নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"দিগন্তকে ছুয়ে ভেসে বেড়াতে চাই,\nসপ্ন দেখি,সাজাতে চাই মনের মত করে। \nমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই প্রাণ ভরে।\n\nযান্ত্রিক জীবন থেকে অনেক দুরে থাকতে চাই,\nবেঁচে থাকতে চাই হাসি খুশি আর ভালবাসার মাঝে।

Mahmud Hassan Ashrafi

Mahmud Hassan Ashrafi › বিস্তারিত পোস্টঃ

নওমুসলিমা ফাতিমার কাছে ‘রমজান হলো আল্লাহর তরফ থেকে একটা উপহার’।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল শেরি গ্র“য়াল উরকুয়া। ফিলিপাইনের নাগরিক। বয়স ২৭ বছর। বর্তমানে দুবাইয়ে হিসাব সহকারী হিসেবে একটি অফিসে কাজ করেন। তিনি রমজানকে ‘শান্তির সময়’ হিসেবেও অভিহিত করেন।
তিনি বলেন, ‘রমজান আমার কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে সমর্পণ করার আরেকটি সুযোগ এনে দেয়। এই মাসে ভালো ভালো কাজ করার, বেশি বেশি কোরআন পড়ার, নিষিদ্ধ কাজ থেকে বিরত হওয়ার সুযোগ সৃষ্টি করে।’

২০১৪ সালে ইসলাম গ্রহণের আধ্যাত্মিক যাত্রার সূচনা সম্পর্কে ফাতিমা বলেন, তিনি অবশেষে তার জীবনে শান্তি আর স্বস্তি পেয়েছেন।
তিনি জানান, তার আগের জীবন ছিল সংশয়পূর্ণ : ‘আমার সবসময় মনে হতো, আমি কী যেন মিস করছি। আমি সবসময় কিছু একটার সন্ধান করতাম। আমার মনে হতে, কেউ একজন আমাকে দেখছে, আমার কথা শুনছে।’
ক্যাথলিক হিসেবে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা ফাতিমা বলেন, তার পরিবারের সমর্থন এবং ভালোবাসা তাকে ইসলামি বিশ্বাস অনুসরণের বিষয়টি সহজ করে দিয়েছে। তার পরিবার তার এই নতুন পথকে স্বাগত জানিয়েছে। তবে তার বন্ধু ও সহকর্মীরা বিষয়টা এখনো বুঝতে পারছে না।
তবে ফাতিমা মনে করেন, তারাও বুঝতে পারবে। তার মতে, ‘এটা একটা বড় পরীক্ষা অংশমাত্র।’
তিনি তার প্রথম রমজানকে ‘রোলার কোস্টার’ হিসেবে অভিহিত করেন। তার মতে, এটা একটা আবেগময় ও আশ্চর্য অভিজ্ঞতা।
চলতি বছর তিনি তার মুসলিম ভাই ও বোনদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য হৃদয়-মন দিয়ে কাজ করার আহ্বানের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.