![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা মাদ্রাসায় কুরআন পড়তে যায়,
ওরা পৃথিবীর শ্রেষ্ট মানব রাসুল সাঃ এর আর্দশ শিখতে যায়।
ওরা সত্য সুন্দরের পথ চিনতে যায়,
ওরা আলোর পথ দেখাতে যায়।
ওরা ঘৃনা করে অসত্য প্রতারনা দুনিয়ার সকল মন্দ কে।
ওদের দোষ দাও কেন?
তুমি কি দেখাতে পারবে?
ওরা কখনো খুন করেছে?
ওরা কখনো মেয়েদের বিরক্তি করেছে?
ধর্ষন তো বহুদূরের কথা।
দেখাতে পারবে?
ওরা কখনো তোমার সম্পত নিয়ে পালিয়ে গেছে?
ওরা কখনো চুরি করে ধরা পড়েছে?
ওরা সত্য মানে সত্য পথ চলে,
ওরা সুন্দরের পক্ষে কথা বলে,
ওরা শান্তির পথে চলে।
তোমার চোখে তা যদি অপরাধ হয়,হতে পারে।
কারন তুমি জাননা,সুন্দর কি?
সত্য কি?শান্তি কি?
তুমি হয়তো অন্ধ কিংবা অজ্ঞ বা মূর্খ।
আর যদি সব জেনে,তুমি তাদের নামে মিথ্যা বলো,
তবে তুমি সুন্দরের শত্রু,
সত্যের শত্রু,শান্তির শত্রু,
স্বাধীনতার শত্রু।
তোমার যাবৎজীবন কারাগার কিংবা ফাঁসি হওয়া উচিত।
©somewhere in net ltd.