![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উডান জুইড়া চান্দের আলো,
শইল জুরানো বাতাস!
মায়ের আতের মাছের জুল,
আহা লাগে বড় ভালো!!
কাড বান্দা দিগির গাডে,
সবুজ প্যন্তা ভাসে!
বাজান গেচে আনতে নুন,
গাঙ্গের পারত বটতলার আডে!
নারিকেল পাতার ফাহে দেহি
আকাশ বরা তারা!!
আমার গ্রামও আইবা বন্দু?
সুহে গোলা ভরা!!
দেখবা তুমি গায়ের বউজি
কাঙ্খে কলসি লইয়া!
কোমর দুলাই আইড্ডা চলে
ঘোমডা মাতায় দিয়া!!
আমার মায়ের ধুলায় রে ভাই
মার আচলের গন্দ
শেষ ঘুমান ঘুমাইতে চাই
যেদিন চোককান হইব বন্দ!!
(ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় লেখা।)
৫-১১-২০১৬ইং
১১ ই মে, ২০১৬ দুপুর ২:৩২
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ধন্যবাদ বন্ধু। শুভকামনা রইল।
২| ১১ ই মে, ২০১৬ দুপুর ২:১৮
সোজোন বাদিয়া বলেছেন: খুব খুবই সুন্দর। দৃশ্যটাও ধ্রুপদী। লিখে যান।
১১ ই মে, ২০১৬ দুপুর ২:৩৩
মাহমুদা আক্তার সুমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
৩| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৩০
শাহারিয়ার ইমন বলেছেন: আমি এখন ময়মনসিংহ আছি । আপনার বাসা কি এখানেই ?
১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৮
মাহমুদা আক্তার সুমা বলেছেন: না আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ।
৪| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৫
আদিল ইবনে সোলায়মান বলেছেন: চমেৎকার বর্ণনা
১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৯
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ১৪ ই মে, ২০১৬ রাত ১:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি যে মাহমুদা তা খিয়ালই করিনি যখন বন্ধু বলে উত্তর দিলেন খিয়াল করে দেখি নামের সাথে মিল অাছে বলেই কি এমন ভাবে সম্বোধন করলেন নাকি খিয়ালিতে ।
বন্ধু অথি ক্ষুদ্র শব্ধ হতে পারে তার আবেষ অনেক বিশাল। যার বিশালতায় এই সৃষ্টির সকল রহস্য। বন্ধু লিখার জগতে হুট করে পরিচয়। ভাল লাগা আর না লাগার হিরিক এ জগতটাকে চিনার এই নিরন্তন প্রয়াস অব্যহত রাখার নামই জীবন যাপন। ভাল থাকবেন বন্ধু ।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৬ দুপুর ২:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল , লিখে যান পটভুমির সুন্দর বর্ননা।