নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"দিগন্তকে ছুয়ে ভেসে বেড়াতে চাই,\nসপ্ন দেখি,সাজাতে চাই মনের মত করে। \nমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই প্রাণ ভরে।\n\nযান্ত্রিক জীবন থেকে অনেক দুরে থাকতে চাই,\nবেঁচে থাকতে চাই হাসি খুশি আর ভালবাসার মাঝে।

Mahmud Hassan Ashrafi

Mahmud Hassan Ashrafi › বিস্তারিত পোস্টঃ

কুরআনে হাফেজ যে তিন ক্রিকেটার

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৫


১. সরফরাজ আহমেদঃ পাকিস্তানি উইকেট-কিপার ও ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ।৪ জানুয়ারি, ২০১০ তারিখে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। সে একজন কুরআনে হাফেজ।

২. সাদ নাসিমঃ সাদ নাসিম পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য নাসিম ডানহাতি মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও তিনি লেগব্রেক স্পিন বোলিংয়েও পারদর্শী। সেও একজন কুরআনে হাফেজ।

৩. রাজা হাসানঃ রাজা হাসান পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার ।রাজা হাসান স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিন বোলার । সেপ্টেম্বর, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ সিরিজের প্রথম খেলায় তিনি দুই উইকেট পান। ১০ অক্টোবর, ২০১৪ তারিখে একই মাঠে ও একই দলের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।সেও একজন কুরআনে হাফেজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.