যাদের মন্তব্যের কোন রিপ্লাই নাই এবং পাঠক প্রতিক্রিয়া খুব বেশি পজিটিভ নয়। তাহলে আপনাদের নিয়মের স্বচ্ছতা থাকল কোথায় ?

যাই হোক অনেক কষ্ট করে একটি মহৎ কাজ করছেন সেই জন্য সাধুবাদ থাকল।

শুভরাত্রি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২

মাহমুদ০০৭ বলেছেন: সঙ্কলনের পেছনে গেলেই - আপনি এ সংক্রান্ত নিয়ম্ কানুন দেখতে পাবেন । গতবছরের মে মাস হতে শুরু করে গতমাসের পোস্ট পর্যন্ত পর্যবেক্ষণ করে আসুন ।

প্রতি সংখ্যায় ত একই কথা বার বার রিপিট করা বিরক্তিকর ।

সঙ্কলন সব মিলিয়ে ১৬ টা হল । নিয়ম ঠিক না করে ত আর সঙ্কলন করা হয় নাই । আর তাছাড়া কারো যদি জিজ্ঞাসা থাকে -
সে জিজ্ঞেস করলেই ত ল্যাঠা চুকে যায় । আপনি যে জিজ্ঞেস করলেন আপনাকে ত বললাম ।

গল্প লেখক রা নিয়ম সম্পর্কে অবহিত আছেন বলেই
তারা প্রস্ন করেন নি ।

যে মতামতের কথা বলছেন আপনার এখানে বাদ রয়ে যাওয়া কিছু গল্পে দেখা যাচ্ছে পাঠক প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই পজিটিভ।- আমাদের বিচারে মনোঃপূত হয় নাই ।

এইটা নিয়ে ক্ষোভ দুঃখ থাকলেও কিছু করার নাই ।



আপনার তালিকায় কিছু গল্প দেখছি যাদের মন্তব্যের কোন রিপ্লাই নাই এবং পাঠক প্রতিক্রিয়া খুব বেশি পজিটিভ নয়।



- চট করে ত আর ব্যাপারটা বোঝা যায় না । সে উত্তর দিবে
কি না দিবে । অনেকে দেরি করে রিপ্লাই দেয় ।
আপনি সঙ্কলনের পেছনের গল্প গুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন এমন কিছু গলপ আছে যারা রিপ্লাই দেয় নি ।
ত প্রথমে এসব বোঝার কথা না - সে উত্তর দিবে কি দিবে না । যখন পর্যবেক্ষণ করে আমরা নিশ্চিত হই তখন বাদ দেয়া হয় । আর সময় স্বল্পতা হেতু সব ১০০ % হওয়া সম্ভব না । আপনার চোখে এমন গল্পকার যদি ধরা পড়ে
যারা রিপ্লাই দেয় না সরাসরি তাদের নাম বলুন । তাদের বাদ দেয়া হবে ।

আর ব্যক্তিগতভাবে আপ্নাকেও আহবান জানাচ্ছি
আমাদের সাথে যুক্ত হবার । দূর হতে অনেক কিছুই সোজা লাগে , কাছে এসে ধারণা নিলে ভাল হয় । সংকলন টাও
আরো ভাল হয় , স্বচ্ছ হয় , নিখুত হয় ।

ভাল থাকবেন ।
শুভরাত্রি ।


৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:২৫

অক্টোপাস পল বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরে দুটো গল্প লিখেছিলাম। সেগুলো কেউ পড়বে ভাবিনি। সংকলনে স্থান পেয়ে সম্মানিত বোধ করছি। অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য । লিখে যান নিরন্তর ।
শুভকামনা ।

৩৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

যাযাবর বেদুঈন বলেছেন: আপনি বললেন আপনার সংকলনের পেছনে গেলেই এই সংক্রান্ত নিয়ম দেখতে পাব। কিন্তু আমিত আপনার কোন সংকলনেই এই সংক্রান্ত লিপিবদ্ধ কোন নিয়ম দেখতে পেলাম না।

আপনাদের যে ১৬ জন বিচারকের কথা বললেন কিংবা এখানে যারা এসে আপনার সংকলনকে সাধুবাদ জানিয়ে গেছে খোদ তারাই কিন্তু ওইসব গল্পে যেয়ে পজিটিভ মন্তব্য করে এসেছে। তাহলে এমন দ্বিমুখী আচরন কেন ?

চট করে ত আর ব্যাপারটা বোঝা যায় না । সে উত্তর দিবে
কি না দিবে । অনেকে দেরি করে রিপ্লাই দেয় ।
আপনি সঙ্কলনের পেছনের গল্প গুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন এমন কিছু গলপ আছে যারা রিপ্লাই দেয় নি ।
ত প্রথমে এসব বোঝার কথা না - সে উত্তর দিবে কি দিবে না ।


তাহলে কি করে আপনি নিশ্চিত হলেন যে গল্পগুলো সংকলনে দেন নাই তারা পরে রিপ্লাই দেবে না। তারাত পরে রিপ্লাই দিতেও পারে। আর মন্তব্যের রিপ্লাই না দেয়ার সাথে গল্পের মানের সম্পর্কটা কোথায় ঠিক বুঝলাম না। রিপ্লাই দেয়নি বলে আপনি গল্প সংকলনে স্থান দেবেন না এইটা সম্পূর্ণ যুক্তিহীন।

দুঃখিত ভাই আপনাদের গল্প সংকলনের নিয়ম কানুন আমার বিচারে মনোঃপূত হয় নাই। তাই আপনাদের সাথে সংকলনের কাজে যুক্ত হবার ইচ্ছা নাই। তবে আপনার সংকলনের বিরোধী নই। এখান থেকে গল্পগুলো পড়া যাবে।

একটা সংকলন এলে আমাদের সাধারন পাঠকদের লাভ হয় একটাই গল্পগুলো একসাথে পাওয়া যায়। কিছুদিন ব্লগে না থাকলে এসে সবগুলো পড়া যায়। কষ্ট করে খোঁজা লাগেনা।

এমনটাই হওয়া উচিত সংকলনের কাজ। নতুবা সংকলন না লিখে লিখতে পারেন সেরা গল্প সংকলন। লিখেছেন সামহোয়্যার ইন গল্প সংকলন তার মানে ওই মাসের গল্পগুলো সব পাওয়া যাবে এখানে।

ভাল থাকুন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০২

মাহমুদ০০৭ বলেছেন: সামহোয়্যার ইন গল্প সংকলন তার মানে ওই মাসের গল্পগুলো সব পাওয়া যাবে এখানে। - আপনার ব্যাখ্যাকৃত মতামত অনুসারে
আপনার কাছে ১৬ টা সংকলনই প্রশ্নবিদ্ধ হয়ে যায় । কারণ সঙ্কলন যাত্রা শুরু করেছে সিলেক্টিভ গল্প নিয়ে, আমরা ও সেই ধারা বজায় রাখছি ।

'' সেরা '' শব্দটা জরুরিভাবে থাকতে হবে এমন কোন কথা নেই । আপনার দৃষ্টিভঙ্গির বাইরেও নাম এর উপর ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ আছে ।


নতুবা সংকলন না লিখে লিখতে পারেন সেরা গল্প সংকলন। - হ্যা , এভাবেও হতে পারত । যেহেতু শুরু হতেই অভাবে নাম চলে আসতেছে ,
এটা বজায় থাকছে।

সংকলনের সাথে আপনি বা আপনার মত আরো গল্প পাঠকরা যুক্ত হলে ভাল হত , আপনি পোস্টে যেভাবে গল্প শেয়ার দিলেন , অভাবে যদি প্রতি মাসে
আমাদের কাছে আপনার ভাল লাগা গল্প গুলো শেয়ার দেন , তাহলে কাজটা আরো নিখুত হয় ।
আরেকটা কথা , আপনি এত গল্প শেয়ার দিলেও নিজের গল্প শেয়ার দেন নি । হয়ত নিজের বলে দেন নি । আপনি ত মিষ্টি একটা গল্প লিখেছেন ।
একটা অনুরোধ , গল্প লিখলে গল্পের নামের আগে '' গল্প '' নামটা উল্লেখ থাকলে আমাদের জন্য সুবিধা হয় , কিংবা ট্যাগে ।
আপনার এই লেখাটা জাজ করতে আপনার বলার ধরণে জাজ করতে কষ্ট হয়েছে এবং কমেন্টে ও আপনি রহস্য রেখে দিয়েছেন ।
আপনার লেখার ধরণ '' গল্প '' ধারণ করে । ও মাইনুল ভাইয়ের কমেন্টের উত্তরের উপর ভিত্তি করে আপনার গল্প সঙ্কলনে অন্তরভুক্ত করা হল ।



অনেকে আছেন পোস্ট দেয়ার পর কিছুদিন ব্লগে আসেন না । সেটা ১ মাস / ২ মাস ও হয় । আসার পর উত্তর দেন । কিন্তু কাউকে যদি দেখা যায় আসার পর দিব্যি
পোষ্টের পর পোষ্ট দিয়ে যাচ্ছেন কিন্তু মন্তব্যের উত্তর দিচ্ছেন না - আর এটা যখন পর্যবেক্ষণে ধরা পড়ে তখন ত সরি বলতেই হয় ।


যেমন ধরেন আপনি একটা লিঙ্ক দিয়েছেন -উক্ত ব্লগার ২০১২ সাল হতে কমেন্টের উত্তর দেন না । অথচ মাসের পর পোস্ট দিয়ে যাচ্ছেন ।

যিনি কমেন্টের রিপ্লাই দেবার সৌজন্য দেখান না তাকে আমরা সম্মান দেখাতে বাধ্য নই । মনে রাখতে হবে এটা কমুউনিটি ব্লগ এবং একজন ব্লগারকে
এটা মেন্টেন করতে হবে।

ভালভাবে না দেখলে বা দেখার ইচ্ছে না থাকলে চোখে না পড়া স্বাভাবিক ব্যাপার । তখন ১৬ পোস্ট ও ১৬ বিচারক হয়ে যায় ।

ভাল থাকবেন ।

৩৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আমাদের মতো অলসদের জন্য এটা একটা চমৎকার উদ্যোগ। যারা এর পেছনে শ্রম দিচ্ছেন তাদের ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ রায়ান ভাই ।
ভাল থাকবেন ।

৩৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: আপনার নিজের লেখা গল্প অনেক দিন পাইনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: এ মাসে দিতে পারি ।
ভাল থাকবেন হাসান ভাই ।
শুভেচ্ছা রইল ।

৩৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনের একটি সংকলন এককভাবে করা ভীষন দুঃসাধ্য ও সময়সাপেক্ষ একটি ব্যাপার, তথাপি সংকলনের মত একটি কাজ করতে গিয়ে আমরা আপনার মত একজন গুনী লেখকের লেখা থেকে বঞ্চিত হতে চাই না। তাই সামনে আপনার লেখা চাই। পাশাপাশি গল্প সংকলনের এই ব্যাপারটিকে আপনি সত্যি দারুন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এটা অন্যদের জন্য দৃষ্টান্ত হিসেবে হিসেবে কাজ করবে।

এবারের পিডিএফটা অনবদ্য হয়েছে, এর জন্য আমিনুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ।

এই সংক্রান্ত একটি ফেসবুক পেজ দুই একদিনের মধ্যেই প্রকাশ করা হবে, আশা করি এতে ব্লগের পাঠকের পাশাপাশি ফেসবুকের অন্য সাধারন ব্যবহারকারীরাও ব্লগ লেখকদের দারুন সব লেখার সাথে পরিচিত হবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কাভা ভাই ।
:) আপনাকে দেখে ভাল লাগল ।
ভাল থাকবেন ।

৩৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার!!! প্রিয়তে গেল!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । ভাল থাকবেন ।

৪০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পরিশ্রমী, ব্লগ সময়োপযোগী পোস্ট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই ।
ভাল থাকবেন ।

৪১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: গতমাসে পুরাই ফাঁকি মারছি !! হে হে B-) B-) আপ্নে তো সংকলন নিয়া আইবেন জানি !! তাই এখন পড়া শুরু করি :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ফাঁকি মারা ভাল নহে ;) উকে ।
ভাল থাইকো ভাই ।
অনেক অনেক শুভকামনা ।

৪২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম ১৫টা পড়লাম। বাকিগুলোও পড়ে ফেলব সময় করে।

অনেক শুভকামনা রইল প্রিয় মাহমুদ। আপনার একটা গল্প চাই এই মাসে।

শুভরাত্রি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রফেসর । :)
চেস্টা করব এই মাসে দেয়ার ।।

ভাল থাকবেন ।

৪৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০

আমিই মিসিরআলি বলেছেন: ১০ নম্বর প্লাস সহ প্রিয়তে ++++++++++

মাহমুদ ভাইয়ের সংকলনে প্রথম বারের মত মন্তব্য করিতে সমর্থ হইতে পারিয়া আনন্দিতবোধ করিতেছি :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

মাহমুদ০০৭ বলেছেন: আমিও আমিও আমিও - মিসির আলি ভাই :)
আপনাকে দেখে আমারও খুব ভাল লাগছে ।

ভাল থাকবেন ভাই ।

৪৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৩

সমানুপাতিক বলেছেন: পোস্ট প্রিয়তে নিচ্ছি মাহমুদ ভাই । +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ সমানুপাতিক ভাই :)
ভাল থাকবেন ।

৪৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

যাযাবর বেদুঈন বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত।

আমি আমার গল্পটি ড্রাফট করে নিতে বাধ্য হচ্ছি। আমার উদ্দেশ্য এখানে নিজের লেখা নিয়ে ছিল না। অশেষ ধন্যবাদ আপনাকে। আর ওটা কোন গল্পও ছিলনা।

আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম; কিছু ভাল গল্প আছে যেগুলো আপনার সংকলনে থাকতে পারত। আপনি যদি সংকলনের সাথে কিংবা তাদের পোস্টে গিয়ে উৎসাহ দিয়ে লিখে আসতেন যে, আপনার গল্পটি সংকলনে নেয়া হচ্ছে কিন্তু আপনি কমেন্টের রিপ্লাই দেয়ার চেষ্টা করুন দেখতেন, সে নিজে কেমন অনুপ্রানিত হত এবং আরও ভাল লেখার চেষ্টা করত। অন্যকেও মন্তব্য করত। এভাবেই ব্লগীয় ইন্টার‍্যাকশন গড়ে উঠে। এটাই কম্যুইনিটি ব্লগের নিয়ম বা এটাই হল তাই যাকে আপনারা বলে থাকেন ব্লগীয় মিথস্ক্রিয়া।

অনেক ভাল থাকুন আপনি।
শুভেচ্ছা সকালের স্নিগদ্ধতার।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫১

মাহমুদ০০৭ বলেছেন: নিজের লেখাকে গল্প অভিধায় অভিহিত না করা এবং ড্রাফটে নেয়ার জন্য গল্পের লিঙ্ক সরানো হল ।
আপনার বিবেচনা আর আমাদের বিবেচনায় তফাৎ থাকবেই ।


আপনি যদি সংকলনের সাথে কিংবা তাদের পোস্টে গিয়ে উৎসাহ দিয়ে লিখে আসতেন যে,
আপনার গল্পটি সংকলনে নেয়া হচ্ছে কিন্তু আপনি কমেন্টের রিপ্লাই দেয়ার চেষ্টা করুন দেখতেন,
সে নিজে কেমন অনুপ্রানিত হত এবং আরও ভাল লেখার চেষ্টা করত। অন্যকেও মন্তব্য করত।

- সুন্দর বলেছেন । বুকের ভেতর কিছু জমে থাকা কথা বলতে ইচ্ছে করছে ।
প্রবাসী পাঠক ভাই নতুনদের নিয়ে গত মাসে গল্প রিভিউ লিখেছিলেন । দেখেছেন বোধ হয় - নতুনরা এতই অনুপ্রাণিত হয়েছেন যে
একজনের ও সৌজন্যমূলক একটা কমেন্ট আসে নাই ।

আরেকটু পেছনে আসি ।
শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার কাণ্ডারি অথর্ব ভাই নতুনদের নিয়ে একটা মেগা পোস্ট দিয়েছিলেন । ৭০ প্লাস ব্লগার নিয়ে । তাদের অনেকে এতই
অনুপ্রাণিত হয়েছেন যে - নিজের ব্লগবাড়িতেই ঘোরাঘুরি করেন । হাল্কা নমুনা দেখাই -
পোস্ট করেছেন: ৬৮টি
মন্তব্য করেছেন: ১টি
মন্তব্য পেয়েছেন: ১০৬টি
ব্লগ লিখেছেন: ১১ মাস ১ সপ্তাহ

পোস্ট করেছেন: ১৭৬টি
মন্তব্য করেছেন: ৪১৭টি
মন্তব্য পেয়েছেন: ৯২০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৮ মাস


মন্তব্য করেছেন: ১৯৫টি
মন্তব্য পেয়েছেন: ৩২০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৬ মাস

আর ১২ টা পোষ্ট দিলেই উনি হাসান ভাইকে টপকে যাবেন । মাত্র তিন সপ্তাহের নিক নিয়ে আপ্নিও দুয়েকদিন পর মন্তব্যে উনাকে টপকে যাবেন ।

কাণ্ডারি ভাইয়ের অই পোষ্টে গেলে অনেক কিছু জানতে পারবেন । ধারণা নিলে আপনার জন্য ভাল হয় ।


সংকলন করতে গিয়ে বিভিন্নরকম অভিজ্ঞতা হচ্ছে তার মধ্যে জাস্ট ২ টা বলি

১) এক লেখক কে বলা হল - মন্তব্যের জবাব দেন না কেন ? উত্তর - আমার ইচ্ছে তাই দেই না !

২) একজনকে কমেন্ট করা হল । উনি দেখলাম আমার কমেন্ট টপকে নিচে আরেকজনের কমেন্টে উত্তর দিলেন ।
আমাকে উত্তর দিলেন না । সঙ্কলন করার পর
আবার গিয়ে বললাম । আপনার গল্প সঙ্কলনে এসেছে । উনি এক মাস পর উতর দিলেন - কোথায় ?

মামুন ভাই , কাভা ভাই , হাসান ভাই , শায়মা আপা সহ সব সিনিয়র ব্লগার রা প্রচুর কমেন্ট করেন । নতুন পুরাতন সবাইকেই করেন ।
তারপর ও বেশিরভাগ নিজের ব্লগ বাড়িতে কেন ঘুরাঘুরি করেন অনুপ্রাণিত না হয়ে অন্যকে মন্তব্য করেন না তার মনস্তত্ত্ব এখনো বুঝে উঠতে পারিনি । কাল দেখলাম
আপনার প্রদত্ত গল্পের লিঙ্ক এর একজন শ্রদ্ধেয় মামুন ভাইয়ের কমেন্ট ৩ মাস যাবত ঝুলিয়ে রেখেছেন । যদিও পোস্ট সরবরাহ স্বাভাবিক । কারও কারো ব্লগে সিনিয়দের
যেভাবে অপদস্ত হতে দেখি তাতেও বড় ভয় হয় । সচেতন ব্লগার হিসেবে আশা করি বিষয়টা নিয়ে আপ্নিও ভাববেন এবং মন্তব্যের মাধ্যমে তা জানার চেষ্টা করবেন ।




যাই হোক গল্পকারদের প্রতি আপনার আন্তরিকতা ভাল লেগেছে । আমরাও চাই আপনি মন্তব্য প্রদানের মাধ্যমে তাদের উৎসাহ অনুপ্রেরণা দেবেন ।
আমরাও সাধ্যমত তাদের পাশে আছি এবং থাকব । আপনার ভাললাগা গল্পে আপনার ভাললাগা জানালে গল্পকার রাও উৎসাহিত
হবেন । কিভাবে কি করলে কাউকে এক্টিভ করা যাবে আমাদের নিজেই দেখিয়ে দেবেন ।

অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি । সবসময়
এইভাবে আমাদের পাশে থাকবেন এই কামনায় ....।

৪৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

কয়েস সামী বলেছেন: প্রতি মাসের শুরুতে এসে আপনার ব্লগ ঘুরে আসি সংকলন করেছেন কি না দেখার জন্য। ব্লগে আসার সময় খুব কম পাই। তাই অাপনার সংকলনটাই ভরসা। ধন্যবাদ আপনাকে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১১

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কায়েস ভাই ।
আপনাদের মত গুণী ব্লগাররা পাশে আছেন বলেই কাজ করতে উৎসাহ পাই ।


ভাল থাকবেন ভাই ।

শুভকামনা রইল ।

৪৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

আবু শাকিল বলেছেন: প্রিয় তে রাখলাম।সময় করে পড়ব।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৪

মাহমুদ০০৭ বলেছেন: অবশ্যই ভাই ।
পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ।
ভাল থাকবেন ।

৪৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ ভাল উদ্যোগ --সৃজনশীল কাজগুলো এমনই হওয়া উচিত। ধন্যবাদ বেশ পরিশ্রম করে পোষ্টটি সাজাবার জন্য।
আর শ্রদ্ধা রইল গুণী ব্লগার মামুন রশীদ ভাইয়ের প্রতি।

আর পোষ্টে আমি আমার নামটি দেখে বেশ অবাকই হয়েছি । প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হলে যেমন অনুভূতি হয় সেরকম আর কি!! নতুন একজন ব্লগার হিসেবে পরিচিতি মোটেই সেরকম না --চেষ্টা করছি দেখা যাক।
পাশে পাব সবাইকে সে প্রত্যাশায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য ।
পাশে আছি , সবসময় ।

ভাল থাকুন , লিখে যান নিরন্তর ।
শুভকামনা ।

৪৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অনেক কষ্ট করেছেন মাহমুদ ভাই ৷ আপনার নান্দনিক উপস্থাপনার অসীম ভাল লাগা ৷ সবাইকে কৃতজ্ঞতা ও মুগ্ধকর কাজের জন্য ভালবাসা ৷

আপনার মন্তব্যে জানলুম নতুন গল্প আসছে তয় তো ছুরি কাঁচি লইয়া রেডি হইতে হয় ৷ হা হা B-)

আমার লেখাগুলা না নিয়ে নতুন পরামর্শে ঢুকিয়ে দিন দু একটা ৷

ওঁম শান্তি ৷ পাঠে মনযোগী হবে সবাই আশা করি ৷ ব্লগে এখন লেখক বেশি পাঠক কম ৷ এতো এতো পোস্ট ৷

নতুন পাতার সমারোহে জেগে উঠুক সামুর বাতায়ন ৷

উৎসর্গে ভাল লাগা আর রাত জেগে আপনার কষ্টকে স্বার্থক মনে হয় ৷ অনেক রাত পর্যন্ত লগইন থাকেন ৷

ভাল থাকবেন পরে আবার আসার ইচ্ছা আরো কিছু বলার ছিল ৷ :-B

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: দেরীতে মন্তব্য করার জন্য দুঃখিত জাহাঙ্গীর ভাই । দেরিটা ইচ্ছে করেই । কারণ আপনার সাথে মন খুলে কথা বলতে চাইছিলাম । আপনাকে প্রিয়জন
হিসেবে ভাবি বলেই সাহসটকু করতে পেরেছি ।

আসলে সমস্যা থাকবেই - যে কোন কাজেই সবার মন যোগানো সম্ভব নয় , উচিত ও নয় । চিনা একটা প্রবাদ আছে - গ্রামের সবাই যদি কাউকে ভাল বলে
তবে ধরে নিতে হবে সে শয়তান । আমিও তা বিশ্বাস করি ।

সততা , আন্তরিকতা আর নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করি - জানি শতভাগ সফল হই না , তবে যথাসাধ্য করার চেষ্টা করি ।

লেখার আগে পড়াটা , নিজের সাথে বোঝাপড়াটা , ভাবনাটা দাঁড়ানো জরুরী এটা মাথায় না থাকলে যা হয় - একের পর এক ইঁদুরের বাচ্চা প্রসব ।
কি হচ্ছে না হচ্ছে দেখার সময় নাই । তবে বেড়ালের বাঘের মত হুংকার ও বিস্ফোরণের চেষ্টা আছে যদিও বিড়াল বাঘের মাসি হয় বলে জানি ।
মুখোশ ধরে আসলেও তাই লাভ নাই ।কেননা ডূপ্লিকেট কখনো আসলের কাজ দেয় না ।
নখ থাবার ভেতর লুকিয়ে থাকলেও শিকারের সময় বেরিয়ে আসে ।বা লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড । এসব নিয়ে তাই ভাবি না । ভাবলে কাজ করা যাবে না ।

মাথার উপরে রাখার মত জিনিস বাদ দিয়ে হাঁটুর নিচের জিনিস গ্রহণ করতে রাজি নই । দুঃখিত তাই - ক্ষমাপ্রার্থী । সামুর সার্ভারে জায়গার অভাব নাই বলে জানি :)

সঙ্কলন আপনার মত গল্পভুক , প্রকৃত গুণী পাঠকদের জন্যই করা ।

আমি তেমন ভাল লিখিয়ে নই - কায়াস আহমেদ বলেছিলেন নিজের ভাবনার অন্তত ৪০% লেখায় আসতে হবে । জানিনা কি পারি কতটুক্লু পারি ।
ভুলচুক ধরিয়ে দিয়ে পাশে থাকবেন - এটাই হবে আমার জন্য বড় পাওয়া , ভালবাসার দান । এভাবে বললে আসলেই অনেক প্রেরণা পাই ।

ছুরি - কাঁচিকে তাই অনেক ভালবাসি । আপনার মেইল আইডি কি দেয়া যাবে ?

মে মাসের পর আবার ইমো দিয়ে কমেন্ট পাইলাম :) সবসময় এমন করে দিবেন :) - খুব ভাল লাগে । তৎসম টোটালি বাদ । :P

আপনার মন্তব্য খুব উপভোগ করলাম । একটা ভাললাগা ছুয়ে গেছে ।

আপনার কথা শোনার অপেক্ষায় রইলাম ।




ভাল থাকবেন প্রিয় ভাই । শুভকামনা ।

৫০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৮

শান্তির দেবদূত বলেছেন: অনেক কাজে দিবে এই পোষ্টখানা, গত মাসে অনেক ফাকিবাজি করেছি। হা হা হা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ । অনেক ধন্যবাদ প্রিয় লেখক ।

:) ভাল থাকবেন ।

৫১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৯

যাযাবর বেদুঈন বলেছেন: আপনার তথ্য অনুযায়ী, কান্ডারি অথর্ব ভাইয়ের সেই পোস্ট ঘুরে এলাম। শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার কাণ্ডারি অথর্ব ভাই আশা করি উনার পরবর্তী সংকলনে আমাদের মত অখ্যাত ব্লগারদের নিয়ে আবারও অমন সুন্দর একটি আয়োজন করবেন। তবে উনার ব্লগ ঘুরে এসে এমন কিছু ব্লগারের নাম পেলাম যারা এখন বীরদর্পে ব্লগে বিচরণ করছেন। তবে একটা মহৎ কাজ যখন করা হয় সবদিক বিবেচনা করেই করা উচিত। কেন যে উনি সম্পূর্ণ অবিবেচকের মত অমন একটি সংকলন করলেন যেখানে কিছু ব্লগার মন্তব্য আদান প্রদান করতে চায়না সেটা আমার বুঝে আসল না। ব্লগে যে শুধু সিনিয়র হলেই হয় না সাথে বুদ্ধি বিবেচনা থাকা লাগে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কান্ডারি ভাইয়ের এই ব্লগারদের নিয়ে সংকলন। নামের সার্থকতা উনি রেখেছেন বলেই মনে হল। আপনি বলেছেন উনার ব্লগে ঘুরে এলে বুঝব। সত্যি যা বুঝার বুঝে গেছি !

যাই হোক, জলে বাস করে আসলে কুমীরের সাথে যুদ্ধ চলেনা। নতুবা দেখা যাবে এইসব বলাতে আমাকে ব্যান করা হতে পারে।

আপনার মত আমারও কিছু না বলা কথা আছে। আপনি যাদের নাম বললেন তারা অনেক সিনিয়র ব্লগার তবে ব্লগে এমনও অনেক সিনিয়র ব্লগার ছিলেন কিংবা আছেন যারা তুখোড় জনপ্রিয় কিন্তু নিজ পোস্টে কিছু মন্তব্য ছাড়া বেশিরভাগ মন্তব্যেই কোন রিপ্লাই নেই। সঙ্গত কারণেই তাঁদের নাম বলা যাচ্ছেনা।

আপনাদেরকে গল্প সংকলন করার কাজে সাহায্য করতে পারলে ভাল লাগত। তবে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ মিলবেনা কখনও সেটা বোঝাই যাচ্ছে। তাছাড়া আমি নিজেই একটি সংকলনের কাজে হাত দিয়েছি। আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে গেলে খুব খুশি হব।

আর আপনার মে মাসের গল্প সংকলনে একটা ছোট্ট গল্পের লিংক দিয়ে এসেছি দয়া করে দেখে নিবেন আশা করি।

অনেক ভাল থাকুন আপনি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১৮

মাহমুদ০০৭ বলেছেন: কাণ্ডারি ভাইকে নিয়ে আপনার এভাবে বলাটা পছন্দ হল না । উনাকে সম্মান ও শ্রদ্ধা করি । উনার আন্তরিকতার ত কোন ঘাটতি নেই ।
উনি নতুনদের উৎসাহিত করার জন্যই এ পোষ্ট দিয়েছেন ।কাণ্ডারি ভাই ব্লগপ্রেমী একজন মানুষ ।
কথা হচ্ছে যাদের জন্য এ পোষ্ট দেয়া তারা যদি নিজেরাই সক্রিয় না থাকেন তাহলে ত করার কিছু নাই ।
সিনিয়র রা আর কতটুকু কি করবেন ! আমি এটাই বুঝাতে চেয়েছি ।

যারা সক্রিয় হতে চায়না তাদের কে আপনি কখনোই সক্রিয় করাতে পারবেন না ।
আমাদের সাথে কাজ করতে এলে খুশি হতাম । যে গল্প ই ডেমোক্র্যাটিক ওয়েতে নেয়া হয় । ফলে বৈপরীত্য থাকলেও
সমস্যা হবার কথা নয় । সঙ্কলনের সাথে যত জন যুক্ত হবে
, ততই ভালো হবে ।

আপনার লিঙ্ক দেখে নেব ।

ভাল থাকবেন ভাই । শুভকামনা রইল ।

৫২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১২

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাই আরো একটি চমৎকার গল্প সংকলন আমাদেরকে উপহার দেয়ার জন্য। চমৎকার একটি প্রচ্ছদ এর জন্য ব্লগার সকাল রয় ভাইকে অনেক ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমিনুর ভাইকে এই সংকলনের এত চমৎকার পিডিএফ তৈরি করে দেয়ার জন্য। বরাবরের মত এবারের সংকলনেও উপস্থাপনায় এসেছে বৈচিত্র।

মাহমুদ ভাই যে কোন কাজের পিছনে সমালোচনা থাকবেই। আকাশে চাঁদটা যতই সুন্দর উঠুক সমালোচকরা সেখানেও দোষ খুঁজে পাবে। বলবে, চাঁদটা ভালোই উঠেছে কিন্তু আর একটু বাঁকা হলে আরো ভালো হত। আমাদের সমাজে এই ধরনের লোকের কোন অভাব নেই যাদের কাজই সমালোচনা করা। সব ভালো কাজকেই তারা প্রশ্নবিদ্ধ করার ব্রত নিয়ে বসে থাকে। এসব নিয়ে মন খারাপ না করে আপনি আপনার মত করে কাজ করে যান।

পোস্টে ভালো লাগা এবং প্রিয়তে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই । :)
ভাল থাকবেন ।

৫৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৪

জাফরুল মবীন বলেছেন: কাজের পোস্ট।প্রিয়তে নিলাম।ধন্যবাদ আপনাকে শ্রমসাধ্য এরকম একটি গল্প সংকলন উপহার দেবার জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
ভাল থাকবেন । :)

৫৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই :)
বরাবরের মত পাশে পেয়ে ভাল লাগছে ।
ভাল থাকবেন ।

৫৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ! এতগুলো গল্প একসাথে... আজ থেকে পড়া শুরু করলাম। পোস্ট প্রিয়তে উইথ +++


অফটপিকে একটা কথা জানতে চাই, ভাই ব্লগার যাযাবর আমার একটা গল্পের লিংক দিলেন, যেটার উত্তরে আপনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। অভিযুক্তদের দলে যদি আমিও থেকে থাকি আর আমি ব্যাক্তিগতভাবে যদি, আপনাকে অথবা সিনিয়র-জুনিয়র কোন ব্লগারকে আমার আচরণ দ্বারা অসম্মান করে থাকি, তাহলে আন্তরিকভাবে দুঃখিত।

সংকলন টীমের সবাইকে শুভেচ্ছা এবং অশেষ ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় বোকা মানুষ বলতে চায়,

ব্রাদার ব্লগার যাযাবর আপনার গল্পের যেখানে লিঙ্ক দিয়েছেন সেই কমেন্টের উত্তরে ত কিছু বলা হয় নাই।
ব্লগার যাযাবরকে নিয়মের কথা যা বলা হয়েছে তা স্পেসিফিক কারো উদ্দেশ্য করে বলা হয় নি। এটা সামগ্রিক অর্থে বলা হয়েছে।

মন্তব্য ভালভাবে ''পাঠ '' করলে আশা করি বুঝতে পারবেন । এখানে
নিজের দিকে টানার মত কিছু নাই ।

কোন ব্লগার তার পোষ্টে করা অন্য ব্লগারের মন্তব্যের উত্তর দেবেন , এটূকু সৌজন্য একজন মানুষ আরেকজন মানুষের
কাছে আশা করতেই পারে । যিনি এটুকু দেখাতে রাজি নন ,
তাকে কি সম্মান দেয়া সম্ভব ? বা দেয়াটা কি উচিত ? প্রশ্ন
রইল । আর তেমনটা হলে আপনার গল্প ও সঙ্কলনে আসত না নিশ্চয় !

ব্যক্তিগতভাবে আপনি আমার একজন প্রিয় ব্লগার - আপনার ভ্রমণ কাহিনী আমার বেশ ভাল লাগে ।
আপনাকেও যদি অজান্তে আমি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন -
আপনার কছে এই কামনাই থাকল ।

ভাল থাকবেন ভাই , অনেক অনেক শুভকামনা রইল ।

৫৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সংকলনের জন্য ধন্যবাদ। চেহারা এবং উপস্থাপনের নান্দনিকতায় মুগ্ধ হতেই হবে এবার।

কিন্তু একটা কথা বেশ স্পষ্ট, আগের কোনো এক সংকলন পোস্টে আমিও বলেছিলাম যে, আপনারও মৌলিক লেখা পোস্ট করা প্রয়োজন। এ পোস্টে কয়েকবারই দাবিটা উঠেছে। বনের মোষ তাড়াতে গিয়ে নিজের গোয়ালও উজাড় করে দিতে হবে এমন তো কোনো দিব্যি কেউ দেয় নাই আপনাকে? নাকি কেউ বলেছেন যে, সংকলকের নিজের লেখা ব্লগে দেওয়া যাবে না?

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহ , এত ভালবাসেন বলেই আপনাদের এত ভাল লাগে ।
অবশ্যই লিখব জুলিয়ানদা , এ মাসেই লিখব ইনসাআল্লাহ ।

২ দিন আগে সম্পাদক এ আপনার গল্পটা পড়লাম ।
আপনার নাম দেখা মাত্রই এত ভাল লাগছিল :)

ভাল থাকবেন প্রিয় জুলিয়ান দা ।
অনেক অনেক শুভকামনা রইল ।




৫৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কোনদিন আপনার সাথে দেখা হলে আপনারে লেবু চা আর বেলা বিস্কুট খাওয়ামু :)

আমার অবসরের সাথী হয় আপনার এসব সংকলন পোস্ট

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

মাহমুদ০০৭ বলেছেন: এই প্রথম খাওয়া - দাওয়ার কথা শুনলাম :)
সঙ্কলন কাজে আসলেই আমরা সার্থক ।
ভাল থাকবেন মাসুম ভাই ।
শুভকামনা রইল ।

৫৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্লাস...

প্রিয়তে...

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ নাসিফ ভাই :)
শুভকামনা রইল পাশে থাকার জন্য ।
ভাল থাকবেন ভাই ।

৫৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোলাগা বাটনে চাপ তো দিলাম। কিন্তু এরকম একটা দরকারী আর চমৎকার উদ্যোগ শুধু এটুকু দ্বারা বোঝানো যাবে না।

নগণ্য পাঠকের হাতে অবশ্য ক্ষমতা এটুকুই। মামুন ভাইয়ের পরে অতি যোগ্যতায় যে তরণীভার টেনে নিয়ে যাচ্ছেন সেজন্য অশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ ।

:) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নারা পাশে আছেন এটাই অনেক বড় পাওয়া ।
ভাল থাকবেন । শুভকামনা রইল ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নারা পাশে আছেন এটাই অনেক বড় পাওয়া ।
ভাল থাকবেন । শুভকামনা রইল ।

৬০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫২

প্রবাসী পাঠক বলেছেন: নোটিশঃ

এতদ্বারা সামহোয়্যার ইন ব্লগের আমার অন্যতম ভাল লাগা ব্লগার এবং গল্পকার মাহমুদ০০৭ কে জানানো যাচ্ছে যে , এই মাসে যদি আপনার কাছ থেকে আপনার লেখা কোন মৌলিক গল্প না পাওয়া যায়। তাহলে আগামী মাস হতে আপনার পোস্ট বয়কট করা হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ ,ভাই অবশ্যই আমার চেস্টা থাকবে ।
আপনাদের ভালবাসাই আমার প্রেরণা ।

অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় প্রবাসী ভাই ।

৬১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক কষ্ট করেছেন --- আন্তরিক ধন্যবাদ এত অনবদ্ধ একটি পোস্ট উপহার দেয়ার জন্য --- সেইসাথে এত্ত এত্ত +++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপা ।
:)

ভাল থাকবেন ।

৬২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

যমুনার চোরাবালি বলেছেন: বাহ্‌ দারুন কাজ। আমি যখন শুধু পাঠক ছিলাম তখনও এমন কিছু পোষ্ট মাসঅন্তর চোখে পড়ছো। মাঝে মাঝে সেসব থেকে গল্প বা কবিতাও পড়েছি। এখন আমি ব্লগে লিখতে পারি, মন্তব্যও করতে পারি। ব্যাপারটা অনেক মজার। অনেক লিখা পড়বার সৌভাগ্য হবে আশাকরি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকবেন ।

৬৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার সংকলনে প্রতিনিয়ত নতুন রূপ দেখতে বেশ লাগে। সত্যি ভাল লাগে। অনেক শুভ কামনা আপনার জন্য। আর ধন্যবাদ অবশ্যই আমার গল্প সংকলনে থাকার জন্য। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ রিয়াদ ভাই ।
ভাল থাকবেন ।
অনেক শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.