![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়নায় যে প্রতিচ্ছবি আমি প্রতিদিন দেখি সেটা আমার একদম পছন্দ নয়। থ্যাপড়া নাকটা বোঁচা, মাড়ি উঁচু, হাসলে মাড়ি বের হয়ে এমন বিশ্রী দেখায় যে মন ভরে হাসতে পারি না। গায়ের রঙটাও ম্যাটমেটে কালো। সাজতে বসে যত ফাউন্ডেশন মাখি, তত বিশ্রী দেখায়। মনটা ভীষণ খারাপ হয়। আল্লাহ্ কি আরেকটু যত্ন নিয়ে আমাকে বানাতে পারতেন না?
সেদিন বসুন্ধরায় কিছু রং ফর্সাকারি ক্রীম কিনতে গিয়ে তারেকের সাথে দেখা। তারেক আমার এক ক্লাস জুনিয়র। বেশ হাসি-খুশি, চঞ্চল একটা ছেলে। জীবন নিয়ে তার অনেক পরিকল্পনার কথা শোনাত সব সময়। পুরো কলেজ মাতিয়ে রাখতো। ওর সাথে কথা বললে ওর খানিকটা চঞ্চলতা আমার মাঝেও চলে আসতো। অনেকদিন পর দেখা। প্রথমে আমি ওকে চিনতে পারিনি। তারেকের কণ্ঠস্বর নিয়ে অপরিচিত একটা ছেলে আমার সামনে দাঁড়িয়ে।
রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে বাস দুর্ঘটনায় সবাই যখন মৃত ভেবে ওর শরীরটাকে অন্যান্য মৃতদেহের পাশে সাজিয়ে রাখছিল, তখন একজনের ওকে জীবিত বলে মনে হয়। এরপর সিনেমার মত ওর জায়গা হয় স্কয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে। বেশ কয়েক মাস পর ও যখন হাসপাতাল থেকে বের হয়, তখন ওর শরীর অনেকটা সেরে গেছে, শুধু ছিল না আগের চেহারাটা।
আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ দেখলাম। নিজের লুকায়িত অনেক সৌন্দর্য সামনে এসে হাজির হলো। বুঝলাম এই ভোঁতা নাকটার বদলে আমি কিছুতেই উন্নত টিকালো নাক মেনে নিতে পারবো না। কিছুতেই না।
নিজের চেহারাটাকে আমি যে বড্ড বেশি ভালবাসি।
৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
মাহমুদা রোজি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: তারেকের সাথে তুলনা ভাল হয়েছে। ছবিটা ভাল হয়নি। " নিজের লুকায়িত অনেক সৌন্দর্য সামনে এসে হাজির হলো। বুঝলাম এই ভোঁতা নাকটার বদলে আমি কিছুতেই উন্নত টিকালো নাক মেনে নিতে পারবো না। কিছুতেই না। " কথাগুলো ভাল হয়েছে। ধন্যবাদ উদ্দীপ্ত করার জন্য।
৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মাহমুদা রোজি বলেছেন: তারেক এখন তার চেহারা ঠিক ছবির এই ছেলেটির মত লুকিয়ে রাখে। ছবিটি ওর কষ্টের প্রতীক হিসেবে ব্যবহার করেছি। ধন্যবাদ আপনাকে।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ধন্যবাদ, মাহমুদা রোজি । আমরা উজ্জীবিত তারেককে দেখতে চাই।
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৮
মাহমুদা রোজি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
আহমেদ জী এস বলেছেন: মাহমুদা রোজি ,
নিজের কাছে, নিজের মতো সুন্দর আর কেউ-ই নেই । আমরা সবাই অবচেতনে এমন একটা নার্সিসাস সিনড্রোমই লালন করি ।
ভালো লিখেছেন ।