![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন এক রোগী এসে আমাকে বলল, তার পা’ টা একটু দেখতে । সার্জারির চিকিৎসক না কি তাকে অপারেশন করতে হবে বলেছে , সে খুব ভয় পাচ্ছে । এ রোগ কোন ঔষধে ভাল হবে কি না ,তাই জানতে চাইছে ।
কেইস হিস্ট্রি নিয়ে জানলাম , তিনি দীর্ঘক্ষন একনাগাড়ে দাঁড়িয়ে কাজ করেন। পরে তাকে পরীক্ষা করে বুঝলাম, তার ভেরিকোজ ভেইন (Varicose Vein) হয়েছে , যা একটু সচেতন থাকলেই তার আজ অপারেশনের মত জটিল চিকিৎসায় যেতে হতো না । আসুন আমরা জানি কি এই ভেরিকোজ ভেইন (Varicose Vein) ?
ভেরিকোজ ভেইন (Varicose Vein):
ভেরিকোজ ভেইন (Varicose Vein) হচ্ছে অসুস্থ ব্যথাযুক্ত ফুলে যাওয়া ভেইন/ শিরা (Vein)। এই ভেইন (Vein)/শিরা পায়ে, বিশেষ করে হাঁটুর পিছনদিকে বেশি দেখা যায় ।
কারন (Cause):
স্বাভাবিকভাবে ভেইনের (Vein) কাজ হল হৃদপিণ্ডে রক্ত পৌঁছে দেয়া । কিন্তু ভেরিকোজ ভেইন (Vericose Vein) তার কাজ ঠিকমত করতে পারে না । যার কারনে রক্ত ঠিকমত চলাচল করতে পারে না বলে পায়ে এসে জমা হয় , পায়ে অতিরিক্ত চাপ পরে , এতে করে ভেইন (Vein) দুর্বল হয়ে ফুলে যায় ।
এছাড়াও –
• জন্মগত ভাবে ত্রুটিপূর্ণ হৃদপিণ্ড থাকলে
• অনেক্ষন একনাগারে দাঁড়িয়ে / বসে কাজ করলে
• পায়ের ওপর পা তুলে অনেক্ষন বসে থাকার অভ্যাস থাকলে
• অতিরিক্ত ওজন
• গর্ভবতী মায়ের
এ রোগ হবার সম্ভাবনা বেশি থাকে ।
লক্ষণ সমূহ (Sign & Symptoms):
ভেরিকোজ ভেইন (Vericose Vein) দেখতে গাঢ় নীল / বেগুনী রং য়ের , বেশ ফোলা ও মোটা , এটা চামড়ার উপর থেকে দেখা যায় ।
এছাড়া –
• পা ভারী হয়ে যাওয়া , ব্যথা করা ।
• ভেইন (Vein) অনেক সময় চুলকানো ।
• চামড়ার রঙ বদলে যাওয়া ।
• চামড়া শুকনো , পাতলা হয়ে যাওয়া ।
• ক্ষতের সৃষ্টি হওয়া।
পরীক্ষা (Diagonosis):
ভেরিকোজ ভেইন (Vericose Vein) চামড়ার ওপর সুস্পষ্ট ভাবে দেখা যায় । তারপর প্রয়োজন বোধে চিকিৎসক নিচের পরিক্ষা গুলো করাতে পারেন –
• Duplex ultrasound exam of the extremity
• Angiogram of the legs
চিকিৎসা (Treatement):
ভেরিকোজ ভেইনের (Vericose Vein) প্রাথমিক চিকিৎসা –
• বিশ্রাম নেবার সময় / ঘুমানোর সময় দুটি বালিশ পায়ের নিচে দিয়ে পা উপরে তুলে রাখতে হবে ।
• একনাগাড়ে দাঁড়িয়ে থাকা / বসে থাকা পরিহার করতে হবে ।
• প্রতি আধ ঘণ্টা অন্তর একটু হাঁটাহাঁটি করতে হবে ।
• পায়ের ব্যায়াম করতে হবে ।
এই চিকিৎসাতে রোগী ভাল না হলে সার্জারি করতে হবে । যথা –
• স্কেলেরো থেরাপি (Sclero therapy)
• লেজার চিকিৎসা ( Leaser Treatement)
• রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা (Radio Frequency Treatement)
• রিমুভ ভেইন (Remove Vein)
আসুন আমরা সবাই সচেতন হই । দীর্ঘক্ষন দাঁড়িয়ে/ বসে না থেকে একটু হাঁটা চলাফেরা করি , সুস্থ থাকি ।
@ ডাঃ মাহমুদা আক্তার
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৯
মাহমুদা রোজি বলেছেন: সর্বশেষ চিকিৎসা সার্জারি। ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫১
করুণাধারা বলেছেন: +++++
৩| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯
ঢাকাবাসী বলেছেন: ভাল দরকারী পোস্ট।
৪| ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট শেয়ারের জন্য ধন্যবাদ
৬| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৪
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আমার খালুর এই রোগ ছিল, অপারেশনের পড়ে সুস্থ হয়ে গেছেন। ভয়ানক রোগ, খালু হাঁটতেই পারতেন না। যাহোক চমৎকার পোস্ট।
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪০
মাহমুদা রোজি বলেছেন: ধন্যবাদ।
৭| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: সুন্দর পোস্ট, ধন্যবাদ। পোস্ট দেখে আমার মাথায় একটা চিন্তা আসল। বাংলালিংক প্রিয়জন যেরকম গ্রাহককে ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে, সেরকম এই ব্লগের সদস্যদের জন্য যদি ব্লগের সম্মানিত ডাক্তারগণ বিশেষ সুবিধা দিতেন তাহলে মনে হয় খারাপ হবে না।
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৪
মাহমুদা রোজি বলেছেন: অনেক সুন্দর পরামর্শ। আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আপনাদের জন্য বিশেষ ছাড় থাকবে। ধন্যবাদ আপনাকে।
৮| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর ও দরকারী পোষ্ট,পোষ্ট দাতাকে ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭
মাহমুদা রোজি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৮
অঞ্জন ঝনঝন বলেছেন: শিক্ষণীয় পোস্টেটি দেয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা এই রোগের পরিনামে কি হতে পারে?