![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাড়ির পাশে ১০ কদম দুরে থাকতো একটা হুজুর। বয়স২৭ হবে কি। সব সময় পানজাবি পায়জামা আর মাথায় টুপি পরে থাক। মুখ ভড়াতো দাড়ি আছেই। তাকে দেখে আমার খুব বিরক্তি লাগতো। এ যুগের ছেলেরা এরকম বুরার মতন থাকে নাকি?
কারন আমি এ যুগের মেয়ে। দেখতে ও খুব সুন্দর। আর আমি পছন্দ করি এ যুগের স্মাট ছেলেদের। আমি ইন্টার সেকেনে পরি। হাতে পায়ে দেখতে ওনেকটা বড় হয়েগেছি। হঠাৎ করে শুনলাম আমার নাকি বিয়ে ঠিক তাও আবার ঐ হুজুরের সাথে। আমার তো মাথা পুরাই গরম।
বাবা—মার অনেক কাকুতি মিনতির ফলে বিয়ে করলাম। আমি বাসোর ঘরে বসে আছি হঠাৎ কেউ যেনো আমাকে বল্লো আশসালামু আলাইকুম আমি তো অবাক। কারন কেউ আমাকে কখনো সালাম দেয়নি। আমি খাট থেকে নেমে উনাকে সালাম করলাম। তারপর আমরা কিছুটা কথা বোলে ঘুমিয়ে পরলাম। ঘুমের মধ্যে আমার কানে এক মধুর শব্দ ভেশে আসছে। চোখ খুলে দেখি আমার স্বামি কোরআন তিলোয়াত করছেন। আমি তখন খাট থেকে নেমে তার পাশে গিয়ে বোশলাম। সে আমাকে বলো নামাজ পরে আশো।
আমি বল্লাম দুয়া পারিনা । সেবল্ল ঠিক আছে। তাপর ৩ মাসের মধ্যে আমার স্বামি আমাকে পবিত্র কোরআন পরতে শিখিয়েছেন আল্লাহর রহমতে আমি এখন পাঁচ ওয়াকতো নামাজ পরি। পবিত্র কোরআন তিলোয়াত করি। আর সবচেয়ে বেশি অবাক লাগে আমি এখন আল্লাহকে এত ভালোবাসি যে পৃথীবিতে যে সকল গুনাহর কাজ আছে তার সব থেকে বিরত থাকি। আল্লাহ যেন সবাই কে আমার মতন স্বামি দেন।
আজ আমরা জীবন টাই বদলে গেছে ।
শুশিক্ষার আলোয়।
©somewhere in net ltd.