নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"দিগন্তকে ছুয়ে ভেসে বেড়াতে চাই,\nসপ্ন দেখি,সাজাতে চাই মনের মত করে। \nমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই প্রাণ ভরে।\n\nযান্ত্রিক জীবন থেকে অনেক দুরে থাকতে চাই,\nবেঁচে থাকতে চাই হাসি খুশি আর ভালবাসার মাঝে।

Mahmud Hassan Ashrafi

Mahmud Hassan Ashrafi › বিস্তারিত পোস্টঃ

এমন যাকাত দাতাদের আমি মন থেকে শত ধিক্কার ও ঘৃণা জানাই।

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬

তাদের ‘ গরীব হয়ে জন্মানোটাই যেন হল আজন্ম পাপ’ !

ময়মনসিংহ শহরের পৌরসভা সংলগ্ন নূরানী জরদা ফ্যাক্টরি কার্যালয়ে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৬ জন নারী ও এক শিশুসহ মোট ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হতাহতের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, এলাকাবাসী আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ পুলিশ কন্ট্রোল রুম এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার মইনুল হক সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘আমরা এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। জাকাতের বিষয়ে আগে থেকে পুলিশকে কিছুই জানানো হয়নি। ঘটনা ঘটার পর আমরা এ বিষয়ে জানতে পেরেছি।

তিনি জানান, এই ঘটনায় ওই ফ্যাক্টরির মালিক শামীম ওরফে নূরানী তালুকদার ওরফে শামীমসহ আটজনকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী রোড এলাকায় নূরাণী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম আহমেদের বাড়িতে জাকাতের কাপড় দেয়ার কথা ছিলো। সেহরির আগে থেকেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হন। ফজরের নামাজের পর কাপড় দেয়া শুরু হতেই প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশুসহ অন্তত ২০ জন।

ঘটনার প্রত্যক্ষদর্শী চায়ের দোকানী মনু মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান,নূরানী জর্দা ফ্যাক্টরির মালিকমো: শামীম প্রতি বছরই যাকাত দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সেহরির পরপরই যাকাতের কাপড় বিতরণের উদ্দেশ্যে জর্দা ফ্যাক্টরির গেট খোলা হয়। এ সময় কয়েক হাজার নারী পুরুষ এক সঙ্গে হুড়োহুড়ি করে গেটের ভেতর ঢুকতে চাইলে পদদলিত হন শতাধিক মানুষ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ পৌরসভা কার্যালয়ের পাশে ব্যবসায়ী শামীমের নূরানী জরদা কারখানা কার্যালয়ে আজ সকালে জাকাতের কাপড় দেওয়ার কথা ছিল। এই খবরে শহরের বস্তি এবং ব্রহ্মপুত্র পাড়ের চর এলাকার নারী, পুরুষ ও শিশু বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে ওইখানে ভিড় জমায়। আজ সেহরির সময় জরদা ফ্যাক্টরির মূল ফটক খোলার পর নারী-পুরুষ এক সঙ্গে ঝাপিয়ে পড়ে কাপড়ের জন্য। এ সময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে পদদলিত হয়ে ঘটনাস্থলসহ হাসাপাতালে নিহত হয়েছেন ২৭ জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুতর: সময়ের কণ্ঠস্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.