![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প ১: ভালবেসে মা বাবার অমতে ঘর বেঁধেছে মেয়েটি। মাঝে মাঝেই রাগ করলে তার পতিদেবতা মাসের পর মাস তার সাথে কথা বলে না। নীরবে অন্ধকার রাতে চোখের জলে যখন মেয়েটির গাল ভেসে যায়, তখন সে মনের কোনে খুঁজে বেড়ায় তার সেই হারানো ভালবাসা।
গল্প ২: মেয়েটি যখন মাইগ্রেনের ব্যথায় বিছানায় ছটফট করে, তার পতিদেবতা তখন টিভিতে দেশের নিউজ শুনে। টিভির সাউন্ড কমাতে বললে, পতিদেবতার বিরক্তিকর উক্তি,'বিয়ের পর একদিনের জন্য তো সুস্থ দেখলাম না তোমাকে'। বিছানায় শুয়ে বালিশ ভেজায় মেয়েটি। ভাবে ভালবেসে তার বিয়ে হয়নি বলেই কি এত নিষ্ঠুরতা!
?
??
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২
মাহমুদা রোজি বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
দু:খজনক, অনেকের হৃদয়ের অনুভুতি স্হায়ী হয় না।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
মাহমুদা রোজি বলেছেন: অধরা যখন ধরা হয়ে যায়, তখনি মূল্য হারায়।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৯
বিলুনী বলেছেন: কি আর করা । ভালবাসার এই দশা তখন
নেন লিংক হতে এ গানটি শুনেন
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো- তোমার মনের মন্দিরে. আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো- তোমার চরণমঞ্জীরে .. ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার
CLICK HERE
২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৩৭
মাহমুদা রোজি বলেছেন:
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোবাসা কি এমনই হয়? বিয়ে অাগে একরকম, অার বিয়ের পর উল্টোটা!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৮
মাহমুদা রোজি বলেছেন: এসব টুকরো গল্প। দাম্পত্য জীবনের মুদ্রার একটি পিঠ। অন্য পিঠে হয়ত অন্য কিছু আছে।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪২
করুণাধারা বলেছেন:
গল্প তিন: পতি দেবতা দরাজদিল- আত্মিয়স্বজনেরা, বন্ধুবান্ধবরা চাইলেই টাকা দেন। কিন্তু মেয়েটি বাসার জন্য প্রয়োজনীয় কিছু কিনতে চাইলেই পতির হাতে টাকা থাকে না। আবার বন্ধুর বাড়ি গিয়ে গৃ্হ্হসজ্জা দেখে উচ্ছ্বসিত হন -" ভাবী, আপনার কি সুন্দর রুচি - আমাদের বাসায় তো......।" মেয়েটি প্রচণ্ড আত্মগ্লানিতে ভুগতে থাকে।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩১
মাহমুদা রোজি বলেছেন: ভাবীদের সব কিছুই মনোমুগ্ধকর, প্রশংসনীয়। :প
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
আশফাক ওশান বলেছেন: আমাদের দেশের অনেক মেয়ের জীবনের গল্প এটি
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
মাহমুদা রোজি বলেছেন:
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
খায়রুল আহসান বলেছেন: দৃষ্টিকাড়া শিরোনাম, শিহরণ জাগানো দু'টি স্তবকেই গল্পের শেষ। মন্তব্যে এসে অবশ্য করুণাধারা আরেকটি স্তবক যোগ করেছেন, একই সূত্র ধরে।
অল্প কথায় নাড়া দিয়ে গেলেন। শুভকামনা রইলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯
মাহমুদা রোজি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২
ঋতো আহমেদ বলেছেন: দুটি ক্ষুদে গল্পই খুব হৃদয়স্পর্শী । খুব ভাল লাগল।
'ভালবেসে বিয়ে' আর 'ভাল না বেসে বিয়ে' এর পরের দিনলিপি আঁকা হয়েছে এখানে । দুটি গল্পেই বিয়ের পর স্বামীর ভালবাসা আর নেই ।
তবে কি ছেলেরা বিয়ের পর আর ভালবাসে না !? একজন মন্তব্য করেছেন আমাদের দেশের অনেক মেয়েদের এই অবস্থা । শুধু আমাদের দেশ কেন? অন্য দেশে এমন নেই? শুধু মেয়েদের কেন অনেক ছেলেরও কি বিয়ের পর এমন হয় না?
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২
মাহমুদা রোজি বলেছেন: এসব টুকরো গল্প। দাম্পত্য জীবনের মুদ্রার একটি পিঠ। অন্য পিঠে হয়ত অন্য কিছু আছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৩
ফাহমিদা বারী বলেছেন: Besh laglo..valobasha asholei sonar horin..