![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে ভুদাইয়ের দল ফেলিছে নিশ্বাস, কোন ভুদাইকে করিনা বিশ্বাস।
গত কিছুদিন আমি একটি কাজে দেশের প্রায় ১৪ টি এলাকায় যায় আমার আরো ৪ জন বন্ধু সহকারে। আমি যেখানে গিয়েছি সেইখানেই এই সরকারের প্রতি একটি চাপা ক্ষোভ দেখলাম আবার অনেকে সেটা ভাষাইও ব্যাক্ত করলো। তেমনি কুমিল্লার সদর আসনে গেলাম যেখানে এখন আওয়ামীলীগের এমপি। সেখানের এক বৃদ্ধ মহিলা বলছিলো বাবা বিএনপিই ভালা আছিলো। এ্তো গুলি বোমা পুটতোনা। এখন সারাক্ষন ভয়ে থাকি। ছেলেগুলারে বিদেশ পাঠিয়ে দিয়েছি, একটা বাকি তাকে নিয়ে খুব চিন্তায় আছি বাবা। আরেক মহিলা বললো তারেক রহমান নাকি কোন এক সম্মেলনে তাদের ওখানে গিয়েছিলো। তাকে ধানক্ষেত আর মেঠো রাস্তায় হাটতে দেখছিলো সে মহিলা। সে আমাদের কাছে জানতে চাইলো তারেকের বর্তমান অবস্থা সম্পর্কে। আমরা কেনো জানতে চাইলে সে বলে ওমা সেইতো আমাগো আগামি বারের প্রধানমন্ত্রী। আমরা এ কথা কেনো বলছে জানতে চাইলে সে বলে, তারেক বিপদে আপদে জন গনের পাশে থাকবে কইছিলো। সে আরো বলে জামাইর কথা না শুইনা ১০ টাকাই চাইল আর ফ্রি সারের কথা শুইনা নৌকায় ভোট দিছিলাম। কিন্তু এখন ভাবি জামায়ই ঠিক কইছিলো। লাকসামের এক মহিলাকে তারেকের দুর্নীতির কথা জিজ্ঞাস করতেই মহিলা ক্ষেপে গিয়ে বলে, এগুলান সব হাসিনা বেটীর মিচা কথা। তারেকেরে নষ্ট করতে এগুলান কইছিলো হেতি।
এভাবে যেখানেই যায় সেখানেই তারেকের জনপ্রিয়তা টের পাওয়া যাচ্ছিলো। আর কেউই তারেকের বিরুদ্ধে দুর্নীতির কথা বিশ্বাস করতে চাইলোনা। আমরা একটা রাজনৈতিক কাজে এই ট্যুরে গিয়েছিলাম।
আমার কথা বিশ্বাস না হলে আপনারাই মাঠে গিয়ে তারেকের জনপ্রিয়তা যাছাই করতে পারেন।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৫
ভুদাই বলেছেন: কেনো এসব বলছেন? প্রমান ছাড়া কাউকে চোর দুর্নীতিবাজ বলার দিন শেষ। লোকে এখন প্রমান চাই।
১৩,০০০ কোটির বিদ্যুৎ বাজেট আর প্রচারনা চালাই ২০,০০০ কোটি টাকার দুর্নীতির কথা। জনগন দেরিতে হলেও সব বুজতে পেরেছে।
সব এই মহান নেতার বিরুদ্ধে অপপ্রচার।
২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩১
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: আপনে ভুদাই আর হেরা তাল ভুদাই তাই এই অবস্থা
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৭
ভুদাই বলেছেন: তুমি আমার ছেয়ে বড় ভুদাই কারন হাসিনা যদি ১৪ চুরির আর হত্যা মামলা নিয়ে ক্ষমতায় আসে তারেকের তো কোন দুর্নীতির অভিযোগই মামলার মত না। সব ষড়যন্ত্র। আমরা জানি।
জয়হো তারেক জিয়া।
ফিরে এসো।
আমরা তোমার প্রতিক্ষায় দাড়িয়ে আছি।
৩| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৪
মুরুববী বলেছেন: ভালো নিক লইছেন। আকিকা দিয়া অরিজিনাল নামডাও বদলায় ফেলান। কামে দিব।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
ভুদাই বলেছেন: মিথ্যা প্রচারণার দিন শেষ। এখন সময় জাতিয়তাবাদীদের।
৪| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৫
রংধনুর সাত রঙ বলেছেন: তারেক ফিরে আসবেই।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪০
ভুদাই বলেছেন: অবশ্যই, কারন এই বাংলাদেশ স্বাধিন হতোনা যদিনা তরেকের পিতা স্বাধীনতার মহান ঘোষক, ফ্রন্টফাইটার বাংলাদেশের ইতিহাসের সবছেয়ে জনপ্রিয় ব্যাক্তি শহীদ জিয়ার জন্ম না হতো।
আর সেই মহান নেতার সন্তান আমাদের অহংকার।
৫| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৬
গ্রাম্যমানুষ বলেছেন: বিবেকবান কেউ আর এমন অহংকারকে দেখতে চায়না - অন্তত যাঁরা আমাদের মত রাজনীতির সাথে জড়িত নয়...
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪১
ভুদাই বলেছেন: আপনি ভাকু।
মিথ্যা প্রচারণার দিন শেষ। মুখে না বলে প্রমান দিন।
বাংলাদেশ স্বাধিন হতোনা যদিনা তরেকের পিতা স্বাধীনতার মহান ঘোষক, ফ্রন্টফাইটার বাংলাদেশের ইতিহাসের সবছেয়ে জনপ্রিয় ব্যাক্তি শহীদ জিয়ার জন্ম না হতো।
আর সেই মহান নেতার সন্তান আমাদের অহংকার।
৬| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: তারেক রাজনিতী করবে এই কথা শুনলেই আওয়ামীলীগের নেত্রী সহ অনেক বাঘা বাঘা নেতাদের কাপড় নষ্ট হয়ে যাবার জোগাড় হয়.......
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৪
ভুদাই বলেছেন: ভারতীয় মিডিয়া এবং এ দেশীয় কিছু দোসর মিডিয়ার মিথ্যা অপপ্রচার করে তারেকের প্রতি মানুষকে সাময়িক বিভ্রান্তিতে ফেললেও জনগন এখন আর সেই প্রচার বিশ্বাস করেনা।
জয়হো তারেক জিয়া।
ফিরে এসো।
আমরা তোমার প্রতিক্ষায় দাড়িয়ে আছি।
৭| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪২
নষ্ট ছেলে বলেছেন: পোস্ট অফ দ্যা ডে
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৫
ভুদাই বলেছেন: বাংলাদেশ স্বাধিন হতোনা যদিনা তারেকের পিতা স্বাধীনতার মহান ঘোষক, ফ্রন্টফাইটার বাংলাদেশের ইতিহাসের সবছেয়ে জনপ্রিয় ব্যাক্তি শহীদ জিয়ার জন্ম না হতো।
আর সেই মহান নেতার সন্তান আমাদের অহংকার।
৮| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৪
অরণ্যচারী বলেছেন: ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩৫
রংধনুর সাত রঙ বলেছেন: তারেক ফিরে আসবেই।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪০
লেখক বলেছেন: অবশ্যই, কারন এই বাংলাদেশ স্বাধিন হতোনা যদিনা তরেকের পিতা স্বাধীনতার মহান ঘোষক, ফ্রন্টফাইটার বাংলাদেশের ইতিহাসের সবছেয়ে জনপ্রিয় ব্যাক্তি শহীদ জিয়ার জন্ম না হতো।
আর সেই মহান নেতার সন্তান আমাদের অহংকার।
ব্যাপক বিনোদন।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৬
ভুদাই বলেছেন: বিনোদনের কি দেখেছেন?
ভারতীয় মিডিয়া এবং এ দেশীয় কিছু দোসর মিডিয়ার মিথ্যা অপপ্রচার করে তারেকের প্রতি মানুষকে সাময়িক বিভ্রান্তিতে ফেললেও জনগন এখন আর সেই প্রচার বিশ্বাস করেনা।
জয়হো তারেক জিয়া।
ফিরে এসো।
আমরা তোমার প্রতিক্ষায় দাড়িয়ে আছি।
৯| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৭
জেনারেশন৭৫ বলেছেন: বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: তারেক রাজনিতী করবে এই কথা শুনলেই আওয়ামীলীগের নেত্রী সহ অনেক বাঘা বাঘা নেতাদের কাপড় নষ্ট হয়ে যাবার জোগাড় হয়..
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯
ভুদাই বলেছেন: শুধু কাপড় না আরো অনেক কিছু নষ্ট হয়, সময় হলে জানতে পারবেন।
১০| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৮
ভুদাই বলেছেন: ব্লগেও কিছু ভাকু এখনো তারেক জিয়ার পোস্ট দেখলেই গায়ে জ্বর এসে পড়ে। আরে তারেকের মতো নেতার এখন এ দেশের কি ধরকার তা সাধারণ জনগনকে জিজ্ঞাস করলেই বুজা যাবে,।
১১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫১
আইরিন সুলতানা বলেছেন:
তাজ্জব !!!
চল্লিশোর্ধ (৪৪ ছুঁই ছুঁই) বয়সের একজন লোক তারুণ্যের অহংকার হয় কেমন করে ????
!!!!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬
ভুদাই বলেছেন: এরশাদের বয়স এখন ৮৩ আর তারেকের মাত্র ৪৪। মানে অর্ধেক।
তারপরেও এরশাদ কাকু কেমন তরুন, খেয়াল করেছেন?
রাজনীতির জন্য ৪৪ একদম তরুন বয়স।
১২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫৫
আমি এবং আঁধার বলেছেন: আইরিন সুলতানা বলেছেন:
তাজ্জব !!!
চল্লিশোর্ধ (৪৪ ছুঁই ছুঁই) বয়সের একজন লোক তারুণ্যের অহংকার হয় কেমন করে ????
!!!!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬
ভুদাই বলেছেন:
এরশাদের বয়স এখন ৮৩ আর তারেকের মাত্র ৪৪। মানে অর্ধেক।
তারপরেও এরশাদ কাকু কেমন তরুন, খেয়াল করেছেন?
রাজনীতির জন্য ৪৪ একদম তরুন বয়স।
১৩| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬
বিডি আইডল বলেছেন: আইরিন@ কেন?! যে দেশে চির যুবা এরশাদ চাচা....আজেজ মোঃ আংকেলরা থাকতে পারেন ৪০ আর এমন কি বয়স!?
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭
ভুদাই বলেছেন:
উনারা অবুঝ। আর বুজলেও তারেকের ব্যাপারে বুজতে উনাদের এলার্জী আছে।
১৪| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬
রাজিয়েল বলেছেন: হাসতে হাসতে শ্যাষ
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৫৯
ভুদাই বলেছেন: কেনো আপনার ওয়াইফ বা বাচ্ছা-কাচ্ছা কেউ কাতুকুতু দিয়েছে নাকি???
১৫| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০০
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @ আইরিন:
৪০ বয়সটা পুরুষের জন্য খুবই ইন্টারেষ্টি;, বিশ্বাস না হলে আপনি নিজে খোজ খবর করে দেখতে পারেন........
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০১
ভুদাই বলেছেন:
১৬| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০১
ওরাকল বলেছেন: অভিযোগ যেহেতু উঠেই গেছে সেগুলকে মিথ্যা প্রমান করেই তার পুনরায় রাজনীতিতে আসা উচিত। এটা তার নিজের ইমেজের জন্যই প্রয়োজন।
যারা তার প্রত্যাবর্তনের বিরোধীতাকারি তাদের উচিত উথ্যাপিত অভোযোগগুল প্রমান করে এর বিরোধীতা করা।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৩
ভুদাই বলেছেন: একমত। পত্রিকা কাটিং দেখে এরা বলে হায় হায় তারেকতো দেশ খেয়ে ফেলেছে। কিন্ত বাংলাদেশের পত্রিকা যে টয়লেট টিস্যুর ছেয়ে বাজে এটা সবাই জানে এবং বুজে।
১৭| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০২
তামজীদ বলেছেন: নির্লজ্জ।
১। মি: টেন পার্সেন্ট
২। হাওয়া ভবন লি:
৩। শাহ আলমের পুত্রের সাথে ২০ কোটি টাকার লেনদেন
৪। খাম্বা মামুনের সাথে জিগিরি দোস্তি
৫। ভাংগা সুটকেস থেকে ডান্ডি ডাইং বের হওয়া..... (কপারফিল্ডের জাদুও ফেল মারবো!!!)
ভাই .... কিছু মনে করেন না.. আপনের বাবা/মা বি.এন.পি-র কোন স্তরে আছেন??? নাকি ২০০৭- ২০০৯ সালে কোমায় ছিলেন ..তাই কিছু জানেন না???
০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৫
ভুদাই বলেছেন: নিচে উত্তর আছে-----
১৮| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৬
সাইফুর বলেছেন: তারেক রহমান আবারও আসছে? হায়রে
০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৭
ভুদাই বলেছেন: আসবেনা কেনো? তার বিকল্প আছে নাকি?
১৯| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৬
আরাধ্য বলেছেন: তারেক জিয়া এর মত একজন কে নিজের অহঙ্কার না দাবী করে চেষ্টা করেন যেন আপনি নিজে অন্য দের অহঙ্কার হতে পারেন। চাতুকারীতা মনে হয় আমাদের রক্তে মিশে গেছে। অন্যের পদলেহন করে সামান্য ফায়দা হাসিলে ব্যাস্ত আমরা। আমার কাছে কে প্রিয় সেটা নিয়ে না ভেবে আমি কিভাবে অন্যদের কাছে প্রিয় হতে পারি সে চিন্তা যদি আমরা সবাই করি তাহলে বোধহয় আমাদের অবস্থা আরাও ভালো থাকতো।
০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:১০
ভুদাই বলেছেন: খারাপ বলেন নাই।
২০| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৭
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @তামজীদ:
বা;লাদেশের কোন আদালত রায় দিছে.......???
তোতা পাখির মতন হাসিনা বুবু যা কইছে তাই আওড়াইতাছো.....??
আরেক কথা তোমার বর্তমান প্রধান মন্ত্রী তো ১৪ টি চুরি ও চান্দাবাজী মামলায় জেলে গেছিল, মনে আছে..???
হাসিনা বুবু আদালতে জামিন নিতে যায় নাই ভয়ে, মঈনের সাথে লাইন লাগাইয়া পিছনের দরজা দিয়া বাইর হইয়া সোজা গদিতে........
২১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৭
সাইফুর বলেছেন: তারেক চোর
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১১
ভুদাই বলেছেন: আমি যদি প্রমান ছাড়া বলি, তুমি সাইফুর চোর। চোর হয়ে গেলা?
প্রমান দাও।
২২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৮
কৃষ্ণনগর বলেছেন: তারেকের জন্য মায়া লাগতেছে।দেশে তার জনপ্রিয়তা হবে যদি হাসিনা সরকার বিদ্যুত খাত উন্নয়ন না করতে পারে।কিন্তু ও যে একটা মহাচোর তাতো বিদেশী কোম্পানী সিমেন্সের কেলেংকারীতেই দেখেছি।আরেকটি কথা তারেকের বন্ধু মামুন ১০০ কোটী টাকার বেশীর হিসাব দিয়েছিল এবং খালেদার বন্ধু ফালু ও ১০০ টাকার বেশী হিসাব দুদুকে জমা দিয়েছিল।এই দুজনের বন্ধু হলে এত টাকা কেমনে আসে।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৪
ভুদাই বলেছেন: যেমনি আসে জয় আর হাসিনার তেমনি আসে।
২৩| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৮
ওরাকল বলেছেন: @তামজীদ: এই রকম অভোযোগ কিন্তু লীগ, জাপা বা অন্য দলের বিরুদ্ধেও আছে। এক এরশাদ চাচা ছাড়া অন্য কেউই আদালত কর্তিক দোষী প্রমানিত নয়।
হাসিনা পুত্র জয় যদি ৪০০ টাকার মালিক হতে পারে তবে তারেক ত তার তুলানায় কিছুই না ....।
মিল-অমিলঃ তারেক-জয়
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৮
ভুদাই বলেছেন: একমত। তবে তারেকের সাথে জয়ের তুলনা দিবেন না। কারন সেতো এই দেশের নাগরিকই না।
২৪| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:০৯
সাইফুর বলেছেন: তারেক আর মামুন বিদ্যুতের খাম্বা লাগাইছিলো অনেক।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৩
ভুদাই বলেছেন: এ সরকারও নাকি অনেক খাম্বা কিনতাছে।
মামুন কই আরে তারেক কই?
২৫| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৩
টেকি মামুন বলেছেন: ভাইরে একটা কথা কই তারেক জিয়ার দুনীর্তি নিয়া প্রথমে আওয়ামী অন্য দল কিছু্ই বলে নাই মুখে মুখে ব্যাপক ভাবে ছড়াই পড়ছে তারেক চোর । আমাদের দেশে যদি একবার কোন একটা কথা একবার ছড়াইতে পারে তার মাফ নাই । আপনি যতই বলেন প্রমাণ দেখান লাভ কি পাবলিক মনে প্রানে মাইনা নিসে তারেক ভাইজানে বিরাট চোর ।
তাই কিছুই করার নাই তারেক ভাইজানে বিএনপিরে ডুবাই দিলো । আর কিছু বন্ধু বান্ধব জুড়াইছে এরা আরও খারাপ । সত সংগে স্বর্গবাস অসত সংগে সর্বনাশ ।
ভাই কি কথা ঠিকাছে।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৬
ভুদাই বলেছেন: কথা কিছুটা ঠিক। কিনতু এই মহা পরাক্রমীশালী ডিজিটাল সরকার কেনো এইসব প্রমান করতে পারছেনা?
আর যদি সে খারাপও হয় তারপরেও সে সুযোগ পাবেনা কেনো?
মানুষ মাত্রই পরিবর্তন শীল।
২৬| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৪
টেকি মামুন বলেছেন: আর আরেকটা কথা তারেক জিয়ার মা মানে খালেদা আপার বুন্ধি সুদ্ধি কম এজন্য পুলাডা আরও খারাপ হইচে ।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৯
ভুদাই বলেছেন: খালেদা আপার বুন্ধি সুদ্ধি কমই ভালো হাসিনার মতো উগ্রতো আরনা।
২৭| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৫
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: কইছি না তারেকের নাম শুনলে আম্মালীগের নেতা-কর্মিগো কাপড়-চোপড় নষ্ট হইয়া যায়...........
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২০
ভুদাই বলেছেন: আপনার কথাই ঠিক।
২৮| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৫
তামজীদ বলেছেন: @ ওরাকল : তাহলে ব্যপারটা হলো এমন..... তুমি উত্তম হইলে আমি অধম হইবো না কেনো???? কেমন ব্যপার টা এই না???? অন্যান্য দলের দোষ গুলো স্বীকার করে.... নিজেও অপকর্ম করে বেরাই....... নিজের বাচ্চাদের - ও এমন শিক্ষা দিবেন নিশ্চই?? .. দারুন!!!..... ধিক্কার.........
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৫
ভুদাই বলেছেন: আপনারা আসলেই সবসময় উল্টা বুজেন। হাসিনা ৯৬-২০০১ এ ভয়াবহ সন্ত্রাস করলেও জনগন আবার সুযোগ দিলে তারেক কেনো পাবেনা?
২৯| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৬
ঢাকাইয়া টোকাই বলেছেন: comment by: রংধনুর সাত রঙ বলেছেন: তারেক ফিরে আসবেই। [/sb
অবশ্যই .. কারন আ:লীগ আর বি ,এন, পি, নিজেদের মধ্যে চুক্তি করে রাখসে যে আমরা ৫ বছর আর তোমরা পাচ বছর লুটপাট করব...
মাঝখানে দেশবাসির দের ভুদাই বানায়া রাখব.....
৩০| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:১৭
ওরাকল বলেছেন: সংশোধনী: হাসিনা পুত্র জয় যদি ৬০০ কোটি টাকার মালিক হতে পারে তবে তারেক ত তার তুলানায় কিছুই না ....।
মিল-অমিলঃ তারেক-জয়
৩১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২১
কালীদাস বলেছেন: একটা মাইনাসের ১০% বাদ দেয়া যায় না, তাই আস্তটাই দিলাম
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৮
ভুদাই বলেছেন: এরকম মনগরা বা সন্ধেহযনক অভিযোগ থেকে কেউই মুক্ত নয় সুতরাং আদালত কতৃক দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত এগুলোর কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই।
৩২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৩
আরাধ্য বলেছেন: তারেক জিয়া এর মত একজন কে নিজের অহঙ্কার না দাবী করে চেষ্টা করেন যেন আপনি নিজে অন্য দের অহঙ্কার হতে পারেন। চাতুকারীতা মনে হয় আমাদের রক্তে মিশে গেছে। অন্যের পদলেহন করে সামান্য ফায়দা হাসিলে ব্যাস্ত আমরা। আমার কাছে কে প্রিয় সেটা নিয়ে না ভেবে আমি কিভাবে অন্যদের কাছে প্রিয় হতে পারি সে চিন্তা যদি আমরা সবাই করি তাহলে বোধহয় আমাদের অবস্থা আরাও ভালো থাকতো।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৬
ভুদাই বলেছেন: এরকম মনগরা বা সন্ধেহযনক অভিযোগ থেকে কেউই মুক্ত নয় সুতরাং আদালত কতৃক দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত এগুলোর কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই।
৩৩| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৩
ওরাকল বলেছেন: @তামজীদ
আমো শুধু বলতে চাইছি এরকম মনগরা বা সন্ধেহযনক অভিযোগ থেকে কেউই মুক্ত নয় সুতরাং আদালত কতৃক দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত এগুলোর কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই।
আর তারেকের রাজনৈতিক প্রতিপক্ষ যে অভিযোগ করছে তারাও ঠিক একই বা তার চেয়ে গুরুতর অভোযোগে অভিযুক্ত।
সুতরাং অভোযোগ আমলে নিলে দুটই নেয়ে উচিত অথবা কোনটিই নয়।
০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:১৬
ভুদাই বলেছেন: ধন্যবাদ
৩৪| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৮
কঠিনলজিক বলেছেন: বি এন পির মত একটা দল তারেক রহমানের কাছে জিম্মি হয়ে গেছে এটা কস্টকর বাস্তবতা , তবে আরো কঠিন বাস্তবতা হলো আওয়ামীলিগের বর্তমান পারফর্মেন্স তারেক এবং বিএনপির অতিত কে শুধু মলিন করছে না, বরং নিজেদের অন্ধকার ভবিস্যত আর তারেক বিএনপির ভবিস্যতের উজ্জলতা নিশ্চিৎ করতে যে অবদান রাখছে তা তুলনাহীন।
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৩৬
ভুদাই বলেছেন: অসাধারন মন্তব্য। ++++++++
৩৫| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৮
ঢাকাইয়া টোকাই বলেছেন: কারন আ:লীগ আর বি ,এন, পি, নিজেদের মধ্যে চুক্তি করে রাখসে যে আমরা ৫ বছর আর তোমরা পাচ বছর লুটপাট করব...
মাঝখানে দেশবাসির দের ভুদাই বানায়া রাখব..... [/sb
এই যুক্তির বিরুদ্ধে যুক্তি নিয়া কথা বলার সাহস কারো নাই..
পারলে আসেন....
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৫৬
ভুদাই বলেছেন: হুম
৩৬| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৯
ওরাকল বলেছেন: @তামজীদ
আমি শুধু বলতে চাইছি এরকম মনগরা বা সন্ধেহ জনক অভিযোগ থেকে কেউই মুক্ত নয় সুতরাং আদালত কতৃক দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত এগুলোর কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই।
আর তারেকের রাজনৈতিক প্রতিপক্ষ যে অভিযোগ করছে তারাও ঠিক একই বা তার চেয়ে গুরুতর অভিযোগে অভিযুক্ত।
সুতরাং অভিযোগ আমলে নিলে দুটই নেয়ে উচিত অথবা কোনটিই নয়।
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৫৭
ভুদাই বলেছেন: আদালত কতৃক দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত এগুলোর কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই।
৩৭| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৩২
তামজীদ বলেছেন: বাংলাদেশে কে কবে কিভাবে আদালত কতৃক দোষী প্রমানিত হয়েছে??? বা হলেও বলা হয়নি রাজনৈতিক হয়রানিমুলক মামলা???আমরা কি সত্যটা জেনে চুপ করে থাকি না????? নিজের দেশকে আর কতো দিন ছোট করে রাখবেন??? যাদের জন্য এতো কমেন্ট দিচ্ছেন........ তারা কি ক্ষমতায় গেলে এর সম্মান দিবে??? নাকি আবার দূর্নীতি ঝাপিয়ে পড়বে???? সৃষ্টিকর্তার দোহাই.... সত্যটা স্বীকার করুন.....
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৩৫
ভুদাই বলেছেন: সত্য হচ্ছে ভাই তারেক এখনকার সরকারের ছেয়ে অনেক বেটার। সো ২ অপশন থেকে আমি বেটারটাই বেছে নিবো। কারন শিক্ষিত চোর কম শিক্ষিত থেকে ভয়ংকর।
আর আদালত এরশাদকে দোষী প্রমান করেছিলো।
৩৮| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৩২
আমি ও যাযাবর বলেছেন: একটা মাইনাস
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৫৯
ভুদাই বলেছেন: খাইছেরে কত বড় বড় চুল।
৩৯| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৩৩
নেক্সাস বলেছেন: ওরাকল ভাই আমিও বলি অভিযোগ যখন উঠেছে তখন তাকে সে নির্দোষ সেটা প্রমাণ করে পুণরায় রাজনীতিতে আসা উচিত...
কিন্তু কোথায় সে নিজেকে নির্দোষ প্রমান করবে?
মইন-ফখরুর ঔরষজাত সরকার তো তাকে বাংলাদেশে আসতেই দিচ্ছেনা....
কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমান করবে?
বিচারের বাণী যেখানে নিভৃতে কাঁদে,বিচার বিভাগ যেখনে নির্লজ্জ দলীয়করণে কলঙ্কিত,যেখানে রাজনৈতিক মামলা প্রত্যহারের বেলায় সরকারীদলের লোকদের একের পর এক মামলা হাওয়া হয়ে যায় কিন্তু বিরোধী দলের একটা মামলাও প্রত্যাহার হয়না .....সেখানে তারেক রহমান কতটুকু ন্যায় বিচার পাবে বলে আপনি মনে করেণ?
আওয়ামিলীগের নেতা কর্মী সবাই কেন যেন তারেক রোগে ভুগছেন।
সত্য মিথ্যা মিলিয়ে তারেক রহমান কে কলঙ্কিত করাই যেন তাদের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা।উদাহরণ :
কালকে চ্যানেল আই নামে হলুদ একটি বেসরকারী টিভি চ্যানেলে তৃতীয় মাত্রা দেখছিলাম।সেখানে আওয়ামিলীগের অপু উকিল নামের এক মহিলা এমপি বললেন, তারেক রহমান নাকি পিলখানা ঘটনার পরদিন বাংলাদেশে চলে এসেছিলেন।উপস্থাপক তাকে জিঙ্গেস করল কোথায় এসেছিল তারেক রহমান।তখন সে বলে কাছাকাছি চলে এসেছিল।আবার প্রশ্ন কোথায় এসেছিল ।তখন সেই মহিলা উত্তর দিলেন বাংলাদেশে চলে আসার জন্য টিকেট করে ফেলেছিল নাকি তারেক জিয়া।
বড়ই হাস্যকর।সারা জাতি জানলনা সেদিন তারেক জিয়া চলে এসেছিল অথচ আওয়ামিলীগ জেনেছে।জানিনা কোন মাদকাসক্ত এমন কথা বলবে কিনা কিন্তু আওয়ামিলীগ বলে।
আভাবেই আওয়ামিলীগ এদেশের জবাবদিহিতাহীন মিডিয়ার আশ্রয় নিয়ে অপপ্রচার চালায় ভিন্নমতের অনুসারীদের বিরুদ্ধে।
৪০| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৩৪
তামজীদ বলেছেন: @ লেখক : সেইটাই তো আর কতোদিন উল্টা বুঝে থাকতে চান?????
৪১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৩৯
জাতি জানতে চায় বলেছেন: আশ্চার্ইযের ব্যাপার, হাম্বালীগাররা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা দিতে পারলো না!! এমনকি বগলের মধ্যে থাকা দুদকের পক্ষ থেকেও না!! তার বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক কিছু অপপ্রচার আছে যেটা তারেক নিজেই নিজের কিছু ফালতু কাজ দিয়া ছড়াইতে সমর্থ হইছে!! তার তেমন কোন সাফল্যও নাই, বরং আছে খাম্বা সংশ্লিষ্ট দূর্নীতির চরম অভিযোগ! তার সন্তানদের দেশের সবচেয়ে ব্যয়বহুল ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে যেটা অবশ্যই দৃষ্টি কটু!! বাংলাদেশের রাজনীতিতে তার ইমেজ ফিরিয়ে আনতে অনেক কাঠ-খড় পোড়াতে হবে!!
তবে জয়ের সোয়া বছরের পার্ফরমেন্স তারেককেও ছাড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে! ১৪ পিএইচডি পাওয়া মায়ের সন্তান হিসেবে জয় ক্ষমতায় আসার প্রাক্কালে সেনাবাহিনীসহ প্রশাসনে জঙ্গীবাদীদের চরম উপস্থিতি নিয়া কম্পুটারে কম্পোজ করা বিশাল এক থিসিস সারাবিশ্বে হৈচৈ ফেলে দিয়েছিলো! যদিও ব্যাপকভাবে সন্দেহ করা হয় যে সেনাবাহিনী ও প্রশাসনের সাথে দর কষাকষির জন্য এরূপ থিসিসের আবির্ভাব! তার উপর তৌফিক এলাহীকে সাথে নিয়া বিদেশের মাটিতে গ্যাস কম্প্রেসর নিয়া করা বিশাল অঙ্কের গোপন চুক্তির বিষয় ফাঁস হয়ে যায়! এ সংক্রান্ত আমার দেশের বিরুদ্ধে করা মামলায় স্বয়ং বাদী পক্ষ মানে তৌফিক এলাহীর মামলার শুনানীর প্রথম থেকেই দিনের পর দিন অনুপস্থিত আছেন! জয়ের ছোট-খাট সম্ভাব্য সাফল্যের কথা এখানে নাই বা বল্লাম!
এরা যদি হয় তারুন্যের অহংকার, তাইলে বাংলাদেশের ভবিষ্যতও অহংকার করার মতই!!
৪২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৪১
তামজীদ বলেছেন: @ লেখক : ভালো যুক্তি ভাই... তো ভাই বললেন নাতো...... বি.এন.পি এর কোন স্তরে আছেন খালাম্মা/খালু.... স্বীকার যেতে পারবেন??
৪৩| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৪২
টেকি মামুন বলেছেন: লেখক সাব বাংলাদেশের রাজনীতিতে কোন কিছু প্রমান করা অসম্বব আমরা সবাই জানি কারা কারা চোর তারপরও কি প্রমান করতে পারবো ।কিন্তু বিশ্বাস বলে একটা কথা আছে না। আমার এলাকার এমপি যে কত বড় চোর এটা আল্লায় জানে কিন্তু প্রমান করতে কে পারবো কন??
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৫৩
ভুদাই বলেছেন: ha ha ha
৪৪| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৪৪
এস,আহমেদ বলেছেন: তারেক জিয়া যেভাবে সাধারণ মানুষের, বিশেষ করে গ্রামের অতিসাধারণ মানুষের কাছাকছি চলে যাচ্ছিল, তার জনপ্রিয়তা যেভাবে দিন দিন বাড়ছিল সাধারণের কাছে তাতে শেখ হাসিনা তথা আওয়ামীলীগারদের রাতের ঘুম হারাম হয়ে গেছিল, তাই ভারতের সহায়তায় আর কিছু সুশীল নামধারী ভারতীয় দালালের কল্যাণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। একমাত্র জিয়া ছাড়া আর কোন নেতা এভাবে সাধারণ মানুষের এত কাছে যায় নাই, তাইতো বাংলাদেশের মানুষ আজো জিয়াকে এতো ভালোবাসে। তারেকও একদিন এই সাধারণ মানুষের ভালোবাসায় এদেশের সাধারণ মানুষের নেতা হয়েই ফিরে আসবে।
৪৫| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৪৮
ওরাকল বলেছেন: আসল কথা হল বিএনপি, আওয়ামিলীগ দুইটাই চোর (দেশে যে দূর্নীতি হয় তা সবাই স্বীকার করেন। আর ক্ষমতায় যেহেতু এই দুই দলই থাকে সুতরাং অকাজগুলা এরাই করে)।
আমরা আমজনতা আছি মাইনকা চিপায়, এক বার চোর ঠেকাতে ডাকাতকে ভোট দেই আবার ডাকাত ঠেকাতে চোর।
আমরা আসকে ৫ বছর পর পর যে 'কম খারাপ' তাকেই ক্ষমতায় বসাই। ভালোর স্থান বাংলাদেশের রাজনীতিতে নাই। সুতরাং এই মন্দের ভালরাই আমাদের শেষ ভরসা।
তবে আমি আশাবাদি তারেক-জয় এর ন্যায় নতুন প্রজন্মের প্রতিনিধীরা অন্তত খালেদা-হাসিনা 'র মান্ধাত্বা আমলের রাজনীতি থেকে বেরিয়ে আসবে।
৪৬| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৫৪
নেক্সাস বলেছেন: তারেক জিয়া দূর্নীতিবাজ....
কে বলেছে?
উত্তর :আওয়ামিলীগ
সজীব ওয়াজেদ জয় আমেরিকায় কোটি টাকার রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত। অবৈধ বিওআইপি ব্যাবসার হোতা জয়।
কে বলেছে?
উত্তর : বিএন পি
উপরে কোনো অভিযোগই এদেশের আইনে প্রমাণিত হয়নি।
তাহলে তারকেরটা নিয়ে এত টানাটানি কিন্তু জয়েরটা নিয়ে হবেনা কেন?
যারা জয়েরটা নিয়ে বিশ্বাস করেন তারা জয়েরটা কোন চোখে দেখেন?
আসুন এবার একটা ধাঁধাঁ বলি।
এক লোককে দেওয়া হোল ১৩ টাকা ।এখন তাকে বলা হলে ১টা ২০ টাকা দামী মোবাইল কার্ড কিনে আনার জন্য ! এবার বলুনতো সে লোক কিভাবে ১৩ টাকা দিয়ে ২০ টাকার মোবাইল কার্ড কিনবে?
৪৭| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:০০
মু. নূরনবী বলেছেন: ভাইডি ব্যাপক্স হিট লুটাই নিলেন...মনে লয়
৪৮| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:২৭
মামুন বিদ্রোহী বলেছেন: হাসতে হাসতে শ্য্য্য্যেষ...
৪৯| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৩৬
অক্টোপাস বলেছেন: বিশ্ব চোরের প্রতীক তারেক রহমান....
দেশে না ফিরে আসিয়া বিদেশেই বহমান হও...
৫০| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৩৮
ঢাকাইয়া টোকাই বলেছেন: " আমরা সবাই চোর, চোরের চোর,
চোরের রাজত্যে,
নইলে মোরা চোরের দেশে
থাকবো কি শর্তে?"...
৫১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৩৮
মানবী বলেছেন: দেশের একজন মানুষ ও যদি এভাবে বলে থাকেন, তাহলে পোস্টটি পড়ে হতাশ হলাম!!
বর্তমান সরকারের সন্ত্রাস, দূর্নীতি আর অরাজকতায় সাধারণ মানুষ অতীষ্ট, সে বিষয়ে সন্দেহ নেই। তবে এদের বিকল্প হিসেবে তারেক কেনো?
তারেক, সজীব ওয়াজেদরা কেনো আগামী দিনের রাষ্ট্র প্রধান হবে। এদের কখনও কোন মিছিলের সন্মূখে দেখা গেছে? কোন আন্দোলন কর্মসূচী বাস্তবায়ন কালে পিকেটিং করতে গিয়ে এরা কেউ আহত হয়েছে, অথবা গ্রেফ্তার?
তাহলে, যে ছেলেমেয়েরা নিজেদের সুন্দর নিশ্চিত ভবিষ্যত জলান্জলী দিয়ে এসব নষ্ট রাজনীতিবিদদের দাবার গুটি হয়ে ছাত্র জীবন উৎসর্গ করেছেন, শুধু মাত্র তাঁদেরই কেউ আওয়ামিলীগ, বিএনপি এবং অন্যান্য দলের পরবর্তী প্রধান হবার যোগ্যতা রাখেন। বংশ পরম্পরায় আসা এসব তারেক, সজীবের মতো মাকাল ফল নয়।
আমাদের দেশে গণপ্রজাতন্ত্র্র সরকার, রাজতন্ত্র নয়।।
৫২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৪০
রুদ্র তুফান বলেছেন:
৫৩| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬
আনিসুর র বলেছেন: হাম্ভালীগ গরুরা কি কখনই মানুষ হবে না। সব সময় হাম্ভা হাম্ভা করতেই থাকে।
তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু কোন মামলায় রায় হয় নাই যে সে চোর। তার পরও হাম্ভা হাম্ভা শুরু করছে।
হাম্ভালীগ তোমরা কি ভুলেগেছ তোমাদের নেত্রীর বিরুদ্ধে কয়টা মামলা ছিল সব তো হয়রানীমূলক মামলা হিসেবে খারিজ হয়ে যাচ্ছে।
তেমনি বি এন পি যদি এবার ক্ষমতায় যেত। এমনি হত যেমন হচ্ছে তোমাদের নেত্রীর বেলায়। এটা আবার তোমরা না বুজতে পার কারন তোমরাতো হাম্ভা।
আরে হাম্ভালীগ বি এন পির তো তবু একটা নীতি আছে তোমাদেরতো তা ও নাই। ৮৬ তে এক সাথে অয়াদা কর নির্বাচন করবানা তার পর এরশাদের সথে নির্বাচন কর লোভে । সেই এরশাদের সাথে আবার মহা জোট বাদ শুনছি তাকে প্রেসিডেন্ট বানাবা। এরশাদ বুড়া হইয়া বোদাই হইয়া গেছে তাই আগে বুজতে পারে নাই।
তোমার নেত্রীকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলো জেলে তাদের সাথে হোগা বিক্রি করে ক্ষমতায় যাও। তোমরা ক্ষমতায় যায়ার জন্য সব করতে পার।
তোমর নেত্রী অভিনয় রানী, কেটরিনাকে ফেলমারতে পারে। নাকী কান্না আমার কেউ নাই আমি আপনাদের সাথে থেকে আপনাদের শেবা করতে চাই।
পোলা, বউ, মেয়ে, বোন সবাই বিদেশে হাম্ভালীগ তোমার নেত্রীতো ভারাটে মানুষের মত।
সে হিসেবে বি এন পির নেত্রী আপোষহীন। লোভী ফালতু না। প্রমান দেখাতে পারবে না। জিয়াউর রহমানের একটা আদর্শ্য আছে। তাদের ছেলে তারেক রহমান।এ দেশের ছেলে বাংলাদেশের ছেলে। তার ব্যাপারে জেনে কথা বল। প্রমান হলে তাকে চোর বল। তার আগে হাম্ভা হাম্ভা করতে করতে গলা ফাটিয়োনা।
হা-------------------------ম্ভা--------------------------।
৫৪| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৫৫
রংধনুর সাত রঙ বলেছেন: বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: তারেক রাজনিতী করবে এই কথা শুনলেই আওয়ামীলীগের নেত্রী সহ অনেক বাঘা বাঘা নেতাদের কাপড় নষ্ট হয়ে যাবার জোগাড় হয়.......
একমত
৫৫| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১১:০৪
র হাসান বলেছেন: মাইনাচ। ধন্যবাদ।
৫৬| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭
রাগ ইমন বলেছেন: কষে মাইনাস ।
প্রমাণ না হইলেই যদি চোর না হয় তাহলে তো আমাদের সকল নেতানেত্রী ও তাদের ছেলে মেয়েরা সবাই পূত পবিত্র ।
এই পা চাটা বাদ দিয়ে বরং আপনি নিজে নির্বাচনে নামেন না ভাই। আমরা আপনাকেই ভোট দেই।
এই সব জয়- তারেক - অন্য কোন অপ্রমানিত চোর এর হাত থেকে আমাদের মুক্তি দিলে হয় না?
আপনি তো আশা করি অন্তত " পাওয়ার পয়েন্ট বিশেষজ্ঞ " এর চেয়ে ভালো ডীজিটাল বাংলাদেশ বানাইতে পারবেন, পারবেন না?
৫৭| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:০২
লুৎফুল কাদের বলেছেন: তারেক কুটি কুটি টাকা চুরি করছে এইটা ঘোড়া মইন আর ভন্ড হাসিনা তিন বছরেও বাইর করতে পারেনাই. তারেক টাকা কি আসমানে রাকছে. তারেকের নাম শুনলেই আওয়ামীলীগারদের কাপড় নষ্ট হইয়া যাই.
৫৮| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:০৯
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
আবাল বাংগালীর ভুটে আজ কোটি ট্যাকার নায়িকা দেশের পেরধান মনতিরি হৈয়া ভুদাই পাব্লিক্রে সমানে আইক্কা অলা বাশ ঢুকাইয়া যাইতেছে। ভাতে /পানিতে/ গ্যাসে ডুবাইয়া মাইরা বাপের হত্যার প্রতিশোধ নিতাছে।
৫৯| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:১১
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
হাগু বিবি তারেকের উপর ক্ষেপসে ক্যা! কিছু কর্ছিলো নাকি?
০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৯
ভুদাই বলেছেন: জয়হো তারেক জিয়া।
৬০| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:২৪
ফ্লাইওভার বলেছেন: লাভ নাই। দূর্নীতিবাজদের থেকে দূরে থাকা ভাল।
৬১| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:২৯
কানা-বাবা বলেছেন: ব্যাফুক বিনোদন।
৬২| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৩৯
মামুন বিদ্রোহী বলেছেন:
ছবি কথা বলে....
০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৪
ভুদাই বলেছেন: আচ্ছা তুমি যে এনএসইউ তে পড়ো, তোমার টাকার উৎস কি?
৬৩| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪
গাংচিল ২ বলেছেন: চোরের পরিবর্তে আর এক চোর যাদের অহংকার হয় , তাদের সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে।
একটা মাইনাসের ১০% বাদ দেয়া যায় না, তাই আস্তটাই দিলাম ।
৬৪| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৭
গাংচিল ২ বলেছেন: চোরের অহংকার,আদর্শ শুধু মাত্র চোর-ই হতে পারে, তা সে এক টাকা চুরি করুক কিংবা হাজার কোটি টাকা।
৬৫| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৫৫
অবাঞ্চিত বলেছেন: কইষ্যা মাইনাস
৬৬| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ২:২২
অর্থহীণ বলেছেন: জয়হো তারেক জিয়া।
ফিরে এসো।
আমরা তোমার প্রতিক্ষায় দাড়িয়ে আছি।
৬৭| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ২:৩৪
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ১৪ টি চুরি ও চান্দাবাজী মামালার আসামী, চোরের রানী হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে তারেক দোষ করেছে কী.....??
আওয়ামীলীগের হাসিনা সহ অনেক বাঘা বাঘা নেতা তারেক রাজনিতীতে আসবে শুনলেই কাপড় চোপড় নষ্ট করে ফেলে....
৬৮| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ২:৩৯
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: বিদ্রোহী সোজা কথায় একটা কথা জিগায়।আপনার কি মনে হয় তারেক দূর্নীতি করেনি?
৬৯| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ২:৫১
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @আমি ছাড়া সবাই ভাল:
আমার বয়স তারেকের প্রায় সমান, আমি দেখেছি তারেক কিভাবে রাজনিতীতে এসেছে, কিভাবে ইউনিয়ন পর্যায়ে গ্রাস রুট লেভেলে গিয়া দল গঠন করেছে......|
রাজনিতীতে তারেকের এই উঠে আসাকে হাসিনা ও ভারত মেনে নেয়নি, দালাল পত্রিকা ও হাসিনার পোষা বুদ্বিজিবীরা কোরাশ গেয়েছে তারেক দুর্নিতী করেছে.....।
ফলাফল.....??
মঈন-মাসুদ-আমিনদের অভ্যুথ্থান ও হাসিনাকে ক্ষমতা প্রদান.......!!!
ভাই চোখের দৃষ্টি একটু প্রসারিত করেন......, হাসিনা ও ভারত যে জাতীয়তাবাদী রাজনিতীর ভবিষৎ তারেক কে ধ্ব;স করার সুদুর প্রসারী প্ল্যান হাতে নিয়েছে তা-কি আপনার কাছে পরিস্কার নয়.....???
তারেক দুর্নিতী করেছে, দুর্নিতী করে নাই, আদালত বলুক, আমি আপনি কেন বলবো.......???
আর তারেক কেন, কোন শালাই ফেরেস্তা না, তারেকও ফেরেস্তা না|
৭০| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৬
সরল মানুষ বলেছেন: View this link
৭১| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৬
সাজিদ বলেছেন: @মামুন বিদ্রোহী ছবি কি কথা বলছে? নাকি এটাই আওয়ামি নীতি ফটোশপ দিয়ে মানুষের নামে অপপ্রচার করার। আপনার নেত্রীকে পুলিশ টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল সেই চবিও কিন্টু আছে। আর শেখ সেলিম ও জলিলের স্বিকারোক্তি শুনেন নাই? তারপরও তারেকের নামে বলেন কিভাবে?
৭২| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৫০
সাজিদ বলেছেন: বর্তমান সরকারের কাছে দাবি জানাই তারেকের দূর্নীতির স্বচ্ছ বিচার করুন। নাহলে অফ যান।
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৫
ভুদাই বলেছেন: নাহলে অফ যান।
৭৩| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:১২
মোতাব্বির কাগু বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।
বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম।
শামসুর রাহমান/হুমায়ূন আজাদ পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি।
অনবদ্য...
অসাধারণ...
পড়তে পড়তে চোখে পানি এসে গেল।
শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে
ছুরিকাঘাত/বেত্রাঘাত/চপেটাঘাত/কুত্তার কামড় ঠিকমতৈ দিয়াছেন..
লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত।
লেখাটিকে স্টিকি করা হোক....
৭৪| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫
ট্রয়লাস অফ দ্য সী বলেছেন: বিদ্রোহী রণ ক্লান্ত এবং সাজিদের সকল কমেন্টের সাথে একমত হয়ে বলছি তারেকের বিরুদ্ধে কঠিন এবং ভয়ানক ষড়যন্ত্র হয়েছিলো এবং এখনো হচ্ছে।
৭৫| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:১৬
ট্রয়লাস অফ দ্য সী বলেছেন: পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে, ৩৪ জনের ভাল লাগেনি
এই বাকশালী ব্লগেও এমন রেটিং প্রমান করে তারেক কতোটা জনপ্রিয়।
৭৬| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:২০
সাজিদ বলেছেন: ষড়যন্ত্রের কথা বলে একধরনের দূর্বলতাকে পশ্রয় দেয়া হয়। ষড়যন্ত্রকে পশ্রয় দেয়া হলো কেন। আশে পাশের কিছু মানুষ ক্ষমতার অপব্যাবহার করেছে আর তেলে ভাসিয়ে দিয়েছে। এদের ব্যাপারে সাবধান হতে হবে। আর যারা অপপ্রচার করেছে তাদেরকে কোন ক্ষমা দেখতে চাই না। তারা দেশদ্রোহী। কোন ফাক দিয়ে এরা যেন সুযোগ না পায় আবার। ম্যাডামের সংবাদ সম্মেলনে মতিউর রহমানকে কেন ইনভাইট করা হলো?
৭৭| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:২৩
ট্রয়লাস অফ দ্য সী বলেছেন: সাজিদ কোন মতিউরের কথা বলছেন? মানব জমিনের সম্পাদক???
৭৮| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:২৪
সাজিদ বলেছেন: না প্রথম আলো।
৭৯| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:২৪
ট্রয়লাস অফ দ্য সী বলেছেন: ও আচ্ছা বুজছি ঐ বদ প্রথম কালোর সম্পাদক বদমাশ মতিউর আর তার ভাই মাহফুজের কথা বলেছেন।
আসলেই এদেরকে বয়কট করা উচিত।
৮০| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:৩১
সাজিদ বলেছেন: Reasonable people try to cope up with the world and unreasonable people persist with their own rule try the world to follow them and they are the reason for progress and development in this world.
তারেক রহমানকে কিছুটা কনফিউজড মনে হয়, পাছে লোকে(মুরুব্বি দেশ) কি বলে এসব ভাবে হয়ত। মিনমিনে সুশীল হয়ে যুগান্তকারী কিছু করা যাবে না। আমাদের দেশের সাহসী, ভিশনারী ও সত্ একদল নেতা দরকার। কিছু দালাল সুশিল কি বললো এসব নিয়ে এত ভাবলে কিছু করা যাবে না।
৮১| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৪
সুপারনোভা বলেছেন: বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: কইছি না তারেকের নাম শুনলে আম্মালীগের নেতা-কর্মিগো কাপড়-চোপড় নষ্ট হইয়া যায়...........
৮২| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ১২:০২
ডট কম ০০৯ বলেছেন: বিনোদন সকলের জন্য
তারেক রহমান চোর আর্মির বুটের লাত্তি খাইয়া মাঞ্জার হাড্ডি ভাঙ্গি ফেলচে।
তারপরো ছেলে নেতৃত্বএর কারনে তাকে আমি পছন্দ করব।
শেখ হাচিনার পুলাডা ভোদাই বইলা আমার মনে হয়।
তাই তারেক ই এই দিক থেকে ভালা
৮৩| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ১:৩০
কেএসরথি বলেছেন: ভুদাই বলেছেন: ব্লগেও কিছু ভাকু এখনো তারেক জিয়ার পোস্ট দেখলেই গায়ে জ্বর এসে পড়ে। আরে তারেকের মতো নেতার এখন এ দেশের কি ধরকার তা সাধারণ জনগনকে জিজ্ঞাস করলেই বুজা যাবে,।
=======================
হ্যা অনেক ধরকার।
হা হা হা।
৮৪| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৩:১৪
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: বিদ্রোহী তারেক যে স্টাইলে রাজনীতি শুরু করেছিল সে স্টাইলটা আমারও পছন্দ হয়েছিল।তবে যে স্টাইলে হাওয়া ভবন থেকে দুর্নিতীর মাত্রা ননস্টপ গতিতে এগিয়ে নিয়েছিল সেটা জগন্য।তারেককে অনেকেই ব্যবহার করেছে এটা আমি অস্বীকার করিনা তাই বলে কেউ ব্যবহার করলেই যে সে ফাদে পা দিতে হবে সেটাও মানিনা।
ঠিক কোন শালাই সাদু না তয় একটা মাত্রা আছে এই যা
৮৫| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৮:৩১
রংধনুর সাত রঙ বলেছেন: হুম আলোচনা এখনো চলছে। গুড গুড
৮৬| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৩
এস বাসার বলেছেন: তারু চোরার প্রতি আপনার ভক্তি-শ্রদ্ধা- ভালবাসা দেখে আমি মুগ্ধতায় বাকহারা হয়া গেছি।
৮৭| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫৬
কানা-বাবা বলেছেন: আমি কৌতুহল অনুভব করছি জানতে যে ঠিক কি কি কারনে তারেক তারুন্যের অহংকার ?
১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪২
ভুদাই বলেছেন: যে কারনে কানা বাবা কানাদের অহংকার।
৮৮| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৬
রাজিব খান০০৭ বলেছেন: তারেকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার বেশীরভাগই ভিত্তিহীন বলে এখন আমার বিশ্বাষ
৮৯| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৪
রাজীব বলেছেন: একজন যুদ্ধাপরাধীকে জাতির অহংকার বলায় আপনাকে মাইনাস
আমাদের জাতির একমাত্র (ওয়ান এন্ড ওনলি) অহংকার হচ্ছে বিশিস্ট কম্পিউটার বিজ্ঞানী, জাতির জনকের নাতি জয়! জয়!! ও জয়!!!
৯০| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৮
নস্টালজিক বলেছেন:
৯১| ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
গোধুলী রঙ বলেছেন: হাহাপগে
চারিদিকে ভুদাইয়ের দল ফেলিছে নিশ্বাস, কোন ভুদাইকে করিনা বিশ্বাস।
নিজেরেই নিজে বিশ্বাস করেনা, আবারো
৯২| ১৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮
চরমপত্র বলেছেন: থানার দালাল কারে কয় চিনেন ? সাধারণত কমিশনার মেম্বর চিয়ারমেন এদের অনেক কাজের মধ্যে থানার দালালী একটা অন্যতম কাজ। ওসি ছাবের সাথে হায় হ্যালোর সুযোগটা কামে লাগাইয়া এরা এই দালালীর মাধ্যমে জীবিকা নির্বাহের একটা বড় অংশ চালায়।
সে গ্রামের অথবা শহরের, গরীব অসহায় অথবা শহরের ভদ্রলোক সবাই থানাকে বিরাট ভয় পায় এবং যাইতে চায়না কারন থানা হইছে ইবলিশের একটা গুহা সেই সুযোগটা নিয়া এই দালালেরা হয়তো আপনাকে বা আমাকে বাইরে দাড় করাইয়া ওসি ছাবেরে একটা সালাম দিয়া আইসা বলে ওসি সাবেরে কইয়া আইছি সব ঠিকঠাক। তয় আরও ৫ হাজার টাহা লাগবো। আবার কখনও ওসি সাবের কিছু দিয়া বিরাট অংশ নিজে খায় এই দিকে আপনি মনে করেন মেম্বর/চেয়ারমেন জনসেবা করতাছে।
সারা দেশ জুড়ে এই প্রকার দালাল অসংখ্য আছে। জায়গা এবং কেইস বুইজ্জা কেউ ছোড দালাল কউ বড় দালাল। তারেক রহমান তার জীবনে এই রকম অসংখ্য দালালী করছে। আপনি আমি সবাই জানি তরেক বসুন্ধরার মালিকের পুলার একটা মাডার কেইসে বিশ কোটি টাকা খাইছে।
তাহলে তারেক রহমান কি অইলো ? উত্তর তারেক রহমান থানার একটা দালাল। দালালী যদিও তার জীবিকার ছোট একটা অংশ। চাঁন্দাবাজি সহ অনেক কাজই জনাব করেন।
৯৩| ১৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫০
চরমপত্র বলেছেন: তারেক রহমান জীবন বৃত্তান্তঃ ট্রেক এ্যান্ড অফট্রেক
৯৪| ১৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৫
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: পোস্ট অফ দ্যা ডে
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩১
টানজিমা বলেছেন: শালার বাংগালিরে মাইনাশ...................